যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তারা ভালো রেজাল্ট এর জন্য 2015 Physics Question Paper এর সন্ধান করে থাকো। কারণ ভালো রেজাল্ট এর জন্য আগের HS Question গুলো দেখার দরকার হয়। যারা ভালোভাবে এগুলো প্র্যাক্টিস করবে তারা আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পদর্থবিদ্যায় ভালো রেজাল্ট করবে এআই আশা রাখি। তার সাথে কিছু প্রশ্নের উত্তর করা আছে সেগুলো দেখতে পারো। 2015 Physics Question Paper এর প্রশ্ন গুলো দেখতে পারো

Higher Secondary Physics Question Answer 2015 2015 Physics Question Paper
HIGHER SECONDARY EXAMINATION-2015
PART-A Marks: 52
SECTION-II
Group-B
■ সংক্ষেপে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)। 2×5=10 2015 Physics Question Paper
1. ধাতব পরিবাহীতে ইলেকট্রনের অণুপ্রবাহ বেগ এবং প্রবাহ ঘনত্বের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো।
অথবা,
বৈদ্যুতিক কোশের তড়িৎচালক বল নির্ণয় করার জন্য ভোল্টমিটার অপেক্ষা পোটেনশিয়োমিটারকে কেন অগ্রাধিকার দেওয়া হয়-ব্যাখ্যা করো।
2. কীভাবে একটি গ্যালভানোমিটারকে একটি ভোল্টমিটারে রূপান্তরিত করা হয়?
অথবা,
একটি তড়িদ্বাহী আয়তাকার কুণ্ডলীর তল সুষম চৌম্বকক্ষেত্রের অভিমুখের সঙ্গে θ কোণে ঝোলানো আছে। কুন্ডলীটির ওপর ক্রিয়াশীল টর্কের মান নির্ণয় করো।
3. 25 MHz কম্পাঙ্কের একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ শূন্যস্থানে x-অক্ষ বরাবর গমন করে। কোনো এক সময়ে একটি বিন্দুতে তড়িৎক্ষেত্রের মান হল প্রতি মিটারে E=6.3j ভোল্ট। ওই বিন্দুতে ওই তরঙ্গের চৌম্বকক্ষেত্রের (B) মান ও দিক কী হবে? 1+1
উত্তর: B= 2.1X10-8 Sin (1.57X108t) WB m-2 Z ওক্ষ বরাবর
4. পরমাণুর ভরসংখ্যার সঙ্গে নিউক্লিয় কণা প্রতি বন্ধনশক্তির পরিবর্তনের লেখচিত্রটি অঙ্কন করো এবং ওই লেখচিত্রে সুস্থির ও অস্থির অঞ্চল দুটি চিহ্নিত করো। 1+1
অথবা,
হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে বোরের কোয়ান্টাম শর্তটি বিবৃত করো। SI-তে বোরের ব্যাসার্ধের মান কত? 1+1
5. ভিন্ন ভিন্ন কোন পদ্ধতিতে প্রেরক অ্যান্টেনা থেকে গ্রাহক অ্যান্টেনার দিকে তড়িৎচুম্বকীয় তরঙ্গ প্রবাহিত হয় লেখো। মাইক্রোওয়েভের একটি প্রধান ব্যবহার উল্লেখ করো। 1+1
অথবা,
অ্যামপ্লিটিউড মডিউলেটেড তরঙ্গের একটি পরিষ্কার তরঙ্গচিত্র অঙ্কন করো। ‘মডিউলেশন সূচক’-এর রাশিমালা লেখো এবং ব্যবহৃত প্রতিটি রাশি উক্ত চিত্রে দেখাও। 1+1
Group-C
নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 3×9-27 2015 Physics Question Paper
6. তড়িৎ-দ্বিমেরু ভ্রামকের সংজ্ঞা দাও। একটি তড়িৎ-দ্বিমেরুকে একটি সুষম তড়িৎক্ষেত্র E -এর মধ্যে রাখলে ওই দ্বিমেরুর ওপর ক্রিয়াশীল টর্ক নির্ণয় করো। 1+2
অথবা,
স্থির তড়িতের জন্য গাউসের উপপাদ্যটি বিবৃত করো। E= 3i+2j+k Vm-1 তড়িৎক্ষেত্রে x-y তলে 50 m² ক্ষেত্রফলবিশিষ্ট ক্ষেত্রের ভিতর দিয়ে তড়িৎফ্লাক্সের মান নির্ণয় করো। 1+2
উত্তর: 50 Vm
7. কোনো ধারকের ধারকত্ব বলতে কী বোঝায়? ব্যাটারির সাহায্যে 900 pF ধারকত্ববিশিষ্ট কোনো ধারককে 100 V-এ আহিত করা হল। ধারকটিতে কত শক্তি সঞ্চিত হবে?
উত্তর: 4.5x 10-6 erg
অথবা,
দুটি সমবিভব তল কি পরস্পরকে ছেদ করতে পারে? যুক্তি-সহ উত্তর দাও।
৪. কোনো স্থানে বিনতি কোণের সংজ্ঞা দাও। পৃথিবীর মেরুতে ও নিরক্ষরেখায় ওই কোণের মান কত হবে? পৃথিবীপৃষ্ঠের কোন্ স্থানে ভূচৌম্বকপ্রাবল্যের অনুভূমিক উপাংশ এবং উল্লম্ব উপাংশ সমান হবে? 1+1+1
অথবা,
অ্যামপেয়ারের বন্ধপথের সূত্রটি বিবৃত করো। এই সূত্রের সাহায্যে i অ্যামপেয়ার প্রবাহমাত্রার জন্য টরোইডাল সলিনয়েডের অক্ষে চৌম্বকক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করো। 1+2
9. সুসংগত উৎস কী? 5100 A তরঙ্গদৈর্ঘ্যের সবুজ আলো দ্বিরেখা ছিদ্রের ওপর আপতিত হল। 200 সেমি দূরত্বে রক্ষিত পর্দায় তৈরি পটি (fringe)-তে গড়ে 10টি পটির দূরত্ব 2 সেমি হলে, ছিদ্রদ্বয়ের মধ্যে ব্যবধান নির্ণয় করো।1+2
উত্তর: 5.1x 10-2 cm
অথবা,
আলোর অপবর্তন বলতে কী বোঝায়? একরেখাছিদ্র পরীক্ষায় ছিদ্রের বেধ বৃদ্ধি করলে কেন্দ্রীয় চরম পটির কৌণিক বেধের কীরূপ পরিবর্তন হবে? ব্রুস্টারের সূত্রটি বিবৃত করো। 1+1+1
10. সমবাহুবিশিষ্ট কোনো প্রিজমের প্রতিসারক কোণের মান A । ওই প্রিজমের একটি তলের ওপর আপতিত রশ্মির জন্য চ্যুতিকোণের মান নির্ণয় করো। আপতিত রশ্মির আপতন কোণের মানের পরিবর্তনের সঙ্গে চ্যুতিকোণের মানের পরিবর্তন লেখচিত্রের সাহায্যে দেখাও।2+1 অথবা,
কোনো মাধ্যমের সংকট কোণের মান 50° হলে, ওই মাধ্যমে আলোর গতিবেগ নির্ণয় করো। আলোকবাহী তস্তুর দুটি ব্যাবহারিক প্রয়োগ উল্লেখ করো। 2+1
উত্তর: 2.12x 1010 cm/s
11. আলোকতড়িৎ নিঃসরণের ক্ষেত্রে নিবৃত্তি বিভব বলতে কী বোঝো? নিবৃত্তি বিভব কি (1) আপতিত আলোর প্রাবল্য এবং (ii) কম্পাঙ্কের ওপর নির্ভরশীল-ব্যাখ্যা করো।
অথবা,
ডেভিসন-গারমার পরীক্ষা থেকে কী সিদ্ধান্তে উপনীত হওয়া যায়? বস্তুতরঙ্গ কি তড়িৎচুম্বকীয় তরঙ্গ-ব্যাখ্যা করো। 1+2
12. তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্রটি বিবৃত করো। একটি পরমাণুর নিউক্লিয়াসের ব্যাসার্ধের সঙ্গে ভরসংখ্যার সম্পর্কটি লেখো। আইসোটোন কী? একটি উদাহরণ দাও। 1+1+1
অথবা, কোনো নিউক্লিয়াসের সাইজ ওর ভরসংখ্যার ওপর কীভাবে নির্ভর করে? ব্যাখ্যা করো যে, নিউক্লিও পদার্থের ঘনত্ব সাইজের ওপর নির্ভর করে না। 1+2
13. একটি আলোক নিঃসরণ ডায়োড (LED)-এর I-V বৈশিষ্ট্য লেখচিত্র অঙ্কন করো এবং এর কার্যপ্রণালী ব্যাখ্যা করো। 1+2
অথবা,
পাঁচটি ভিন্ন ভূমি-প্রবাহের জন্য সাধারণ নিঃসারক বিন্যাসে (CE-configuration) একটি n-p-n ট্রানজিস্টারের আউটপুট বৈশিষ্ট্য লেখচিত্র অঙ্কন করো। স্পন্দক (Oscillator) কী? 2+1
14. NOR গেট কী? এই গেটের সত্যসারণি প্রস্তুত করো। কেন এই গেটকে বিশ্বজনীন (Universal) গেট বলা হয়? 1+1+1
অথবা,
জেনার ডায়োড কী? বিপরীত বায়াসে এরূপ ডায়োডের জন্য বিভবপ্রভেদের সঙ্গে প্রবাহের পরিবর্তন দেখিয়ে একটি লেখচিত্র অঙ্কন করো এবং ওই লেখচিত্র ব্রেকডাউন বিভব নির্দেশ করো। এই ডায়োডের একটি গুরুত্বপূর্ণ ব্যবহার উল্লেখ করো। 1+1+1
H.S Suggestion Physics 2015 Physics Question Paper
Group-D
নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 5×3-15
15. (a) বর্তনীচিত্রের সাহায্যে গ্যালভানোমিটারে ব্যবহৃত সান্টের ক্রিয়া ব্যাখ্যা করো। (b) তড়িদ্বাহী বর্তনীর ক্ষেত্রে কার্শফের সূত্রদ্বয় বিবৃত করো। এর মধ্যে কোন্ সূত্রটি শক্তির সংরক্ষণ নীতি মেনে চলে লেখো। 2+(2+1)
অথবা,
(a) কার্শফের সূত্র প্রয়োগ করে হুইটস্টোন ব্রিজের প্রতিমিত অবস্থা প্রতিষ্ঠা করো।
(b) ভিন্ন উপাদানের দুটি তারের দৈর্ঘ্য, ব্যাস এবং রোধাঙ্ক প্রত্যেকে 2:1 অনুপাতে আছে। এদের মধ্যে একটি তারের রোধ 10 ওহম হলে, অপরটির রোধ নির্ণয় করো। 3+2
উত্তর: 10 ওহম
16. (a) ফ্লেমিং-এর দক্ষিণহস্ত সূত্রটি বিবৃত করো। একটি কুণ্ডলীর স্বাবেশাঙ্কের সংজ্ঞা দাও। চিত্র-সহ আবেশহীন কুণ্ডলীর ব্যাখ্যা দাও।
(b) 10 সেমি ব্যাসার্ধের একটি ধাতব থালা তার কেন্দ্রগামী অনুভূমিক অক্ষের সাপেক্ষে প্রতি সেকেন্ডে 10 বার কৌণিক গতিতে ঘুরছে। থালার অক্ষ বরাবর 10 – 2 টেসলার সুষম চৌম্বকক্ষেত্র ক্রিয়া করলে থালার প্রান্তবিন্দু ও কেন্দ্রের মধ্যে আবিষ্ট বিভবপ্রভেদ নির্ণয় করো। (1+1+1)+2
উত্তর: 3.14x 10-3 Wb
অথবা,
(a) একটি ac উৎসের তাৎক্ষণিক তড়িৎচালক বল e = 200 sin 314t ভোল্ট ।এক্ষেত্রে rms ভোল্টেজ নির্ণয় করো। উৎসের কম্পাঙ্ক কত?
উত্তর: 141.4 V, 50Hz
(b) LCR শ্রেণি বর্তনীতে ac ভোল্টেজ প্রয়োগ করলে বর্তনীর অনুনাদের শর্তটি বিবৃত করো। শ্রেণি সমবায়ে LCR বর্তনীতে প্রবাহমাত্রা ও তড়িৎচালক বল একই দশায় থাকে। ধারকের মান 20µF এবং রোধ 10 ওহম এবং বর্তনীতে 50 Hz ac তড়িৎচালক বল যুক্ত করা থাকলে ওই বর্তনীতে স্বাবেশাঙ্কের মান কত নির্ণয় করো। (2+1)+2
উত্তর: 0.5 H
17. (a) f1 এবং f2 ফোকাস দূরত্বসম্পন্ন দুটি পাতলা লেন্স পরস্পরের সংস্পর্শে লাগানো আছে। প্রমাণ করো যে, ওদের তুল্য ফোকাস দূরত্ব হবে f হবে 1/f = 1/f1 + 1/f2
(b) কোনো একটি প্রিজমের প্রতিসারক কোণের মান 60° এবং সেটির উপাদানের প্রতিসরাঙ্ক sqrt(7/3) প্রিজমের কোনো একটি প্রতিসরণ তলে আপতিত রশ্মির আপতন কোণের ন্যূনতম মান কত হলে প্রিজমের অপর প্রতিসরণ তল থেকে রশ্মিটি তল ঘেঁসে বেরিয়ে আসে নির্ণয় করো। 2+3
উত্তর: 30°
অথবা,
(a) কোনো অবতল দর্পণের ফোকাস বিন্দু থেকে বস্তু ও প্রতিবিম্বের দূরত্ব যথাক্রমে x এবং yl x, y এবং দর্পণের ফোকাস দূরত্ব -এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো।
(b) 5 সেন্টিমিটার বেধের একটি আয়তাকার কাচফলকের নিম্নতলের একটি আলোক-বিন্দু উৎস থেকে নির্গত আলোকরশ্মির উপরিতলে
অভ্যন্তরীণ প্রতিফলনের ফলে নিম্নতলে ৪ সেমি ব্যাসার্ধের একটি বৃত্ত তৈরি করে। কাচের প্রতিসরাঙ্ক নির্ণয় করো। 2+3
উত্তর: 1.6
PART-B Marks: 18
SECTION-I
1. সঠিক উত্তরটি নির্বাচন করো: 2015 Physics Question Paper
(i) সমব্যাসার্ধ ও সম-আধানযুক্ত 64টি ক্ষুদ্র জলবিন্দুকে একত্রিত করে একটি বৃহৎ জলবিন্দুতে পরিণত করা হল। বৃহৎ এবং ক্ষুদ্র
জলবিন্দুর বিভবের অনুপাত হবে-
(a) 4:1
(b) 1:4
(c) 16:1
(d) 1:16
উত্তর: (c) 16:1
(ii) n পাকসংখ্যা এবং A ক্ষেত্রফলবিশিষ্ট কোনো একটি কুণ্ডলীর মধ্যে দিয়ে I অ্যামপেয়ার প্রবাহমাত্রা পাঠানো হলে, কুণ্ডলীর চৌম্বক ভ্রামকের মান হবে-
(a) nIA
(b) n2IA
(c (nI)/A
(d) (nI)/(sqrt(A))
উত্তর: (a) nIA
(iii) 1.41A শীর্ষমানের কোনো পরিবর্তী প্রবাহের (ac) সাহায্যে একটি তারকে গরম করা হল। সমহারে ওই তারকে গরম করার জন্য যে-পরিমাণ সমপ্রবাহের (dc) প্রয়োজন, তার মান হবে প্রায়-
(a) 1.41 A
(b) 2.0 A
(c) 0.705 A
(d) 1.0A
উত্তর: (b) 2.0 A
(iv) তড়িৎচুম্বকীয় তরঙ্গোর উৎপত্তি হয়-
(a) স্থির আধানের জন্য
(b) সমবেগে গতিশীল আধানের জন্য
(c) ত্বরণযুক্ত গতিশীল আধানের জন্য
(d) আধানহীন কণার জন্য
উত্তর: (b) সমবেগে গতিশীল আধানের জন্য
(v) λ তরঙ্গদৈর্ঘ্যের কোনো আলোকতরঙ্গ a বেধবিশিষ্ট কোনো একক রেখাছিদ্রের ওপর আপতিত হয়ে θ কোণে অপবর্তন ঘটালে অপবর্তনের প্রথম অবমের অবস্থানের শর্ত হবে-
(a) λ sinθ = a
(b) acosθ = λ
(c) asinθ = λ
(d) λcosθ = a
উত্তর: (c) asinθ = λ
(vi) হাইড্রোজেন পরমাণুর কোনো একটি শক্তিস্তরে ইলেকট্রনের মোট শক্তি -1.51eV। ওই শক্তিস্তরের মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান-
(a) n = 1
(b) n = 2
(c) n = 3
(d) n = 4
উত্তর: (c) n = 3
(vii) নিম্ন কম্পাঙ্কের বেতার তরঙ্গ বেশি দূরত্বে পাঠানো সম্ভব হয় না বলে উচ্চ কম্পাঙ্কের বাহক তরঙ্গ উক্ত বেতার তরঙ্গোর সঙ্গে উপরিপাতিত করা হয়। এই পদ্ধতিকে বলা হয়-
(a) বিবর্ধন
(b) একমুখীকরণ
(c) মডিউলেশন
(d) দোলন
উত্তর: (c) মডিউলেশন
(viii) 1 ভোল্টের সমতুল্য statvolt হল-
(a 1/100
(b) 10 9
(d) 1/300
(d) 300
উত্তর: (d) 1/300
(ix) সুষম প্রস্থচ্ছেদবিশিষ্ট একটি পরিবাহী তারের মধ্যে1 অ্যামপেয়ার প্রবাহমাত্রা প্রবাহিত হয়। প্রতি সেকেন্ডে ওই পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রবাহিত মুক্ত ইলেকট্রনের সংখ্যা হবে-
(a) 6.25 x10 18
(b) 6.25 x10 17
(c) 6.25 x 10 16
(d) 6.025 x 10 23
উত্তর: (a) 6.25 x10 18
(x) কোনো একটি ক্ষুদ্র দণ্ডচুম্বকের প্রান্ত ও প্রস্থ অবস্থানের ওপর সমদূরত্বের বিন্দুদ্বয়ে চৌম্বক প্রাবল্যের অনুপাত হবে-
(a) 2:1
(b) 1:2
(c) 3:1
(d) 1:1
উত্তর: (a) 2:1
(xi) একটি কুন্ডলীর মধ্যে প্রবাহিত প্রবাহমাত্রা 0.05 সেকেন্ড সময়ের ব্যবধানে +2A থেকে -2A-এ পরিবর্তিত হওয়ার ফলে কুন্ডলীর প্রান্তদ্বয়ের মধ্যে 8 ভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হয়। ওই কুন্ডলীর স্বাবেশাঙ্কের মান হবে-
(a) 0.8 H
(b) 0.1 H
(c ) 0.2 H
(d) 0.4 H
উত্তর: (b) 0.1 H
(xii) কোনো দ্বিসম উত্তল লেন্সের মাধ্যমের প্রতিসরাঙ্ক 1.5। যদি উক্ত লেন্সের বক্রতা ব্যাসার্ধ R হয়, তবে সেটির ফোকাস দূরত্ব হবে
(a) শূন্য
(b) অসীম
(c ) 2R
(d) R
উত্তর: (d) R
(xiii) m ভর এবং E গতিশক্তিসম্পন্ন একটি ইলেকট্রনের সংশ্লিষ্ট বস্তুতরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য হবে- (h হল প্ল্যাংকের ধ্রুবক)
(a) 2h/mE
(b) 2mhE
(c) (2sqrt(2mE))/h
(d) h/(sqrt(2mE))
উত্তর: (d) h/(sqrt(2mE))
(xiv) যে-অপদ্রব্য পরমাণু জার্মেনিয়ামের সঙ্গে মেশালে একটি n-প্রকারের অর্ধপরিবাহী হয়, সেটি হল-
(a) বোরন
(b) ইনডিয়াম
(c) আর্সেনিক
(d) অ্যালুমিনিয়াম
উত্তর: (c) আর্সেনিক
SECTION-II
Group-A
2. নিম্নলিখিত প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 1×4=4 2015 Physics Question Paper VSA
(i) কোন্ ভৌত রাশির একক Wb / (m 2) ? এটি স্কেলার না ভেক্টর?
উত্তর: চৌম্বক ক্ষেত্র, ভেক্টর রাশি
অথবা,
L স্বাবেশাঙ্কসম্পন্ন কোনো আদর্শ আবেশকে পরিবর্তী তড়িৎচালক বল e = E0sinwt প্রয়োগ করা হল। প্রবাহমাত্রার শীর্ষমানটি লেখো।
(ii) দুই ইনপুটবিশিষ্ট একটি NAND গেটের সত্যসারণি প্রস্তুত করো।
অথবা,
AND গেটকে Coincidence গেট বলা হয় কেন?
(iii) আধানযুক্ত একটি গতিশীল কণার ওপর ক্রিয়াশীল লোরেঞ্জ বলের সমীকরণটি লেখো।
অথবা,
v গতিতে আলফা কণা ও ẞ-কণা উভয়কে B মানের চৌম্বকক্ষেত্রের মধ্যে লম্বভাবে প্রক্ষেপণ করা হল। কোন্ কণাটি অধিকতর বল অনুভব করবে?
(iv) বস্তুর সমান আকারের প্রতিবিম্ব পেতে হলে একটি বস্তুকে গোলীয় দর্পণের কোথায় রাখতে হবে?
অথবা,
মানবচক্ষুর ‘উপযোজন’ বলতে কী বোঝায়?
উত্তর: চক্ষু লেন্সের ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন ঘটিয়ে বিভিন্ন দূরত্বে অবস্থিত বস্তুর প্রতিবিম্ব কে রেটিনায় গঠন করার ক্ষমতা কে চোখের উপযোজন বলে
আরোও দেখো :-
Madhyamik Physical Science Suggestion 2025 – আয়নীয় ও সমযোজী বন্ধন (অধ্যায়-৮.২) প্রশ্নউত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন Class 10 Physical Science Test Question Answer 2024
আরোও দেখো :-
আরোও দেখো :-
আরোও দেখো:-
আরোও দেখো:-
- 5.1 ভারত: অবস্থান ও প্রশাসনিক বিভাগ | Class 10 Geography Short Question and Answer 2025
5.1 ভারত: অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th Madhyamik Geography Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট তোমরা যারা মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য 5.1 ভারত: অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন ও … - চক্রপাণি দত্ত: কিংবদন্তী চিকিৎসক ও পণ্ডিত
চক্রপাণি দত্ত ছিলেন বিখ্যাত একজন আদর্শ চিকিৎসক এবং শারীরতত্ত্ববিদ। বহু দূর থেকে রোগীরা তাঁর কাছে চিকিৎসার জন্য আসতেন। তিনি রোগীদের চিকিৎসা করতেন আনন্দ সহকারে এবং অবসর সময়ে বই লিখতেন। তাঁর রচিত গ্রন্থগুলির মধ্যে ‘চিকিৎসা সংগ্রহ‘, ‘দ্রব্য গুণ‘ এবং ‘সর্বসার সংগ্রহ‘ উল্লেখযোগ্য। ‘চক্রদত্ত‘ নামক গ্রন্থে তিনি চিকিৎসা সংক্রান্ত বিষয় লিপিবদ্ধ করেছেন। টীকাকার ও উপাধি চক্রপাণি দত্ত … - পশ্চিমবঙ্গ সরকারের EWS সার্টিফিকেট পাওয়ার পদ্ধতি | EWS Certificate West Bengal Criteria | EWS সার্টিফিকেট কি এবং কেন এটি গুরুত্বপূর্ণ?
EWS সম্পূর্ণ কথাটি হল ইকনোমিক্যালি উই কার সেকশন (Economically Weaker Section) বা সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণি। EWS সার্টিফিকেটের মূল উদ্দেশ্য হলো সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অংশকে নির্দিষ্ট কিছু সরকারি সুযোগ সুবিধা দেওয়া।এই সার্টিফিকেট এর মাধ্যমে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি চাকরিতে 10% সংরক্ষণ পাওয়া যেতে পারে। শুধুমাত্র জেনারেল কাস্ট যারা অন্য কোন সংরক্ষণের অন্তর্ভুক্ত … - ধাতুবিদ্যা দশম শ্রেণী – প্রশ্ন উত্তর | WBBSE Class 10th Physical Science Suggestion ভৌত বিজ্ঞান দশম শ্রেণী
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান সাজেশন – WBBSE Class 10th Physical Science Suggestion – ধাতুবিদ্যা দশম শ্রেণী Chapter 8.5 – প্রশ্ন উত্তর নিচে দেওয়া হল । এই WBBSE Class 10th (X) Madhyamik Physical Science Suggestion – মাধ্যমিক দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান সাজেশন – ধাতুবিদ্যা দশম শ্রেণী – প্রশ্ন উত্তর গুলি আগামী 2026 সালের পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভৌত বিজ্ঞান … - তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া – প্রশ্ন উত্তর | WBBSE Class 10th Physical Science Suggestion ভৌত বিজ্ঞান দশম শ্রেণী
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান সাজেশন – WBBSE Class 10th Physical Science Suggestion – তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া Chapter 8.3 – প্রশ্ন উত্তর নিচে দেওয়া হল । এই WBBSE Class 10th (X) Madhyamik Physical Science Suggestion – মাধ্যমিক দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান সাজেশন – তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া – প্রশ্ন উত্তর গুলি আগামী সালের পশ্চিমবঙ্গ … - মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবনের প্রবাহমানতা (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science Question and Answer
মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর : জীবনের প্রবাহমানতা (দ্বিতীয় অধ্যায়) Madhyamik Life Science Question and Answer : মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবনের প্রবাহমানতা (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science Question and Answer, দশম শ্রেণীর জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় এর প্রশ্ন উত্তর pdf নিচে দেওয়া হলো MCQ প্রশ্নোত্তর | মাধ্যমিক জীবন বিজ্ঞান – …