মাধ্যমিক জীবন বিজ্ঞান – বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science Question and Answer

মাধ্যমিক জীবন বিজ্ঞান - বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ  Madhyamik Life Science
মাধ্যমিক জীবন বিজ্ঞান – বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science Question and Answer

Table of Contents

বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ (তৃতীয় অধ্যায়) – মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science Question and Answer Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো

MCQ প্রশ্নোত্তর | মাধ্যমিক জীবন বিজ্ঞান – বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science Question and Answer : 

1. বংশগতির জনক বলা হয় – (a) ডারউইন (b) ল্যামার্ক (c) মেন্ডেল (d) খোরানা

2. নিচের কোনটি প্রকরণের উদাহরণ – (a) ফর্সা ত্বক (b) রোলিং জিভ (c) মসৃণ চুল (d) লম্বা মানুষ

3.ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে বলে – (a)লোকাস (b)ফ্যাক্টর (c) অ্যালিল (d)সবগুলি সঠিক

4.স্ত্রীলোকের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কোনটি – (a) XY (b) XX (c) yy (d) xy

5.মেন্ডেল নির্বাচিত মোটর গাছে মোট কত জোড়া বৈশিষ্ট্য ছিল – (a)5 জোড়া (b)7 জোড়া (c)8 জোড়া (d) 9 জোড়া

6.হিমোফিলিয়া বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত – (a) 25% (b) 50% (c) 100% (d) 0%

7. Tt জিনোটাইপকে কিভাবে প্রকাশ করা হয় – (a)বিশুদ্ধ লম্বা (b) সংকর লম্বা (c )মিশ্র লম্বা (d)কোনোটিই ঠিক নয়

8.মেন্ডেলের স্বাধীন সঞ্চরণের সূত্রটি কোন পরীক্ষা থেকে প্রাপ্ত – (a) সংকর জনন (b)দ্বি সংকর জনন (C )ত্রি সংকর জনন (d)অসম্পূর্ণ প্রকটতা 

9.ক্রোমোজোম এ জিনের যে স্থান নির্দিষ্ট থাকে তাকে বলে – (a) অ্যালিল (b) অ্যালিনোফর্ম (c ) সংকর (d) লোকাস

10.YyRr জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত রকমের গ্যামেট উৎপন্ন হয় – (a)1 (b)2 (c)3 (d)4

11. মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না – (a) রোলার জিভ (b) হিমোফিলিয়া (c) থ্যালাসেমিয়া (d) কানের মুক্ত লতি

12. মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্য গুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি হল – (a) কুঞ্চিত বীজ (b) হলুদ রঙের বীজ (c) বেগুনি রংয়ের ফুল (d) কাক্ষিক পুষ্প

13. মেন্ডেলের 7 জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের মধ্যে কোনটি প্রকট গুণ ছিল – (a) বেটে গাছ (b) সাদা ফুল (c)হলুদ ফুল (d) বেগুনি ফুল

14. মেন্ডেলের প্রথম সূত্রটি হল – (a) পৃথকভবনের সূত্র (b) স্বাধীন সঞ্চারণ সূত্র (c) প্রকটতার সূত্র (d)কোনোটি নয়

15. দুটি সংকর কালো গিনিপিগের মধ্যে সংকরায়ন ঘটানো হলে প্রথম আপত্তি জমিতে সংকর কালো গিনিপিগ কতগুলি হবে – (a) 25% (b) 50%(c ) 75% (d) 100%

16.. একজন পুরুষ ও মহিলার বিবাহে পুত্র সন্তান ও কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা ছিল – (a) 2:1 (b) 1:2 (c)1:1 (d) 3:1

17. মানুষের জনন কোষে ক্রোমোজোম সংখ্যা হল – (a)23 (b)46 (c)45 (d)2n

18. কোনটি মেন্ডেল কর্তৃক নির্বাচিত চরিত্র নয় – (a) বীজের আকৃতি (b) ফুলের রং (c) শুঁটির রং (d) আকর্ষের সংখ্যা

19. মানুষের ডিম্বাণু তে সেক্স ক্রোমোজোমের সংখ্যা – (a)1 টি (b) 2 টি (c ) 23 টি (d) 23 জোড়া

20. দেহে লোহা জমে হৃদপিণ্ড ও যকৃতের ক্ষতি হয় যে বংশগত রোগে তা হল – (a) হিমোফিলিয়া (b) অ্যানিমিয়া (c) ব্লাড ক্যান্সার (d) থ্যালাসেমিয়া

21. মানুষের শুক্রাণুতে অটোজোমের সংখ্যা – (a) শূন্য (b) 22 (c)23 (d) 01

22. মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত জিনোটাইপিক অনুপাত হলো – (a) 1:1 (b) 1:2:1 (c)1:2:3 (d) 2:1:2

23. মেন্ডেলের দ্বি সংকর জনন পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাত টি হল – (a)1:3:1 (b)3:1   (c ) 9:3:3:1 (d) 2:1

24.Bb জিওটাইপ যুক্ত গিনিপিগ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় – (a) 1 (b) 2 (c)3 (d) 4

25. কোন রোগটি পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় – (a) ক্যান্সার (b) থ্যালাসেমিয়া(c) যক্ষা (d) লাল- সবুজ বর্ণান্ধতা

26. নিচের কোনটি ইতর পরাগ যোগের বৈশিষ্ট্য তা নির্বাচন কর – (a) একই গাছের একটি ফুলের মধ্যে ঘটে   (b) বাহকের প্রয়োজন হয় না(c) নতুন বৈশিষ্ট্য সঞ্চার হওয়ার সম্ভাবনা কম থাকে (d) পরাগরেণুর অপচয় হয়

27. পুত্র সন্তান হওয়ার জন্য নিচের কোন গ্যামেটটি দরকার – (a)22A+X (b)22A+XY (c)22A+Y (d)a ও c উভয়

28. বিয়ের আগে জিনগত পরামর্শ নিয়ে যে রোগটি প্রতিরোধ করা যায় – (a) গয়টার (b) ম্যালেরিয়া (c)থ্যালাসেমিয়া (d) যক্ষা

29. শংকর গোল বীজ যুক্ত মটর গাছ থেকে প্রাপ্ত গ্যামেটের সংখ্যা হবে – (a) একপ্রকার (b) দুই প্রকার (c) তিন প্রকার (d) চার প্রকার

30.TtRr X TtRr ক্রসটিতে কত প্রকারের জিনোটাইপ উৎপন্ন হয় – (a) 8 প্রকার (b) 9 প্রকার (c ) 4 প্রকার   (d) 2 প্রকার

31. জেনেটিক্স শব্দটি প্রথম ব্যবহার করেন কোন বিজ্ঞানী  – (a) মেন্ডেল (b) বেটসন (c) ডারউইন(d) মর্গ্যান

32. মটর উদ্ভিদের ফুল হল – (a) একলিঙ্গ ও স্বপরাগী (b) উভলিঙ্গ ও ইতর পরাগী (c) একলিঙ্গ ও ইতর পরাগী (d) উভলিঙ্গ ও স্বপরাগী

33.AaBbCc জিনোটাইপ থেকে কত ধরনের গ্যামেট পাওয়া যায় – (a)2 (b)4 (c)6 (d)8

34.TtRrBB জিনোটাইপ থেকে কত ধরনের গ্যামেট পাওয়া যায় – (a)1 (b)5 (c)6 (d)4

উত্তর: (d)4

35.Tt X Tt এর ক্রসের ক্ষেত্রে 100 টি উদ্ভিদের মধ্যে কটি সংকর অপত্য হবে – (a)25 (b)50 (c)75 (d)10

36. হোল্যানড্রিক জিন অবস্থান করে – (a)X ক্রোমোজোমে (b)Y ক্রোমোজোমে (c) অটোজোমে (d) কোনোটিই নয়

37. মানুষের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম হল – (a)XX-XO (b)XX-YY (c)XX-XY (d)ZZ-WW

38. তিনটি কন্যা আছে এমন দম্পতির চতুর্থ সন্তান পুত্র হওয়ার সম্ভাবনা কত শতাংশ – (a)100% (b)25% (c)75% (d)50%

39. অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে F2 জনুতে ফিনোটাইপিক অনুপাত টি হল – (a)1:2:1 (b)1:3:1 (c)3:1 (d)9:3:3:1

40. প্রদত্ত ক্রস গুলির মধ্যে কোনটি টেস্ট ক্রস – (a)TT X TT (b)TT X tt (c ) tt X tt (d)Tt X tt

41. একটি সংকর লম্বা মটর গাছ এবং একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সংকরায়ন করা হলে F2 জনুতে লম্বা মটর গাছ হবার সম্ভাবনা – (a)25% (b) 100% (c) 75% (d)50%

42.AaBb জিনোটাইপ থেকে প্রাপ্ত গ্যামেটের সংখ্যা – (a)3 (b) 2(c)4 (d)6

43. অসম্পূর্ণ প্রকটতা দেখায় এমন একটি উদ্ভিদ হল – (a) মটর গাছ (b) ধান গাছ (c) চা গাছ (d) স্ন্যাপ ড্রাগন

44. কোনটি মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম নয় – (a) অসম্পূর্ণ প্রকটতা (b) সহ প্রকটতা (c) লিংকেজ (d) প্রচ্ছন্নতা

45. প্রকরণের উদাহরণ হল – (a) ফর্সা ত্বক (b) রোলার জিভ (c) মসৃণ চুল (d) লম্বা মানুষ

46. মটর গাছের নিম্নলিখিত গুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কোনটি – (a) বেগুনি ফুল (b) সাদা ফুল (c) লম্বা গাছ (d) হলুদ রঙের বীজ

47. রয়েল হিমোফিলিয়া বা রাজকীয় হিমোফিলিয়া হলো – (a) হিমোফিলিয়া-A(b) হিমোফিলিয়া-B (c) হিমোফিলিয়া-C (d) কোনোটিই নয়

48. ক্লাসিক হিমোফিলিয়া হলো – (a) হিমোফিলিয়া-A (b) হিমোফিলিয়া-B (c) হিমোফিলিয়া-C (d) কোনোটিই নয়

49. মানুষের ক্ষেত্রে কোনটি বংশগত রোগ – (a) কলেরা(b) টাইফয়েড (c) বর্ণান্ধতা (d) হেপাটাইটিস

50. থ্যালাসেমিয়ার আলফা গ্লোবিন জিন থাকে কোন দেহ ক্রোমোজোমে – (a)11 নং (b)12 নং (c)13 নং (d)16 নং

51. কোন রোগকে ডালটনিজম রোগ বলা হয় – (a) হিমোফিলিয়া (b) বর্ণান্ধতা (c) থ্যালাসেমিয়া (d) ডাউন সিনড্রোম

52. অ্যালবিনিজম রোগটি – (a)X ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন (b)X ক্রোমোজোম বাহিত প্রকট (c) অটোজোম বাহিত প্রচ্ছন্ন (d) অটোজোম বাহিত প্রকট

53. একজন হিমোফিলিক পুরুষ ও একজন আপাত স্বাভাবিক মহিলার বিবাহ হলে তাদের সন্তানদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা – (a)75% (b)100% (c)25% (d)50%

54. ভূমধ্যসাগরীয় রক্তাল্পতা বলা হয় কোন রোগকে – (a) হিমোফিলিয়া (b) থ্যালাসেমিয়া (c) বর্ণান্ধতা (d) অ্যালবিনিজম

55. কুলির অ্যানিমিয়া রোগ টির জিন কততম ক্রোমোজোম অবস্থিত – (a) 11 (b)16 (c)17 (d)22

56. একজন বর্ণান্ধ বাহক মহিলার সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের কন্যা সন্তানদের বর্ণান্ধতা হবার সম্ভাবনা – (a)100% (b) 50%(c)75% (d)0%

57. মৌমাছিরা কোন রঙের প্রতি বর্ণান্ধ হয়- – (a) লাল রংয়ের (b) সবুজ রঙের (c) হলুদ রঙের (d) বেগুনিD

58. ক্রোমোজোম মধ্যস্থ DNA বা জিনের পরিবর্তন হলো – (a) মিউটেশন (b) লিংকেজ (c) ক্রসিং ওভার (d)কায়াজমা

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | মাধ্যমিক জীবন বিজ্ঞান – বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science Question and Answer :

1. মেন্ডেলের সূত্রগুলি কি নামে পরিচিত?

উত্তর: বংশগতির সূত্র বা মেন্ডেলবাদ

2. কানের লতি কত প্রকারের হয়?

উত্তর: দুই প্রকারের। যথা-মুক্ত লতি ও যুক্ত লতি। 

3. জিভের রোল করার বৈশিষ্ট্যটি কত নম্বর ক্রোমোজোম এ অবস্থিত?

উত্তর:অষ্টম জোড়া ক্রোমোজোম

4.স্বাভাবিক জিভের বৈশিষ্ট্যটি কোন ক্রোমোজোম অবস্থিত?

উত্তর:22 তম অটোজোম জোড়াতে

5.মেন্ডেল তার দ্বি সংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হন?

উত্তর:স্বাধীন সঞ্চচরণের সূত্র

6. Tt এর ফিনোটাইপ কি হবে?

উত্তর: সংকর লম্বা মটর গাছ

7. পানেট স্কোয়ার বা চেকার বোর্ড আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?

উত্তর:বিজ্ঞানী R. C. Punnet

8.উভলিঙ্গ ফুলের পুংকেশর গুলিকে বাদ দেওয়ার পদ্ধতিকে কি বলে?

উত্তর:ইমাসকুলেশন

9.কান্ডের ফুলের অবস্থানের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য লেখ।

উত্তর:শীর্ষস্থ অবস্থান

10.মটর গাছে কত জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য আছে?

উত্তর:7 জোড়া

11.মটর গাছে ইমাসকুলেশন সম্ভব কেন?

উত্তর:মটর গাছ স্বপরাগী ও মটর ফুল বড় আকারের হয় তাই ইমাসকুলেশন সম্ভব।

12.মেন্ডেলের এক সংকর জনন থেকে প্রাপ্ত অনুসূত্র দুটি কি?

উত্তর:ফ্যাক্টর এর সূত্র ও প্রকটতার সূত্র

13.ব্যাক ক্রস কি?

উত্তর:অপত্য বংশীয় কোন জীবের সঙ্গে জনিতৃ জনুর সদৃশ জিনোটাইপ বিশিষ্ট কোন জীবের সংকরায়নের পদ্ধতিকে ব্যাক ক্রস বলে।

14.মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম গুলি লেখ।

উত্তর:অসম্পূর্ণ প্রকটতা,সহ প্রকটতা,বহু অ্যালিলতা প্রভৃতি

15.কোন উদ্ভিদকে 4O’clock Plant বলে?

উত্তর:সন্ধ্যামালতী উদ্ভিদকে

16.অসম্পূর্ণ প্রকটতা দেখায় এমন একটি প্রাণীর নাম লেখ।

উত্তর: অ্যান্ডুলেশিয়ান মুরগি 

17.কোন ক্ষেত্রে ফিনোটাইপিক ও জিনোটাইপিক অনুপাত সমান হয়?

উত্তর:অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে

18.পুরুষের কানের লোম কোন ক্রোমোজোম দ্বারা নিয়ন্ত্রিত?

উত্তর: Yক্রোমোজোম

19.থ্যালাসেমিয়া শব্দটি কোন শব্দ থেকে এসেছে ?এই শব্দের অর্থ কি?

উত্তর: থ্যালসা শব্দ থেকে এসেছে।এই শব্দের অর্থ হলো সমুদ্র।

20.16নং ক্রোমোজোম এ আলফা পলিপেপটাইড তৈরীর জন্য কটি আলফা গ্লোবিন জিন থাকে?

উত্তর:মোট চারটি আলফা গ্লোবিন জিন থাকে।

21.ফ্র্যাক্টর IX এর অভাবে কোন হিমোফিলিয়া হয়?

উত্তর:হিমোফিলিয়া B

22. ফ্যাক্টর VIll এর অভাবে বা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এর অভাবে কোন হিমোফিলিয়া হয়?

উত্তর:হিমোফিলিয়া A

23.হিমোফিলিয়া C এর প্রচ্ছন্ন দিনটি কোন অটোজোমে অবস্থান করে?

উত্তর:4 নং

24.মানুষের মোট ক্রোমোজোম সংখ্যা কত?

উত্তর: 23 জোড়া বা 46 টি

25.পুরুষদের হেটারোগ্যামিটিক লিঙ্গ বলে কেন?

উত্তর: পুরুষরা দু প্রকার শুক্রানু উৎপন্ন করে। 50% শুক্রাণুতে X ও50% শুক্রানুতে Y যৌন ক্রোমোজোম থাকে। তাই পুরুষদের হেটারোগ্যামেটিক বলে।

26.মানুষের একটি প্রকট বৈশিষ্ট্য লেখ।

উত্তর:কোঁকড়ানো চুল

27.মানুষের একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য লেখ।

উত্তর:মসৃণ চুল

28.মানুষের জিভ গোটানোর বৈশিষ্ট্যটি প্রকট না প্রচ্ছন্ন বৈশিষ্ট্য?

উত্তর: প্রকট বৈশিষ্ট্য

29.মেন্ডেল জিনকে কি বলে সম্বোধন করতেন?

উত্তর: ফ্যাক্টর

30. অ্যালিল শব্দটি প্রথম কে ব্যবহার করেন?

উত্তর:বেটেসন

31.কে প্রথম ফ্যাক্টরকে জিন হিসেবে বর্ণনা করেন?

উত্তর: জোহানসেন

32.লিংকেজ কি?

উত্তর:একই ক্রোমোজোমের উপর অবস্থিত জিনগুলির মধ্যে ভৌত সংযোগ।

33.জেনেটিক্স কি?

উত্তর:জীব বিজ্ঞানের যে শাখায় বংশগতি সম্বন্ধে আলোচনা করা হয়, তাকে জেনেটিক্স বলে।

34.কোন একটি বৈশিষ্ট্যের একাধিক রূপকে কি বলে?

উত্তর:প্রলক্ষণ বা ট্ৰেইট

35.মানুষের ক্ষেত্রে একটি বিচ্ছিন্ন প্রকরণের উদাহরণ দাও।

উত্তর:মানুষের ছটি আঙুল বা হেক্সাডাক্টাইলি

36. X ক্রোমোজোম প্রথম কে পর্যবেক্ষণ করেন?

উত্তর: Mc Clung

37.থ্যালাসেমিয়া রোগের ফলে প্লীহার অতি বৃদ্ধিকে কি বলে?

উত্তর: স্প্লীনোমেগালি

38.ফটোপসিন কি?

উত্তর: ফটোপসিন হল এক ধরনের বর্ণ সংবেদী রঞ্জক যা কোন কোষে অবস্থান করে।

39.বর্ণান্ধতাকে ডালটনিজম বলা হয় কেন?

উত্তর:বিজ্ঞানী জন ডালটন বর্ণান্ধ ছিলেন বলে একে ডালটনিজম বলা হয়।

40.কোন রোগকে ক্রিস্টমাস ডিজিজ বলা হয়?

উত্তর:হিমোফিলিয়া B

41.লাল সংবেদী কোন কোষে কি ফটোপসিন রঞ্জন থাকে?

উত্তর:এরিথ্রলোব

42.সবুজ সংবেদী কোন কোষে কি রঞ্জক থাকে?

উত্তর:ক্লোরো লোব

43.নীল সংবেদী কোন কোষে কি রঞ্জক থাকে?

উত্তর: সায়ানোলোব

44.লাল বর্ণান্ধতাকে কি বলে?

উত্তর:প্রোটানোপিয়া

45.সবুজ বর্ণান্ধতাকে কি বলে?

উত্তর:ডিউটেরানোপিয়া

46.নীল বর্ণান্ধতা কে কি বলে?

উত্তর: টাইটানোপিয়া

47.কোন ব্যক্তির দেহে হিমোফিলিয়া B প্রথম লক্ষিত হয়?

উত্তর:স্টিফেন ক্রিস্টমাস

48.মেন্ডেলের দ্বি সংকর জনন পরীক্ষার F2 জনুর জিনোটাইপিক অনুপাত লেখ।

উত্তর:1:2:2:4:1:2:1:2:1

49.মেন্ডেলের দ্বি সংকর জন পরীক্ষার F2 জনুর ফিনোটাইপিক অনুপাতি লেখ।

উত্তর:9:3:3:1

50.কন্যা সন্তান সৃষ্টির জন্য পিতার শুক্রাণুতে কোন প্রকৃতির সেক্স ক্রোমোজোম থাকা জরুরি?

উত্তর: ‘X’ প্রকৃতির সেক্স ক্রোমোজোম

51.মেন্ডেল বর্ণিত বংশগতির ফ্যাক্টর প্রকৃতপক্ষে কি?

উত্তর: জিন

52.আলফা থ্যালাসেমিয়া মেজরের অপর নাম কি?

উত্তর: হাইড্রপস ফিটালিস

53.কোন হিমোফিলিয়া রোগের প্রকোপ পৃথিবীতে বেশি?

উত্তর:হিমোফিলিয়া A

54.কোন রোগে আঘাতপ্রাপ্ত স্থান থেকে অবিরাম রক্তক্ষরণ হয়?

উত্তর:হিমোফিলিয়া

55.থ্যালাসেমিয়া রোগে লৌহ সঞ্চয়ের ফলে কোন কোন অঙ্গ বা তন্ত্র ক্ষতিগ্রস্ত হয়?

উত্তর:হৃদপিণ্ড,যকৃত এবং অন্তঃক্ষরা তন্ত্র

56.কোন হিমোফিলিয়া ইংল্যান্ডের রাজপরিবারে ছড়িয়ে পড়েছিল?

উত্তর:হিমোফিলিয়া B

57.কিসের দ্বারা বর্ণান্ধ রোগীকে চিহ্নিত করা হয়?

উত্তর: ইশিহারা চার্ট

58.গাইনোস্পার্ম কি?

উত্তর:পুরুষ দেহে X ক্রোমোজোম সমন্বিত(22 A+ X)পুং গ্যামেটকে গাইনোস্পার্ম বলে।

59. অ্যান্ড্রোস্পার্ম কি?

উত্তর:পুরুষ দেহে Yক্রোমোজোম সমন্বিত(22 A+ Y)পুং গ্যামেটকে অ্যান্ড্রোস্পার্ম বলে।

60.কোন রোগের জন্য বিবাহের পূর্বে জেনেটিক কাউন্সিলিং করা হয়?

উত্তর: থ্যালাসেমিয়া

61. ফ্যাক্টর IX এর সম্পূর্ণ নাম কি?

উত্তর:প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট

62.ফ্যাক্টর VIll এর সম্পূর্ণ নাম কি?

উত্তর: অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বা AHF

63.ফ্যাক্টর XI এর সম্পূর্ণ নাম কি?

উত্তর:প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যানটিসিডেন্ট

64.চোখের কি কোষের ত্রুটির ফলে বর্ণান্ধতা দেখা যায়?

উত্তর:কোন কোষ

65.বর্ণান্ধতার একটি কারণ লেখ।

উত্তর: Xক্রোমোজোমক্স্থিত মিউট্যান্ট প্রচ্ছন্ন জিনের প্রভাব

66.থ্যালাসিমিয়া মেজরের লক্ষণ কি?

উত্তর:তীব্র অ্যানিমিয়া দেখা যায়

67.থ্যালাসেমিয়া মাইনরের লক্ষণ কি?

উত্তর:যকৃত ও প্লীহা বড় হয়

68.কোন সেক্স ক্রোমোজোম পুরুষ ও স্ত্রী উভয়ের কোষে থাকে?

উত্তর: X ক্রোমোজোম

69. HPLC কি?

উত্তর: HPLC এর সম্পূর্ণ নাম হল High Performance Liquid Chromatography ।এর সাহায্যে সকল প্রকার থ্যালাসেমিয়া জানা যায়।

70.ফিনোটাইপ ও জিনোটাইপ শব্দের প্রবক্তা কে?

উত্তর:বিজ্ঞানী জোহানসেন 

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর | মাধ্যমিক জীবন বিজ্ঞান – বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science Question and Answer : 

1.বংশগতি ও প্রকরণ এর সংজ্ঞা দাও?

উত্তর: যে প্রক্রিয়ায় পিতা-মাতার বা জনিতৃর চারিত্রিক বৈশিষ্ট্যগুলি বংশ পরম্পরায় সন্তান-সন্ততিতে বা অপত্যের দেহে সঞ্চারিত হয় তাকে বংশগতি বলে ।

                                                          জিনের পরিবর্তনের মাধ্যমে বা পরিবেশের প্রভাবজনিত কারণে একই প্রজাতিভুক্ত জীবদের চারিত্রিক বৈশিষ্ট্যের যে পার্থক্য লক্ষ্য করা যায় তাকে প্রকরণ বলে।

2. প্রকরণের কারণ লেখ।

উত্তর: (1)মিউটেশন:ক্রোমোজোমের সংখ্যা বা ক্রোমোজোমের গঠনের বদল ঘটলে বা DNA এর গঠনে কোন পরিবর্তনের কারণে জিনের গঠন পরিবর্তিত হলে জীব দেহের চারিত্রিক বৈশিষ্ট্য গুলিতে যে হঠাৎ থাই ও বৃহৎ পরিবর্তন। দেখা যায় তাকে মিউটেশন বলে।মিউটেশন প্রকরণ সৃষ্টিতে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

(2)জিনের পুনঃ সংযুক্তি:ক্রসিং ওভার মাধ্যমে ক্রোমোজোমের মধ্যে জিনের পুনঃসংযুক্তি ঘটলে তা জীবের মধ্যে পৃথক বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশে সাহায্য করে এবং প্রকরণ সৃষ্টিতেও সহায়তা করে।

3. লোকাস ও অ্যালিলের সংজ্ঞা দাও।

উত্তর: ক্রোমোজোমের ওপর যে স্থানে কোন জিন অবস্থান করে সেই স্থানটিকে লোকাস বলে।

 সমসংস্থ ক্রোমোজোমদ্বয়ের যে নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত একই জিনের বিভিন্ন রূপভেদকে অ্যালিল্ বলে। 

4.প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কাকে বলে?

উত্তর: যে বৈশিষ্ট্য বিপরীত ধর্মী অন্য কোন বৈশিষ্ট্যের প্রকাশে বাধা দেয় কিন্তু নিজের প্রকাশিত হয় তাকে প্রকট বৈশিষ্ট্য বলে।

যে বৈশিষ্ট্য প্রকট বৈশিষ্ট্য উপস্থিত প্রকাশিত হয় না বা সুপ্ত অবস্থায় থাকে তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে ।

5.ফিনো টাইপ এবং জিনো টাইপ কাকে বলে?

উত্তর: কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশকে ফিনোটাইপ বলে। 

যে জিনগত সমন্বয় ফিনোটাইপ সৃষ্টির জন্য দায়ী তাকে বলা হয় জিনোটাইপ। 

6. সমসংকর ও বিসমসংকর জীব কাকে বলে?

উত্তর: দুটি সমসংস্থ ক্রোমোজোম এহবে যদি কোন একটি বৈশিষ্ট্যের জন্য সমধর্মী অ্যালিল থাকে তবে জীবটিকে সেই বৈশিষ্ট্যের সাপেক্ষে সমসংকর জীব বলে।

দুটি সমসংস্থ ক্রোমোজোম এ যদি কোন একটি বৈশিষ্ট্যের জন্য দুটি বিপরীত ধর্মী অ্যালিল থাকে তবে জীব থেকে সেই বৈশিষ্ট্য সাপেক্ষে বিষম সংকর জীব বলে। 

7. এক সংকর ও দ্বি সংকর জনন বলতে কী বোঝো?

উত্তর: একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটনাকে এক সংকর জনন বলে।  

দুই জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটনাকে দ্বি সংকর জনন বলে ।

8.প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সর্বদা বিশুদ্ধ প্রকৃতির হয় কেন?

উত্তর: প্রচ্ছন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অ্যালিল কখনোই প্রকট বৈশিষ্ট্যের উপস্থিতিতে প্রকাশিত হয় না। অর্থাৎ হেটারোজাইগাস অবস্থাতে প্রচ্ছন্ন অ্যালীল কখনোই প্রকাশিত হয় না। কোন জীবের দেহে দুটি

প্রচ্ছন্ন অ্যালিল উপস্থিত থাকলে অর্থাৎ হোমোজাইগাস অবস্থাতেই শুধুমাত্র প্রচ্ছন্ন অ্যালিল প্রকাশ পায়। তাই বলা যায় যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশকারি জীব সর্বদাই হোমোজাইগাস বা বিশুদ্ধ প্রকৃতি হয়। 

9. রেসিপ্রোকাল ক্রস কি?

উত্তর: মেন্ডেলটা তার সংকরায়নের পরীক্ষাতে যে জনিতৃ উদ্ভিদ গুলি ব্যবহার করেছিলেন তাদের জিনোটাইপের উপর পরীক্ষার ফলাফল নির্ভর করেছিল। এক্ষেত্রে জনিতৃ উদ্ভিদগুলির লিঙ্গের ওপর পরীক্ষার ফলাফল নির্ভর করেনি। এই ধরনের সংকরায়ণের পরীক্ষাকে রেসিপ্রোকাল ক্রস বলে। 

10. মেন্ডেলের সাফল্যের কারণ লেখ। 

উত্তর: মেন্ডেলের সাফল্য লাভের কারণগুলি হল-

(1) মেন্ডেল সংকরায়ন পরীক্ষার জন্য প্রাথমিকভাবে যেসব উদ্ভিদ গুলি নির্বাচন করেছিলেন  সেগুলি ছিল বিশুদ্ধ প্রকৃতির। 

(2) মেন্ডেল সংকরায়ন পরীক্ষাকলে কেবল একজোড়া কিংবা ২ জোড়া বিপরীত ধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে অগ্রসর হয়েছিলেন বলে পরীক্ষাগুলির সহজে সম্পন্ন হয়েছিল। 

(3) মেন্ডেল প্রতিটি পরীক্ষালব্ধ ফলাফল অন্তঃপক্ষে তিনটি বংশানুক্রম পর্যন্ত পর্যালোচনা করে লিপিবদ্ধ করেছিলেন, ফলে সব ক্ষেত্রে অনুপাতের ভিত্তিতে সূত্র নির্ধারণ সহজ হয়েছিল। 

11. মেন্ডেল মটর গাছকে পরীক্ষার জন্য মনোনীত করেছিলেন কেন?

উত্তর: (1) মটর গাছ দ্রুত বংশবিস্তার সক্ষম তাই অল্প সময়ের মধ্যে বংশানুক্রমে কয়েক পুরুষ ধরে পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব।           (2) মটর গাছে অনেক বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের সমন্বয়ে ঘটার জন্য পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ থাকে। 

(3) মটর গাছ বংশ-পরম্পরায় নির্দিষ্ট চরিত্রগত বৈশিষ্ট্য সম্পন্ন খাঁটি অপত্য উৎপাদন সক্ষম। 

(4) মটর গাছের ফুল উভলিঙ্গ হওয়ায় মটর গাছের স্বপরাগযোগ গঠন সম্ভব। 

(5) মটর ফুল বড় আকারের হয় বলে সহজে ইমাসকুলেশন করা সম্ভব। 

12. পৃথক ভবনের সূত্রটি লেখো। 

উত্তর: কোন জীবের একজোড়া বিপরীত বৈশিষ্ট্য জনিতৃ জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় পরস্পর একত্রিত হলেও বৈশিষ্ট্য বা অ্যালিল গুলি কখনো মিশ্রিত হয় না বরং  গ্যামেট গঠনকালে বিপরীতভাবে বৈশিষ্ট্য গুলি পরস্পর পৃথক হয়ে যায়। 

13. স্বাধীন সঞ্চরণ  সূত্রটি লেখো। 

উত্তর: কোন জীবের দুই বা ততোধিক যুগ্ম বিপরীত ধর্মী বৈশিষ্ট্য গুলি জনিতৃ জনু থেকে অপত্য জনুতে সঞ্চরিত হওয়ার সময় একত্রিত হলেও শুধুমাত্র গ্যামেট গঠনকালে এরা যে পরস্পর থেকে পৃথক হয় তাই নয় উপরন্তু প্রত্যেকটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যেকোনো বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয় সঞ্চারিত হয়। 

14. ক্রিসক্রস উত্তরাধিকার কাকে বলে?

উত্তর: মাতামহের X ক্রোমোজোমস্থিত প্রচ্ছন্ন দিনের বৈশিষ্ট্য যদি কন্যার মাধ্যমে তার দৌহিত্রে সঞ্চারিত হয় তাহলে তাকে ক্রিসক্রস উত্তরাধিকার বলে। 

15. হ্যোলান্ড্রিক জিন কাকে বলে?

উত্তর: পুরুষদের Y ক্রোমোজোম এ অবস্থিত প্রকট জিন থাকলে তা উত্তরাধিকার সূত্রে পুত্রদের মধ্যে সঞ্চারিত হয়। এই ধরনের জিনকে হ্যোলান্ড্রিক জিন বলে। যেমন-পুরুষদের কানের লোম। 

16. লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা লেখ। 

উত্তর: পুত্র কোন সন্তান সৃষ্টি হওয়ার পিছনে প্রধান কারণ পিতার সেক্স ক্রোমোজোম X ও Y প্রকারের। যেহেতু মাথার সেক্স ক্রোমোজোম XX প্রকারের তাই তাদের এক ধরনের গ্যামেট X তৈরি হয়। অপরপক্ষে পিতা আর দু ধরনের গ্যামেট X ও Y তৈরি হয়। যখন পিতার X গ্যামেট মাতার X গ্যামেটের সঙ্গে মিলিত হয় তখন কন্যা সন্তান সৃষ্টি হয় এবং যখন পিতার Y গ্যামেট মাতার X গ্যামেটের সঙ্গে মিলিত হয় তখন পুত্র সন্তান সৃষ্টি হয়। সহজেই বলা যায় পুত্র কন্যা সন্তান সৃষ্টিতে পিতার ভূমিকায় প্রধান। 

17. থ্যালাসিমিয়া রোগের দুটি লক্ষণ লেখ। 

উত্তর: (1) এই রোগের প্রধান লক্ষণ হল হিমোগ্লোবিন উৎপাদনের ত্রুটি এবং রক্তাল্পতা। 

(2) এছাড়া হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়ায় লোহিত রক্ত কণিকার আকার ছোট হয়ে যায়। 

(3) অস্থি দুর্বল ও বিকৃত হয়। 

18. আলফা থ্যালাসেমিয়ার কারণ লেখ। 

উত্তর: হিমোগ্লোবিনের আলফা পলিটেকটাইড তৈরির জন্য ক্রোমোজোম 16 তে 2টি আলফা গ্লোবিন জীন থাকে। মানুষের দুটি ক্রোমোজোমএ যখন দুটি আলফা পলিটেকটাইড তৈরির জিন থাকে তখন তাকে বলে স্বাভাবিক অবস্থা। 16 নং ক্রোমোজোমে দুটি কিংবা একটি আলফা গ্লোবিন জিন ক্ষয় পেলে আলফা থ্যালাসেমিয়া দেখা যায়। যখন তিনটি বা চারটি আলফা গ্লোবিন জিনের মিউটেশন ঘটে তখন তাকে আলফা থ্যালাসেমিয়া মেজর এবং যখন একটি বা দুটি আলফা গ্লোবিন জিনের মিউটেশন ঘটে তখন তাকে আলফা থ্যালাসিমিয়া মাইনর বলে। 

19. থ্যালাসেমিয়া কাকে বলে? এটি কয় প্রকার?

উত্তর: হিমোগ্লোবিনের গ্লোবিন প্রোটিন অংশের কম সংশ্লেষ এবং দুটি পূর্ণ গঠনের ফলে সৃষ্ট এবং বংশগতভাবে বাহিত রোগ কে থ্যালাসেমিয়া বলে। এটি দুই প্রকার।  যথা-আলফা থ্যালাসিমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া। 

20. জেনেটিক কাউন্সেলিং কাকে বলে?

উত্তর: কোন পরিবারের বা ব্যক্তির বংশগত রোগের জিনগত ইতিহাসের বিশ্লেষণ এবং জেনেটিক পরীক্ষা-নিরীক্ষার দ্বারা ভবিষ্যৎ প্রজন্মের জিনগত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা নির্ণয় এবং জিনগত রোগবিহীন সুস্থ স্বাভাবিক সন্তান লাভের জন্য প্রয়োজনীয় পরামর্শদানকে বলে জেনেটিক কাউন্সেলিং। 

21. জেনেটিক কাউন্সেলিং এর পদ্ধতি গুলি লেখ। 

উত্তর: (1) পরিবারের বংশগত রোগের ইতিহাস বিশ্লেষণ। 

(2) রক্ত পরীক্ষার মাধ্যমে পরিবারের লোকেরা রোগের বাহক কিনা তা নির্ধারণ। 

(3) বিবাহের পূর্বে সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে সঙ্গীর জিনগত অবস্থা নির্ধারণ। 

(4) পাত্র-পাত্রীর জিনগত তথ্য বিশ্লেষণের মাধ্যমে সন্তানের রোগের সম্ভাবনা নির্ধারণ এবং রোগের সমস্যা এবং ঝুঁকি সম্পর্কে পরামর্শদান ও প্রয়োজনে গর্ভপাতের পরামর্শ দিয়ে পরবর্তী সন্তান গ্রহণে সহায়তা দান। 

22. জেনেটিক কাউন্সেলিং এর গুরুত্ব লেখো। 

উত্তর: (1) জেনেটিক কাউন্সেলিং এর মাধ্যমে বংশগত রোগ নির্ণয় করা যায়। 

(2) বংশগত রোগের কারণ বিশ্লেষণ করা যায়। 

(3) পরবর্তী প্রজন্মের রোগের সম্ভাবনা কিরূপ তা নির্ধারণ করা যায়। 

(4) জিনগত রোগমুক্ত শিশু সম্পন্ন সুষ্ঠ সমাজ গড়ে তোলা যায়। 

23. বর্ণান্ধতা মূলত কত প্রকারের হয়?

উত্তর: (1) লাল বর্ণান্ধতা বা প্রোটন ওপিয়া,

(2) সবুজ বর্ণান্ধতা বা ডিউটেরানোপিয়া,

(3) নীল বর্ণান্ধতা বা ট্রাইটানোপিয়া। 

24. অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে? উদাহরণ দাও। 

উত্তর: যে ধরনের বংশগতিতে বিশুদ্ধ বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জনিতৃ জীবের মধ্যে সংকরায়ন ঘটালে অপত্য জনুতে জনিতৃ জীবের কোন বৈশিষ্ট্যই প্রকাশিত না হয়ে যদি কোন অন্তবর্তী বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটে, তাকে অসম্পূর্ণ প্রকটতা বলে। যেমন-সন্ধ্যা মালতি, স্ন্যাপ ড্রাগন, প্রভৃতি উদ্ভিদে এবং আন্দুলেশিয়ান মুরগিতে অসম্পূর্ণ প্রকটতা লক্ষ্য করা যায়। 

25. ইমাসকুলেশন কাকে বলে?

উত্তর: ইতরপরাগযোগের জন্য নির্বাচিত যে কোন জনিতৃ উদ্ভিদে ফুলগুলি থেকে পুংকেশর গুলিকে কেটে অপসারণ করা বা বিশেষ পদ্ধতি অবলম্বন করে উভলিঙ্গ ফুলের পুংস্তবককে নিষ্ক্রিয় করার পদ্ধতিকে ইমাসকুলেশন বলে। মেন্ডেল চিমটা ,কাঁচি ইত্যাদির সাহায্যে যে কোন একটি মটর গাছের ফুলের কুঁড়ি অবস্থাতে পুংকেশরগুলিকে কেটে বাদ দেন এবং কৃত্রিমভাবে উভলিঙ্গ ফুলগুলিকে  স্ত্রী ফুলে পরিণত করেন। 

রচনাধর্মী প্রশ্নোত্তর | মাধ্যমিক জীবন বিজ্ঞান – বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science Question and Answer : 

1.মেন্ডেল নির্বাচিত মটর গাছের সাত জোড়া বিপরীত ধরনের বৈশিষ্ট্য সারণি আকার উল্লেখ কর। 

(1) বীজের আকার গোলাকার কুঞ্চিত

(2) বীজত্বকের রং হলুদ সবুজ

(3) ফুলের রং বেগুনি সাদা

(4) ফলের আকৃতি পরিপুষ্ট খাঁজযুক্ত

(5) ফলের রং সবুজ হলুদ

(6) ফুলের অবস্থান কাক্ষিক শীর্ষস্থ

(7) কান্ডের দৈর্ঘ্য লম্বা বেঁটে

2.একটি উদাহরণের সাহায্যে অসম্পূর্ণ প্রকটতা ব্যাখ্যা কর। 

উত্তর: সংকর জীবে যে ধর্মের প্রভাবে প্রকটজিনটি প্রচ্ছন্ন জীবের সাপেক্ষে সম্পূর্ণরূপে প্রকট না হয়ে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মধ্যবর্তী একটি মিশ্র প্রকাশ ঘটায় তাকে অসম্পূর্ণ প্রকটতা বলে। উদাহরণ-সন্ধ্যা মালতি ,স্ন্যাপড্রাগন। 

উদাহরণ:-সন্ধ্যামালতি ফুল

নির্বাচিত বৈশিষ্ট্য:-(1) প্রকট বৈশিষ্ট্য: লাল ফুল (RR),(2) প্রচ্ছন্ন বৈশিষ্ট্য (rr)

পরীক্ষা ,পদ্ধতি ও পর্যবেক্ষণ:-(1) একটি বিশুদ্ধ লাল ফুল যুক্ত সন্ধ্যামালতি গাছের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা ফুল যুক্ত সন্ধ্যামালতী গাছের ইতর পরাগযোগ ঘটানো হলো। (2) প্রথম অপত্য জনুতে ( F1) উৎপন্ন সমস্ত গাছেই গোলাপি(Rr )রঙের ফুল ফোটে। (3) এরপর F1 জনুর দুটি গাছের মধ্যে স্বপরাগযোগ ঘটানো হয়। 

(4)F2 জনুতে উৎপন্ন গাছের মধ্যে 1 ভাগ গাছে লাল ফুল ,2 ভাগ গাছে গোলাপি ফুল, 1 ভাগ গাছে সাদা ফুল ফুটতে দেখা যায়। 

Mendel Incomplete dominance
Mendel Incomplete dominance-বংশগতি

3. মেন্ডেলের এক সংকর ও দ্বি সংকর জনন পরীক্ষা থেকে কোন কোন সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন? সিদ্ধান্তগুলির সংক্ষিপ্ত ধারণা দাও। 

উত্তর: মেন্ডেল একসংকর জনন পরীক্ষা থেকে দুটি সিদ্ধান্ত উপনীত হন। যথা-(1) প্রকটতার নীতি, (2) পৃথক ভবনের সূত্র। 

(1) প্রকটতার নীতি:-একই প্রজাতি ভুক্ত বিপরীত ধর্মীর বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম অপত্ত জনুতে উৎপন্ন সংকরজীবে যে বৈশিষ্ট্য প্রকাশিত হয় তাকে প্রকট বৈশিষ্ট্য ও যে বৈশিষ্ট্যটি প্রকাশিত হয় না তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে। একে প্রকটতার নীতি বলে।  প্রকট বৈশিষ্ট্য হোমোজাইগাস বা হেটারোজাইগাস উভয় অবস্থায় প্রকাশিত হয়। 

(2) পৃথক ভবনের সূত্র:-সংকরায়নের ফলে জীবের কোন একটি নির্দিষ্ট চরিত্রের অন্তর্গত বিপরীত ধর্মী বৈশিষ্ট্য বা ফ্যাক্টর গুলি জনীতৃ জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও কখনো মিশ্রিত হয় না বরং গ্যামেট গঠনকালে বিপরীত ধর্মীর বৈশিষ্ট্য বা ফ্যাক্টর গুলি পরস্পর থেকে পৃথক হয়ে যায়।  এটি মেন্ডেলের প্রথম সূত্ররূপে পরিচিত।  এই সূত্রটি পৃথক ভবনের সূত্র নামেও পরিচিত। 

মেন্ডেলের দ্বি সংকর জননের বংশগতি সংক্রান্ত সূত্রটি হল:

স্বাধীন বিন্যাস সূত্র:-দুই বা ততোধিক বিপরীত ধর্মী বৈশিষ্ট্যযুক্ত একই প্রজাতিভুক্ত দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটালে উৎপন্ন অপত্য জীবে বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের ফ্যাক্টর গুলি একত্রিত হলেও গ্যামেট গঠনকালে এরা পরস্পর থেকে আলাদা হয়ে যায় এবং স্বাধীনভাবে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়।  এটি মেন্ডেলের দ্বি সংকর জনন পরীক্ষা থেকে প্রাপ্ত এবং দ্বিতীয় সূত্র রূপে পরিচিত।  

4. মেন্ডেলের দ্বি সংকর জনন পরীক্ষার বর্ণনা দাও এবং চেকার বোর্ডের সাহায্যে পরীক্ষার ফলাফল ব্যাখ্যা করো।  

উত্তর: মেন্ডেল নির্বাচিত মটর গাছের বৈশিষ্ট্য:-

(1) প্রকট বৈশিষ্ট্য: হলুদ ও গোলাকার বীজ(YYRR)

(2) প্রচ্ছন্ন বৈশিষ্ট্য: সবুজ ও কুঞ্চিত বীজ (yyrr)

পরীক্ষা ,পদ্ধতি ও পর্যবেক্ষণ:-

(1) মেন্ডেল বিশুদ্ধ হলুদ ও গোলাকার বীজযুক্ত মটর গাছের সঙ্গে বিশুদ্ধ সবুজ বীজযুক্ত মটর গাছের সংকরায়ন ঘটান।(2) প্রথম অপত্য জনুতে (F1 জনু) উৎপন্ন সমস্ত মটর গাছেই হলুদ ও গোলাকার বীজ (শংকর) সৃষ্টি হয়। (3) মেন্ডেল দ্বিতীয় পর্যায়ে F1 জনুতে উৎপন্ন গাছের মধ্যে স্বপরাগযোগ ঘটান। (4) দ্বিতীয় অপত্য জনুতে(F2) উৎপন্ন মটর গাছ 9 ভাগ হলুদ ও গোলাকার বীজ, 3 ভাগ হলুদ ও কুঞ্চিত বীজ, 3 ভাগ সবুজ ও গোলাকার বীজ,1 ভাগ সবুজ ও কুঞ্চিত বীজ সৃষ্টি হয়।

Dihybrid Cross
Dihybrid Cross
Dihybrid Cross Result
Dihybrid Cross Result

5. মেন্ডেল তার এক সংকর জনন পরীক্ষায় F1 জনুতে সকল উদ্ভিদ লম্বা হওয়ার ঘটনাটিকে কিভাবে ব্যাখ্যা করেছিলেন ?

উত্তর: মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা:-

(1) বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে বিশুদ্ধ খর্ব মটর গাছের সংকরায়ন ঘটানো হলে Fজনুতে উৎপন্ন সমস্ত উদ্ভিদই লম্বা হয়।

Back Cross
Back Cross

(2) উপরিউক্ত পরীক্ষাতে F1 জনুতে উৎপন্ন সমস্ত উদ্ভিদ লম্বা হওয়ার কারণ হলো একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য প্রকট এবং অন্য বৈশিষ্ট্যটি প্রচ্ছন্ন ধর্মী। (3) হেটারোজাইগাস জীবে দুটি বিপরীত ধর্মী জিন একত্রে অবস্থান করলেও প্রকট জিন তার বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায় এবং অন্য জিনটি প্রকট জিনের উপস্থিতিতে সুপ্ত থাকে, ফলে সমস্ত উদ্ভিদই লম্বা হয়। 

6. একজন বর্ণান্ধ জিন বহনকারী স্বাভাবিক মহিলা যদি একজন স্বাভাবিক পুরুষকে বিবাহ করে তাহলে তাদের পুত্র কন্যাদের দৃষ্টিশক্তি কিরূপ হবে?

উত্তর: P জনুতে একজন বর্ণান্ধ জিন বহনকারী স্বাভাবিক মহিলার ক্ষেত্রে স্বাভাবিক X ক্রোমোজোম এবং আরেকটি বর্ণান্ধতার মিউট্যান্ট জিন সমন্বিত X ক্রোমোজোম থাকে।  পুরুষের ক্ষেত্রে একটি স্বাভাবিক জিন সমন্বিত X ক্রোমোজোম আছে।  প্রচ্ছন্ন বর্ণান্ধ জিন XC এবং স্বাভাবিক জিন XC+ দ্বারা চিহ্নিত করা হলে বর্ণান্ধ জিন বহনকারী স্বাভাবিক মহিলার জনন কোষ দু প্রকারের-XC+ ও XC এবং স্বাভাবিক পুরুষের জনন কোষ দু প্রকারের হয়-XC+ ও XC। 

Hemophilia
Hemophilia

7. থ্যালাসেমিয়ার প্রতিরোধে জেনেটিক কাউন্সেলিং এর ভূমিকা লেখ। 

উত্তর: (1) থ্যালাসেমিয়া রোগটি অটোজোমাল প্রচ্ছন্ন জিনের জন্য ঘটে। বর্তমানে HPLC (High Performance Liquid Chromatography) পরীক্ষা দ্বারা রক্তের হিমোগ্লোবিন পরীক্ষা করে কোন ব্যক্তি থ্যালাসেমিয়া আক্রান্ত বা বাহক কিনা তা নির্ধারণ করা যায়। 

(2) সুতরাং বিবাহের পূর্বেই রক্ত পরীক্ষা করে থ্যালাসেমিয়া সংক্রান্ত তথ্য পাওয়া সম্ভব হয়। 

(3) বংশে কারোর থ্যালাসিমিয়া থাকলে জেনেটিক কাউন্সেলিং এর সাহায্যে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত। কারণ বাবাও মা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক হলে 25% সন্তান থ্যালাসেমিয়ার আক্রান্ত হবার সম্ভাবনা থাকে। বর্তমানে জেনেটিক কাউন্সেলিং এর দ্বারা থ্যালাসিমিয়া প্রতিরোধ করা যায়। 

অনেক ধন্যবাদ এই ” মাধ্যমিক জীবন বিজ্ঞান – বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science Question and Answer  ” পােস্টটি পড়ার জন্য।

Madhyamik Life Science Question and Answer Suggestions  | মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ (তৃতীয় অধ্যায়) | মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর 

এখানে আলোচনা করা হয়েছে Madhyamik Life Science Question and Answer  মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ (তৃতীয় অধ্যায়) মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর  Madhyamik Life Science Question and Answer মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর  প্রশ্ন ও উত্তর – বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ (তৃতীয় অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর  । 

 

  • 5.1 ভারত: অবস্থান ও প্রশাসনিক বিভাগ | Class 10 Geography Short Question and Answer 2025
    5.1 ভারত: অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th Madhyamik Geography Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট তোমরা যারা মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য 5.1 ভারত: অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়)  MCQ প্রশ্ন ও …

    Read more

  • চক্রপাণি দত্ত: কিংবদন্তী চিকিৎসক ও পণ্ডিত
    চক্রপাণি দত্ত ছিলেন বিখ্যাত একজন আদর্শ চিকিৎসক এবং শারীরতত্ত্ববিদ। বহু দূর থেকে রোগীরা তাঁর কাছে চিকিৎসার জন্য আসতেন। তিনি রোগীদের চিকিৎসা করতেন আনন্দ সহকারে এবং অবসর সময়ে বই লিখতেন। তাঁর রচিত গ্রন্থগুলির মধ্যে ‘চিকিৎসা সংগ্রহ‘, ‘দ্রব্য গুণ‘ এবং ‘সর্বসার সংগ্রহ‘ উল্লেখযোগ্য। ‘চক্রদত্ত‘ নামক গ্রন্থে তিনি চিকিৎসা সংক্রান্ত বিষয় লিপিবদ্ধ করেছেন। টীকাকার ও উপাধি চক্রপাণি দত্ত …

    Read more

  • পশ্চিমবঙ্গ সরকারের EWS সার্টিফিকেট পাওয়ার পদ্ধতি | EWS Certificate West Bengal Criteria | EWS সার্টিফিকেট কি এবং কেন এটি গুরুত্বপূর্ণ?
    EWS সম্পূর্ণ কথাটি হল ইকনোমিক্যালি উই কার সেকশন (Economically Weaker Section) বা সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণি। EWS সার্টিফিকেটের মূল উদ্দেশ্য হলো সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অংশকে নির্দিষ্ট কিছু সরকারি সুযোগ সুবিধা দেওয়া।এই সার্টিফিকেট এর মাধ্যমে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি চাকরিতে 10% সংরক্ষণ পাওয়া যেতে পারে। শুধুমাত্র জেনারেল কাস্ট যারা অন্য কোন সংরক্ষণের অন্তর্ভুক্ত …

    Read more

  • ধাতুবিদ্যা দশম শ্রেণী – প্রশ্ন উত্তর | WBBSE Class 10th Physical Science Suggestion ভৌত বিজ্ঞান দশম শ্রেণী
    দশম শ্রেণী ভৌত বিজ্ঞান সাজেশন – WBBSE Class 10th Physical Science Suggestion – ধাতুবিদ্যা দশম শ্রেণী Chapter 8.5 – প্রশ্ন উত্তর নিচে দেওয়া হল । এই WBBSE Class 10th (X) Madhyamik Physical Science Suggestion – মাধ্যমিক দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান সাজেশন – ধাতুবিদ্যা দশম শ্রেণী – প্রশ্ন উত্তর  গুলি আগামী 2026 সালের পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভৌত বিজ্ঞান …

    Read more

  • তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া – প্রশ্ন উত্তর | WBBSE Class 10th Physical Science Suggestion ভৌত বিজ্ঞান দশম শ্রেণী
    দশম শ্রেণী ভৌত বিজ্ঞান সাজেশন – WBBSE Class 10th Physical Science Suggestion – তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া Chapter 8.3 – প্রশ্ন উত্তর নিচে দেওয়া হল । এই WBBSE Class 10th (X) Madhyamik Physical Science Suggestion – মাধ্যমিক দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান সাজেশন – তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া – প্রশ্ন উত্তর  গুলি আগামী সালের পশ্চিমবঙ্গ …

    Read more

  • মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবনের প্রবাহমানতা (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science Question and Answer 
    মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর : জীবনের প্রবাহমানতা (দ্বিতীয় অধ্যায়) Madhyamik Life Science Question and Answer : মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবনের প্রবাহমানতা (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science Question and Answer, দশম শ্রেণীর জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় এর প্রশ্ন উত্তর pdf  নিচে দেওয়া হলো MCQ প্রশ্নোত্তর | মাধ্যমিক জীবন বিজ্ঞান – …

    Read more

Leave a Comment