
দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের টেস্টের প্রশ্নপত্র
ইতিমধ্যে বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষা হয়ে গিয়েছে । Class 10 Physical Science Test Question Answer 2024 নিয়ে আলোচনা করা হল । এই প্রশ্ন গুলো আসন্ন ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য ও ইমপর্ট্যান্ট । ছাত্র ছাত্রীরা প্রশ্ন গুলো প্র্যাক্টিস করলে Class 10 Physical Science Test Question Answer 2024 উপকৃত হবেই । এছাড়াও চ্যাপ্টার ধরে ইমপর্ট্যান্ট প্রশ্ন উত্তর আলোচনা করা আছে যার জন্য তোমরা ওয়েবসাইট টি ফলো করতে পারো। Class 10 Physical Science Question and Answer বিজ্ঞান এর বিষয় গুলো ছড়ায় অন্যন্য বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে । ইতিহাস ও ভূগোল বিষয়ের ম্যাপ পইন্টিং খুবই ভালো ভাবে করা আছে যা তোমরা অন্য কোথাও পাবে না।
Class 10 Physical Science Test Question and Answer : দশম শ্রেণীর Test প্রশ্নপত্র : Class 10 All Test Question and Answer 2024| দশম শ্রেণীর টেস্টের ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র নিচে দেওয়া হলো। এই WBBSE Class 10 PSc Test Question and Answer with Answer, Notes, Suggestion | Class 10 All Unit Test Question and Answer – দশম শ্রেণীর টেস্টের প্রশ্নপত্র থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন ও উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10 All Subjects Test মাধ্যমিক টেস্ট ভৌত বিজ্ঞান – পশ্চিমবঙ্গ দশম শ্রেণীর সমস্ত টেস্টে সমস্ত বিষয়ের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট
1. সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দাও। 1X15=15 Class 10 Physical Science Test Question
1.1 কোনটি গ্রীনহাউস গ্যাস নয়?
(a) মিথেন
(b) জলীয় বাষ্প
(c ) কার্বন ডাই অক্সাইড
(d) নাইট্রোজেন
উত্তর : (d) নাইট্রোজেন
1.2 4 gm H2 গ্যাসের জন্য STP তে PV এর মান কত?
(a) RT
(b) 2RT
(c ) 4RT
(d) 0.5RT
উত্তর : (b) 2RT
1.3 STP তে 11.2 লিটার CO2 এর ভর
(a) 11gm
(b) 22 gm
(c ) 44gm
(d) 11.2gm
উত্তর : (b) 22 gm
1.4 আপাত প্রসারণ গুণাঙ্ক আছে শুধুমাত্র
(a) কঠিনের
(b) তরলের
(c ) গ্যাসের
(d) কঠিন ও গ্যাসের
উত্তর : (b) তরলের
1.5 কোন বর্ণের জন্য উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য সর্বাধিক হবে?
(a) বেগুনি
(b) সবুজ
(c ) হলুদ
(d) নীল
উত্তর : (c ) হলুদ
1.6 দিনের বেলায় আকাশ নীল দেখার কারণ
(a) আলোর প্রতিফলন
(b) আলোর প্রতিসরণ
(c ) আলোর বিচ্ছুরণ
(d) আলোর বিক্ষেপণ
উত্তর : (d) আলোর বিক্ষেপণ
1.7 নিম্নলিখিত একক গুলির মধ্যে কোনটি তড়িৎ প্রবাহ মাত্রার একক?
(a) কুলম্ব x সেকেন্ড
(b) ভোল্টx ওহম
(c ) কুলম্ব x সেকেন্ড-1
(d) ভোল্ট-1x ওহম
উত্তর :(c ) কুলম্ব x সেকেন্ড-1
1.8 বৈদ্যুতিক যন্ত্রের গায়ে তারা (Star) চিহ্ন নির্দেশ করে
(a) ওয়াট রেটিং
(b) অ্যাম্পিয়ার রেটিং
(c ) এনার্জি রেটিং
(d) ভোল্টেজ রেটিং
উত্তর : (c ) এনার্জি রেটিং
1.9 92U235 নিউক্লিয়াস থেকে একটি আলফা কণা নির্গত হলে নতুন নিউক্লিয়াসটি হবে
(a) 92U238
(b) 90Th231
(c ) 93Np235
(d) 82Pb206
উত্তর : (b) 90Th231
1.10 কোনটি চ্যালকোজেন মৌল
(a) S
(b) P
(c ) K
(d) Be
উত্তর : (a) S
1.11 রাসায়নিক ত্রিবন্ধন উপস্থিত আছে কোন অনুতে?
(a) O2
(b) CH4
(c ) N2
(d) H2O
উত্তর : (c ) N2
1.12 হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির সময় যে অনুঘটকটি ব্যবহৃত হয় তা হলো
(a) MnO2
(b) Pt চূর্ণ
(c ) Fe চূর্ণ
(d) Cu চূর্ণ
উত্তর : (c ) Fe চূর্ণ
1.13 মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণে পাওয়া যাবে?
(a) কেবল অনু
(b) কেবল আয়ন
(c) আয়ন ও অনু উভয়ই
(d) কোনোটিই নয়
উত্তর : (c) আয়ন ও অনু উভয়ই
1.14 হেমাটাইট কোন ধাতুর আকরিক
(a) তামা
(b) অ্যালুমিনিয়াম
(c) লোহা
(d) জিংক
উত্তর :(c) লোহা
1.15 প্রদত্ত কোনটি একটি সম্পৃক্ত হাইড্রকার্বন
(a) C3H6
(b) C2H4
(c ) C2H2
(d) C2H6
উত্তর :(d) C2H6
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1X21=21 Class 10 Physical Science Test Question
2.1 সৌর প্যানেল তৈরিতে কোন ধাতু ব্যবহার করা হয়?
উত্তর : সিলিকন (Si)
অথবা,
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি?
উত্তর: মিথেন
2.2 উদ্ভিদের উপর ওজোন স্তর ধ্বংসের একটি ক্ষতিকর প্রভাব লেখো।
উত্তর : অতি বেগুনি রশ্মির প্রভাবে সালোকসংশ্লেষ এর হার কমে যাওয়া
2.3 বয়েলের সূত্রের কোন ধ্রুবক রাশি চার্লসের সূত্রে ধ্রুবক রাশি নয়?
উত্তর: উষ্ণতা
2.4 সত্য অথবা মিথ্যা লেখ: আদর্শ গ্যাসের অনুগুলির স্থিতিশক্তি আছে।
উত্তর : মিথ্যা
2.5 লাল গোলাপ ফুলকে কোন কাঁচের মধ্য দিয়ে দেখলে লালই দেখাবে?
উত্তর: ট্রান্সপারেন্ট বা লাল কাঁচের মধ্যে দিয়ে দেখলে
অথবা,
প্রিজমে আলোর প্রতিসরণে কোন বর্ণের চ্যুতি সর্বনিম্ন?
উত্তর: লাল
2.6 দাঁতের চিকিৎসকরা কোন ধরনের দর্পণ ব্যবহার করেন না?
উত্তর: উত্তল
2.7 কোন কঠিন এর রৈখিক প্রসারণ গুনাঙ্কের একক কি?
উত্তর : /’C বা /K
2.8 1 BOT= আর্গ ?
উত্তর: 3.6 x 10 13
2.9 1 কুলম্ব আধান কে 2 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে নিয়ে যেতে কত কার্য করতে হবে?
উত্তর: 2 J
অথবা,
ওহমের সূত্রে V-I লেখচিত্রের প্রকৃতি কেমন?
উত্তর: মূল বিন্দুগামী সরলরেখা
2.10 নিউক্লিয় বিভাজনের ক্ষেত্রে আদর্শ প্রক্ষেপক কি?
উত্তর : নিউট্রন কণা
2.11 বাম স্তম্ভের সাথে ডান্স স্তম্ভ মেলাও।
বাম স্তম্ভ ডান স্তম্ভ
2.11.1 কঠিন সমযোজী যৌগ (a) NH3
2.11.2 অনু মধ্যস্থ কেন্দ্রীয় পরমাণুতে দুটি (b) C2H4
নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে
2.11.3 সমযোজী একবন্ধন ও দ্বিবন্ধন (c ) H2O
উভয়ই বর্তমান
2.11.4 অনুমধ্যস্থ কেন্দ্রীয় পরমাণুতে একটি (d) C12H22O11
নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে
উত্তর: d ,c ,b ,a
2.12 ক্ষার ধাতুগুলি দীর্ঘ পর্যায় সারণির কোন গ্রুপের অন্তর্গত?
উত্তর: 1 নং
2.13 তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতুর পরিশোধনে কোন তড়িৎদ্বারের ভর বৃদ্ধি পায়?
উত্তর : Cathode
2.14 ইউরিয়া উৎপাদনে দুটি পদার্থ ব্যবহৃত হয় একটি কার্বন-ডাই-অক্সাইড হলে অপরটি কি?
উত্তর: অ্যামোনিয়া
2.15 অ্যালুমিনিয়ামের একটি ধাতু সংকরের নাম লেখ।
উত্তর: ডুরালুমিন
2.16 আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে দ্বিতীয় পর্যায়ে কয়টি মৌল আছে?
উত্তর: আটটি
2.17 পিতলের চামচের উপর রুপোর প্রলেপ দিতে কোন তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করবে?
উত্তর: পটাশিয়াম আর্জেন্ট সায়ানাইড K[Ag (CN)2 ]
অথবা,
একটি তড়িৎ পরিবাহী অধাতুর নাম কর।
উত্তর: গ্রাফাইট
2.18 অ্যাসিটিলিনের একটি ব্যবহার উল্লেখ কর।
উত্তর: কার্বাইড বাতিতে
3. সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন: 2×9= 18
3.1 স্থিতিশীল উন্নয়ন কি?
3.2 একটি গ্যাস সিলিন্ডারে 8 atm চাপে 9 লিটার হাইড্রোজেন গ্যাস আছে। STP তে 1 লিটার আয়তনের কতগুলি বেলুন ওই গ্যাসের সাহায্যে ভর্তি করা যাবে?
অথবা, একটি নির্দিষ্ট উষ্ণতায় 800 mm চাপে নির্দিষ্ট পরিমাণ কোন গ্যাসের আয়তন 100 cc একই উষ্ণতায় কত চাপে ওই গ্যাসের আয়তন 75 cc হবে?
উত্তর: 1066.67 mm
3.3 স্পর্শ না করে বিভিন্ন প্রকার দর্পণ চিনবে কিভাবে? অথবা, চিত্রসহ উত্তল লেন্সের মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও।
3.4 ওহমের সূত্রটি বিবৃত কর। এই সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও।
অথবা,একটি বৈদ্যুতিক বাতির গায়ে লেখা আছে 220V -110W এ থেকে কি জানা যায়?
3.5 আয়নীয় ও সমযোজী যৌগের মধ্যে দুটি পার্থক্য লেখ।
3.6 কিভাবে সোডিয়াম ক্লোরাইড এ আয়নীয় বন্ধন গঠিত হয় দেখাও। (Na ও Cl এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 11, 17)
3.7 থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রন উৎপন্নের বিক্রিয়াটির সমিত সমীকরণ লেখো। এই পদ্ধতির একটি প্রয়োগ উল্লেখ কর।
3.8 নাইট্রোলিম প্রস্তুতির শর্ত ও বিক্রিয়া সমীকরণ লেখ ।
3.9 ইথানলের সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় কি ঘটে সমিত সমীকরণসহ লেখ।
অথবা, একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও এসিটিলিন একটি অসম্পৃক্ত যৌগ।
4. নিচের প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় 3×12=36 Class 10 Physical Science Test Question
4.1 বয়েলের সূত্রটি লেখ এবং ব্যাখ্যা কর। গ্যাসের চাপের একক কি?
4.2 1gm অশুদ্ধ চুনাপাথরের সঙ্গে অতিরিক্ত লঘু হাইড্রোক্লোরিক এসিডের বিক্রিয়ায় 0.4 গ্রাম CO2 উৎপন্ন হয় চুনাপাথরে থাকা অশুদ্ধির শতকরা পরিমাণ কত? [Ca=40]
অথবা,
130.8 gm দস্তা লঘু H2SO4 এর সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করলে কত গ্রাম H2 উৎপন্ন হবে? STP তে উৎপন্ন হাইড্রোজেনের আয়তন কত? [Zn=65]
4.3 কোনো কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপের পরিবহন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে ও কিভাবে?
4.4 অবতল দর্পণ কিভাবে অসদ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে চিত্রের সাহায্যে দেখাও। অথবা, উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলে কেন? রৈখিক বিবর্ধন কি?
4.5 ক্ষুদ্র উন্মেষ যুক্ত উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক স্থাপন করো। অথবা, একটি আলোকরশ্মি প্রিজমের মধ্য দিয়ে যায় দেখাও δ= i1+i2 -A (চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করে)
4.6 একটি পরিবাহীর রোধ ক্ষেত্রফলের উপর কিভাবে নির্ভর করে? 474.2 ওহম রোধ বিশিষ্ট একটি তারের মধ্য দিয়ে 1A তড়িৎ প্রবাহ এক ঘন্টা ধরে চললে কি পরিমান তাপ উৎপন্ন হবে?
অথবা,
দুটি রোধ কে শ্রেণী সমবায় যুক্ত করলে তুল্য রোধ হয় 25 ওহম, সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্য রোধ হয় 6 ওহম রোদ দুটির মান নির্ণয় কর।
4.7 পরিবর্তি প্রবাহ কি? CFL ও LED র মধ্যে তুলনা কর।
4.8 একটি তেজস্ক্রিয় পরমাণুর কেন্দ্রকে 92 টি প্রোটন এবং 143 টি নিউট্রন আছে ওই পরমাণু থেকে একটি আলফা কণা নির্গত হলে যে নতুন পরমানু সৃষ্টি হয় তার প্রোটন ও নিউট্রন সংখ্যা কত? তেজস্ক্রিয় মৌলের খনিতে কোন নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায়?
4.9 X,Y,Z মৌল তিনটির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 11, 16, 18
(i) Y মৌলটির আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে অবস্থান কোথায়?
(ii) কোন মৌলটির ধাতব ধর্ম সবচেয়ে বেশি?
(iii) শূন্যযোজি মৌল কোনটি?
অথবা, পর্যায় সারণী সংক্রান্ত মোসলের পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লেখ। ক্ষার ধাতুর একটি বৈশিষ্ট্য লেখ।
4.10 তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে (i) ক্যাথড (ii) অ্যানোড (iii) তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহৃত হয়?
অথবা,
Cu তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড ও ক্যাথোডের বিক্রিয়া দুটি লেখ।
4.11 স্পর্শ পদ্ধতিতে SO2 থেকে SO3 প্রস্তুতির শর্তসহ বিক্রিয়ার সমিত সমীকরণ দাও। উৎপন্ন SO3 থেকে কিভাবে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয়?
4.12 A ও B 2টি করে কার্বন পরমাণু যুক্ত দুটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ব্রোমিন এর সঙ্গে বিক্রিয়ায় অনু প্রতি 1 অনু ব্রোমিন ও B তে অনু প্রতি 2 অনু ব্রোমিন যুক্ত হয়।A ও B এর গঠন সংকেত লেখ। B এর সঙ্গে ব্রোমিনের বিক্রিয়ার সমীত রাসায়নিক সমীকরণ লেখ।
অথবা, জৈব অবিশ্লেষ্য পলিমার কিভাবে মাটি দূষণ ঘটায়? IUPAC নাম লেখ:
আরোও দেখো :-
Madhyamik Physical Science Suggestion 2025 – আয়নীয় ও সমযোজী বন্ধন (অধ্যায়-৮.২) প্রশ্নউত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন Class 10 Physical Science Test Question Answer 2024
আরোও দেখো :-
আরোও দেখো :-
আরোও দেখো:-
আরোও দেখো:-
Class 10 Physical Science Test Question Answer 2024 নিয়ে এই আলোচনা তোমাদের কেমন লেগেছে জানিও । কোনো প্রশ্ন না পারলে তাও জানিও