Madhyamik Physical Science Suggestion 2025 – আয়নীয় ও সমযোজী বন্ধন (অধ্যায়-৮.২) প্রশ্নউত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন

Ionic and Covalent Bondings
Ionic and Covalent Bondings আয়নীয় ও সমযোজি বন্ধন

Madhyamik Physical Science Suggestion (মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন – আয়নীয় ও সমযোজী বন্ধন (অধ্যায়-৮.২) প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। এই Madhyamik Physical Science Suggestion (মাধ্যমিক  ভৌতবিজ্ঞান সাজেশন) – আয়নীয় ও সমযোজী বন্ধন (অধ্যায়-৮.২) MCQ, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর  গুলি আগামী West Bengal Madhyamik Physical Science মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন- পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। যারা মাধ্যমিক দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান পরীক্ষার সাজেশন খুঁজে চলেছ , তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারো। টেস্ট পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষাতে কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

Table of Contents

Madhyamik Physical Science Suggestion

মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন

আয়নীয় ও সমযোজী বন্ধন (অধ্যায়-৮.২) MCQ, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর | Madhyamik Physical Science Suggestion – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন

বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ Question) : (মান – 1) আয়নীয় ও সমযোজী বন্ধন প্রশ্নউত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন Ionic and Covalent Bondings

1. নিচের কোন যৌগটিতে আয়নীয় ও সমযোজী বন্ধন ও অসমযোজী তিন প্রকার বন্ধন আছে?

(a) NaCl

(b) H2O

(c) CaCl2

(d) NH4Cl

উত্তর: (d) NH4Cl

2. নিচের কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না? 

(a) NaCl

(b) KCl

(c ) LiH

(d) CaO

উত্তর: (c ) LiH

3. ফ্লুরিন পরমাণুর সর্ব বহিঃস্থ কক্ষে ইলেকট্রন থাকে-

(a) 8

(b) 6

(c) 7

(d) 4

উত্তর:(c ) 7

4. Ca পরমাণুর যোজ্যতা কক্ষে কটি ইলেকট্রন আছে? 

(a) 8

(b) 2

(c) 3

(d) 5

উত্তর: (b) 2

5. একটি ধ্রুবীয় দ্রাবক হলো- 

(a) অ্যালকোহল

(b) জল

(c) বেনজিন

(d) কেরোসিন

উত্তর: (a) জল 

6. কখন আয়নীয় বন্ধন গঠিত হয়- 

(a) দুটি ভিন্ন ধাতব মৌলের মধ্যে

(b) দুটি একই মৌলের পরমাণুর মধ্যে

(c) দুটি ভিন্ন অধাতব মৌলের পরমাণুর মধ্যে

(d) একটি ধাতব ও একটি অধাতব মৌলের পরমাণুর মধ্যে

উত্তর:(d) একটি ধাতব ও একটি অধাতব মৌলের পরমাণুর মধ্যে 

7. নিচের কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? 

(a) গলিত খাদ্য লবণ

(b) চিনির জলীয় দ্রবণ

(c) তরল হাইড্রোজেন ক্লোরাইড

(d) কঠিন খাদ্য লবণ

উত্তর:(a) গলিত খাদ্য লবণ 

8. নিচের কোন যৌগটির ক্ষেত্রে সংকেত ভর কথাটি প্রযোজ্য

(a) হাইড্রোজেন ক্লোরাইড

(b) কার্বন ডাই অক্সাইড

(c) মিথেন

(d) ম্যাগনেসিয়াম ক্লোরাইড

উত্তর:(d) ম্যাগনেসিয়াম ক্লোরাইড 

9. Li+ এর ইলেকট্রন বিন্যাস কোন নিষ্ক্রিয় মৌলের মত? 

(a) Ne

(b) Ar

(c) He

(d) Kr

উত্তর:(c) He

10. কোনটি আয়নীয় যৌগের ধর্ম নয়- 

(a) উচ্চ স্ফুটনাঙ্ক

(b) সমাবয়বতা

(c ) অদাহ্য

(d) ধ্রুবিয় দ্রাবকে দ্রাব্য

উত্তর: (b) সমাবয়বতা 

11. ইথিলিন যৌগে কটি কার্বন পরমাণু বর্তমান? 

(a) 4

(b) 2

(c) 5

(d) 4

উত্তর:(b) 2

12. সমযোজী যৌগগুলি বিক্রিয়া করে-

(a) ধীর গতিতে

(b) দ্রুতগতিতে

(c) খুব দ্রুতগতিতে

(d) খুব ধীরগতিতে

উত্তর:(d) খুব ধীর গতিতে 

13. একটি সমযোজী উদ্বায়ী কঠিন পদার্থ হল- 

(a) মিথেন

(b) ক্লোরোফর্ম

(c) ন্যাপথলিন

(d) ইথানল

উত্তর:(c ) ন্যাপথলিন 

14. নিচের কোনটি সমযোজী যৌগের ধর্ম নয়- 

(a) জলে দ্রাব্য 

(b) গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কম 

(c ) তড়িতের সুপরিবাহী 

(d) রাসায়নিক বিক্রিয়া ধীরগতিতে ঘটে 

উত্তর: (c) তড়িৎএর সুপরিবাহী 

15. নাইট্রোজেন অনুতে বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রনের সংখ্যা-

(a) 2

(b) 4

(c) 6

(d) 10

উত্তর:(c) 6

16. নিচের কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান? 

(a) খাদ্য লবণ

(b) হাইড্রোজেন ক্লোরাইড

(c) লিথিয়াম হাইড্রাইড 

(d) ক্যালসিয়াম অক্সাইড

উত্তর:(b) হাইড্রোজেন ক্লোরাইড 

17. কোনটিতে সমযোজী বন্ধন নেই? 

(a) অক্সিজেন

(b) কার্বন টেট্রাক্লোরাইড

(c) ক্লোরোফর্ম

(d) KBr

উত্তর:(d) KBr

18. সমযোজী বন্ধন গঠিত হয়- 

(a) ধাতুর পরমাণুর মধ্যে

(b) অধাতুর পরমাণুর মধ্যে

(c) ধাতু ও অধাতুর মধ্যে

(d) ধাতু ও ধাতুকল্পের মধ্যে

উত্তর:(b) অধাতুর পরমাণুর মধ্যে 

19. কোন যৌগটির মধ্যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বর্তমান-

(a) মিথেন

(b) অ্যামোনিয়া

(c) অ্যাসিটিলিন

(d) ইথিলিন

উত্তর:(b) অ্যামোনিয়া

20. নিচের কোনটিতে খাদ্য লবনের দ্রাব্যতা সর্বাধিক? 

(a) জল

(b) ইথাইল অ্যালকোহল

(c) ইথার 

(d) অ্যাসিটোন

উত্তর:(a) জল

শূন্যস্থান পূরণ কর (মান – 1) আয়নীয় ও সমযোজী বন্ধন প্রশ্নউত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন Ionic and Covalent Bondings Class 10 in Bengali

1. ক্লোরোফরম ও জল পরস্পর…………. হয় না 

উত্তর: মিশ্রিত

2. আয়নীয় যৌগগুলি………. দ্রাবক-এ দ্রবীভূত হয় 

উত্তর: পোলার 

3……….. যৌগগুলি ভঙ্গুর প্রকৃতির হয়

উত্তর: আয়নীয় বা তড়িৎযোজী 

4. আয়নীয় যৌগ গুলি জৈব দ্রাবকে………

উত্তর: অদ্রাব্য 

5. আয়নীয় যৌগ গুলি অসংখ্য………ও………দ্বারা গঠিত

উত্তর: ক্যাটায়ন ও অ্যানায়ন

6. আয়নীয় যৌগ গুলি সাধারণত………এবং এদের কেলাস…….

আকার বিশিষ্ট

উত্তর: কঠিন, জ্যামিতিক 

7. আয়নীয় যৌগে………. অস্তিত্ব থাকে না 

উত্তর: অনুর 

8. সমযোজী বন্ধনের নির্দিষ্ট………. আছে 

9. মৌলের সমযোজ্যতার পরিমাপ করা হয় গঠিত…………সংখ্যার দ্বারা 

উত্তর: ইলেকট্রন জোড়

10…………যৌগগুলির সমবয়গত ধর্ম দেখা যায় 

উত্তর: সমযোজী 

11.HCl একপ্রকার……….. যৌগ 

উত্তর: সমযোজী 

12. চিনি জলীয় দ্রবণে……..…হয় না

উত্তর: আয়নিত 

13. গ্লুকোজের জলীয় দ্রবণ তড়িৎ এর……

উত্তর: অপরিবাহী

14. হিরে হলো একটি কেলাসাকার পদার্থ যার কেলাসে C-C ………. 

সমযোজী বন্ধন বর্তমান 

উত্তর: সমযোজী 

15. কার্বন টেট্রা ক্লোরাইড জলে………. কিন্তু বেনজিনে……

উত্তর: অদ্রাব্য, দ্রাব্য 

সত্য বা মিথ্যা নির্বাচন করো: (মান – 1) Madhyamik Physical Science Suggestion – আয়নীয় ও সমযোজী বন্ধন (অধ্যায়-৮.২) – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন

1. খাদ্য লবনের গলনাঙ্ক বেশি 

উত্তর: সত্য 

2.CaH2 অনুতে তড়িৎযোজী বন্ধন বর্তমান 

উত্তর: সত্য 

3. অ্যাসিটিলিন অনুতে সমযোজী দ্বিবন্ধন আছে 

উত্তর: মিথ্যা 

4. সমযোজী বন্ধন দৃঢ় ও শক্তিশালী প্রকৃতির 

উত্তর: মিথ্যা 

5. CO2 যোগে সমযোজী দ্বিবন্ধন আছে 

উত্তর: সত্য

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: (মান – 1) Madhyamik Physical Science Suggestion – আয়নীয় ও সমযোজী বন্ধন (অধ্যায়-৮.২) প্রশ্নউত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন Ionic and Covalent Bondings

1. রাসায়নিক বন্ধনে কোন ইলেকট্রন গুলি অংশগ্রহণ করে?

উত্তর: রাসায়নিক বন্ধন গঠনে পরমাণুর বাইরের কক্ষে ইলেকট্রন গুলি অর্থাৎ যোজক ইলেকট্রন বলে অংশগ্রহণ করে।

2. পরমাণু ও আয়নের মধ্যে কোনটি বেশি সুস্থিত?

উত্তর: আয়ন গুলি 3. যোজন কক্ষ বা যোজ্যতা কক্ষ কাকে বলে? উত্তর: পরমাণুর সব থেকে বাইরের কক্ষপথটিকে যোজ্যতা কক্ষ বা যোজন কক্ষ বলে

4. এমন একটি উদাহরণ দাও যেখানে আয়নীয় ও সমযোজী বন্ধন দু প্রকার বন্ধনী আছে?

উত্তর: ক্যালসিয়াম কার্বনেট

5. CaO তে কোন ধরনের রাসায়নিক বন্ধন(আয়নীয় ও সমযোজী বন্ধন) আছে?

উত্তর: আয়নীয় বন্ধন

6. এমন একটি যৌগের উদাহরণ দাও যেখানে অষ্টক পূর্তি হয় না।

উত্তর: লিথিয়াম হাইড্রাইড (LiH)

7. ধাতু, অধাতু রাসায়নিক বন্ধন করলে কোন ধরনের যৌগ তৈরি হয়?

উত্তর: আয়নীয় যৌগ

8. কোন বিজ্ঞানী প্রথম আয়নীয় বন্ধনের ধারণা দেন?

উত্তর: বিজ্ঞানী কোশেল

9. দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি তড়িৎযোজী যৌগের নাম ও সংকেত লেখ।

উত্তর: খাদ্য লবণ বা, সোডিয়াম ক্লোরাইড (NaCl)

10. ফেরিক ও ফেরাস যৌগে Fe এর যোজ্যতা কত?

উত্তর: ফেরিক যৌগে 3 কিন্তু ফেরাস যৌগে 2

11. কার্বন দ্বারা গঠিত একটি তড়িৎযোজী যৌগের নাম কর।

উত্তর: ক্যালসিয়াম কার্বাইড (Cac2)

12. কোন প্রকার বন্ধনের নির্দিষ্ট অভিমুখ থাকে না?

উত্তর: আয়নীয় বন্ধনের

13. কোন প্রকার যৌগ ক্যাটায়ন ও অ্যানায়ন দিয়ে তৈরি?

উত্তর: আয়নীয় যৌগ

14. হাইড্রোজেন ক্লোরাইড অনুতে কোন ধরনের বন্ধন বর্তমান?

উত্তর: সমযোজী বন্ধন

15. অষ্টক নিয়মের ব্যতিক্রম দেখা যায় এমন একটি সমযোজী যৌগের উদাহরণ দাও।

উত্তর: হাইড্রোজেন

16. মিথেন যৌগে কার্বন ও হাইড্রোজেন এর মধ্যে বন্ধন কোন প্রকারের বন্ধন?

উত্তর: সমযোজী বন্ধন

17. জল আয়নীয় না সমযোজী যৌগ?

উত্তর: জল সমযোজী যৌগ

18. দ্বি বন্ধন যুক্ত একটি সমযোজী যৌগের নাম কর।

উত্তর: অক্সিজেন

19. ত্রিবন্ধন একটি সমযোজী যৌগের নাম কর।

উত্তর: নাইট্রোজেন

20. মিথেন অনুতে কয়টি সমযোজী বন্ধন আছে?

উত্তর: চারটি

21. সমযোজী দ্বিবন্ধন যুক্ত একটি যৌগিক অনুর নাম করো।

উত্তর: কার্বন ডাই অক্সাইড (CO2)

22. সমযোজী ত্রিবন্ধন যুক্ত একটি যৌগিক অনুর নাম কর।

উত্তর: অ্যাসিটিলিন (C2H2)

23. অ্যামোনিয়া অণুতে কয়টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে?

উত্তর: একটি

24. দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি সমযোজী যৌগের নাম কর।

উত্তর: জল, চিনি

25. এমন একটি যৌগের নাম করো যা নিজে সমযোজী যৌগ হলেও জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে?

উত্তর: হাইড্রোজেন ক্লোরাইড

26. CO2 অনুতে বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়ের সংখ্যা কটি?

উত্তর: চারটি

27. এমন একটি যৌগের নাম কর যার কেন্দ্রীয় পরমাণুটির অষ্টক পূর্তি হয়নি?

উত্তর:BF3

28. জলের অনুতে কতগুলি সমযোজী এক বন্ধন আছে?

উত্তর: 2টি

29. একটি সমযোজী যৌগ কিন্তু গলনাঙ্ক উচ্চ এমন একটি উদাহরণ দাও।

উত্তর: Si এর যে কোন যৌগ SiO2

30. CCl4 যৌগে কোন প্রকার বন্ধন আছে?

উত্তর: সমযোজী বন্ধন

রচনাধর্মী প্রশ্নোত্তর: (মান – 2/3 ) Madhyamik Physical Science Suggestion – আয়নীয় ও সমযোজী বন্ধন (অধ্যায়-৮.২) প্রশ্নউত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন

1. আয়নীয় যৌগের তিনটি বৈশিষ্ট্য লেখ।

উত্তর: আয়নীয় যৌগের বৈশিষ্ট্য গুলি হল-

  • (i ) ভৌত অবস্থা: আয়নীয় যৌগগুলি সাধারণ অবস্থায় কঠিন কেলাসাকার
  • (ii) গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক: আয়নীয় যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক খুব উৎস কারণ এক্ষেত্রে বিপরীত ধর্মী আয়নগুলি তীব্র তড়িৎ আকর্ষণ বলের সাহায্যে যুক্ত থাকে
  • (iii) দ্রাব্যতা: আয়নীয় যৌগগুলি সাধারণত পোলার দ্রাবক জলে দ্রাব্য। কিন্তু নন পোলার দ্রাবক অ্যালকোহলে অদ্রাব্য
  • (iv) তড়িৎ পরিবাহীতা: আয়নীয় যৌগগুলি গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় বিপরীত ধর্মী আয়নে পরিণত হয় এবং তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে।
2. সমযোজী যৌগের তিনটি বৈশিষ্ট্য লেখ।

উত্তর: সমযোজী যৌগের বৈশিষ্ট্য গুলি হল-

  • (i) ভৌত অবস্থা: সমযোজী যৌগ গুলি সাধারণ অবস্থায় কঠিন, তরল বা গ্যাসীয় প্রকৃতির
  • (ii) গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক: এদের অনুগুলির মধ্যে আকর্ষণ বল কম হওয়ায় সাধারণ অবস্থায় গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক খুব কম হয়
  • (iii) দ্রাব্যতা: সমযোজী যৌগগুলি সাধারণত ননকলার দাবক যেমন অ্যালকোহলে দ্রাব্য। কিন্তু পোলার দ্রাবক যেমন জলে অদ্রাব্য
  • (iv) তড়িৎ পরিবাহিতা: এরা গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় আয়নিত হয় না তাই তড়িৎ পরিবহন করে না।
3. আয়নীয় ও সমযোজী যৌগের চারটি পার্থক্য লেখ।
আয়নীয় যৌগ সমযোজী যৌগ
1. আয়নীয় যৌগগুলি সাধারণ অবস্থায় কঠিন, কেলাসাকার1. সমযোজী যৌগগুলি সাধারণ অবস্থায় তরল বা গ্যাসীয়
2. আয়নীয় যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ2. সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তুলনামূলক কম
3. এরা পোলার দ্রাবক যেমন জলে দ্রাব্য, কিন্তু নন পোলার দ্রাবক যেমন অ্যালকোহলে অদ্রাব্য3. এরা নন পোলার দ্রাবক যেমন অ্যালকোহলে দ্রাব্য কিন্তু পোলার দ্রাবক যেমন জলে অদ্রাব্য
4. আয়নীয় যৌগগুলি গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে4. সমযোজী যৌগগুলি গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় আয়নিত হয় না তাই তড়িৎ পরিবহন করে না।
আয়নীয় ও সমযোজী যৌগের চারটি পার্থক্য
4. আয়নীয় যোজ্যতা বা তড়িৎ যোজ্যতা কাকে বলে?

উত্তর: নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মত ইলেকট্রন বিন্যাস লাভের লক্ষ্যে যখন কোন পরমাণু তার সর্ব বহিঃস্থ কক্ষপথ থেকে এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে এবং অন্য কোন মৌলের পরমাণু ওই বর্জিত ইলেকট্রন গ্রহণ করে বিপরীতধর্মী আয়নে পরিণত হয় এবং স্থির তড়িৎ আকর্ষণে যুক্ত হয়ে যৌগ গঠন করে। এইভাবে ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে যৌগ গঠনের ক্ষমতাকে তড়িৎ যোজ্যতা বা আয়নীয় যোজ্যতা বলে।

5. তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগ কাকে বলে?

উত্তর: রাসায়নিক বিক্রিয়ার সময় একাধিক মৌলের পরমাণুর মধ্যে ইলেকট্রন আদান-প্রদানের মাধ্যমে বিপরীত ধর্মী আয়ন তৈরি হয়ে যে যৌগ তৈরি হয় তাদের তড়িৎযোজী বা আয়নীয় যৌগ বলে।যেমন, খাদ্য লবন

6. কিভাবে তড়িৎযোজ্যতার পরিমাপ করা হয়?

উত্তর: তড়িৎযোজী যৌগ গঠনের সময় যে কটি ইলেকট্রন গ্রহণ বা বর্জন ঘটে সেই সংখ্যাগুলো তড়িৎ যোজ্যতার পরিমাণ।

7. নিচের যৌগগুলির ইলেকট্রন ডট গঠন এঁকে দেখাও: NaCl, CaO, MgCl2, NaF, CaCl2, LiH
Covalent Molecule Lewis structure
Covalent Molecule Lewis structure আয়নীয় যৌগের লুইস ডট গঠন
8. সমযোজ্যতা কাকে বলে?

উত্তর: নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মত সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের লক্ষ্যে যখন দুটি পরমাণুর মধ্যে এক বা একাধিক ইলেকট্রন জোড় গঠিত হয় এবং পরমাণুগুলির অষ্টক পূর্তি ঘটে (ব্যতিক্রম, হিলিয়াম) এইভাবে ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে যৌগ গঠনের প্রক্রিয়াকে সমযোজ্যতা বলে।

9. সমযোজী যৌগ কাদের বলে?

উত্তর: রাসায়নিক বিক্রিয়ার সময় দুটি পরমাণুর মধ্যে এক বা একাধিক ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহৃত হয়ে যৌগ গঠিত হয় তাকে সমযোজী যৌগ বলে।যেমন, H2O, CO2

10. কিভাবে সমযোজ্যতার পরিমাপ করা হয়?

উত্তর: রাসায়নিক বন্ধন গঠনের সময় একটি মৌলের পরমাণু যতগুলি ইলেকট্রন জোড় গঠন করে সেই সংখ্যাই হলো সমযোজ্যতার পরিমাপ।

11. সমযোজী বন্ধন কয় প্রকার ও কি কি?

উত্তর: সমযোজী বন্ধন তিন প্রকার: যথা, এক বন্ধন, দ্বিবন্ধন ও ত্রিবন্ধন

12. নিচের যৌগ গুলির লুইস ডট গঠন বা ইলেকট্রন ডট গঠন অঙ্কন কর: F2, HCl, HF, H2O, NH3,CH4,CO2,C2H4,N2,C2H2
Covalent Molecule Lewis structure
Covalent Molecule Lewis structure সমযোজী অনুর লুইস ডট গঠন
13. দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি সমযোজী ও একটি আয়নীয় যৌগের নাম লেখ।

উত্তর: সমযোজী যৌগ: জল,আয়নীয় যৌগ: খাদ্য লবণ

14. এমন একটি সমযোজী যৌগের নাম করো যেটি জলে দ্রবীভূত হয়?

উত্তর: চিনি, আলকোহল

15. অষ্টক সূত্র লঙ্ঘিত হয় এমন কয়েকটি যৌগের নাম লেখো।

উত্তর: লিথিয়াম হাইড্রাইড (LiH)

16. দ্বৈত সূত্র কি?

উত্তর: হিলিয়াম এর নিকটবর্তী মৌল গুলি (হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম) রাসায়নিক বন্ধন গঠনের সময় সর্ব বহিঃস্থ কক্ষে দুটি ইলেকট্রন রাখার চেষ্টা করে একে দ্বৈত সূত্র বলে।

17. অষ্টক সূত্রটি লেখ

উত্তর: রাসায়নিক বন্ধন গঠনের সময় বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণু এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে সর্ব বহিঃস্থ কক্ষপথে আটটি ইলেকট্রন রাখে একই অষ্টক সূত্র বলে।

18. HCl সমযোজী যৌগ হলেও জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে কেন?

উত্তর: HCl জলীয় দ্রবণে আয়নিত হয়ে H+ ও Cl উৎপন্ন করে এই আইন গুলোই জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে।

Madhyamik Suggestion 2025 | মাধ্যমিক সাজেশন ২০২৫

এই পোস্ট টি তে আলোচনা করা হয়েছে Madhyamik Physical Science Suggestion আয়নীয় ও সমযোজী বন্ধন | WB Madhyamik Physical Science Suggestion | Madhyamik Physical Science Suggestion | West Bengal Madhyamik Physical Science Suggestion| WB Madhyamik Physical Science Suggestion | মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন – আয়নীয় ও সমযোজী বন্ধন | মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন – আয়নীয় ও সমযোজী বন্ধন | পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন – আয়নীয় ও সমযোজী বন্ধন | মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন – আয়নীয় ও সমযোজী বন্ধন – প্রশ্ন উত্তর  সাজেশন ।

আরোও দেখো :-

দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | পর্যায় সারণী – প্রশ্ন উত্তর সাজেশন | WBBSE Class 10th Physical Science Suggestion

আরোও দেখো

Madhyamik Physical Science Question Paper 2024 With Answers | সম্পূর্ণ উত্তরসহ মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র ২০২৪

আরোও দেখো:-

Madhyamik Physical Science Suggestion- পরিবেশের জন্য ভাবনা (অধ্যায়-১) প্রশ্ন-উত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন

আরোও দেখো:-

মাধ্যমিক জীবন বিজ্ঞান – অভিব্যক্তি অভিযোজন (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science Question and Answer

আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” Madhyamik Physical Science Suggestion – আয়নীয় ও সমযোজী বন্ধন (অধ্যায়-৮.২) প্রশ্ন উত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন  ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই  ওয়েবসাইটের পাশে থাকো । যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।

Leave a Comment