Madhyamik Physical Science Question Paper 2024 With Answers | সম্পূর্ণ উত্তরসহ মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র ২০২৪

মাধ্যমিক পরীক্ষা ২০২৪ এর ভৌত বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র Madhyamik Physical Science Question Paper 2024 ও তার সঠিক উত্তরগুলি এখানে আলোচনা করা হবে। এর সাথে মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নটি যারা পিডিএফ আকারে ডাউনলোড করতে চাও সেটিও এখানে দেওয়া হয়েছে। এই বছর 2024 সালের মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল 10 ই ফেব্রুয়ারি।
ভৌত বিজ্ঞানের পদার্থবিদ্যা এবং রসায়নের পুরো সিলেবাস থেকে প্রশ্ন হয়েছে। ব্যতিক্রমী কিছু জায়গা ছাড়া, প্রশ্নপত্র ভালোই হয়েছে। ভৌত বিজ্ঞানের জন্য মোট নম্বর ৯০ সময় ৩ ঘন্টা এছাড়াও অতিরিক্ত সময় হিসেবে ১৫ মিনিট সময় দেওয়া হয়েছে।

Madhyamik 2024 Physical Science Question Paper With Answers
Madhyamik 2024 Physical Science Question Paper With Answers

Table of Contents

WB Madhyamik Exam Physical Science Question Number Dividion

বিভাগ ক: এক নম্বরের ১৫ টি MCQ প্রশ্ন
বিভাগ খ: এক নম্বরের ২১ টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন
বিভাগ গ: দু’নম্বরের ৯ টি প্রশ্ন
বিভাগ ঘ: তিন নম্বরের ১২ টি প্রশ্ন

2024 PHYSICAL SCIENCE QUESTION WITH ALL CORRECT ANSWERS

১। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নীচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: ১x ১৫ =১৫

১.১ বায়োগ্যাসের মূল উপাদান হল –

(a) CH4

(b) CFC

(c) CO2

(d) CO

১.২ বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে-

(a) উচ্চচাপে এবং উচ্চ তাপমাত্রায়

(b) উচ্চচাপে এবং নিম্ন তাপমাত্রায়

(c) নিম্নচাপে এবং উচ্চ তাপমাত্রায়

(d) নিম্নচাপে এবং নিম্ন তাপমাত্রায়।

১.৩ STP তে 44.8 লিটার CO2 এর মোল সংখ্যা –

(a) 3

(b) 1

(c)   2

(d) 1.5

১.৪ আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাতের মান হয় –

(a) 1/2

(b) 0

(c) 1/273

(d) 1

১.৫ প্রতিসরাঙ্ক ও আলোর তরঙ্গদৈর্ঘ্যের সম্পর্ক প্রকাশকারী সমীকরণটি হল-

(a) µ  = A + B/λ

(b) µ = A + Bλ²

(c) µ  = Aλ + B

(d) µ = A + B/λ²

১.৬ বিবর্ধিত অসদবিম্ব গঠিত হয় –

(a) উত্তল দর্পণ দ্বারা

(চ) উত্তল লেন্স দ্বারা

(c) সমতল দর্পণ দ্বারা

(d) অবতল লেন্স দ্বারা

১.৭ একটি তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে। এই অবস্থায় তারটি টেনে এর দৈর্ঘ্য বৃদ্ধি করলে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা –

(a) বৃদ্ধি পাবে

(b) হ্রাস পাবে

(c) প্রথমে বৃদ্ধি পাবে ও পরে হ্রাস পাবে

(d) তারের দৈর্ঘ্য বৃদ্ধির ওপর নির্ভর করবে না।

১.৮ 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহমাত্রা কোনো পরিবাহীর মধ্য দিয়ে 30 সেকেন্ড সময়ে প্রবাহিত হলে মোট প্রবাহিত আধান হবে-

(a) 6 কুলম্ব

(b) 150 কুলম্ব

(c) 300 কুলম্ব

(d) 30 কুলম্ব

১.৯ 86A²²² → 84B210 বিক্রিয়াটিতে নিঃসৃত α ও ẞ কণার সংখ্যা হবে যথাক্রমে – 

(a) 6α, 3β

(b) 3α, 4β

(c) 4α, 3β

(d) 3α, 6β

১.১০ মৌলগুলিকে তড়িৎ ধনাত্মকতার উর্ধ্বক্রম অনুসারে সাজালে কোনটি সঠিক হবে তা নির্বাচন করো-

(a) C < N < O < F

(b) C > N > O > F

(c) O < N < C < F

(d) F > C > O> N

১.১১ NaCl যৌগে Na ও Cl পরমাণুর ইলেকট্রন বিন্যাস হল –

(a) Na- 2,8,8 : Cl – 2,8

(b) Na – 2,8,7 : Cl – 2,8,1

(c) Na – 2,8,1 : Cl- 2,8,7 

(d) Na – 2,8 : Cl – 2 8, 8

১.১২ তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎ পরিবহণ সংক্রান্ত নীচের কোন্ বক্তব্যটি সঠিক নয় তা স্থির

করো-

(a) রাসায়নিক পরিবর্তন হয়

(b) দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহণ করে

(c)  উষ্ণতা বৃদ্ধিতে সাধারণতঃ রোধ বাড়ে

(d) আয়ন দ্বারা তড়িৎ পরিবাহিত হয়।

১.১৩ যে গ্যাসটি নেসলার বিকারক ব্যবহার করে শনাক্ত করা যায় তা হল –

(a) NO2

(b) H2S

(c) HCI

(d) NH3

১.১৪ তাপীয় বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত ধাতুটি হল –

(a) Ag

(b) Mg

(c) Fe

(d) Au

১.১৫ কোন্ রাসায়নিক বিক্রিয়াটিতে ক্লোরোফর্ম উৎপন্ন হয় তা শনাক্ত করো –

(a) CH4+ Cl2

(b) CH3Cl + Cl2

(c) CH2Cl2 + Cl2

(d) CHCl3 + Cl2

Madhyamik Physical Science Question Paper 2024 PDF Download

2024 মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্নের অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর

বিভাগ ‘খ’ 

২। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):

২.১ ক্লোরিন পরমাণু (CI) ওজোন অণুর (O3) বিনষ্টি ঘটায় – একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও। 

২.২ বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায়?

অথবা,

আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথটি বায়ুমণ্ডলের কোন্ স্তরে অবস্থিত ?

২.৩ P বনাম 1/V লেখচিত্রের প্রকৃতি কি?

২.৪ পরম উম্নতার সঙ্গে গ্যাসের ঘনত্বের সম্পর্কটি লেখো।

২.৫ অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য-প্রসারণ গুণাঙ্ক 24×10-6 °C-1 হলে, SI এককে এর মান কত হবে?

২.৬ আপতন কোণ বাড়ালে মাধ্যমের প্রতিসরাঙ্ক বাড়বে না কমবে?

২.৭ উত্তল লেন্স থেকে f ও 2f দূরত্বের মধ্যে বস্তু রাখলে এর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? 

২.৮ একটি বর্তনীতে 6Ω ও 3Ωরোধের সমান্তরাল সমবায়ের সঙ্গে 1Ω রোধকে শ্রেণি সমবায়ে যুক্ত করলে বর্তনীর তুল্য রোধ কত হবে?

২.৯ বার্লো চক্রের ঘুর্ণনের অভিমুখ কোন্ সূত্র দ্বারা নির্ণীত হয় ?

২.১০ নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো।

অথবা,

নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন?

২.১১ বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো:

বামস্তম্ভডানস্তম্ভ
(১) নোবল্ গ্যাস(a) Cs
(২) ইনভার(b) Rn
(৩) সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল(c) কার্বন দ্বারা বিজারণ
(৪) ZnO + C -> Zn + CO(d) একটি সংকর ধাতু
মাধ্যমিক ভৌতবিজ্ঞান 2024 বামস্তম্ভ ডানস্তম্ভ মেলাও

২.১২ জল ও বেঞ্জিন এর মধ্যে কোন্ টিতে KCI দ্রবীভূত হয়?

২.১৩ জলের তড়িৎ বিশ্লেষণের সময় কোন্ তড়িৎদ্বারে জারণ ঘটে ?

অথবা,

তড়িৎ বিশ্লেষণের সময় AC আর DC -এর মধ্যে কোন্ টি ব্যবহৃত হয় ?

২.১৪ HCI গ্যাসের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহণ করে কেন?

২.১৫ অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি জৈব সারের নাম ও সংকেত লেখো।

অথবা,

সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে কালো রঙের অধঃক্ষেপ পড়ে তার সংকেত লেখো।

২.১৬ মেলামাইন প্রস্তুতির জন্য কোন্ যৌগ ব্যবহৃত হয় ?

২.১৭ C2H6O সংকেত দ্বারা যে দুটি ভিন্ন কার্যকরীমূলক যুক্ত জৈবযৌগ চিহ্নিত করা যায় তাদের নাম লেখো।

২.১৮ LPG এর মূল উপাদানের গঠনমূলক সংকেত লেখো।

উত্তর:  বিউটেন

অথবা,

1,1,2,2 টেট্রাব্রোমো ইথেন এর গঠনমূলক সংকেত লেখো।

মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র ২০২৪ এর সংক্ষিপ্ত প্রশ্নউত্তর গুলি উত্তর সহ

৩। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়) : ২ x ৯ =১৮

৩.১ Fire Ice এর সংকেত লেখ। এর থেকে কিভাবে মিথেন গ্যাস পাওয়া যায়?

উত্তর: Fire Ice এর সংকেত 4CH4,23H2O, CO2 গ্যাসকে মিথেন হাইড্রেট স্তরে প্রবেশ করালে কার্বন ডাই অক্সাইড গ্যাস মিথেন হাইড্রেট থেকে মিথেনকে প্রতিস্থাপিত করে।

৩.২ -3’C তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ একটি গ্যাসের আয়তন 750 cc । গ্যাসটিকে স্থির চাপে উত্তপ্ত করা হলো যতক্ষণ না পর্যন্ত ওর আয়তন 1 লিটার হয়। এর চূড়ান্ত উষ্ণতা কত?

উত্তর: 360 K , 87 C [ এভাবে করতে হবে, V1/T1=V2/T2 or, 750/270=1000/T2 or,T2= 360 K]

অথবা,

w4 অ্যাট্মস্ফীয়র চাপে ও 27’C উষ্ণতায় 8 গ্রাম H2 গ্যাসের(H=1) আয়তন কত হবে? [R=0.082]

উত্তর: 24.6 লিটার [ PV= nRT বাবহার করে ]

৩.৩ একটি সমবাহু প্রিজমের পৃষ্ঠে একটি আলোকরশ্মি কত কোণে আপতিত হলে রশ্মিটির নূন্যতম চুতি কোণ 20° হবে?

উত্তর: ∆=i1+i2 -A
or, 20°=2i1 -60°
or, i1= 40°

অথবা,
2 mm বেধের একটি কাচ ফলক অতিক্রম করতে একটি আলোকরশ্মির কত সময় লাগবে তা গণনা করো। কাচের প্রতিসরাঙ্ক= 1.5
উত্তর: t=dμ/c ,t=বেধ , μ=প্রতিসারঙ্ক ,c= আলোর বেগ
= .002X1.5/3X108
=10-11 sec
=100 ns

৩.৪ একটি বৈদ্যুতিক কোষের অভ্যন্তরীণ রোধ ও EMF এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা কর।
উত্তর: I=E/(R+r)
or, E= IR+ Ir
or, E= V+ Ir
or, E-V= Ir

৩.৫ অষ্টক সূত্রের সংজ্ঞা দাও । অষ্টক সূত্রের ব্যতিক্রম দেখা যায় এমন দুটি যৌগের উদাহরণ দাও

উত্তর: প্রকৃতিতে নিষ্ক্রিয় গ্যাস গুলি সব থেকে সুস্থিত ।তাই অন্যান্য পরমাণুরাও তার সর্ব বহিঃস্থ কক্ষে আটটি ইলেকট্রন করার জন্য অন্য কোন মৌলকে ইলেকট্রন দান করে অথবা অন্য কোন মৌল থেকে ইলেকট্রন গ্রহণ করে অথবা ইলেকট্রন জোর তৈরি করে এই ধর্মকেই অষ্টক সূত্র বা অক্টেট রুল বলে।

যেমন, LiH, NaH, NO, BC

অথবা, আয়নীয় যৌগ ও সমযোজী যৌগ এর দুটি গুরুত্বপূর্ণ পার্থক্য লেখো।
উত্তর:

আয়নীয় যৌগসমযোজী যৌগ
1. আয়নীয় যৌগগুলি সাধারণ অবস্থায় কঠিন কেলাসাকার1. সমযোজী যৌগগুলি সাধারণ অবস্থায় কঠিন, তরল বা গ্যাসীয়
2. আয়নীয় যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ2. সমযোজী যৌগের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক তুলনামূলক কম
3. এরা পোলার দ্রাবক যেমন জলে দ্রব্য কিন্তু নন পোলার দ্রাবক যেমন অ্যালকোহলে অদ্রাব্য3. এরা নন পোলার দ্রাবক যেমন অ্যালকোহলে দ্রব্য কিন্তু পোলার দ্রাবক যেমন জলে অদ্রাব্য
আয়নীয় যৌগ ও সমযোজী যৌগ এর দুটি গুরুত্বপূর্ণ পার্থক্য

৩.৬ আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ওজনের পরিবর্তে সংকেত ওজন ব্যবহার করা যথাযথ কেন?
উত্তর: আয়নীয় যৌগের ক্ষেত্রে প্রতিটি ক্যাটায়ন নির্দিষ্ট সংখ্যক অ্যানায়ন দ্বারা এবং প্রতিটি অ্যানায়ন নির্দিষ্ট সংখ্যক ক্যাটায়ন দ্বারা স্থির তড়িৎ আকর্ষণ বলে সাহায্যে যুক্ত থাকে। তাই আয়নীয় যৌগে অনুর কোন অস্তিত্ব নেই আর যেহেতু অনুর অস্তিত্ব নেই তাই এক্ষেত্রে আণবিক ওজনের পরিবর্তে সংকেত ওজন কথাটি প্রযোজ্য হয়।

৩.৭ অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করার জন্য গাঢ় H2SO4 ব্যবহার করা হয় না কেন?
উত্তর: অ্যামোনিয়া ক্ষারীয় পদার্থ এবং সালফিউরিক অ্যাসিড একটি তীব্র অ্যাসিড। তাই গাঢ় H2SO4 অ্যামোনিয়া গ্যাসের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম সালফেট তৈরি করে
2NH3+H2SO4=(NH4)2SO4

৩.৮ সোডিয়াম ক্লোরাইড এর তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে সোডিয়াম ধাতু নিষ্কাশন করার সময়ে অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড যোগ করা হয় কেন?
উত্তর: সোডিয়াম জলের সাথে তীব্রভাবে বিক্রিয়া করে তাই সোডিয়াম ক্লোরাইড শুষ্ক অবস্থায় নেওয়ার জন্য অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড যোগ করা হয়।
অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড এর গলনাঙ্ক কমিয়ে দেয়

অথবা, লোহার মরচে পড়া প্রতিরোধের দুটি উপায় লেখ।

উত্তর: লোহায় মরচে পড়া প্রতিরোধের উপায় গুলি হলো 1. লোহার জিনিসের উপর আলকাতরার প্রলেপ দিলে বা রং করলে 2. লোহার জিনিসের উপর তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় জিংক ধাতুর প্রলেপ দি2.

৩.৯ ডিনেচার্ড স্পিরিট কি?
উত্তর: 95.6% ইথাইল অ্যালকোহল এবং 4.4% জলের মিশ্রণ কে রেকটিফায়ার স্পিরিট বলে। রেকটিফাইড স্পিরিটকে পানের অযোগ্য করে তোলার জন্য এর সাথে ১০% মিথাইল অ্যালকোহল রবার নির্যাস, ন্যাপথা, পিরিডিন ইত্যাদি পদার্থ মিশিয়ে বিষাক্ত করা হয় শিল্পে ব্যবহারের জন্য একেই মেথিলেটেড স্পিরিট বা ডিনেচার্ড স্পিরিট বলে

অথবা, ইথাইল অ্যালকোহল ও অ্যাসিটিক অ্যাসিডের একটি করে ব্যবহার লেখ।
উত্তর: ইথাইল অ্যালকোহল ওষুধ প্রস্তুতিতে নানা রকম সুগন্ধি এবং পানীয় প্রস্তুতিতে ব্যবহার করা হয়।
অ্যাসিটিক অ্যাসিড আচার প্রস্তুতিতে এবং খাদ্যবস্তু সংরক্ষণে ব্যবহার করা হয়

মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র ২০২৪ এর ব্যাখ্যাধর্মী প্রশ্নগুলির উত্তর

বিভাগ ঘ

৪. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ৩ x ১২ =৩৬

৪.১ একটি ঘটনা উল্লেখ কর যা থেকে বলা যায়, গ্যাস অনুগুলির সর্বদা গতিশীল। গ্যাসের গতিতত্ত্বের ত্রুটিপূর্ণ স্বীকার্য দুটি উল্লেখ করো।
উত্তর: গ্যাসের ব্যাপন ধর্ম: গ্যাসের ব্যাপন ধর্ম গ্যাস অনুর গতিশীলতার স্বপক্ষে একটি জোরালো যুক্তি। পরস্পর বিক্রিয়া করে না এমন দুই বা ততোধিক গ্যাস যে কোন অনুপাতে পরস্পরের সাথে মিশে যেতে পারে এই ঘটনা প্রমাণ করে গ্যাস অনুগুলির গতিশীল
গ্যাসের গতিতত্ত্বের দুটি ত্রুটিপূর্ণ স্বীকার্য হলো

1. গ্যাস অনুগুলির মধ্যে কোনরকম আকর্ষণ বা বিকর্ষণ বল থাকে না।

2.সমগ্র গ্যাসের আয়তনের তুলনায় মোট অনুগুলির আয়তন নগণ্য অর্থাৎ অনুগুলি বিন্দু ভর
প্রকৃতপক্ষে অনুগুলির মধ্যে নগণ্য হলেও আকর্ষণ বল আছে আর অনুগুলির মোট আয়তন পাত্রের আয়তনের তুলনায় খুব কম হলেও অণুগুলোকে আয়তন হীন বিন্দু কল্পনা করা যায় না।

    ৪.২ 21 gm লোহিত তত্ত্ব আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমান H2 পাওয়া যাবে?
    STP তে H2 এর আয়তন কত? [Fe=56]

    উত্তর: 3Fe+ 4H2O =Fe3O4 + 4H2
    3X56=168 4X2=8
    168 গ্রাম আয়রন থেকে হাইড্রোজেন পাওয়া যায় 8 gm
    21 গ্রাম আয়রন থেকে হাইড্রোজেন পাওয়া যাবে=8/168 X 21
    =1gm
    STP তে উৎপন্ন হাইড্রোজেনের আয়তন 22.4/2=11.2 লিটার

    অথবা, O2 এর উপস্থিতিতে SO2 এর জারণের ফলে SO3 প্রস্তুত করা হলো। 40 গ্রাম SO3 উৎপন্ন করতে কত গ্রাম SO2 প্রয়োজন?
    উত্তর: 2SO2 + O2=2SO3
    2(32+2X16)=128 2(32+3X16) =160
    160 gm SO3 তৈরি করতে 128 gm SO2 লাগে
    40 gm SO3 তৈরি করতে= 128/160 x 40= 32 gm SO2 লাগে

    ৪.৩ তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা দাও। এসআই পদ্ধতিতে তাপীয় রোধের একক কি?
    উত্তর: একক বেধ ও একক প্রস্থচ্ছেদ যুক্ত একটি ধাতব পাতের দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতা পার্থক্য এক ডিগ্রি হলে উষ্ণপৃষ্ঠ থেকে শীতলপৃষ্ঠে এক সেকেন্ডে যে পরিমাণ তাপ পরিবাহিত হবে তাকে ওই ধাতুর উপাদানের তাপ পরিবাহিতাঙ্ক বলে।
    তাপীয় রোধের একক হল KW-1 বা KJ -1S
    অথবা,
    গ্যাসের আয়তন প্রসারণ গুনাঙ্কের সংজ্ঞা দাও চার্লসের সূত্র থেকে এর মান নির্ণয় কর।
    উত্তর: স্থির চাপে কোন নির্দিষ্ট পরিমাণ গ্যাসের উষ্ণতা 0°C থেকে 1°C পর্যন্ত বাড়ালে ওই গ্যাসের প্রতি একক আয়তনে যে আয়তন বৃদ্ধি হয় তাকে ওই গ্যাসের আয়তন গুণাঙ্ক বলে।
    চার্লসের সূত্র থেকে পাই
    Vt=V0(1+t/273) ……..(1)
    আবার আয়তন গুণাঙ্ক এর সংজ্ঞা অনুসারে
    Vt= V0(1+γpt) …….(2)
    এই সমীকরণ দুটো তুলনা করে পাই γp=1/273 °C-1

    ৪.৪ আপেক্ষিক প্রতিসরাঙ্ক ও পরম প্রতিসরাঙ্ক এর মধ্যে সম্পর্ক টি লেখ। কোনো মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?

    উত্তর: aµbba, এখানে a মাধ্যমের সাপেক্ষে b মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক, b মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক এবং a মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের অনুপাত।

    মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক আপতিত আলোর বর্ণ এবং মাধ্যমের প্রকৃতির ওপর নির্ভর করে

    অথবা, দেখাও একটি এক বর্ণী আলোকরশ্মি সমবাহু প্রিজমের মধ্য দিয়ে প্রতিসমভাবে নির্গত হলে আলোকরশ্মির চ্যুতিকোণ নূন্যতম হবে।
    উত্তর:
    ∆=i1+i2 -A
    রশ্মি প্রিজমের মধ্য দিয়ে সুষমভাবে প্রতিষ্ঠিত হওয়ার অর্থ i1=i2
    অর্থাৎ ∆=2i1– A

    ৪.৫ আলোর বিচ্ছুরণের সংজ্ঞা দাও প্রিজমের সাহায্যে কিভাবে এক বর্ণনীয় যৌগিক আলো শনাক্ত করবে?
    উত্তর: সাদা বা যৌগিক আলো প্রিজম বা প্রিজমের মত কোন প্রতিসারক মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার সময় উপাদান বর্ণে বিভক্ত হয় এই ঘটনাকে আলোর বিচ্ছুরণ বলে।
    এক বর্নী আলো প্রিজমের মধ্য দিয়ে গেলে সেই বর্ণটি অপর পাশে দেখা যায় কিন্তু যৌগিক আলো প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার সময় প্রিজমের অপর পাশে উপাদান বর্ণগুলি দেখতে পাওয়া যায় এ থেকে এক বর্ণী ও যৌগিক আলোকে শনাক্ত করা যায়

    ৪.৬ দুটি পরিবাহীর শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায়ের তুল্য রোধ 9 ওহম, 2 ওহম। পরিবাহী দুটি তুল্য রোধ নির্ণয় কর।
    উত্তর:
    R1+R2=9
    1/R1 +1/R2 =1/2
    এই দুটি সমীকরণ সমাধান করলে
    R1=6 ওহম, R2= 3 ওহম
    অথবা, নিম্নলিখিত বর্তনীর A ও B বিন্দুর মধ্যে তুল্যরোধ নির্ণয় কর
    উত্তর: এক্ষেত্রে রোধ তিনটি সমান্তরাল সমবায় আছে।
    তাই 1/R =1/2+1/1+1/3
    1/R= 11/6
    R= 6/11 ohm

    ৪.৭ ডায়নামো ও বৈদ্যুতিক মোটরের মধ্যে পার্থক্য লেখ। আর্থিং কি?
    উত্তর: ডায়নামো ও বৈদ্যুতিক মোটর এর পার্থক্য হল 1. ডায়নামো তে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় কিন্তু বৈদ্যুতিক মোটরের তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়

    1. তড়িৎচুম্বকীয় আবেশের ভিত্তিতে ডায়নামো কাজ করে। তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়ার ভিত্তিতে মোটর কাজ করে

    আর্থিং
    বাড়ির বৈদ্যুতিক যন্ত্রপাতির নিরাপত্তার প্রয়োজনে যন্ত্রপাতি গুলির বাইরের ধাতব আবরণের সাথে একটি তারকে যুক্ত করে মাটির মধ্যে পুঁতে রাখা হয় একেই আর্থিং বলে। কোন কারণে শর্ট-সার্কিট হলে বা তড়িৎ লিকেজ হয়ে যন্ত্রপাতির বাইরের আবরণে জমা হলে তা আর্থিং তারের মাধ্যমে মাটিতে চলে যায়। ফলে শক লাগার সম্ভাবনা থাকে না।

    ৪.৮ আলফা ও গামা রশ্মির আধান, ভেদন ক্ষমতা, আয়নিত করার ক্ষমতা তুলনা কর।
    উত্তর :
    1. প্রতিটি আলফা কণার আধান দুটি প্রোটনের আধানের সমান অর্থাৎ
    +3.204X10-19 কুলম্ব
    গামা রশ্মি আধান বিহীন।

    1. গ্যাসকে আয়নিত করার ক্ষমতা আলফার সব থেকে বেশি
      গামা নিস্তড়িত তাই গ্যাসকে আয়নিত করার ক্ষমতা খুব কম

    4.9 কোন মৌলের পরমাণুর আয়োনাইজেশন শক্তি বলতে কী বোঝো? Na,Rb,Li,Cs কি? আয়োনাইজেশন শক্তির উর্ধ্বক্রমে সাজাও
    উত্তর:
    সর্বনিম্ন শক্তি স্তরে থাকাকালীন কোন মৌলের একটি গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষের সবচেয়ে শিথিল ভাবে আবদ্ধ ইলেকট্রনকে অপসারিত করে পরমাণুটিকে এক একক পজিটিভ আধানযুক্ত আয়নে পরিণত করতে যে ন্যূনতম শক্তি দরকার হয় তাকে ওই মৌলের আয়োনাইজেশন শক্তি বলে।
    Cs, Rb, Na, Li আয়োনাইজেশন শক্তির উর্ধ্বক্রমে
    অথবা,
    A, B, C মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে n-2, n, n+1 B মৌলটি নিষ্ক্রিয় গ্যাস। A ও C যুক্ত হয়ে যৌগ গঠন করে তার সংকেত লেখ।
    উত্তর:
    A পর্যায় সারণির 16 নং শ্রেণীতে অবস্থিত
    C পর্যায় সারণির 1 নং শ্রেণীতে অবস্থিত
    A, C যুক্ত হয়ে যৌগ তৈরি করে তার সংকেত C2A

    Madhyamik Physical Science Question Paper 2024 | মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র ২০২৪ বড় প্রশ্ন গুলি উত্তর সহ দেওয়া হয়েছে

    ৪.১০ তড়িৎ লেপন এর উদ্দেশ্য কি? কোন বস্তুর উপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করা হয়?
    উত্তর: তড়িৎ লেপনের দুটি উদ্দেশ্য…..
    1.পরিবেশ ও জলবায়ুর প্রকোপ থেকে ধাতুগুলিকে রক্ষা করা
    2.বেশি সক্রিয় ধাতুর ওপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দিয়ে ধাতুগুলির সৌন্দর্য বৃদ্ধি করা
    কোন বস্তুর উপর সোনার প্রলেপ দিতে পটাশিয়াম অরোসায়ানাইড বাবহার হয়

    ৪.১১ ইউরিয়ার শিল্প উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থ গুলির নাম ও বিক্রিয়ার রাসায়নিক সমীকরণ লেখ।
    উত্তর: ইউরিয়ার শিল্প উৎপাদনে ব্যবহৃত পদার্থ দুটি হল অ্যামোনিয়া (NH3) ও কার্বন ডাই-অক্সাইড (CO2)
    বিক্রিয়াটির সমিত সমীকরণ হলো
    2NH3 + CO2 = NH2CONH2 + H2O

    ৪.১২ শিল্পক্ষেত্রে ইথিলিন প্রস্তুতির বিক্রিয়াটি লেখ। ইথিলিনের দুটি ব্যবহার উল্লেখ কর
    উত্তর:
    350° C তাপমাত্রায় ইথাইল অ্যালকোহল বাষ্পকে উত্তপ্ত অ্যালুমিনা (Al2O3) উপর দিয়ে চালনা করলে ইথিলিন উৎপন্ন হয়। এটি ইথিলিনের শিল্প উৎপাদন পদ্ধতি
    CH3CH2OH —-350° C—–C2H4 + H2O

    অথবা,
    মিথেনের হাইড্রোজেন পরমাণু গুলি কিভাবে ধাপে ধাপে ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন করে?

    উত্তর: মিথেনের হাইড্রোজেন পরমাণু গুলি এইভাবে ধাপে ধাপে ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়। প্রথম ধাপে মিথেইল ক্লোরাইড দ্বিতীয় ধাপে মিথিলিন ক্লোরাইড তৃতীয় ধাপে ক্লোরোফরম চতুর্থ থাকে কার্বন টেটরা ক্লোরাইড উৎপন্ন হয়
    CH4 + Cl2=CH3Cl +HCl
    CH3Cl + Cl2 = CH2Cl2 + HCl
    CH2Cl2 + Cl2 = CHCl3 +HCl
    CHCl3 + Cl2 = CCl4 +HCl

    WBBSE মাধ্যমিক 2024 ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র ও তার উত্তর খোজার শেষ , এখানেই উত্তর সহ প্রশ্নউত্তর দেওয়া রইল

    পশ্চিমবঙ্গের দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক 2024 পরীক্ষার ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র এর উত্তর খুঁজে চলেছো তারা নীচের উত্তরপত্র দেখতে পারেন। উত্তরগুলি যতটা সম্ভব সাবধানতার সাথেই তৈরি করা হয়েছে। তবু কোন প্রশ্ন নিয়ে সংশয় থাকলে অবশ্যই পোস্টের কমেন্টে নিজের মন্তব্য লিখতে পারো।

    Leave a Comment