অংক বিজ্ঞানে ব্যবহৃত হয় এমন গ্রীক অক্ষর তালিকা

Greek Alphabets used in Science and Mathematics

অংক ও বিজ্ঞানে সব সময় আমরা যে অক্ষর গুলো বাবহার করি সেগুলো বাংলা বা ইংরাজী নয় সেগুলো গ্রীক অক্ষর হয় বড় হাতের অথবা ছোট হাতের । এই পোস্টে Greek Alphabets used in Science নিয়ে আলোচনা করা হয়েছে । পদার্থবিদ্যা ,রসায়ন,অঙ্ক সব বিষয়েই ধ্রুবক হিসাবে এই সব গ্রীক অক্ষর গুলো নেওয়া হয়

Greek Alphabets used in Science
Greek Letters Used in Science Mathematics

Greek Alphabets used in Science

Letter Name (বাংলায়)Uppercase (বড় হাতের)Lowercase(ছোট হাতের)
Alpha (আলফা)Αα
Beta(বিটা)Ββ
Gamma (গামা)Γγ
Delta( ডেল্টা )Δδ
Epsilon (এপশীলন)Εε
Zeta (জিটা )Ζζ
Eta (ইটা)Ηη
Theta (থিটা)Θθ
Iota (ইয়টা)Ιι
Kappa (কাপপা)Κκ
Lambda (ল্যাম্বডা)Λλ
Mu (মিউ)Μμ
Nu (নিউ)Νν
Xi (জাই)Ξξ
Omicron (ওমিকর্ন)Οο
Pi (পাই)Ππ
Rho (রো)Ρρ
Sigma (সিগমা)Σσ
Tau (টাও)Ττ
Upsilon (আপ সাইলন)Υυ
Phi (ফাই)Φφ
Chi (কাই)Χχ
Psi (সাই)Ψψ
Omega ওমেগা)Ωω
Greek Alphabets list

Alpha (আলফা) কোথায় ব্যবহার হয় ?

Greek alphabets in science
Greek alphabets in science
  • ত্রিভুজের কোণ বোঝতে
  • ফাইন স্ট্রাকচার ধ্রুবক বোঝাতে
  • পরমাণু থেকে নির্গত আলফা কণা বোঝাতে
  • কঠিন এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বোঝাতে

Beta(বিটা) কোথায় ব্যবহার হয় ?

  • ত্রিভুজের দ্বিতীয় কোণ বোঝাতে
  • পরমাণু থেকে নির্গত বিটা কণা বোঝাতে
  • কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বোঝাতে

Gamma (গামা) কোথায় ব্যবহার হয় ?

  • ত্রিভুজের তৃতীয় কোণ বোঝাতে
  • গামা রশ্মি এবং ফোটোন কণা বোঝাতে
  • পদার্থের দুই রকম আপেক্ষিক তাপের অনুপাত বোঝাতে
  • গণিতে গামা অপেক্ষক

এই পোস্টে Greek Alphabets used in Science নিয়ে আলোচনা করা হয়েছে। এই Greek Alphabets used in Science গুলি অঙ্ক ও বিজ্ঞানে খুব কাজে লাগে

Leave a Comment