
নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর
পরিমাপ (প্রথম অধ্যায়) | WB Class 9 Physical Science
নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর : পরিমাপ (প্রথম অধ্যায়) WB Class 9 Physical Science : নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান – পরিমাপ (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | WB Class 9 Physical Science নিচে দেওয়া হলো। এই নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – WBBSE Class 9 Physical Science Question and Answer, Suggestion, Notes – পরিমাপ (প্রথম অধ্যায়) থেকে সব ধরনের প্রশ্ন ও উত্তর এখানে দেওয়া আছে
সঠিক উত্তরটি নির্বাচন করো: মান – 1 | নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান – পরিমাপ (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | WB Class 9 Physical Science
1. দৈর্ঘ্য পরিমাপের সবথেকে বড় একক হল-
(a) মিটার
(b) আলোকবর্ষ
(c) কিলোমিটার
(d) পারসেক
উত্তর: (d) পারসেক
2. 1nm = কত মিটার?
(a)100
(b)1000
(c)10-9
(d)10
উত্তর: (c ) 10-9
3. এসআই পদ্ধতিতে উষ্ণতার একক হল- (a) K
(b) °K
(c) °F
(d) °C
উত্তর: (a) K
4. তিনটি মৌলিক একক দ্বারা তৈরি একটি স্কেলার একটি ভেক্টর রাশি হল
(a) দ্রুতি ও বেগ
(b) সরণ ও কার্য
(c) কার্য ও বল
(d) ক্ষমতা ও ত্বরণ
উত্তর: (c ) কার্য ও বল
5. সাধারণ তুলা যন্ত্রের ওজন বাক্সে বাটখারা গুলির ভোরের অনুপাত কি থাকে (a)1:2:3:4
(b)1:2:2:5
(c)1:2:2:3
(d)1:2:3:4
উত্তর: (b) 1:2:2:5
6. মাত্রাহীন কিন্তু একক যুক্ত একটি রাশি হল
(a) চাপ
(b) বেগ
(c) ঘন কোন
(d) ক্ষেত্রফল
উত্তর: (c ) ঘন কোন
7. 1A= কত মিটার?
(a)10-6
(b)10-8
(c)10-15
(d)10-10
উত্তর: (d)10-10
8. নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি মৌলিক একক?
(a) আলোকবর্ষ
(b) নিউটন
(c) লিটার
(d) m/S2
উত্তর: (a) আলোকবর্ষ
(9) কোন রাশির মাত্রা [MLT-2]
(a) ঘনত্ব
(b) বেগ
(c) কার্য
(d) বল
উত্তর: d) বল
(10) ত্বরণের মাত্রা হল
(a) LT-2
(b) LT2
(c) LT
(d) LT-1
উত্তর: (a) LT-2
(11) নিচের রাশি গুলির মধ্যে এককহীন রাশিটি হলো
(a) আপেক্ষিক গুরুত্ব
(b) বেগ
(c) ভরবেগ
(d) ত্বরণ
উত্তর: (a) আপেক্ষিক গুরুত্ব
(12) 4°C উষ্ণতায় 5 cm3 জলের ভর-
(a) 5g
(b) 3g
(c) 4g
(d) 20g
উত্তর: (a) 5g
(13) কার্যের মাত্রা হল
(a) ML2T-2
(b) MLT-2
(c ) MLT-1
(d) ML2T2
উত্তর: (a) ML2T-2
(14) নিচের যে রাশিটি স্কেলার?
(a) ভরবেগ
(b) ওজন
(c) কার্য
(d) বল
উত্তর: (c ) কার্য
15. যে ভৌত রাশিটির একক তিনটি মৌলিক একক দ্বারা গঠিত সেটি হল
(a) বেগ
(b) দ্রুতি
(c) ত্বরণ
(d) ভরবেগ
উত্তর (d) ভরবেগ
16. কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক?
(a) 0°C
(b) 4°C
(c) 8°C
(d) 10°C
উত্তর: (b) 4°C
17. নিচের যেটি ভর মাপার সব থেকে বড় একক সেটি হল
(a) কিলোগ্রাম
(b) কুইন্টাল
(c) ক্যারাট
(d) গ্রাম
উত্তর: (b) কুইন্টাল
18. নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব পরিমাপের জন্য যে এককটি ব্যবহৃত হয়
(a) আংস্ট্রম
(b) X একক
(c) AU
(d) ফার্মি
উত্তর: AU
19. জলের ঘনত্ব সিজিএস পদ্ধতিতে 1gm/cm3 হলে এসআই পদ্ধতিতে এর মান কত?
(a) 10-3
(b) 1000
(c) 1
(d) 106
উত্তর: (b) 1000
20. এক পারমাণবিক ভর একক ( 1 amu) = কত কিলোগ্রাম?
(a) 1.66x 10-27
(b) 1.8x 10-24
(c) 1.66x 10-24
(d) 1.50X10-20
উত্তর: 1.66x 10-27
21. দৈর্ঘ্য পরিমাপের সব থেকে ছোট একক
(a) ফার্মি
(b) মিলিমিটার
(c) মাইক্রন
(d) আংস্ট্রম
উত্তর: (a) ফার্মি
22. যে ভৌত রাশি পরিমাপের জন্য চন্দ্রশেখর লিমিট ব্যবহার করা হয় সেটি হল
(a) ওজন
(b) দৈর্ঘ্য
(c) আয়তন
(d) ভর
উত্তর: (d) ভর
23. কোনটি প্রাথমিক একক
(a) পাস্কেল
(b) নিউটন
(c) কুরি
(d) ক্যান্ডেলা
উত্তর: (d) ক্যান্ডেলা
24. নিচের কোনটি দৈর্ঘ্য পরিমাপের একক
(a) লিপ ইয়ার
(b) আলোকবর্ষ
(c) সৌর দিন
(d) m/s
উত্তর: (b) আলোকবর্ষ
25. যে উষ্ণতায় এক কিলোগ্রাম জলের ভর ১ লিটার ধরা হয় সেটি হল
(a) 0°C
(b) 4°C
(c) 10°C
(d) 100°C
উত্তর: (b) 4°C
26. মাত্রাহীন ভৌত রাশির মাত্রীয় সংকেত হলো
(a) MLT
(b) M2LT-2
(c ) M-1L T-2
(d) M0L0T0
উত্তর: M0L0T0
27. ওজনের মাত্রীয় সংকেত হল
(a)MLT-2
(b) ML-1T-2
(c) M-1LT-2
(d)MLT-3
উত্তর: (a)MLT-2
28. মাত্রাহীন রাশি হল
(a) ভার
(b) ঘনত্ব
(c) আপেক্ষিক তাপ
(d) পারমাণবিক ভর
উত্তর: (d) পারমাণবিক ভর
29. নিচের যে রাসিটির মাত্রা নেই কিন্তু একক আছে
(a) বিকৃতি
(b) কোন
(c) পারমাণবিক গুরুত্ব
(d) কোনোটিই নয়
উত্তর: (b) কোন
30. ML-1T-2 কোন ভৌত রাশির মাত্রীয় সংকেত
(a) ত্বরণ
(b) বল
(c) চাপ
(d) ঘনত্ব
উত্তর: (c) চাপ
31. পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত হলো
(a) MLT-2
(b) MT-2
(c) LT-1
(d) MT-1
উত্তর: (b) MT-2
32. সাধারণ স্কেলের সাহায্যে ক্ষুদ্রতম যে দৈর্ঘ্য পরিমাপ করা যায় তা হল
(a) 0.1 সেমি
(b) 0.01 সেমি
(c) 0.001 সেমি
(d) 0.2 সেমি
উত্তর: (a) 0.1 সেমি
33. সাহায্যে যে দৈঘটি মাপা যায় না
(a) 4.2 সেমি
(b) 3.15 সেমি
(c) 2.9 সেমি
(d) 9.5 সেমি
উত্তর:(b) 3.15 সেমি
34. সেকেন্ড দোলকের পূর্ণ দলনের সময় লাগে
(a) 1s
(b) 2s
(c) 3s
(d) 5s
উত্তর:(b) 2s
35. নিচের যেটি সাধারণ তুলা যন্ত্রের সুবেদিতার শর্ত নয়
(a) তুলাদন্ডের বাহুটি দীর্ঘ হবে
(b) তুলা দন্ডের ভারকেন্দ্র আলেমদের খুব নিকটবর্তী হবে
(c) সূচকটি ছোট হবে
(d) তুলাদন্ডটি হালকা হবে
উত্তর: (c ) সূচকটি ছোট হবে
36. অসম আকৃতির একটি পাতলা ধাতব পাতের ক্ষেত্রফল নির্ণয় করতে তুমি কোনটির সাহায্য নেবে
(a) মিটার স্কেল
(b) তুলা যন্ত্র
(c) গ্রাফ পেপার
(d) সুতো
উত্তর: (c ) গ্রাফ পেপার
37. অনিয়মিত আকারের একটি কাঠের ব্লকের আয়তন নির্ণয় করা যায় যে যন্ত্রের সাহায্যে তা হল
(a) তুলা যন্ত্র
(b) মাপনী চোঙ
(c) স্টপ ওয়াচ
(d) মিটার স্কেল
উত্তর: (b) মাপনী চোঙ
38. সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে মাপা হয় যা তা হল
(a) ওজন
(b) আয়তন
(c) বল
(d) ভর
উত্তর: (d) ভর
39. তুলা যন্ত্রের ওজন বাক্সে বাটখারা গুলির ভরের অনুপাত নেওয়া হয়
(a) 5:2:2:1
(b) 5:3:2:1
(c) 4:2:2:1
(d) 5:4:2:1
উত্তর:(a) 5:2:2:1
অতি সংক্ষিপ্ত প্রশ্ন: মান – 1 | নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান – পরিমাপ (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | WB Class 9 Physical Science
1. একক প্রকাশের প্রচলিত পদ্ধতি দুটি কি কি?
উত্তর: সিজিএস পদ্ধতি ও এসআই পদ্ধতি
2. সিজিএস পদ্ধতিতে মৌলিক একক গুলির নাম লেখ।
উত্তর: দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, ভরের একক গ্রাম, সময়ের একক সেকেন্ড।
3. আলোকবর্ষ মৌলিক না লব্ধ একক?
উত্তর: মৌলিক একক
4. SI পদ্ধতিতে মূল একক কটি?
উত্তর: সাতটি
5. ক্ষেত্রফল কোন রাশি দু’বার ব্যবহৃত হয়?
উত্তর: ক্ষেত্রফলের দৈর্ঘ্য রাশিটি ব্যবহৃত হয়
6. মান ও অভিমুখ উভয়ই আছে এরকম একটি স্কেলার রাশির উদাহরণ দাও।
উত্তর: তড়িৎ প্রবাহ মাত্রা
7. সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক কি?
উত্তর: g/cm3
8. চাপ স্কেলার না ভেক্টর রাশি?
উত্তর: স্কেলার রাশি
9. দুটি একই একক বিশিষ্ট ভৌত রাশির উদাহরণ দাও যার একটি স্কেলার এবং অপরটি ভেক্টর।
উত্তর: দ্রুতি ও বেগের একক একই কিন্তু দুটি স্কেলার রাশি এবং বেগ ভেক্টর রাশি।
10. তিনটি ভিন্ন মৌলিক একক দ্বারা গঠিত একটি ভৌত রাশির এককের উদাহরণ দাও।
উত্তর: তিনটি ভিন্ন মৌলিক একক দ্বারা গঠিত একটি ভৌতরাশি একক হল কার্যের একক। কাজে একক দৈর্ঘ্য, ভর ও সময়ের একক দ্বারা গঠিত।
11. লিটারের সংজ্ঞায় কোন উষ্ণতার উল্লেখ থাকে?
উত্তর: লিটারের সংজ্ঞায় 277K বা 4°C উষ্ণতার উল্লেখ থাকে।
12. গ্যালন কোন ভৌত রাশির নির্ণয়ের একক?
উত্তর: আয়তনের একক
13. এক গ্যালন = কত লিটার?
উত্তর: 4.54 লিটার
14. আলোকবর্ষ কিসের একক?
উত্তর: দূরত্ব পরিমাপের একক
15. এক আলোকবর্ষ=কত কিমি?
উত্তর: 9.46×10¹⁰
16.1 AU=কত m?
উত্তর: 1.496×10¹¹ m
17. 1 অ্যাংস্ট্রম=কত মিটার?
উত্তর: 10-10 মিটার
18. 1 মাইক্রোন=কত সেন্টিমিটার
উত্তর: 10-4 cm
19. অনু পরমাণুর ভর মাপার জন্য কোন একক ব্যবহার করা হয়?
উত্তর: unified atomic mass unit অথবা u
20. 1 ডালটন=কত গ্রাম?
উত্তর: 1.6605×10-24 গ্রাম
21. ঘন কোণের একক কি?
উত্তর: স্টেরেডিয়ান
22. কোণের একক কি?
উত্তর: রেডিয়ান
23. এসআই ও সিজিএস পদ্ধতিতে সাধারণ এককের সংখ্যা কটি?
উত্তর: তিনটি
24. আলোর তরঙ্গদৈর্ঘ্য কোন এককে প্রকাশ করা হয়?
উত্তর: অ্যাংস্ট্রম
25. এক আলোকবর্ষ=কত কিলোমিটার?
উত্তর: 9.46×10¹² কিমি
26. পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কি?
উত্তর: 1AU
27. যন্ত্রের লঘিষ্ঠ ধ্রুবক কাকে বলে?
উত্তর: কোন যন্ত্রের সাহায্যে কোন ভৌত রাশির পরিমাপের ক্ষেত্রে যে পরিমাণ ক্ষুদ্রতম পরিমাপ সঠিকভাবে করা হয় তাকে ওই যন্ত্রের লঘিষ্ঠ ধ্রুবক বলে।
28. স্টপওয়াচের সাহায্যে কি পরিমাপ করা যায়?
উত্তর: একনাগরে কোন একটি ঘটনা ঘটতে মোট কত সময় লাগে তার স্টপওয়াচের সাহায্যে নির্ণয় করা যায়।
29. সাধারণ স্কেলের সাহায্যে সর্বনিম্ন কত দৈর্ঘ্য মাপা যায়?
উত্তর: 0.1cm বা, 1mm
30. একটি ধাতব স্কেলের সাহায্যে কোন নির্দিষ্ট দৈর্ঘ্য মাপলে বছরের কোন সময়ে দৈর্ঘ্যের মাপ কম পাওয়া যাবে?
উত্তর: গ্রীষ্মকালে
31. মেট্রোনাম কি?
উত্তর: মেট্রো নাম হল এক প্রকার ভুঁড়ি যার সাহায্যে খুব সূক্ষ্ম ও নির্ভুল সময় পরিমাপ করা যায়
31. ওজন বাক্সের বাটখারা গুলি ব্যবহার করে সর্বোচ্চ কত ভর পরিমাপ করা যায়?
উত্তর: 211.11 gm
32. 36.36 gm বড় মাপার জন্য নূন্যতম কি কি বাটখারা ব্যবহার করবে?
উত্তর: 20gm+10gm+ 5gm+ 1gm+200mg+ 100mg+ 50mg +10 mg
33. সাধারণ তুলা যন্ত্রে রাইডারের কাজ কি?
উত্তর: 10 মিলিগ্রামের থেকে কম ভর মাপতে রাইডার ব্যবহার করা হয়
34. নির্ভুল সময় মাপতে পারে এমন দুটি ঘড়ির নাম কর।
উত্তর: মেট্রোনাম, সিজিয়াম ঘড়ি
35. ত্বরণের মাত্রা লেখ।
উত্তর: ত্বরণের মাত্রীয় সংকেত [LT -2]
অর্থাৎ দৈর্ঘ্যে 1, সময়ে -2
36. এমন একটি ভৌত রাশির নাম করো যার মাত্রা নেই কিন্তু একক আছে।
উত্তর: কোন এমন একটি ভৌত রাশি যার মাত্রা নেই কিন্তু একক আছে। কোনে রে কখনো রেডিয়ান
37. দুটি একক বিহীন ভৌত রাশির নাম কর।
উত্তর: দ্রাব্যতা, পারমাণবিক ভর
38. বেগের মাত্রীয় সংকেত লেখ।
উত্তর: LT -1
39. চাপের মাত্রীয় সংকেত লেখ।
উত্তর: ML-1T-2
40. দুটি ভিন্ন ভৌত রাশির মাত্রীয় সংকেত একই হতে পারে কি?
উত্তর: দুটি ভৌত রাশির মাত্রীয় সংকেত একই হতে পারে যেমন স্প্রিংয়ের বল ধ্রুবক এবং পৃষ্ঠটান উভয়ের মাত্রীয় সংকেত একই MT -2
সংক্ষিপ্ত ও বাখ্যামূলক প্রশ্ন উত্তর : মান – 2/3 | নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান – পরিমাপ (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | WB Class 9 Physical Science
1.ভৌত রাশি কাকে বলে? কয়েকটি ভৌত রাশির উদাহরণ দাও
উত্তর: যে সমস্ত প্রাকৃতিক বিষয়কে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিমাপ করা যায় তাদের ভৌতরাশি বলা হয়। যেমন-কার্য, সরণ, বেগ, দৈর্ঘ্য, ভর, উষ্ণতা প্রভৃতি।
2. একক কাকে বলে?
উত্তর: কোন ভৌত রাশি পরিমাপ করার ক্ষেত্রে ওই ভৌত রাশির একটি সুবিধা জনক ও নির্দিষ্ট মানকে প্রমাণ ধরে তুলনামূলকভাবে ওই ভৌত রাশির পরিমাপ করা হয়। ওই নির্দিষ্ট মানকে ওই ভৌত রাশির পরিমাপের একক বলে।
3. এককের প্রয়োজনীতা কি কি?
উত্তর: (1) একক ছাড়া পরিমাপ বোঝা যায় না, যেমন কোন পাত্রে জলের পরিমাণ 5 বললে কিছুই বোঝা যায় না কিন্তু যদি 5 লিটার বলা হয় তাহলে ওই পাত্রে থাকা জলের আয়তন সম্বন্ধে নির্দিষ্ট ধারণা পাওয়া যায়।
(2) এককের সাহায্যে দুটি সমজাতীয় ভৌত রাশির পরিমাপের তুলনা করা যায়।
(3) এককের সাহায্যে বিভিন্ন ভৌত রাশির মধ্যে পার্থক্য করা যায়।
4. প্রাথমিক বা মূল একক কাকে বলে? SI পদ্ধতিতে প্রাথমিক একক গুলি কি কি?
উত্তর: যে সমস্ত ভৌত রাশির একক পরস্পরের উপর নির্ভরশীল নয় অর্থাৎ স্বাধীনভাবে গঠন করা হয়েছে এবং যাদের সাহায্যে অন্যান্য ভৌতরাশির একক গঠন করা যায় সেই সমস্ত ভৌতরাশির একক গুলিকে মৌলিক একক বলে।
SI পদ্ধতিতে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহমাত্রা, দীপন প্রাবল্য, পদার্থের পরিমাণ মূল এই ভৌত রাশির গুলির মূল বা প্রাথমিক একক গুলি যথাক্রমে মিটার, কিলোগ্রাম,সেকেন্ড, কেলভিন, অ্যাম্পিয়ার, ক্যান্ডেলা ও মোল।
5. লব্ধ একক কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর: যে সমস্ত ভৌত রাশির একক এক বা একাধিক মূল এককের সাহায্যে গঠিত, সে সমস্ত ভৌত রাশি একক গুলিকে লব্ধ একক বলা হয়। যেমন-বেগ,ত্বরণ, ভরবেগ, বল প্রভৃতি।
6. দৈর্ঘ্য ভর ও সময় একককে মূল একক বলা হয় কেন?
উত্তর: (1) দৈর্ঘ্য, ভর ও সময়ের একক পরস্পরের উপর নির্ভরশীল নয় অর্থাৎ এগুলিকে স্বাধীনভাবে প্রকাশ করা যায়।
(2) এই তিনটি ভৌত রাশির একককে বিশ্লেষণ করে সরলতর আকারে প্রকাশ করা যায় না।
(3) এই তিনটি ভৌত রাশির এককের সাহায্যে অন্যান্য ভৌত রাশির একক গঠন করা যায়।
7. সময় কাকে বলে?
উত্তর: দুটি ঘটনার সংগঠিত হওয়ার ক্ষেত্রে যে ভৌত রাশির অন্তর থাকে তাকে সময় বলে। যেমন-কোন একটি ঘটনা ঘটতে সময় লাগে 10 সেকেন্ড।
8. গড় সৌর দিন কাকে বলে? সেকেন্ডে এর মান কত?
উত্তর: এক বছরে যত সৌর দিন হয় তার সমস্ত সময় যোগ করে তাকে ৩৬৫ দিয়ে ভাগ করা হলে গড় সৌর দিন পাওয়া যায়।
1 গড় সৌর দিন=86400 সেকেন্ড
9. লিটারের সংজ্ঞা দাও। 1 লিটার =কত cm³
উত্তর: 4°C বা 277K উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তন কে 1 লিটার বলে।
1L=1000Cm³
10. ঘনত্ব কাকে বলে? এস আই ও সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক লেখ।
উত্তর: কোন পদার্থের একক আয়তনের ভর কে ঘনত্ব বলা হয়।
এসআই ও সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক যথাক্রমে kg/m³ এবং g/cm³
11. একক বিহীন রাশি কাদের বলে? উদাহরণ দাও।
উত্তর: কোন ভৌত রাশি যদি একই একক বিশিষ্ট দুটি ভৌত রাশির অনুপাত হয় তাহলে ওই ভৌত রাশির কোন একক থাকে না এই ধরনের ভৌত রাশিকে একক বিহীন রাশি বলে। যেমন পারমাণবিক গুরুত্ব এবং আপেক্ষিক গুরুত্ব হলো একক বিহীন রাশি।
12. কোন ভৌত রাশি কি একক ছাড়া বিশুদ্ধ সংখ্যা দিয়ে প্রকাশ করা যায়?
উত্তর: হ্যাঁ ভৌত রাশি কে একক ছাড়াও বিশুদ্ধ সংখ্যা দিয়ে প্রকাশ করা যায়। যেসব ভৌত রাশিকে দুটি সমজাতীয় রাশির অনুপাত হিসেবে প্রকাশ করা হয় তাদের কোন একক থাকে না।
যেমন-আপেক্ষিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব প্রভৃতি।
13. মেট্রিক পদ্ধতির সুবিধা গুলি লেখ।
উত্তর: (1) মেট্রিক পদ্ধতিতে কোন ভৌত রাশির কোন নির্দিষ্ট একটি একক থেকে অন্য কোন ছোট বা বড় এককে রূপান্তরের ক্ষেত্রে শুধুমাত্রই দশমিক বিন্দু সরালেই চলে, জটিল গুণ বা ভাগ করা দরকার হয় না।
(2) কোন ভৌত রাশির এককের সঙ্গে দেশি, সেন্টি, মিলি, ন্যানো ইত্যাদি উপসর্গগুলি যোগ করে ছোট বা বড় একক গুলি লেখা যায়।
(3) এই পদ্ধতিতে আয়তন ও ভরের সুবিধা জনক সম্পর্ক আছে। যেমন- 1cm³ জলের ভর 1g অথবা 1L জলের ভর 1kg (4°C উষ্ণতায়)
14. সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব মাইক্রন এককে পরিমাপ করা হলে কি অসুবিধা হবে?
উত্তর: মাইকন এককে সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব প্রকাশ করলে সংখ্যাটি এত বড় হয় যা প্রকাশ করা অসুবিধা জনক। এইজন্য সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব প্রকাশ করার জন্য সুবিধা জনক একক যেমন অ্যাস্ট্রোনমিক্যাল একক ব্যবহার করা হয়।
15. SI তে দৈর্ঘ্যের এককের সংজ্ঞা লেখ।
উত্তর: এস আই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হল মিটার। আলো শূন্যস্থানে 1 সেকেন্ডের 299,792,458 ভাগ সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে এক মিটার ধরা হয়।
16. ভৌত রাশির মাত্রা বলতে কী বোঝো? মাত্রীয় সংকেত কাকে বলে?
উত্তর: কোন ভৌত রাশির মাত্রা বলতে সেই ঘাত বোঝায়, যে ঘাতে দৈর্ঘ্য, ভর, সময় প্রভৃতির মূল এককগুলিকে উন্নীত করে ওই রাশিগুলোকে প্রকাশ করা হয়।
কোন ভৌত রাশির মাত্রা প্রকাশ করার জন্য যে রাশিমালা ব্যবহার করা হয় তাকে মাত্রীয় সংকেত বলে।
17. মাত্রীয় সমীকরণ কাকে বলে?
উত্তর: কোন ভৌত রাশি কে তার মাত্রীয় সংকেতের সাহায্যে যে সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে মাত্রীয় সমীকরণ বলে। যেমন-ভরবেগ কে p দ্বারা প্রকাশ করা হলে ভরবেগের মাত্রীয় সংকেত হয়
[p]=[MLT-1]
18. লম্বন ত্রুটি বলতে কী বোঝো।
উত্তর: সাধারণ স্কেলের সাহায্যে কোন রেখাংশের দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে দুই প্রান্তের পাঠ নেওয়ার সময় পাঠ বিন্দুতে কেলের সঙ্গে দৃষ্টি রেখা লম্বভাবে রাখতে হবে না হলে পাঠের ত্রুটি হবে অর্থাৎ চোখের বিভিন্ন অবস্থানে পাঠ বিভিন্ন হবে। এই ধরনের ত্রুটিকে লম্বন ত্রুটি বলে।
19. সাধারণ স্কেলের সাহায্যে একটি তারের ব্যাস কিভাবে নির্ণয় করবে?
উত্তর: সাধারণ স্কেলের সাহায্যে প্রত্যক্ষভাবে 1mm অপেক্ষা কম দৈর্ঘ্য পরিমাপ করা সম্ভব নয়। একটি সরু তারের ব্যাস 1mm অপেক্ষা কম তাই সরু তারের ব্যাস পরোক্ষভাবে নির্ণয় করা হয়। তারটিকে থেকে একটি কম ব্যাসার্ধের চোঙ এর ওপর কোন ফাঁক না রেখে পরপর অনেকগুলি পাকে জড়ানো হয়।
এবার একটি সাধারণ স্কেলের সাহায্যে চোঙের ওপর পাকগুলির দৈর্ঘ্য পরিমাপ করা হয়। এইভাবে কয়েকবার দৈর্ঘ্য পরিমাপ করে গড় নেওয়া হয়। মনে করা যাক পাক গুলির গড় দৈর্ঘ্য b এবং মোট পাক সংখ্যা n হলে, তাদের ব্যাস =b÷n।
20. সাধারণ তুলা যন্ত্রের সুবেদিতা বলতে কী বোঝো? সাধারণ তুলা যন্ত্রের সুবেদিতার শর্তগুলি কি?
উত্তর: যে তুলাযন্ত্র দিয়ে ভরের সামান্যতম পার্থক্য যত সূক্ষ্ম হবে পরিমাপ করা যায় সেই তুলা যন্ত্রের সুবেদিতা তত বেশি হয়।
সাধারণ তুলা যন্ত্রের সুবেদিতার শর্ত গুলি হল:–
(1) বাহু দুটি দীর্ঘ হবে
(2) তুলা দণ্ডটি হালকা হবে
(3) সূচক টি লম্বা হবে
(4) তুলা দণ্ডের ভারকেন্দ্র আলম্বের খুব নিকটবর্তী হবে।
21. সাধারণ স্কেলের সাহায্যে কিভাবে একটি বইয়ের পাতার বেধ নির্ণয় করবে?
উত্তর: বইয়ের একটি পাতার বেধ 1মিলিমিটার থেকে অনেক কম। তাই সাধারণ স্কেলের সাহায্যে সরাসরি একটি পাতার বেধ নির্ণয় করা যায় না।
ধরি বইটিতে মলাট দুটি বাদ দিয়ে বইটিতে মোট n টি পাতা আছে। এবার বইটিকে চেপে ধরে কয়েকবার পরিমাপ করে গড় বেধ মাপা হল। ধরি বইটির গড় বেধ হল x সুতরাং একটি পাতার বেধ = x/n একক
22. একটি সুতো ও সাধারণ স্কেলের সাহায্যে কিভাবে একটি বক্ররেখার দৈর্ঘ্য নির্ণয় করবে?
উত্তর: একটি সুতো নিয়ে সুতোর যে কোন স্থানে রং দিয়ে চিহ্নিত করা হলো যে বক্ররেখার দৈর্ঘ্য পরিমাপ করতে হবে তার এক প্রান্তে সুতোর চিহ্নিত স্থানটি রেখে বক্ররেখা বরাবর সুতোটিকে স্থাপন করা হলো লক্ষ্য রাখতে হবে সুতোটি যেন খুব আলগা হয়ে না যায়
এবার বক্ররেখার শেষ প্রান্তটি যেখানে সুতোটি স্পর্শ করেছে সেখানেও রং দিয়ে চিহ্নিত করা হলো এবার সুতোটিকে টানটান করে একটি স্কেলের সাহায্যে এই চিহ্নিত স্থান দুটির মধ্যে দূরত্ব বা দৈর্ঘ্য নির্ণয় করলেই বক্ররেখাটি দৈর্ঘ্য নির্ণয় করা হবে।
23. সাধারণ স্কেল ধাতুর তৈরি না হয়ে কাঠের তৈরি হয় কেন?
উত্তর: ধাতু তাপের সুপরিবাহী তাই উষ্ণতা বৃদ্ধিতে বা হ্রাসএ ধাতব স্কেলের দৈর্ঘ্য বৃদ্ধি বা হ্রাস পায় ফলে স্কেলের উপরে দাগকাটা দুটি দাগের মধ্যে দূরত্ব কখনো বৃদ্ধি বা কখনো হ্রাস পায়। শুধুমাত্র স্কেলটি যে উষ্ণতায় অংসাংকিত সেই উষ্ণতাটিতে সঠিক পাঠ দেয় ।
উষ্ণতা বৃদ্ধি পেলে বস্তুর সঠিক পাঠ অপেক্ষা কম পাঠ পাওয়া যায় এবং উষ্ণতা হ্রাস পেলে বস্তুর সঠিক পাঠ অপেক্ষা বেশি পাঠ পাওয়া যায়। উষ্ণতা বৃদ্ধিতে কাঠের দৈর্ঘ্য প্রসারণ এবং সংকোচন নগণ্য তাই এক্ষেত্রে কাঠের স্কেল ব্যবহার করলে সব উষ্ণতাতেই সমান পাঠ পাওয়া যায়।
24. বস্তুর ভর কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় এর মূলনীতিটি লেখ।
উত্তর: সাধারণ তুলা যন্ত্র দিয়ে বস্তুর ভর পরিমাপ করা হয়।
ভর পরিমাপের সময় বস্তুকে তুলা যন্ত্রের বাম দিকে তোলা পাত্রে রেখে ডান দিকে তুলা পাত্রে প্রমাণ বাটখারা চাপানো হয়। তুলা দণ্ড অনুভূমিক হলে এবং একটি ত্রুটিমুক্ত তুলা যন্ত্রের ক্ষেত্রে
বস্তুর ভর=বাটখারার ভর
ইহাই সাধারণ তুলার মূলনীতি
25. ওজন বাক্সে বাটখারা গুলির ভরের অনুপাত 5:2:2:1 রাখা হয় কেন?
উত্তর: ওজন বাক্সে বাটখারা গুলির ভরের অনুপাত 5:2:2:1 রাখলে সবথেকে কম সংখ্যক বাটখারা ব্যবহার করে 10mg থেকে 211.11 gm পর্যন্ত যেকোনো ভর বাটখারা গুলির সাহায্যে মাপা যায়
26. একটি ভালো তুলা যন্ত্রের কি কি গুন থাকা দরকার?
উত্তর: একটি ভালো তুলা যন্ত্রের নিম্নলিখিত গুণগুলি থাকা দরকার
- তুলা যন্ত্রটি সুবেদী হবে অর্থাৎ ভরের সামান্যতম পার্থক্য মাপতে পারবে
- তুলা যন্ত্রটি নির্ভুল হবে
- তুলা যন্ত্রটি দৃঢ় হবে
- তুলা যন্ত্রটি সুস্থিত হবে
- তুলা যন্ত্রটির বাহুদের দৈর্ঘ্য ও তুলাপাত্র দুটির ভর সমান হবে
নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান – পরিমাপ (প্রথম অধ্যায়) – প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক নবম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Nine IX / WB Class 9 / WBBSE / Class 9 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 9 Exam / Class 9 Class 9th / WB Class XII / Class 9 Pariksha ) এখান থেকে স্কুলের 1st term এবং 3rd term এ অবশ্যই প্রশ্ন আসবে ।
সব ধরনের ছাত্র ছাত্রী দের জন্য নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (Class 9 Physical Science Suggestion / Class 9 Physical Science Question and Answer / Class IX Physical Science Suggestion / Class 9 Pariksha Physical Science Suggestion / Physical Science Class 9 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 9 Physical Science Suggestion FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, মাননীয় শিক্ষক শিক্ষিকা গণ আমাদের সাথে Bigyansiksha.com সাইটে যুক্ত হতে পারেন