দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | পর্যায় সারণী – প্রশ্ন উত্তর সাজেশন | WBBSE Class 10th Physical Science Suggestion

Madhyamik Physical Science Suggestion (মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন – পর্যায় সারণী– প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। এই Madhyamik Physical Science Suggestion (মাধ্যমিক  ভৌতবিজ্ঞান সাজেশন ) – পর্যায় সারণী MCQ, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর গুলি আগামী West Bengal Madhyamik Physical Science Examination Periodic Table– পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভৌতবিজ্ঞান সালের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। যারা মাধ্যমিক দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান,পর্যায় সারণী পরীক্ষার সাজেশন খুঁজে চলেছ , তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারো । মাধ্যমিক পরীক্ষা তে প্রশ্ন গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

Class 10 periodic table
Class 10 periodic table

Table of Contents

WBBSE Class 10th Physical Science Question and Answer in Bengali | মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পর্যায় সারণী – প্রশ্ন উত্তর 

বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ Question) : (মান – 1) পর্যায় সারণী প্রশ্নউত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন

1. দীর্ঘ পর্যায় সারণিতে শ্রেণী সংখ্যা কত? 

(a) 7

(b) 8

(c) 9

(d) 18

উত্তর: (d) 18

2. কোনটি সন্ধিগত মৌল নয়

(a) Cr

(b) Mn

(c) Ni

(d) Zn

উত্তর: (d) Zn

3. নিচের কোন ধর্মটি পর্যাবৃত্ত ধর্ম নয় 

(a) তড়িৎ ঋণাত্মকতা

(b) ইলেকট্রন আসক্তি

(c) তেজস্ক্রিয়তা

(d) আয়নীভবন বিভব

উত্তর:(c ) তেজস্ক্রিয়তা 

4. ম্যাগনেসিয়াম হল একটি 

(a) ক্ষার ধাতু

(b) হ্যালোজেন মৌল

(c) ক্ষারীয় মৃত্তিকা ধাতু

(d) নিষ্ক্রিয় মৌল

উত্তর: (c ) ক্ষারীয় মৃত্তিকা ধাতু

5. প্রদত্ত কোন যৌগে অষ্টক সূত্র প্রযোজ্য? 

(a) BeCl2

(b) BCl3

(c) NH3

(d) LiH

উত্তর: (c ) NH3

6. নিচের মৌলগুলির মধ্যে কোনটি সন্ধিগত মৌল নয় 

(a) Fe

(b) Co

(c) Ca

(d) Cr

উত্তর: (c ) Ca

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: (মান – 1) পর্যায় সারণী প্রশ্নউত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন Periodic Table Class 10 in Bengali

1. মেন্ডেলিফের পর্যায় সারণিতে ক্ষার ধাতু গুলি কোন শ্রেণীতে অবস্থিত?

উত্তর: 1 নং শ্রেণীতে ক্ষার ধাতুগুলি অবস্থান করে

2. মেন্ডেলিফের পর্যায় সারণির দ্বিতীয় পর্যায়ে প্রথম পর্যায় অপেক্ষা কয়টি মৌল বেশি আছে?

উত্তর: 6 টি

3. মেন্ডেলিফের পর্যায় সারণিতে কটি পর্যায়ে আছে?

উত্তর: মেন্ডেলিফের পর্যায় সারণিতে সাতটি পর্যায় আছে

4. পর্যায় সারণীতে কোন মৌলটিকে দুষ্ট মৌল বলা হয়?

উত্তর: হাইড্রোজেন মৌলটিকে দুষ্ট মৌল বলা হয় 

5. মেন্ডেলিফের পর্যায় সারণিতে কয়টি পর্যায়ে ও কয়টি শ্রেণী আছে?

উত্তর: মেন্ডেলিফের পর্যায় সারণিতে সাতটি পর্যায় ৮টি শ্রেণি ছিল। নিষ্ক্রিয় গ্যাস গুলি আবিষ্কারের পর শ্রেণীর সংখ্যা হয় নটি

5. মেন্ডেলিফ কোন মৌলটিকে ‘একা অ্যালুমিনিয়াম’ নাম দিয়েছিলেন?

উত্তর: গ্যালিয়াম মৌলটিকে মেন্ডেলিফ একা অ্যালুমিনিয়াম নাম দিয়েছিলেন

6. পর্যায় সারণিতে যে কোন পর্যায়ে কোন মৌলটির আয়নীভবন বিভব সব থেকে বেশি?

উত্তর: কোন পর্যায়ে অবস্থিত নিষ্ক্রিয় মৌলটির আয়নীভবন বিভব সবচেয়ে বেশি

7. পর্যায় সারণির কোন পর্যায়ে ধাতু, অধাতু, ধাতুকল্প একই সাথে বর্তমান?

উত্তর: চতুর্থ পর্যায়ে 

8. মেন্ডেলিফের পর্যায় সারণিতে কোন শ্রেণীটি ছিল না? 

উত্তর: শূন্য শ্রেণী অথবা ১৮ নম্বর শ্রেণী 

9. দীর্ঘ পর্যায় সারণির দ্বিতীয় পর্যায়ে কটি মৌল আছে? 

উত্তর: আটটি 

10. আধুনিক দীর্ঘ পর্যায় সারণির দ্বিতীয় পর্যায়ের শেষ মৌল কোনটি? 

উত্তর: নিয়ন 

11. দীর্ঘ পর্যায় সারণির প্রথম পর্যায়ে অবস্থিত নিষ্ক্রিয় গ্যাস টির নাম লেখ? 

উত্তর: হিলিয়াম 

12. আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে কয়টি পর্যায় আছে? 

উত্তর: সাতটি 

13. আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে কয়টি শ্রেণি আছে? 

উত্তর: ১৮ টি 

14. অক্সিজেন পর্যায় সারণির কোন শ্রেণীতে অবস্থান করে? 

উত্তর: 16 নম্বর শ্রেণীতে অক্সিজেন অবস্থান করে 

15. ক্লোরিন পর্যায় সারণির কোন শ্রেণীতে অবস্থান করে? 

উত্তর: 17 নম্বর শ্রেণীতে 

16. সোডিয়াম পর্যায় সারণির কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? 

উত্তর: 1 নম্বর 

17. পর্যায় সারণির কোন পর্যায় কে অতি হ্রশ্ব পর্যায় বলে?

উত্তর: প্রথম পর্যায় 

18. কোন পর্যায়ে কে অতি দীর্ঘ পর্যায় বলে? 

উত্তর: ষষ্ঠ পর্যায় কে 

19. অতি হ্রশ্ব পর্যায়ে অবস্থিত নিষ্ক্রিয় গ্যাস কোনটি? 

উত্তর: হিলিয়াম 

20. মুদ্রা ধাতু গুলি পর্যায় সারণিতে কোন শ্রেণীতে আছে?

উত্তর: 11 নম্বর শ্রেণীতে 

21. চালকোজেন মৌল গুলি পর্যায় সারণির কোন শ্রেণীতে অবস্থিত? 

উত্তর: 16 নম্বর শ্রেণীতে 

22. নিকটোজেন মৌল গুলি পর্যায় সারণির কোন শ্রেণীতে অবস্থিত? 

উত্তর: 15 নং

23. এমন একটি মৌলের নাম করো যেটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে? 

উত্তর: টেকনিশিয়াম 

24. পর্যায় সারণির অসম্পূর্ণ পর্যায় কোনটি? 

উত্তর: সপ্তম পর্যায় 

25. একটি ইউরেনিয়ামোত্তর মৌলের নাম করো 

উত্তর: নেপচুনিয়াম

26. বিরল মৃত্তিকা মৌল গুলি কোন পর্যায়ে অবস্থান করে? 

উত্তর: 6 পর্যায় 

27. পরমাণু গুলিকে ক্রমবর্ধমান তড়িৎ ঋণাত্মকতা অনুযায়ী সাজাও: Cl,Br,I,F

উত্তর: I<Br<Cl<F

28. Cl,Br,I,F কে অধাতব ধর্মের নিম্নক্রমে সাজাও 

উত্তর F>Cl>Br>I

29. Cl,Br,I,F কে পরমাণুর আকারের উর্ধ্বক্রমে সাজাও 

উত্তর: F<Cl<Br<I

30. Cl,Br,I,F এই মৌলগুলোর মধ্যে কোনটির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম ও 

কোনটির পরমাণুর আকার সবচেয়ে বড়? 

উত্তর: I

31. সবচেয়ে তড়িৎ ধনাত্মক ও সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল গুলি কি কি?

উত্তর:Li, F

32. প্রদত্ত মৌলগুলিকে ক্রম হ্রাসমান পরমাণুর আকার অনুযায়ী সাজাও: O, C, F, Li

উত্তর: Li, C, O, F

33. পর্যায় সারণির তৃতীয় পর্যায়ে সবচেয়ে বেশি বিজারক মৌল কোনটি? 

উত্তর: সোডিয়াম (Na) 

34. পর্যায় সারণীতে সবথেকে হালকা মৌল কোনটি? 

উত্তর: হাইড্রোজেন 

35. কোন মৌলের জারণ ক্ষমতা সবথেকে বেশি? 

উত্তর: ফ্লুরিন 

36. পর্যায় সারণির সবথেকে হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি? 

উত্তর: হিলিয়াম 

37: পর্যায় সারণির কোন শ্রেণীতে কঠিন, তরল, গ্যাস তিন রকম মৌল অবস্থান করে?

উত্তর: 17 নম্বর

38. তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল টির নাম লেখ।

উত্তর: রেডন

39. হ্যালোজেন মৌলগুলির মধ্যে তেজস্ক্রিয় কোনটি? 

উত্তর: অ্যাসটাটিন

40. একটি তরল ধাতুর নাম কর।

উত্তর: পারদ বা মার্কারি 

41. পর্যায় সারণির কোন পর্যায়ের মৌল গুলোকে আদর্শ মৌল বলে? 

উত্তর: তৃতীয় পর্যায় 

42. দুটি মুদ্রা ধাতুর নাম কর? 

উত্তর: Cu, Ag

43. দুটি চ্যালকোজেন মৌলের নাম কর ।

উত্তর: অক্সিজেন, সালফার 

44. দুটি নিকটোজেন মৌলের নাম কর ।

উত্তর: নাইট্রোজেন, ফসফরাস 

45. সন্ধিগত মৌল গুলি পর্যায় সারণিতে কোন শ্রেণীতে অবস্থান করে? 

উত্তর: 3 থেকে 12 নম্বর শ্রেণীতে সন্ধিগত মৌল গুলি অবস্থান করে।

46. পর্যায় সারণীতে কোন মৌল গুলির একাধিক যোজ্যতা দেখতে পাওয়া যায়? 

উত্তর: সন্ধিগত মৌল গুলির একাধিক যোজ্যতা দেখতে পাওয়া যায়।

47. পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় এমন একটি মৌলের নাম কর? 

উত্তর: লোহা 

48. পর্যায় সারণীতে প্রথম দীর্ঘ পর্যায় কয়টি মৌল আছে?

উত্তর: 18টি মৌল 

49. চতুর্থ পর্যায়ে কটি সন্ধিগত মৌল আছে? 

উত্তর: 10টি

50. পর্যায় সারণিতে অতি দীর্ঘ পর্যায় মৌলের সংখ্যা কটি? 

উত্তর: 32টি

51. তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস কোনটি? 

উত্তর: রেডন 

52. সবচেয়ে তীব্র ক্ষার ধাতু টির নাম কি? 

উত্তর: ফ্রান্সিয়াম 

53. এমন একটি ধর্মের নাম করো যেটি পর্যায়গত ধর্ম নয়? 

উত্তর: তেজস্ক্রিয়তা ধর্ম 

54. দুটি আদর্শ মৌলের নাম কর ।

উত্তর: সোডিয়াম, ম্যাগনেসিয়াম 

55. সর্বাধিক তড়িৎ ঋণাত্মক কোন মৌল? 

উত্তর: সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল হলো ফ্লুরিন (F)

56. বিজ্ঞানী মোসলের পরীক্ষা থেকে কি জানতে পারা যায়? 

উত্তর: বিজ্ঞানী মোসলের পরীক্ষা থেকে জানা যায় পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক ওই মৌলের রাসায়নিক ধর্মকে নিয়ন্ত্রণ করে।

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: (মান – 2) পর্যায় সারণী (অধ্যায়-১) প্রশ্নউত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন

1. ত্রয়ী সূত্রটি লেখ 

উত্তর: রাসায়নিক ধর্মের মিল আছে এমন তিনটি মৌলকে যদি ক্রমবর্ধমান পারমানবিক গুরুত্ব অনুযায়ী সাজানো হয়, তবে প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক গুরুত্বের গড় দ্বিতীয় মৌলটির পারমাণবিক গুরুত্বের সমান হয়। এই সূত্রটি কে ত্রয়ী সূত্র বলে 

ত্রয়ী সূত্রের প্রবক্তা হলেন জন ডোবেরিনার 

যেমন, Li (7), Na (23), K(39) এই তিনটি মৌল সাদৃশ্যধর্মী সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব=(7+39)/2=23

2. নিউল্যান্ডের অষ্টক সূত্রটি লেখো 

উত্তর: ক্রমবর্ধমান পারমানবিক গুরুত্ব অনুযায়ী সাজালে একটি নির্দিষ্ট মৌল থেকে শুরু করে পরবর্তী অষ্টম মৌলে রাসায়নিক ধর্মের পুনরাবৃত্তি ঘটে, এই সূত্রটি কে নিউল্যান্ডের অষ্টক সূত্র বলে। যেমন, লিথিয়াম থেকে শুরু করলে পরবর্তী অষ্টম মৌল হয় সোডিয়াম আবার সোডিয়াম থেকে শুরু করলে পরবর্তী অষ্টম মৌল হয় পটাশিয়াম। সোডিয়াম, পটাশিয়াম এবং লিথিয়ামের রাসায়নিক ধর্মের মিল আছে।

3. মেন্ডেলিফের পর্যায় সূত্রটি লেখ 

উত্তর: বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয় 

4. মেন্ডেলিফের পর্যায় সারণিতে কয়টি পর্যায়ে ও কয়টি শ্রেণি ছিল? 

উত্তর: মেন্ডেলিফের পর্যায় সারণিতে সাতটি পর্যায়ে ও আটটি শ্রেণি ছিল, নিষ্ক্রিয় গ্যাস গুলি আবিষ্কারের পর শ্রেণী সংখ্যা হয় নটি।

5. পর্যায় ও শ্রেণী কাকে বলে? 

উত্তর: পর্যায়: ক্রমবর্ধমান পারমানবিক গুরুত্ব অথবা ক্রমাঙ্ক অনুযায়ী সাজালে অনুভূমির যে পঙক্তি গুলি পাওয়া যায় তাদের পর্যায়ে বলে 

শ্রেণী: ক্রমবর্ধমান পারমানবিক গুরুত্ব অনুযায়ী সাজালে একই ধর্ম বিশিষ্ট মৌল গুলি এক একটি উল্লম্ব পঙক্তির মধ্যে পড়ে, এদের শ্রেণী বা গ্রুপ বলে 

6. ক্ষার ধাতু কাদের বলে? পর্যায় সারণিতে এরা কোন শ্রেণীতে অবস্থিত? 

উত্তর: লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম এই মৌল গুলিকে ক্ষার ধাতু বলা হয় । কারণ এরা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে ক্ষারীয় অক্সাইড তৈরি করে যা জলে দ্রবীভূত হলে ক্ষার তৈরি হয়। 

পর্যায় সারণিতে ক্ষারধাতুর অবস্থান :

পর্যায় সারণীতে ক্ষার ধাতু গুলি IA শ্রেণীতে (মেন্ডেলিফ), অথবা 1 নং শ্রেণীতে (আধুনিক পর্যায় সারণি) অবস্থিত ।

7. ক্ষারীয় মৃত্তিকা ধাতু কাদের বলে? পর্যায় সারণিতে এরা কোন শ্রেণীতে অবস্থিত? 

উত্তর: বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ট্রন্সিয়াম, বেরিয়াম, রেডিয়াম এই মৌল গুলিকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলে।

এই মৌল গুলিকে মাটিতে প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং এরা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে ক্ষারীয় অক্সাইড উৎপন্ন করে যা জলের সাথে যুক্ত হয়ে ক্ষার তৈরি করে। 

পর্যায় সারণিতে ক্ষারীয় মৃত্তিকা ধাতুর অবস্থান: 

ক্ষারীয় মৃত্তিকা ধাতু গুলি পর্যায় সারণিতে IIA (মেন্ডেলিফ) বা 2 নং শ্রেণীতে (আধুনিক) অবস্থিত 

8. হ্যালোজেন মৌল কাদের বলে? পর্যায় সারণিতে এরা কোন শ্রেণীতে অবস্থিত? 

উত্তর: ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এবং এসটাটিন এই মৌল গুলিকে হ্যালোজেন মৌল বলে। এই মৌল গুলি বিভিন্ন সামুদ্রিক লবণ উৎপন্ন করে যা সমুদ্রের জলে দ্রবীভূত অবস্থায় পাওয়া যায়। এই কারণে এদের হ্যালোজেন বা সামুদ্রিক লবণ উৎপাদক বলা হয় ।

পর্যায় সারণিতে হ্যালোজেন মৌলের অবস্থান :

পর্যায় সারণিতে হ্যালোজেন মৌল গুলি VIIB (মেন্ডেলিফ) বা 17 নং শ্রেণীতে অবস্থিত (আধুনিক) 

9. সন্ধিগত মৌল কাদের বলে? পর্যায় সারণীতে এরা কোথায় অবস্থিত?

উত্তর: একাধিক যোজ্যতা বিশিষ্ট যে মৌল গুলি স্থায়ী রঙিন জটিল যৌগ তৈরি করে তাদের সন্ধিগত মৌল বলে। এরা ধাতু এবং একাধিক যোজ্যতা বিশিষ্ট হয়। 

চতুর্থ পর্যায়ে স্কেনডিয়াম থেকে জিংক হল সন্ধিগত মৌলের উদাহরণ

10. নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাস কাদের বলে? পর্যায় সারণিতে এরা কোথায় অবস্থিত? 

উত্তর: হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্তন, জেনন, রেডন এই মৌল গুলিকে নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাস বলে। এই মৌল গুলি রাসায়নিকভাবে নিষ্ক্রিয় অর্থাৎ নিজেদের মধ্যে এবং অন্য কোন মৌলের সাথে যুক্ত হয়ে যৌগ তৈরি করতে পারে না। এদের সর্ব বহিস্থ্ কক্ষপথে আটটি ইলেকট্রন থাকে (ব্যতিক্রম হিলিয়াম)।

11. ল্যান্থানাইডস মৌল কাদের বলে? এটা পর্যায় সারণিতে কোথায় অবস্থিত? 

 উত্তর: সিরিয়াম থেকে লুটেসিয়াম পর্যন্ত ১৪ টি মৌলকে ল্যান্থানাইডস বলে। এই ১৪ টি মৌলকে বলা হয় বিরল মৃত্তিকা মৌল কারণ এরা প্রকৃতিতে খুব কম পরিমাণে পাওয়া যায়। 

পর্যায় সারণিতে বিরল মৃত্তিকা মৌলের অবস্থান :

বিরল মৃত্তিকা মৌল গুলি পর্যায় সারণিতে ষষ্ঠ পর্যায়ে তৃতীয় শ্রেণীতে অবস্থিত

12. অ্যাক্টিনাইডস কাদের বলে? এরা পর্যায় সারণিতে কোথায় অবস্থিত? 

উত্তর: থোরিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত এই ১৪ টি মৌলকে অ্যাক্টিনাইডস বলে। এরা তেজস্ক্রিয় মৌল 

অ্যাক্টিনাইডস মৌলের অবস্থান: 

পর্যায় সারণিতে অ্যাক্টিনাইডস মৌল গুলি সপ্তম পর্যায়ে তৃতীয় শ্রেণীতে অবস্থিত।

13. পর্যায় সারণিতে কোন পর্যায়ে এবং শ্রেণীতে মৌলের ধাতব ধর্ম কিভাবে বদলায়? 

উত্তর: কোন পর্যায়ে বাঁ দিক থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম কমে ।

কোন শ্রেণীতে উপর থেকে নিচে নামলে ধাতব ধর্ম ক্রমশ বাড়ে 

14. পর্যায় সারণিতে কোন পর্যায়ে এবং শ্রেণীতে মৌলের অধাতব ধর্ম কিভাবে বদলায়? 

উত্তর: একই পর্যায়ে বাঁ দিক থেকে ডানদিকে গেলে অধাতব ধর্ম বাড়ে 

একই শ্রেণীতে উপর থেকে নিচে নামলে অধাতব ধর্ম কমে ।

15. পর্যায় সারণিতে কোন পর্যায়ে এবং শ্রেণীতে জারন ধর্ম কিভাবে বদলায়? 

উত্তর:

  • একই পর্যায়ে বাঁ দিক থেকে ডান দিকে গেলে জারন ধর্ম বাড়ে। 
  • কোন শ্রেণীতে উপর থেকে নিচে নামলে জারণ ধর্ম কমে।

16. পর্যায় সারণিতে কোন পর্যায়ে এবং শ্রেণীতে বিজারণ ধর্ম কিভাবে বদলায়? 

উত্তর:

  • একই পর্যায়ে বাঁদিক থেকে ডান দিকে গেলে বিজারণ ধর্ম কমে ।
  • একই শ্রেণীতে উপর থেকে নিচে নামলে বিজারণ ধর্ম বাড়ে ।

দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর: (মান – 3 ) পর্যায় সারণী প্রশ্নউত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন

1. মেন্ডেলিফের পর্যায় সারণিতে কোন পর্যায়ে কটি করে মৌল আছে ছকের সাহায্যে দেখাও

উত্তর: 

পর্যায় মৌলের সংখা কি বলে
প্রথম পর্যায় 2 অতি হ্রস্ব পর্যায়
দ্বিতীয় পর্যায়8 প্রথম হ্রস্ব পর্যায়
তৃতীয় পর্যায় 8 দ্বিতীয় হ্রস্ব পর্যায়
চতুর্থ পর্যায় 18 প্রথম দীর্ঘ পর্যায়
পঞ্চম পর্যায়  18 দ্বিতীয় দীর্ঘ পর্যায়
ষষ্ঠ পর্যায় 32 প্রথম অতি দীর্ঘ পর্যায়
সপ্তম পর্যায়32 অসম্পূর্ণ পর্যায়
পর্যায় সারণিতে কোন পর্যায়ে কটি করে মৌল আছে
2. মেন্ডেলিফের পর্যায় সারণির দুটি উপযোগিতা ও দুটি ত্রুটি লেখ ।

উত্তর: 

মেন্ডেলিফের পর্যায় সারণীর উপযোগিতা:

  1. মৌলের সুশৃংখল শ্রেণীবিন্যাস: পর্যায় সারণির মাধ্যমে বিভিন্ন মৌল গুলিকে রাসায়নিক ধর্মগত ও সুচিন্তিত শ্রেণীবিন্যাস মৌলগুলির সম্বন্ধে জানতে সাহায্য করেছে, একই শ্রেণীর মৌলগুলোর ধর্ম প্রায় একই রকমের হয় কাজেই ওই শ্রেণীর কোন একটি মৌলের অবস্থান জানা থাকলে সেই শ্রেণীর অন্তর্গত বাকি মৌল গুলির ধর্ম সম্পর্কে মন্তব্য করা যায় তাছাড়াও ওই মৌলটি দ্বারা উৎপন্ন যৌগ সম্পর্কে ধারণা করা যায়
  2. পারমাণবিক গুরুত্বের সংশোধন: পর্যায় সারণির সাহায্যে বেরিলিয়াম,ইন্ডিয়াম ইত্যাদি কয়েকটি মৌলের পারমাণবিক গুরুত্বের সংশোধন করা সম্ভব হয়েছে 
  3. অনাবিষ্কৃত মৌলের বিষয় ভবিষ্যৎবাণী: মেন্ডেলিফের সময়ে অনেক মৌরা আবিষ্কৃত হয়নি তিনি এরূপ কিছু জায়গা ফাঁকা রেখে গিয়েছিলেন এবং সেই মৌল গুলি সম্পর্কে ভবিষ্যদ্বানী করেছিলেন। যেমনি একাবোরণ, একা অ্যালুমিনিয়াম, একা সিলিকন, পরবর্তীকালে এই মৌন তিনটি আবিষ্কার হয় এবং তাদের নাম হয় যথাক্রমে স্কেন্ডিয়াম, গ্যালিয়াম, জার্মেনিয়াম

মেন্ডেলিফের পর্যায় সারণির ত্রুটি: 

1. পর্যায় সারণিতে কয়েকটি মৌল সমধর্মী হওয়া সত্ত্বেও তাদের পৃথক শ্রেণীতে রাখা হয়েছে যেমন কপার ও মার্কারি। 

2. কয়েকটি মৌল উচ্চ পারমাণবিক গুরুত্ব হওয়া সত্ত্বেও তাদেরকে নিম্ন পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মৌলের আগে স্থান দেওয়া হয়েছে যেমন, আর্গন কে পটাশিয়ামের আগে স্থান দেওয়া হয়েছে।

3. আইসোটোপ গুলির পারমাণবিক গুরুত্ব আলাদা সত্ত্বেও তাদেরকে পর্যায় সারণিতে একই স্থানে রাখা হয়েছে। 

3. পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান সম্বন্ধে মন্তব্য করো। 

উত্তর: পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান বিতর্কিত। IA শ্রেণীর ক্ষার ধাতুগুলির সাথে হাইড্রোজেনের ধর্মের মিল আছে আবার VIIB শ্রেণীর হ্যালোজেন মৌল গুলোর সাথে ধর্মের মিল আছে। তাই মেন্ডেলিফ হাইড্রোজেনকে দুষ্ট মৌল আখ্যা দিয়েছিলেন। 

ক্ষার ধাতুর সাথে হাইড্রোজেনের ধর্মের সাদৃশ্য:

1. ক্ষার ধাতু গুলোর মত হাইড্রোজেন একযোজী 

2. ক্ষার ধাতুগুলোর মত হাইড্রোজেন তড়িৎ ধনাত্মক মৌল 

3. ক্ষার ধাতু গুলোর মত হাইড্রোজেন অক্সিজেন এর সাথে যুক্ত হয়ে সুস্থিত অক্সাইড তৈরি করে 

ক্ষার ধাতুর সাথে হাইড্রোজেনের ধর্মের বৈশাদৃশ্য:

1. ক্ষার ধাতু গুলি সাধারণ উষ্ণতায় কঠিন, হাইড্রোজেন সাধারণ উষ্ণতা গ্যাসীয় পদার্থ

2. ক্ষার ধাতু গুলি ধাতু, হাইড্রোজেন অধাতু 

হ্যালোজেনের সাথে হাইড্রোজেনের ধর্মের সাদৃশ্য: 

1. হ্যালোজেন মৌল গুলি যেমন ফ্লুরিন , ক্লোরিন, গ্যাসীয় অধাতু হাইড্রোজেন ও গ্যাসীয় অধাতু 

2. ক্লোরিন ক্লোরিনের মত হাইড্রোজেন ও দ্বিপরমাণুক 

হ্যালোজেনের সাথে হাইড্রোজেনের ধর্মের বৈসাদৃশ্য:

1. হাইড্রোজেনের একমাত্র কক্ষপথ K তে একটি মাত্র ইলেকট্রন থাকে কিন্তু প্রতিটি হ্যালোজেনের সবচেয়ে বাইরের কক্ষে সাতটি ইলেকট্রন থাকে 

2. হ্যালোজেন মৌল ফ্লুরিন, ক্লোরিন তীব্র জারক পদার্থ কিন্তু হাইড্রোজেন বিজারক পদার্থ 

4. পারমাণবিক ব্যাসার্ধ পর্যায় ও শ্রেণীতে কিভাবে বদলায়? যুক্তিসহ লেখ। 

উত্তর: কোন পর্যায়ে বাঁ দিক থেকে ডান দিকে গেলে একই কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বাড়ে ফলে কেন্দ্রের নিউক্লিয়াসের সাথে আকর্ষণ বল বৃদ্ধি পায় তাই বহিঃস্থ কক্ষপথটি সংকুচিত হয় এই কারণে কোন পর্যায়ে বাঁদিক থেকে ডান দিকে গেলে পরমাণুর ব্যাসার্ধ বা পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায় 

কোন শ্রেণীতে উপর থেকে নিচে নামলে সর্ব বহিঃস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা একই থাকলেও কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পায়। ফলে পরমাণুর আকার বৃদ্ধি পায়

যেমন, তৃতীয় পর্যায়ে 

Na>Mg>Al>Si>P>S>Cl

5. আয়োনাইজেশন শক্তি কাকে বলে? 

উত্তর: গ্যাসীয় অবস্থায় থাকা কোন মৌলের একক বিচ্ছিন্ন পরমাণু যখন সর্বনিম্ন শক্তি স্তরে থাকে তখন পরমাণুটির সবচেয়ে বাইরের কক্ষের সবচেয়ে আলগা ভাবে অবস্থিত ইলেকট্রন টিকে যে ন্যূনতম শক্তি দিলে সেই ইলেকট্রন টি পরমাণু থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাকে আয়নাইজেশন শক্তি বলে। যে বিভবপ্রভেদে উক্ত ঘটনাটি ঘটে তাকে আয়োনাইজেশন বিভব বলে। 

  • কোন পর্যায়ে বাঁ দিক থেকে ডান দিকে গেলে আয়োনাইজেশন বিভব বাড়ে। 
  • কোন শ্রেণীতে উপর থেকে নিচে নামলে আয়নাইজেশন বিভব কমে।
6. তড়িৎ ঋণাত্মকতা বা ইলেক্ট্রনেগেটিভিটি কাকে বলে? এটি পর্যায় এবং শ্রেণীতে কিভাবে বদলায়? 

উত্তর: সমযোজী বন্ধনে আবদ্ধ থাকা কোন মৌলের পরমাণুর ওই বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড় কে নিজের দিকে আকর্ষণ করার বা টেনে নেওয়ার প্রবণতাকে তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি বলে।

  • কোন পর্যায়ে বাঁদিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে 
  • একই শ্রেণীতে উপর থেকে নিচে নামলে তড়িৎ ঋণাত্মকতা কমে

অসংখ্য ধন্যবাদএই ” Madhyamik Physical Science Suggestion – পর্যায় সারণী প্রশ্ন উত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন  ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই Bigyansiksha.com ওয়েবসাইটের পাশে থাকুন। যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তুলুন। এছাড়াও কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট এ জানান

Madhyamik Suggestion 2025 | মাধ্যমিক সাজেশন ২০২৫ এর জন্য আরোও দেখুন:- আলো (অধ্যায়-৫) প্রশ্ন উত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন

Madhyamik Physical Science Question Paper 2024 With Answers | আরোও দেখুন:- সম্পূর্ণ উত্তরসহ মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র ২০২৪
Madhyamik Physical Science Suggestion- আরোও দেখুন:- পরিবেশের জন্য ভাবনা (অধ্যায়-১) প্রশ্ন-উত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন

Leave a Comment