HS EVS test Question Paper West Bengal |WBCHSE Envs Test Question

HS EVS test Question Paper 2024
HS EVS test Question Paper 2024

2024 সালের উচ্চ মাধ্যমিক test পরীক্ষার পরিবেশবিদ্যা বিষয়ের প্রশ্নপত্র ও সম্পূর্ণ উত্তর, উচ্চ মাধ্যমিক test exam পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর test 2024 pdf, এখানে আলোচনা করা হয়েছে। HS 2024 Environmental Studies HS EVS test Question Paper Solve here দ্বাদশ শ্রেণীর পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর আছে

উচ্চ মাধ্যমিক টেস্ট প্রশ্নপত্র ২০২৪ |HS EVS test Question Paper

MCQ HS Test EVS Question Paper with Answer 2024

1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ:    1X24=24 উচ্চ মাধ্যমিক প্রশ্নপত্র 2024 pdf download Class|12 HS EVS test Question Paper 2024

(i) পশ্চিমবঙ্গের কোন জেলায় ‘যৌথ বন পরিচালন ব্যবস্থা’ প্রথম শুরু হয়

(a) বাঁকুড়া

(b) বীরভূম

(c) বর্ধমান

(d) নদীয়া

উত্তর: (a) বাঁকুড়া

(ii) পশ্চিমবঙ্গের সুন্দরবন হল একটি বিখ্যাত

(a) ম্যানগ্রোভ অরণ্য

(b) বৃষ্টি অরণ্য

(c) পত্রমোচি অরণ্য

(d) এদের কোনোটিই নয়

উত্তর:(a) ম্যানগ্রোভ অরণ্য

(iii) হাতির সংখ্যা কমে যাওয়ার কারণ

(a) জঙ্গলের মধ্য দিয়ে রেল লাইনের প্রসার

(b) বনভূমি সংকোচন

(c) চোরাশিকার

(d) সবকটিই ঠিক

উত্তর: (d) সবকটিই ঠিক

(iv) কানহা জাতীয় উদ্যান বিখ্যাত

(a) পাখির জন্য

(b) বাঘের জন্য

(c) গন্ডারের জন্য

(d) হাতির জন্য

উত্তর: (b) বাঘের জন্য

(v) বায়োস্ফিয়ার রিসার্ভ এর কয়টি অংশ?

(a) একটি

(b) দুটি

(c) তিনটি

(d) চারটি

উত্তর: (c) তিনটি

(vi) নিচের কোন তৃণভূমি বাস্তুতন্ত্র টি ভারতবর্ষে দেখতে পাওয়া যায়?

(a) প্রেইরি

(b) সাভানা

(c) স্টেপ

(d) সবকটি

উত্তর: (b) সাভানা

(vii) বিশ্বের কোন নদী সবচেয়ে বেশি জল বহন করে

(a) নীল

(b) গঙ্গা

(c) আমাজন

(d) পীত

উত্তর: (c) আমাজন

(viii) FSI এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?

(a) শিমলা

(b) নাগপুর

(c) দেরাদুন

(d) ব্যাঙ্গালোর

উত্তর: (c) দেরাদুন

(ix) ভূপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল

(a) ১৯৮৬ সালে

(b) ১৯৮০ সালে

(c) ১৯৮৪ সালে

(d) ১৯৯০ সালে

উত্তর: (c) ১৯৮৪ সালে

(x) শব্দ দূষণের সূচক ধরা হয়েছে

(a) ১০০ ডেসিবেলের বেশি

(b) ৮০ ডেসিবেলের বেশি

(c) ৬৫ ডেসিবেলের বেশি

(d) ৪০ ডেসিবেলএর বেশি

উত্তর: (c) ৬৫ ডেসিবেলের বেশি

(xi) ভারতে বন্যপ্রাণী সুরক্ষা আইন কোন সালে চালু হয়?

(a) ১৯৭২

(b) ১৯৮০

(c) ২০০০

(d) কোনোটিই নয়

উত্তর: (a) ১৯৭২

(xii) কত সালে ভারতে JFM সেল গঠিত হয়?

(a) ১৯৯৮

(b) ১৯৮৫

(c ) ১৯৯২

(d) ২০০২

উত্তর:

(xiii) পরিবেশের উপর কৃষির প্রভাব নিয়ে উদ্বেগের কারণ

(a) সেচ

(b) জৈব সার

(c) কীটনাশক

(d) রাসায়নিক সার

উত্তর: (c) কীটনাশক

(xiv) প্রাণীকে তার স্বাভাবিক শত্রু দ্বারা নিয়ন্ত্রণ করার পদ্ধতিকে বলে

(a) জৈব নিয়ন্ত্রণ

(b) বাস্তুতন্ত্রের ভারসাম্য

(c) খাদ্যশৃংখল

(d) শত্রুপোকা নিয়ন্ত্রণ

উত্তর: (a) জৈব নিয়ন্ত্রণ

(xv) কোনটি সজীব আগাছা নাশক

(a) গম

(b) সূর্যমুখী

(c) ডাল

(d) বেগুন

উত্তর: (b) সূর্যমুখী

(xvi) ইঁদুর জাতীয় পেস্ট দমনে যে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় তাকে বলে

(a) উইডিসাইড

(b) ইনসেকটিসাইড

(c) নিমাটিসাইড

(d) রোডেনটিসাইড

উত্তর: (d) রোডেনটিসাইড

(xvii) রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার মূল কাজ হল

(a) কীটনাশক হিসেবে কাজ করা

(b) মাটির আদ্রতা বজায় রাখা

(c) পুষ্টির জন্য নাইট্রোজেন সংযুক্তিকরণ

(d) সবকটি ঠিক

উত্তর: (c) পুষ্টির জন্য নাইট্রোজেন সংযুক্তিকরণ

(xviii) সবচেয়ে পুরনো লোকায়ত কৃষিবন পদ্ধতি হল

(a) ঝুম চাষ

(b) টাংগিয়া

(c) সামাজিক বনসৃজন

(d) এদের কোনোটিই নয়

উত্তর:

(xix) মিশরীয় সভ্যতা গড়ে ওঠে

(a) সিন্ধু নদীর তীরে

(b) টাইগ্রিস নদীর তীরে

(c) নীলনদের তীরে

(d) ইউফ্রেটিস নদীর তীরে

উত্তর: (c) নীলনদের তীরে

(xx) পারমাণবিক শক্তি ব্যবহারের ফলে

(a) জল দূষণ ঘটে

(b) বায়ু দূষণ ঘটে

(c) শব্দ দূষণ ঘটে

(d) বিকিরণ জনিত দূষণ ঘটে

উত্তর: (d) বিকিরণ জনিত দূষণ ঘটে

(xxi) গৃহস্থালির বর্জ্য ফেলার জন্য শহরের নিকটে দরকার হয়

(a) ভরাট করার মতো নিচু জমি

(b) জলাভূমি

(c) পতিত জমি

(d) কৃষি জমি

উত্তর: (a) ভরাট করার মতো নিচু জমি

(xxii) মালি সভ্যতা কোন দেশের সাথে যুক্ত ছিল?

(a) অস্ট্রেলিয়া

(b) ভারত

(c) পাকিস্তান

(d) আফ্রিকা

উত্তর: (d) আফ্রিকা

(xxiii) নিচের কোন সংস্থাটি ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠা করেন

(a) NEPC

(b) NCPE

(c) NAPC

(d) NCEP

উত্তর:

(xxiv) স্টকহোম সম্মেলন অনুষ্ঠিত হয়

(a) ১৯৭৪

(b) ১৯৭২

(c) ১৯৭০

(d) ১৯৯৮

উত্তর: (b) ১৯৭২

2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)    1X16=16 উচ্চ মাধ্যমিক প্রশ্নপত্র Test ২০২৪ pdf download Class|12 HS EVS test Question Paper question 2024

(i) গামা বৈচিত্র কি? অথবা, ভারতের লুপ্তপ্রায় সরীসৃপের নাম করো। 

(ii) ভারতের দুটি অভয়ারণ্যের নাম কর।

(iii) বাজ ও চিল জাতীয় পাখির উচ্চ মৃত্যুহার এর কারণ কি?

(iv) পাটের বিজ্ঞানসম্মত নাম কি? অথবা, নারকেলের বিজ্ঞানসম্মত নাম কি?

(v) ভারতে পরিবেশ মন্ত্রক কবে চালু হয়? অথবা, ১৯৭২ সালে বসুন্ধরা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

(vi) ভূপাল গ্যাস দুর্ঘটনায় নির্গত গ্যাসের নাম কি?

(vii) অমৃতা দেবী বিষ্ণোই আন্দোলন কোথায় হয়? অথবা, চিপকো আন্দোলনের সূত্রপাত কবে ঘটে?

(viii) পানীয় জলে ক্লোরাইড এর অনুমোদিত সীমা কত?

(ix) সোলার চুল্লি একপ্রকার অপ্রচলিত শক্তির উৎস (সত্য বা মিথ্যা লেখ)

(x) জীবাশ্ম জ্বালানি বেশি ব্যবহার করলে পরিবেশে কোন গ্যাসের পরিমাণ বাড়ে?

(xi) EPA সম্পূর্ণ নাম কি? অথবা, CDM পুরো কথাটি লেখ।

(xii) সুস্থায়ী অর্থনীতি বলতে কী বোঝো?

(xiii) অধিক জলসেচে জমির মাটির কি পরিবর্তন হয়? অথবা, অধিক বৃষ্টিপাতে ভূমির কি পরিবর্তন হয়?

(xiv) একটি মিথোজীবী ফার্নের উদাহরণ দাও।

(xv) সায়ানো ব্যাকটেরিয়া কি? অথবা, ঘাস জাতীয় কয়েকটি উদ্ভিদের নাম কর।(xvi) বহুভোজী পেস্ট কাকে বলে? অথবা, ভার্মিকম্পোস্ট কাকে বলে?

(বিষয়ভিত্তিক / বর্ণনামূলক প্রশ্নাবলী)

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও।( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)   8×5=40 HS EVS test Question Paper

(i) জীববৈচিত্র কি? জীব বৈচিত্র্যের বিভিন্ন প্রকারভেদ সংক্ষেপে আলোচনা কর। 2+6

অথবা, গার্হস্থ জীববৈচিত্র বলতে কী বোঝো? জীব বৈচিত্র ধ্বংসের কারণগুলি সংক্ষেপে ব্যাখ্যা কর। 2+6

(ii) সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে সরকারি ও বেসরকারি সংস্থা গুলির ভূমিকা আলোচনা কর। অথবা, সুস্থায়ী উন্নয়নের পথে প্রধান বাধা গুলি কি কি? বাস্তুতান্ত্রিক উন্নয়ন বলতে কী বোঝায়? 6+2

(iii) ফসল উৎপাদনে মাটি ও জৈব সারের গুরুত্ব আলোচনা কর। মিশ্র চাষ কাকে বলে? 6+2 

অথবা, সুসংহত কিট পোকা নিয়ন্ত্রণ ব্যবস্থা বলতে কী বোঝো? ফসল উৎপাদনে মাইকোরাইজার ভূমিকা উল্লেখ কর। 2+6

(iv) ইন সিটু ও এক্স সিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য লেখ। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে? 6+2

(v) পরিবেশ ব্যবস্থাপনা কাকে বলে? পরিবেশ ব্যবস্থাপনার সাথে উন্নয়নের সম্পর্ক আলোচনা কর। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কি? 2+5+1

অথবা, ভারতের জীবমন্ডল সংরক্ষিত এলাকার উপর সংক্ষিপ্ত টীকা লেখ? টিস্যু ভান্ডার কাকে বলে? 6+2

দ্বাদশ শ্রেণীর পরিবেশ বিদ্যা প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর 2024 HS EVS test Question Paper

যে সব ছাত্র ছাত্রী 2024 সালের উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা HS EVS test Question Paper প্রশ্ন উত্তর খুজছ তার এখানেই উচ্চ মাধ্যমিক | pdf, দ্বাদশ শ্রেণীর পরিবেশ বিদ্যা প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর,উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর 2024,উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা সাজেশন 2024,Environmental Science Question Answer – 2025 পেয়ে যাবে । ধারাবাহিক ভাবে অন্যন্য বছরের প্রশ্ন উত্তর উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা সাজেশন 2025 pdf download আপলোড করা হবে । চ্যাপ্টার অনুযায়ী পরিবেশ বিদ্যা প্রশ্ন ও উত্তর pdf class 12 আলোচনা করা হবে। তাই আমাদের সাথে থেকো। অনেক গুরুত্ত পূর্ণ প্রশ্ন উত্তর পরিবেশ বিদ্যা mcq pdf দেওয়া হবে। পরিবেশ বিদ্যা test বড় প্রশ্ন ও উত্তর pdf class 12 এর জন্য তোমরা Bigyansiksha.com ওয়েবসাইট টি ফলো করতে পারো।

  • 5.1 ভারত: অবস্থান ও প্রশাসনিক বিভাগ | Class 10 Geography Short Question and Answer 2025
    5.1 ভারত: অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th Madhyamik Geography Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট তোমরা যারা মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য 5.1 ভারত: অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়)  MCQ প্রশ্ন ও …

    Read more

  • চক্রপাণি দত্ত: কিংবদন্তী চিকিৎসক ও পণ্ডিত
    চক্রপাণি দত্ত ছিলেন বিখ্যাত একজন আদর্শ চিকিৎসক এবং শারীরতত্ত্ববিদ। বহু দূর থেকে রোগীরা তাঁর কাছে চিকিৎসার জন্য আসতেন। তিনি রোগীদের চিকিৎসা করতেন আনন্দ সহকারে এবং অবসর সময়ে বই লিখতেন। তাঁর রচিত গ্রন্থগুলির মধ্যে ‘চিকিৎসা সংগ্রহ‘, ‘দ্রব্য গুণ‘ এবং ‘সর্বসার সংগ্রহ‘ উল্লেখযোগ্য। ‘চক্রদত্ত‘ নামক গ্রন্থে তিনি চিকিৎসা সংক্রান্ত বিষয় লিপিবদ্ধ করেছেন। টীকাকার ও উপাধি চক্রপাণি দত্ত …

    Read more

  • পশ্চিমবঙ্গ সরকারের EWS সার্টিফিকেট পাওয়ার পদ্ধতি | EWS Certificate West Bengal Criteria | EWS সার্টিফিকেট কি এবং কেন এটি গুরুত্বপূর্ণ?
    EWS সম্পূর্ণ কথাটি হল ইকনোমিক্যালি উই কার সেকশন (Economically Weaker Section) বা সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণি। EWS সার্টিফিকেটের মূল উদ্দেশ্য হলো সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অংশকে নির্দিষ্ট কিছু সরকারি সুযোগ সুবিধা দেওয়া।এই সার্টিফিকেট এর মাধ্যমে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি চাকরিতে 10% সংরক্ষণ পাওয়া যেতে পারে। শুধুমাত্র জেনারেল কাস্ট যারা অন্য কোন সংরক্ষণের অন্তর্ভুক্ত …

    Read more

  • ধাতুবিদ্যা দশম শ্রেণী – প্রশ্ন উত্তর | WBBSE Class 10th Physical Science Suggestion ভৌত বিজ্ঞান দশম শ্রেণী
    দশম শ্রেণী ভৌত বিজ্ঞান সাজেশন – WBBSE Class 10th Physical Science Suggestion – ধাতুবিদ্যা দশম শ্রেণী Chapter 8.5 – প্রশ্ন উত্তর নিচে দেওয়া হল । এই WBBSE Class 10th (X) Madhyamik Physical Science Suggestion – মাধ্যমিক দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান সাজেশন – ধাতুবিদ্যা দশম শ্রেণী – প্রশ্ন উত্তর  গুলি আগামী 2026 সালের পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভৌত বিজ্ঞান …

    Read more

  • তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া – প্রশ্ন উত্তর | WBBSE Class 10th Physical Science Suggestion ভৌত বিজ্ঞান দশম শ্রেণী
    দশম শ্রেণী ভৌত বিজ্ঞান সাজেশন – WBBSE Class 10th Physical Science Suggestion – তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া Chapter 8.3 – প্রশ্ন উত্তর নিচে দেওয়া হল । এই WBBSE Class 10th (X) Madhyamik Physical Science Suggestion – মাধ্যমিক দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান সাজেশন – তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া – প্রশ্ন উত্তর  গুলি আগামী সালের পশ্চিমবঙ্গ …

    Read more

  • মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবনের প্রবাহমানতা (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science Question and Answer 
    মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর : জীবনের প্রবাহমানতা (দ্বিতীয় অধ্যায়) Madhyamik Life Science Question and Answer : মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবনের প্রবাহমানতা (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science Question and Answer, দশম শ্রেণীর জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় এর প্রশ্ন উত্তর pdf  নিচে দেওয়া হলো MCQ প্রশ্নোত্তর | মাধ্যমিক জীবন বিজ্ঞান – …

    Read more

Leave a Comment