মাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর |বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ঠ ভূমিরূপ (প্রথম অধ্যায়)

Madhyamik Geography 1st Chapter Question and Answer
Madhyamik Geography 1st Chapter Question and Answer

Table of Contents

বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ঠ ভূমিরূপ (প্রথম অধ্যায়)

বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ঠ ভূমিরূপ (প্রথম অধ্যায়), মাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর | Madhyamik Geography 1st Chapter Question and Answer : বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ঠ ভূমিরূপ (প্রথম অধ্যায়) মাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর | Madhyamik Geography 1st Chapter Question and Answer, Geography Suggestion 2025 নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 Geography Bahirjata Prakriya Question and Answer, Suggestion, Notes – বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ঠ ভূমিরূপ (প্রথম অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th, Ten 10 Geography Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট

MCQ | বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ঠ ভূমিরূপ (প্রথম অধ্যায়) মাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর | Madhyamik Geography 1st Chapter Question and Answer

প্রথম অধ্যায়: বহির্জাত প্রক্রিয়া ও এর দ্বারা সৃষ্ট ভূমিরূপ Geography Suggestion 2025

(ক) বহু বিকল্পভিত্তিক প্রশ্ন (সঠিক উত্তরটিতে√ চিহ্ন দাও) WBBSE Geography 1st Chapter

১। অবরোহণ প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির ক্ষয়কাজের শেষ সীমা হল- 

(a) পর্বত

(b) মালভূমি

(c) সমভূমি

(d) সমুদ্রপৃষ্ঠ

উত্তর: (d) সমুদ্রপৃষ্ঠ

২। গঙ্গার একটি উল্লেখযোগ্য শাখানদী হল- 

(a) যমুনা

(b) দামোদর

(c) হুগলি

(d) দ্বারকেশ্বর

উত্তর: (c ) হুগলি

২। (a) ঝুলন্ত উপত্যকায় গড়ে ওঠে..

(a) জলপ্রপাত

(b) পলল শঙ্কু

(c ) মন্থকূপ

(d) পটহোল 

উত্তর: (a) জলপ্রপাত

৩। পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা হল- (a) আমাজন

(b) গঙ্গা

(c) নীল

(d) জাইরে নদী অববাহিকা।

উত্তর: (a) আমাজন

৪। নদীর ক্ষয়সাধন প্রক্রিয়ায় সৃষ্টি হয়েছে 

(a) পলল ব্যজনী

(b) অশ্বক্ষুরাকৃতি হ্রদ

(c ) বদ্বীপ

(d) মন্থকূপ

উত্তর: (d) মন্থকূপ

৫। পৃথিবীর দীর্ঘতম খাঁড়ি সৃষ্টি হয়েছে 

(a) ইয়াংসি কিয়াং

(b) হোয়াং হো

(c ) ইনেসি

(d) ওব নদীর মোহনায়

উত্তর : (d) ওব নদীর মোহনায়

৫।(i) হিমবাহ সৃষ্ট হ্রদ হল..

(a) করি হ্রদ

(b) প্লায়া হ্রদ

(c ) অশ্বখুরাকৃতি হ্রদ

(d) উপ হ্রদ

উত্তর: (a) করি হ্রদ

৬। পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহটি হল..

(a) ল্যামবার্ট

(b) হুবার্ড

(c ) মালাসপিনা

(d) সিয়াচেন হিমবাহ।

উত্তর: (b) হুবার্ড

৭। হিমবাহপৃষ্ঠে সৃষ্ট তির্যক ও সমান্তরাল ফাটলের সমাবেশকে বলে – 

(a) র‍্যান্ডব্রুফট

(b) বার্গশুন্ড

(c) ক্রেভাস

(d) অ্যারেট।

উত্তর: (c) ক্রেভাস

৮। বহিঃধৌত সমভূমির ওপর গড়ে ওঠা ভূমিরূপটি হল- 

(a) ড্রামলিন

(b) কেম

(c ) এসকার

(d) টিল

উত্তর: (b) কেম

৯। এশিয়ার আরব মরুভূমিটি 

(a) থর

(b) গোবি

(c) তাকলামাকান

(d) রাব-আল-খালি নামে পরিচিত।

উত্তর: (d) রাব-আল-খালি

১০। সাহারা মরুভূমির প্লায়া হ্রদগুলিকে বলে-

(a) শটস্

(b) বোলসন

(c ) বাজাদা

(d) ওয়াদি।

উত্তর: (a) শটস্

অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ভূগোল প্রশ্ন উত্তর

শূন্যস্থান পূরণ করো | বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ঠ ভূমিরূপ (প্রথম অধ্যায়) মাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর | Madhyamik Geography Suggestion 2025

১। নদীর আঁকা-বাঁকা গতিপথকে…………… বলে।

উত্তর: মিয়েন্ডার

১।(a) হিমবাহ ও জলধারা বাহিত নূরী,বালি, কাঁকর ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরা মতো ভূমি রূপকে………বলে। 

উত্তর: এসকর

২। মেট্রিক পদ্ধতিতে নদীপ্রবাহ পরিমাপের একক হল……..

উত্তর: কিউসেক

২।(a) দুটি করির মধ্যবর্তী অংশকে……..বলে।

উত্তর: এরিটি

৩। গঙ্গা-পদ্মা-মেঘনা নদীর মোহনায় অবস্থিত সক্রিয় বদ্বীপ অঞ্চলটি…………. নামে পরিচিত।

উত্তর: সুন্দরবন

৪। পর্বতগাত্র ও হিমাবাহের মধ্যে যে গভীর ফাটলের সৃষ্টি হয়, তাকে………….. বলে।

উত্তর: বার্গশুন্ড

৫। ভারতের বদ্রীনাথের কাছে ……..শৃঙ্গটি পিরামিড চূড়ার উদাহরণ নীলকন্ঠ

উত্তর: নীলকণ্ঠ

৬। ঝুলন্ত উপত্যকার প্রান্তভাগে………-এর সৃষ্টি হয়ে থাকে।

উত্তর: জলপ্রপাত

৭। ভূ-পৃষ্ঠের স্থলভাগের প্রায়………..% স্থান মরু ও শুষ্ক সাভানা জলবায়ু অঞ্চলের অন্তর্গত। 

উত্তর: ৩৬

৮। পর্বতের পাদদেশের পলল সমভূমি অঞ্চলটি…………. নামে পরিচিত।

উত্তর: বাজাদা

৯। মরুকরণ প্রক্রিয়ায় পৃথিবীর সবথেকে ক্ষতিগ্রস্ত এলাকা হল আফ্রিকার…………. অঞ্চল।

উত্তর: সাহেল

১০। সিফ বালিয়াড়ি দেখতে অনেকটা…………… এর মতো হয়ে থাকে।

উত্তর: তরবারি

‘সত্য’ এবং ‘মিথ্যা’ লেখো | বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ঠ ভূমিরূপ (প্রথম অধ্যায়) মাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর | Madhyamik Geography 1st Chapter Question and Answer

১। বহির্জাত প্রক্রিয়াসমূহ কেবলমাত্র গতিশীল বাহ্যিক প্রাকৃতিক শক্তির দ্বারা কার্যকর হয়।

উত্তর: মিথ্যা

২। আরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়।

উত্তর: সত্য

৩।যে সকল নদী মূল নদী থেকে শাখার মতো বেরিয়ে যায়, তাকে উপনদী বলে।

উত্তর: মিথ্যা

৪। নদী অবঘর্ষ প্রক্রিয়ায় ক্যালশিয়াম কার্বনেট সমৃদ্ধ শিলাকে দ্রবীভূত করে।

উত্তর: মিথ্যা

৫। শুষ্ক জলবায়ু অঞ্চলের পার্বত্য এলাকায় গভীর ও সংকীর্ণ নদী উপত্যকাকে ক্যানিয়ন বলে।

উত্তর: সত্য

৬। মূল নদীর সঙ্গে শাখানদী যেখানে মিলিত হয়, সেখানে হুকাকৃতির বদ্বীপ গড়ে ওঠে।

উত্তর: মিথ্যা

৭। রসে মতানে ভূমিরূপে হিমবাহ প্রবাহের দিকটি অমসৃণ ও খাঁজকাটা প্রকৃতির হয়ে থাকে।

উত্তর: মিথ্যা

৮। সমুদ্রজলে নিমজ্জিত হিমদ্রোণীগুলিকে ফিয়র্ড বলে।

উত্তর: সত্য

৯। পৃথিবীতে সকল প্রকার মরু অঞ্চলে বায়ুপ্রবাহের কাজ পরিলক্ষিত হয়।

উত্তর: মিথ্যা

১০। চিনের উত্তর থেকে দক্ষিণে বৃহৎ সবুজের দেয়াল গড়ে তোলা হয়েছে।

উত্তর: মিথ্যা

দু-এক কথায় উত্তর দাও | বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ঠ ভূমিরূপ (প্রথম অধ্যায়) মাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর | Madhyamik Geography 1st Chapter Suggestion 2025

১। ভূমিরূপ কী?

উত্তর: ভূমির চেহারা বা বাহ্যিক অবয়ব।

২। নিকটতম সমুদ্রপৃষ্ঠের সাপেক্ষে ভূপৃষ্ঠের সমতলীকরণের প্রক্রিয়াকে কী বলে?

উত্তর: অবরোহণ

৩। যে উচ্চভূমি নদীগোষ্ঠীর মধ্যে বৃষ্টির জলের বিভাজন ঘটায়, তাকে কী বলে?

উত্তর: জলবিভাজিকা

৪। পৃথিবীর গভীরতম গিরিখাতের নাম কী?

উত্তর: নেপালের কালিগণ্ডক নদীর গিরিখাত

৫। পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের নাম কী?

উত্তর: আলাস্কার মালাসাপিনা

৬। ড্রামলিন অধ্যুষিত অঞ্চলের ভূমিরূপকে কী বলে?

উত্তর: ডিমের ঝুড়ির মতো ভূমিরূপ।

৭। চলমান বা সচল বালিরাশি দ্বারা গঠিত উষ্ণ মরুভূমিকে কী বলে?

উত্তর: আর্গ

৮। মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কাজের ফলে গঠিত ব্যাঙের ছাতার মতো ভূমিরূপকে কী বলে?

উত্তর: গৌর।

৯। দুটি সিফ বালিয়াড়ির মধ্যবর্তী ফাঁক বা করিডরগুলি সাহারায় কী নামে পরিচিত?

উত্তর: গাসি।

১০। সুন্দরবন অঞ্চলের কোন্ দ্বীপটি সাম্প্রতিককালে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে?

উত্তর: ঘোড়ামারা।

West Bengal Madhyamik Class 10th Geography Bahirjata Prakriya Question and Answer 

সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্নোত্তর | বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ঠ ভূমিরূপ (প্রথম অধ্যায়) মাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর | Madhyamik Geography 1st Chapter Question and Answer

1. বহির্জাত  প্রক্রিয়াকে কোন কোন বিষয় নিয়ন্ত্রণ করে?

উত্তর: বহির্জাত প্রক্রিয়াকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিম্নলিখিত বিষয়গুলি নিয়ন্ত্রণ করে ..

1. আবহাওয়া ও জলবায়ু: পৃথিবীর বিভিন্ন অঞ্চলের আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন বহির্জাত প্রক্রিয়ার এক অন্যতম নিয়ন্ত্রক 

2. মাটির ঢাল: মাটির ঢালের কারণে নদী হিমবাহ ইত্যাদির ক্ষয় ও সঞ্চয় প্রক্রিয়া নিয়ন্ত্রিত হয় 

3. শিলার প্রকৃতি: ভূমিরূপ গঠনকারী বিভিন্ন শিলার প্রকৃতি যেমন কাঠিন্য বহির্জাত প্রক্রিয়ার নিয়ন্ত্রক রূপে কাজ করে 

4. জৈবিক ক্রিয়া: মানুষের ও অন্যান্য প্রাণীর নানাবিধ কার্যকলাপ বহিঃস্থ প্রক্রিয়ার নিয়ন্ত্রণ গ্রুপে কাজ করে যেমন রাস্তাঘাট নির্মাণ বাড়িঘর নির্মাণ ইত্যাদি

2. পর্যায়ন বলতে কী বোঝো?

উত্তর: চেম্বারলিন এবং সায়লিসবারি প্রথম গ্রেডেশন বা পর্যায়ন শব্দটি ব্যবহার করেন। তারা বলেন বহির্জাত প্রক্রিয়াগুলির একত্রে ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে মাটির উপরিভাগের অনিয়মিত রূপরেখাকে একটি সাধারন তলে নিয়ে আসার প্রক্রিয়াকে পর্যায়ন বলে।

অবরোহন ও আরোহন এই দুটি প্রক্রিয়ার সমন্বিত রুপই হল পর্যায়ন।

রচনাধর্মী প্রশ্নোত্তর | বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ঠ ভূমিরূপ (প্রথম অধ্যায়) মাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর | Madhyamik Geography Important Question and Answer

1. নদীপ্রবাহে বিভিন্ন গতির সংক্ষিপ্ত পরিচয় দাও।

উত্তর: অভিকর্ষের প্রভাবে ভূমি ঢাল অনুযায়ী প্রাকৃতিক নিয়মে নদী প্রবাহিত হয়। উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর তিনটি গতি দেখা যায় উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি। 

উচ্চগতি: নদী যখন উৎস থেকে উৎপন্ন হয়ে পার্বত্য অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকে নদীর উচ্চগতি বলে। 

এই সময় ভূমির ঢাল বেশি থাকে বলে, নদীর পার্শক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয়। এই সময় মূলত নদী ক্ষয় ও বহন কার্য করে, সঞ্চয় কার্য কম করে। নদীর উচ্চ প্রবাহে শ্রেষ্ঠ ভূমিরূপ গুলি হল জলপ্রপাত, গিরিখাত, মন্থকূপ ইত্যাদি

মধ্যগতি: উচ্চগতির পর নদী যখন সমভূমিতে প্রবেশ করে তখন ভূমির ঢাল কম থাকায় নদীর গতিবেগ কমে যায় এই প্রবাহকে মধ্যগতি বলে। 

মধ্যগতিতে ভূমির ঢাল কম থাকায় নদীর গতিবেগ কমে যায় এই সময় নদী নিম্ন ক্ষয় অপেক্ষা পার্শ্বক্ষয় বেশি করে।এই সময় নদীর প্রধান কাজ হল বহন কাজ। মধ্য গতিতে সৃষ্ট কয়েকটি ভূমিরূপ হল মিয়েন্ডার, বালুচর, অশ্বখুরাকৃতি হ্রদ ইত্যাদি

নিম্ন গতি: মধ্যগতির পরবর্তীকালে নদী যখন মোহনার দিকে অগ্রসর হয় তখন গতিবেগ আরো কমে আসে এই প্রবাহকে নিম্নগতি বলে। এই পর্যায়ে ভূমির ঢাল খুব কমে যায় বলে নদী ধীরগতি সম্পন্ন হয়। এই সময় বহনকার্যের সাথে সঞ্চয় কার্য করতে থাকে। নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলি হল প্লাবনভূমি, বদ্বীপ ইত্যাদি

2. পার্বত্য অঞ্চলে নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলি বর্ণনা কর।

উত্তর: নদীর উচ্চগতিতে ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলি হল….

1. গিরিখাত ও ক্যানিয়ন: অত্যন্ত গভীর এবং ইংরেজি ‘V’ আকৃতির নদী উপত্যকাকে গিরিখাত বলে এবং এই নদী উপত্যকা যখন ইংরেজি  ‘l’ আকৃতির মত হয়। তাকে ক্যানিয়ন বলে।

যেমন, আমেরিকার কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। 

2. জলপ্রপাত: কোন উঁচু অংশ থেকে খাড়া ঢাল বরাবর নিচে নেমে আসা জলপ্রবাহকে জলপ্রপাত বলে। 

যেমন, আমেরিকা যুক্তরাষ্ট্রের নায়াগ্রা জলপ্রপাত 

3. মন্থ কূপ: অবঘর্ষ প্রক্রিয়ায় নদী খাতি সৃষ্টি হওয়া ছোট ছোট গোলাকার গর্তগুলিকে মন্থকূপ বলে। 

যেমন গৌরনদীর তলদেশে অনেক মন্থকূপ দেখা যায়।

4. আবদ্ধ শৈলশিরা: অনেক সময় পার্বত্য শৈলশিরা গুলি কে দূর থেকে আবদ্ধ বা শৃঙ্খলিত রয়েছে বলে মনে করা হয়। একে আবদ্ধ শৈলশিরা বলে। 

বরফ গলা জলে পুষ্ট নদীর উচ্চ প্রবাহে এইরকম শৈলশিরা দেখা যায়

3. মধ্য গতিতে নদীর কার্যের ফলে গঠিত ভূমিরূপ গুলি আলোচনা করো।

উত্তর: মধ্যগতিতে নদী মূলত বহন কার্য করলেও হয় ও অবক্ষেপণও করে থাকে এর ফলে নিম্নলিখিত ভূমিরূপ গুলি গঠিত হয়। 

1. পলল ব্যজনী: মধ্যগতিতে নদীবাহিত পলি, বালি, কাদা p ইত্যাদির সঞ্চয়ে যে হাত পাখার ভূমিরূপ সৃষ্টি হয় তাকে পলল ব্যজনী বলে। 

2. নদী বাঁক বা মিয়েন্ডার: নিম্ন গতিতে নদীতে বোঝা বৃদ্ধির কারণে নদী প্রায় শক্তিহীন হয়ে এঁকেবেঁকে প্রবাহিত হয় একেই নদী বাঁক বা মিয়েন্ডার বলা হয়।

3. অশ্বখুরাকৃতি হ্রদ: মধ্যগতিতে কোনো নদী বাঁকের মাঝের অংশ মূল বাঁক থেকে বিচ্ছিন্ন হয়ে ঘোড়া বা গরুর খুরের মতো অবস্থান করলে তাকে অশ্বখুরাকৃতি হ্রদ বলে।

4. নিম্ন গতিতে নদী দ্বারা সৃষ্ট ভূমিরূপ গুলির বর্ণনা কর।

উত্তর: নদীর নিম্ন গতিতে সঞ্চয় কার্যই প্রধান হয়ে ওঠে। এই সময় নদীর অবক্ষেপণ কার্যে গঠিত ভূমিরূপ গুলি হল…

1. প্লাবনভূমি: নদীর নিম্ন গতিতে স্রোতের বেগ খুবই কম থাকে বলে নদীগর্ভে নুরী,বালি,কাদা ইত্যাদি সঞ্চিত হয়ে নদীর গভীরতা ক্রমশ কমে গেলে নদীর জল ধারণ ক্ষমতা হ্রাস পায়। এর ফলে বর্ষাকালে প্রবল বৃষ্টির ফলে নদীতে অতিরিক্ত জল এসে পড়লে নদীর দু কুল ছাপিয়ে প্লাবন দেখা যায়। প্রতিবছর প্লাবন বা বন্যার ফলে নদীর দুই তীরে পলি,কাদা, বালি ইত্যাদি সঞ্চিত হয়েছে ভূমিরূপ সৃষ্টি করে তাকে প্লাবনভূমি বলে।

যেমন,সিন্ধু নদীর নিম্ন অববাহিকায় এরূপ প্লাবনভূমি দেখা যায়।

2. স্বাভাবিক বাঁধ: নদীতে প্লাবনের ফলে নদীর জলের সঙ্গে বহন করা পলি, বালি, কাদা ইত্যাদি নদীর দুপাড় বরাবর সঞ্চিত হয়ে প্রাকৃতিকভাবে যে উঁচু বাঁধের সৃষ্টি হয় তাকে স্বাভাবিক বাঁধ বলে।

যেমন, কলকাতা শহর গঙ্গার স্বাভাবিক বাঁধের উপর অবস্থিত

3. খাঁড়ি: নদী মোহনা যথেষ্ট খোলা ও প্রশস্ত হলে তাকে খাঁড়ি বলে।

যেমন টেমস নদীতে এইরকম খাঁড়ি দেখা যায়। 

4. বদ্বীপ: নদীর নিম্ন গতিতে মোহনার কাছে নদী খাত চওড়া অগভীর হয় এই সময় স্পার্শক্ষয় বেশি হওয়ায় নদীর স্রোতের বেগ কমে যায় তার ফলে বহন করে আনা পলি, কাদা,বালি ইত্যাদি সঞ্চিত হয়ে বাংলা ‘ব’ এর মত যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বদ্বীপ বলে।

যেমন, সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ হলো পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ।

5. হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলি বর্ণনা কর।

উত্তর: হিমবাহ মূলত দুইভাবে ক্ষয় করে…1. উৎপাটন বা প্লাকিং এবং অবঘর্ষ। হিমবাহের ক্ষয় কাজ দ্বারা সৃষ্ট হওয়া বিভিন্ন ভূমিরূপ গুলি হল.. 

1. সার্ক বা করি: হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্টি হওয়া ডেক চেয়ারের মতো মাঝখানে গর্ত বিশিষ্ট ভূমিরূপ কে সার্ক বা করি বলে।

উদাহরণ: অধিকাংশ হিমবাহ অধ্যুষিত অঞ্চলে সার্ক দেখা যায়। 

2. হিমশিরা বা এরিটি: হিমবাহের ক্ষয় কার্যের ফলে পাশাপাশি দুটি সার্ক সৃষ্টি হলে তাদের মাঝে বিভাজিকাটিও ক্ষয় হয় এবং সরু হয়ে শৈলশিরার আকারে অবস্থান করে একেই হিমশিরা বা এড়িটি বলে।

উদাহরণ: আল্পস পার্বত্য অঞ্চলে এরূপ এরিটি দেখা যায়।

3. পিরামিড চূড়া: কোন পর্বত শৃঙ্গের চারপাশেই সার্ক ও এরিটি থাকলে সেই পর্বত শৃঙ্গ কে পিরামিড চূড়া বলে। 

উদাহরণ: গঙ্গোত্রীর কাছে অবস্থিত হিমালয় পর্বতের নীলকন্ঠ একটি পিরামিড চূড়া 

4. কর্তিত শৈলশিরা: পার্বত্য উপত্যকা দিয়ে অগ্রসর হওয়ার সময় হিমবাহের গতিপথে যেসব স্পার হিমবাহের গতিরোধ করে থাকে হিমবাহ সেগুলো কি কেটে বা ক্ষয় করে সোজা পথে অগ্রসর হয়। এইভাবে পার্বত্য হিমবাহ দ্বারা ক্ষয়প্রাপ্ত এবং ত্রিভুজের মতো দেখতে শৈলশিরা গুলিকে কর্তিত শৈলশিরা বলে। 

5. ঝুলন্ত উপত্যকা: উপত্যকা হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হওয়া ভূমিরূপ গুলির মধ্যে ঝুলন্ত উপত্যকা অন্যতম। যখন একটি শাখা হিমবাহ দ্বারা গঠিত হিমদ্রোণী বা ইউ আকৃতির উপত্যকা প্রধান হিমবাহ গঠিত উপত্যকার উপর ভাসমান অবস্থায় থাকে তখন তাকে ঝুলন্ত উপত্যকা বলা হয়। 

যেমন: হিমালয় পার্বত্য অঞ্চলের নরপর্বত থেকে নিচের দিকে কুবের নামে একটি ঝুলন্ত উপত্যকা দেখা যায়। 

6. কর্তিত স্পার: পার্বত্য অঞ্চলে নদী পর্বতের অভিক্ষিপ্ত অংশগুলি কে ক্ষয় করতে না পারলে যেদিকে যেমন সুবিধা পায় সেদিকে আঁকাবাঁকা পথে বয়ে চলে। কিন্তু হিমবাহ তার পথ রোধকারী অভিক্ষিপ্ত অংশগুলির অগ্রভাগ ক্ষয় করে অগ্রসর হয় ফলে ত্রিভুজাকৃতি শৈলশিরা সৃষ্টি হয় এদের কর্তিত স্পার বলে।

7. রসে মাতানে: হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট একদিক মসৃণ ও অপরদিকে অমসৃণ ভূমিরূপ কে রসে মাতানে বলে

রসে মাতানে একটি মাত্র শিলায় গঠিত হয়। মধ্য হিমালয় অঞ্চলে রসে মাতানে দেখা যায়।

অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ঠ ভূমিরূপ (প্রথম অধ্যায়) মাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর | Madhyamik Geography Bahirjata Prakriya Question and Answer, Madhyamik Geography Suggestion 2025, Geography Suggestion  ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই Bigyan Shiksha ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।

আরো দেখো :-

মাধ্যমিক 2025 | ইতিহাস ম্যাপ পয়েন্টিং

আরোও দেখো :-

Madhyamik Physical Science Suggestion 2025 – আয়নীয় ও সমযোজী বন্ধন (অধ্যায়-৮.২) প্রশ্নউত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন

আরোও দেখো :-

দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | পর্যায় সারণী – প্রশ্ন উত্তর সাজেশন | WBBSE Class 10th Physical Science Suggestion

আরোও দেখো :-

Madhyamik Physical Science Question Paper 2024 With Answers | সম্পূর্ণ উত্তরসহ মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র ২০২৪

আরোও দেখো:-

Madhyamik Physical Science Suggestion- পরিবেশের জন্য ভাবনা (অধ্যায়-১) প্রশ্ন-উত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন

আরোও দেখো:-

মাধ্যমিক জীবন বিজ্ঞান – অভিব্যক্তি অভিযোজন (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science Question and Answer

  • চরকসংহিতা: প্রাচীন ভারতের চিকিৎসাশাস্ত্রের অমূল্য রত্ন
    প্রাচীন ভারতে চিকিৎসাশাস্ত্রের যেসকল কীর্তি আজও বিশ্বজুড়ে সমাদৃত, তার মধ্যে অন্যতম হল চরক রচিত ‘চরকসংহিতা‘। এই মহাগ্রন্থটি শুধু ভারতবর্ষেই নয়, সারা বিশ্বের মানুষের শ্রদ্ধা অর্জন করেছে। বিভিন্ন ভাষায় অনূদিত হওয়ার পাশাপাশি, এটি বহু চিকিৎসককে অনুপ্রাণিত করেছে এবং তাদের পথপ্রদর্শন করেছে। চরকের পরিচয় চরকসংহিতার রচয়িতা চরক সম্পর্কে বিশেষ কিছু তথ্য পাওয়া যায় না। তবে প্রাচীন ভারতের …

    Read more

  • ভারতের জাতীয় দিবস
    ভারতের জাতীয় দিবস গুলি হল সেই বিশেষ দিনগুলি, যা ভারতীয় ইতিহাসে বিশেষ তাৎপর্যপূর্ণ এবং যা গোটা দেশ জুড়ে পালিত হয়। এই দিনগুলি ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং জাতীয় চেতনাকে প্রতিফলিত করে। প্রধান জাতীয় দিবসগুলি হল: ১. স্বাধীনতা দিবস (১৫ আগস্ট): ১৯৪৭ সালের এই দিনে ভারত ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে। এই দিনটি ভারতের স্বাধীনতা সংগ্রামের …

    Read more

  • জীবক: প্রাচীন ভারতের চিকিৎসাশাস্ত্রের উজ্জ্বল নক্ষত্র
    প্রাচীন ভারতে চিকিৎসাশাস্ত্রে জীবক ছিলেন এক কিংবদন্তী বিজ্ঞানী। তাঁর জ্ঞান ছিল অগাধ এবং তাঁর অবদান আজও স্মরণীয়। জীবকের জীবন ও শিক্ষা মগধের রাজা বিম্বিসার একদিন রাতে প্রজাদের অবস্থা জানতে বের হয়েছিলেন এবং রাস্তায় একটি নবজাতকের কান্না শুনতে পান। তিনি শিশুটিকে উদ্ধার করে নিজের পুত্র হিসেবে লালন-পালন করেন এবং তক্ষশীলা শিক্ষানিকেতনে পাঠান। সেখানে জীব-ক গুরু আত্রেয়ের …

    Read more

  • প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য পরিবেশ বিদ্যা প্রশ্নউত্তর
    বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় পরিবেশ সংক্রান্ত যে সমস্ত প্রশ্ন করা হয়, সেই সব প্রশ্ন ও তাদের উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে । লিখিত ও মৌখিক পরীক্ষায় সফল হতে গেলে পরিবেশ থেকে ভাল করে প্রশ্ন উত্তর প্র্যাক্টিস করতে হবে। পরিবেশ বিদ্যা প্রশ্নউত্তর এর বাস্তুবিদ্যা এবং বাস্তুতন্ত্র (Ecology and Ecosystem) Environmental studies in bengali ১. প্রশ্ন: ” …

    Read more

  • বরাহমিহির: জ্যোতির্বিজ্ঞানী, জ্যোতিষী ও পণ্ডিত
    বরাহমিহির ছিলেন উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্যের নবরত্ন সভার এক উজ্জ্বল রত্ন। জ্যোতিষশাস্ত্র, অঙ্কশাস্ত্র এবং জ্যোতির্বিদ্যায় তাঁর মতো পারদর্শী কেউ ছিলেন না। উজ্জয়িনীর নবরত্ন মিহিরের জন্ম ও পরিচয় কিংবদন্তী অনুসারে, তাঁর পিতার নাম ছিল বরাহ এবং পুত্রের নাম ছিল মিহির। প্রথমে বরাহ নবরত্ন সভায় স্থান পান, পরে বিক্রমাদিত্য মিহিরকে সভায় নিয়ে আসেন। সম্রাটের ইচ্ছা ছিল খণাকেও সভায় …

    Read more

  • সীতারাম রাজু |Who was Alluri Sitaram Raju Class 10
    ঘন জঙ্গল, ব্রিটিশ অত্যাচার, আর এক অদম্য বিদ্রোহী! আল্লুরি সীতারাম রাজু, এক নাম যা আজও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা। আদিবাসীদের হৃদয়পুরুষ, রম্পা বিদ্রোহের নেতা, যিনি অহিংসা থেকে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। জানুন, কীভাবে এক সাধারণ মানুষ হয়ে উঠলেন অরণ্যের অপ্রতিরোধ্য যোদ্ধা। তার জীবনকাহিনী আজও আমাদের অনুপ্রাণিত করে আল্লুরি সীতারাম রাজু: অরণ্যের বীর অন্ধকার রাত, …

    Read more

Leave a Comment