Class 6 Mathematics Geometry|ষষ্ঠ শ্রেণীর গণিত, জ্যামিতির প্রশ্নউত্তর 2024

class-6-mathematics-geometry-unit-test-question
class-6-mathematics-geometry-unit-test-question

WBBSE Class 6 Mathematics Unit Test Geometry Question with Answer, Notes, Suggestion | Class 6 Mathematics Geometry Unit Test Question – ষষ্ঠ শ্রেণীর ইউনিট টেস্টের গণিত জ্যামিতি বিষয়ের প্রশ্নপত্র থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন ও উত্তর (MCQ, Very Short, Short,  Descriptive Question and Answer গুলি আগামী West Bengal Class 6 Mathematics Unit Test – পশ্চিমবঙ্গ ষষ্ঠ শ্রেণীর ইউনিট টেস্টে গণিত জ্যামিতি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা Class 6 Mathematics Unit Test জিওমেট্রি Question – ষষ্ঠ শ্রেণীর ইউনিট টেস্টের গণিত বিষয়ের প্রশ্নপত্র প্রশ্ন ও উত্তর খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। 

Table of Contents

Class 6 Mathematics Geometry Question 2024

ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের জ্যামিতির প্রশ্নপত্র ২০২

সঠিক উত্তরটি নির্বাচন কর। (MCQ) Class 6 Mathematics Geometry Unit Test Question : ষষ্ঠ শ্রেণীর ইউনিট টেস্টের গণিত জ্যামিতি বিষয়ের প্রশ্নপত্র : Class 6 Mathematics Geometry Unit Test Question | ষষ্ঠ শ্রেণীর ইউনিট টেস্টের গণিত বিষয়ের জ্যামিতির প্রশ্নউত্তর  নিচে দেওয়া হলো

1. একটি বিন্দু দিয়ে সরলরেখা টানা যায়-

(a) একটি

(b) দুটি

(c) তিনটি

(d) অসংখ্য

উত্তর: (d) অসংখ্য

2. ক্রিকেট বল একটি- 

(a) গোলক

(b) ঘনক

(c ) আয়তঘন

(d) বেলন

উত্তর: (a) গোলক 

3. দুটি সমতল পরস্পরকে ছেদ করে- 

(a) সরলরেখায়

(b) বক্ররেখায়

(c ) বিন্দুতে

(d) কোনোটিই নয়

উত্তর:(a) সরলরেখায় 

4. একটিমাত্র তল দিয়ে তৈরি ঘনবস্তু হলো- 

(a) চোঙ 

(b) শঙ্কু

(c ) গোলক

(d) আয়তঘন

উত্তর:(c ) গোলক 

5. ঘরের মেঝে হল- 

(a) সমতল

(b) বক্রতল

(c ) সরলরেখা

(d) বিন্দু

উত্তর:(a) সমতল 

6. একটি সমতল ও একটি বক্রতল দ্বারা গঠিত ঘনবস্তু হলো- 

(a) গোলক

(b) শঙ্কু

(c ) সমতল

(d) ঘনক

উত্তর:(b) শঙ্কু 

7. তিনটি সমতল যেখানে মিলিত হয় সেখানে উৎপন্ন হয়- 

(a) সরলরেখা

(b) বিন্দু

(c ) সমতল

(d) বক্রতল

উত্তর: (a) সরলরেখা 

8. নিচের কোন ঘনবস্তুটির তিনটি তল-

(a) ঘনক

(b) চোঙ 

(c ) গোলক

(d) আয়তঘন

উত্তর: (b) চোঙ

শূন্যস্থান পূরণ করClass 6 Mathematics Geometry Unit Test Question : ষষ্ঠ শ্রেণীর ইউনিট টেস্টের গণিত জ্যামিতি বিষয়ের প্রশ্নপত্র : Class 6 Mathematics Geometry Unit Test Question | ষষ্ঠ শ্রেণীর ইউনিট টেস্টের গণিত বিষয়ের জ্যামিতির প্রশ্নউত্তর  নিচে দেওয়া হলো

1. ঘনবস্তু মাত্রই কিছুটা ———-  দখল করে থাকে। 

উত্তর: স্থান 

2. তলের প্রান্তকে ———– বলে 

উত্তর: রেখা 

3. তলের দৈর্ঘ্য,———–, আছে, কিন্তু ——– নেই।

উত্তর: প্রস্থ, উচ্চতা 

4. একটি সরলরেখা অনেকগুলি বিন্দুর———

উত্তর: সমষ্টি 

5. দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই কিন্তু জ্যামিতিতে অবস্থান আছে তাকে বলে————-

উত্তর: বিন্দু 

6. একটি নিরেট বেলনের দুটি———-আছে

উত্তর: সমতল 

7. একটি বিন্দু দিয়ে———টি সরলরেখা আঁকা যায় 

উত্তর: অসংখ্য 

8. একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে————টি বক্ররেখা যায় 

উত্তর: অসংখ্য 

9. দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে———–টি বক্ররেখা যায় 

উত্তর: অসংখ্য 

10. দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে———-টি সরলরেখা যায় 

উত্তর: একটি 

11. একটি ফুটবলের উপরিতল হলো———-

উত্তর: বক্রতল 

12. তিনটি বা তার বেশি সংখ্যক বিন্দু একটি সরলরেখার উপর অবস্থিত হলে, তাদের বলে———

উত্তর: সমবিন্দু 

13. রেখার মাত্রা ——-

উত্তর: রেখার মাত্রা একটি 

14. বিন্দুর মাত্রা———

উত্তর: শূন্য 

সংক্ষিপ্ত ও অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর। Class 6 Mathematics Geometry Unit Test Question : ষষ্ঠ শ্রেণীর ইউনিট টেস্টের গণিত জ্যামিতি বিষয়ের প্রশ্নপত্র : Class 6 Mathematics Geometry Unit Test Question | ষষ্ঠ শ্রেণীর ইউনিট টেস্টের গণিত বিষয়ের জ্যামিতির প্রশ্নউত্তর  নিচে দেওয়া হলো

1. ঘনবস্তু কাকে বলে? 

উত্তর: যে সকল বস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আছে ও যা কিছুটা জায়গা দখল করে থাকে তাকে ঘনবস্তু বলে। 

যেমন, ইট, বাড়িঘর ইত্যাদি 

2. তল কাকে বলে? তল কয় প্রকার ও কি কি? 

উত্তর: দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু উচ্চতা নেই এমন সামতলিক ক্ষেত্রকে তল বলে। 

দল দুই প্রকার সমতল ও বক্রতল 

3. লুডোর ছক্কা কি ধরনের ঘনবস্তু? 

উত্তর: ঘনক 

4. সমতল ও বক্রতলের দুটি করে উদাহরণ দাও। 

উত্তর: সমতলের উদাহরণ হল টেবিলের উপরিভাগ এবং বক্রতলের উদাহরণ হল টিনের উপরিভাগ। 

5. খাতার একটি পাতার কটি তল? 

উত্তর: একটি তল 

6. রেখা কয় প্রকার ও কি কি? 

উত্তর: দুই প্রকার। যথা-সরলরেখা ও বক্ররেখা

7. বেলনের পৃষ্ঠতল কিরূপ তল?

উত্তর: বক্রতল 

8. একটি সরলরেখা একটি সমতলকে কটি বিন্দুতে ছেদ করে? 

উত্তর: একটি 

9. দুটি সরলরেখার মিলনস্থলে কি উৎপন্ন হয়?

উত্তর: বিন্দু 

10. ঘনকের তল কয়টি? 

উত্তর: ছটি 

11. মার্বেল কি প্রকারের ঘনবস্তু? 

উত্তর: গোলাকার ঘনবস্তু 

12. একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরল রেখা আঁকা যায়? 

উত্তর: অসংখ্য সরলরেখা 

13. দুটি বিন্দুর সাহায্যে কতগুলি সরলরেখা অঙ্কন করা সম্ভব? 

উত্তর: একটি 

14. একটি নিরেট বেলনের কটি তল আছে? 

উত্তর: তিনটি। দুটি সমতল এবং একটি বক্রতল।

15. একাধিক বিন্দুর সমষ্টিকে কী বলে?

উত্তর: রেখা

16. বিন্দুর মাত্রা কয়টি? 

উত্তর: বিন্দুর মাত্রা শূন্য 

17. রেখার মাত্রা কটি? 

উত্তর: একটি 

18. একটি গোলকের কটি তল থাকে? 

উত্তর: একটি 

19. তলের প্রান্তকে কি বলে? 

উত্তর: ধার বলে 

20. একটা আস্ত ইটের কতগুলি তল? 

উত্তর: ছয়টি 

21. নিরেট শঙ্কু কতগুলি তল দ্বারা গঠিত?

উত্তর: দুটি। একটি সমতল এবং একটি বক্রতল

22. পাতকুয়া কি প্রকৃতির ঘনবস্তু? 

উত্তর: বেলানাকার ঘনবস্তু 

23. চতুস্তলক থেকে কিরূপ সামতলিক ক্ষেত্র পাওয়া যায়?

উত্তর: ত্রিভুজ 

24. একটি চতুস্তলকের কটি শীর্ষবিন্দু থাকে?

উত্তর: চারটি 

25. একটি শঙ্কুর কটি শীর্ষবিন্দু থাকে?

উত্তর: একটি

26. একটি ঘনবস্তুর মাত্রা কয়টি? 

উত্তর: ঘনবস্তুর মাত্রা তিনটি। দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা 

27. আয়তঘন ও ঘনকের পার্থক্য কি? 

উত্তর: আয়তঘনের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান নয় কিন্তু ঘনকের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সমান।

28. ইট কোন প্রকারের ঘনবস্তু? 

উত্তর: ইট হলো এক প্রকারের আয়তঘন 

29. একটি আয়তঘনের কটি তল, কটি ধার ও কটি কৌণিক বিন্দু? 

উত্তর: একটি আয়তঘনের ছটি তল, বারটি ধার, 8টি কৌণিক বিন্দু 

30. একটি গোলকের কটি তল? 

উত্তর: একটি গোলকের তল সংখ্যা একটি 

বিভিন্ন আকারের সুষম ঘনবস্তু Class 6 Mathematics Geometry Unit Test Question : ষষ্ঠ শ্রেণীর ইউনিট টেস্টের গণিত জ্যামিতি বিষয়ের প্রশ্নপত্র : Class 6 Mathematics Geometry Unit Test Question | ষষ্ঠ শ্রেণীর ইউনিট টেস্টের গণিত বিষয়ের জ্যামিতির প্রশ্নউত্তর  নিচে দেওয়া হলো

1. ঘনক কাকে বলে?

উত্তর: যে ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সমান তাকে ঘনক বলে। যেমন লুডোর ছক্কা 

2. আয়তঘন কাকে বলে? 

উত্তর: যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা আছে এবং ছয়টি আয়তাকার তল দিয়ে গঠিত তাকে আয়তঘন বা সমকোণী চৌপল বলে। 

যেমন, আলমারি, বাক্স ইত্যাদি

3.  বেলন বা চোঙ কাকে বলে?

উত্তর: দুটি সমতল ও একটি গোলীয় তল দ্বারা গঠিত ঘনবস্তুকে বেলন বা চোঙ বলে।

যেমন জলের পাইপ, তেলের ড্রাম ইত্যাদি 

4. গোলক কাকে বলে? 

উত্তর: একটি মাত্র বক্রতল দ্বারা গঠিত ফুটবল আকৃতির ঘনবস্তুকে গোলক বলে। 

যেমন ফুটবল, ক্রিকেট বল, মার্বেল ইত্যাদি 

5. শঙ্কু কাকে বলে? 

উত্তর: একটি সমতল ও একটি বক্রতল দ্বারা গঠিত টোপর আকৃতির ঘনবস্তুকে শঙ্কু বলে। 

যেমন, মোচার অগ্রভাগ 

6. প্রিজম কাকে বলে? 

উত্তর: প্রিজম হলো এক প্রকারের আয়তঘন যার দুটি প্রান্ত তল, দুটি সর্বসম বহুজাকৃতি এবং পার্শ্বতল গুলি আয়তাকার সমতল।

7. পিরামিড কাকে বলে? 

উত্তর: যে ঘনবস্তু তলদেশ বহুভুজাকৃতি সমতল এবং অগ্রভাগ ক্রমশ সরু হয়ে গিয়ে বিন্দুতে পরিণত হয় তাকে পিরামিড বলে। 

যেমন মিশরের পিরামিড 

8. চতুস্তলক কাকে বলে? 

উত্তর: যে ঘনবস্তু চারটি ত্রিভুজাকার তল দিয়ে গঠিত তাকে চতুস্তলক বলে।

Class 6 Mathematics Geometry Unit Test Question | ষষ্ঠ শ্রেণীর ইউনিট টেস্টের গণিত জ্যামিতি বিষয়ের প্রশ্নপত্র 

        অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” Class 6 Mathematics Unit Test Geometry Question | ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের গণিত বিষয়ের প্রশ্নপত্র  ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই Bigyansiksha.com ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ। এছাড়াও বিজ্ঞানীদের জীবনী গুলো পড়তে পার। অনুপ্রেরণা পাবে।

Leave a Comment