2020 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরিবেশবিদ্যা বিষয়ের প্রশ্নপত্র ও সম্পূর্ণ উত্তর,উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর 2020 pdf, এখানে আলোচনা করা হয়েছে। HS 2020 Environmental Studies Question Paper Solve here দ্বাদশ শ্রেণীর পরিবেশ বিদ্যা প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর আছে। এই প্রশ্ন গুলো অনুশীলন করলে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভাল ফল করবে।

পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর 2020
পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর 2020|HS EVS Question Paper 2020 in Bengali
বিভাগ ক
MCQ HS EVS Question Paper with Answer 2020
A. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 8×5=40 (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) | পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর 2020 pdf download Class|12 Environmental Studies question 2020
A. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 8×5=40 ENVS 2020
1. ভারতবর্ষের ‘জৈব মন্ডল সংরক্ষিত এলাকা’ এর উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখ। ‘টিসু ভান্ডার’ কাকে বলে?
অথবা, ‘বন্য জীবের ব্যবসা’র উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখ জিন সম্পদ ভান্ডার কাকে বলে?
2. ভারতবর্ষের পরিবেশ সুরক্ষার জন্য প্রয়োজনীয় প্রধান পদক্ষেপ গুলি আলোচনা করো।
অথবা, ‘বসুন্ধরা সম্মেলন (1992)’-এ গৃহীত চারটি নীতি উল্লেখ কর।
3. ‘বাস্তুতান্ত্রিক উন্নয়নের’ সাথে ‘আর্থসামাজিক উন্নয়নের’ সম্পর্ক চিত্র সহকারে ব্যাখ্যা কর।
4. ভারতবর্ষের সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে সরকারি এবং বেসরকারি সংস্থা গুলির ভূমিকা আলোচনা কর।
5. পরিবেশের উপর ‘কৃষি রাসায়নিকের’ প্রভাব ব্যাখ্যা কর।
অথবা, ভারতবর্ষে ‘সুস্থায়ী কৃষির’ প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
বিভাগ খ
Marks 40
B. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়) পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর 2020 । 1X24=24 দ্বাদশ শ্রেণীর পরিবেশ বিদ্যা প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর 2020
B. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 1X24=24
A. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তর গুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ। 1X24=24
1. কত সংখ্যক প্রজাতির উদ্ভিদ শুধুমাত্র উত্তর-পূর্ব ভারতবর্ষেই পাওয়া যায়?
(a) 1000
(b) 1500
(c) 2500
(d) 2000
উত্তর: (b) 1500
2. ‘ব্রান্টল্যান্ড কমিশন’ এর রিপোর্টের মুখ্য বিষয়ে কী ছিল?
(a) সুস্থায়ী উন্নয়ন
(b) কৃষির ধারাবাহিক প্রসার
(c) শিল্পের ধারাবাহিক প্রসার
(d) শিক্ষার ধারাবাহিক প্রসার
উত্তর: (a) সুস্থায়ী উন্নয়ন
3. আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে কত প্রজাতির সপুষ্পক উদ্ভিদ পাওয়া যায়?
(a) 1500
(b) 1700
(c) 2000
(d) এদের কোনোটিই নয়
উত্তর: (c) 2000
4. মায়া সভ্যতার বিনাশের প্রধান কারণ কি?
(a) উল্কা বৃষ্টি
(b) দুর্ভিক্ষ
(c) আবহাওয়া পরিবর্তন
(d) সবকটি ঠিক
উত্তর: (c) আবহাওয়া পরিবর্তন
5. বিশ্বের সমগ্র প্রাণী সম্পদের আনুমানিক কত শতাংশ ভারতবর্ষে পাওয়া যায়?
(a) 12.4
(b) 20.4
(c) 6.4
(d) কোনোটিই নয়
উত্তর: (c) 6.4
6. গোয়ার মোট স্থলভাগের কত শতাংশ খনি অঞ্চল দ্বারা আবৃত?
(a) 30
(b) 14
(c) 5
(d) 21
উত্তর: (b) 14
7. ‘আই.এস :10500’ অনুযায়ী পানীয় জলে pH এর আনুমানিক সীমা কত?
(a) 6.5-8.5
(b) 5.5-7.5
(c) 7.5-10.5
(d) 5.5-6.5
উত্তর: (a) 6.5-8.5
8. একটি বসতি এলাকায় রাতের বেলায় শব্দ মাত্রা সর্বাধিক অনুমোদিত মাত্রা কত?
(a) 75 dB
(b) 55 dB
(c) 50 dB
(d) 45 dB
উত্তর: (d) 45 dB
9. আদিম উদ্ভিদ ‘সাইট্রাস ইন্ডিকা’ ভারতবর্ষে কোথায় পাওয়া যায়?
(a) তুরা জেলা (মেঘালয়)
(b) পুরুলিয়া জেলা (পশ্চিমবঙ্গ)
(c) রাঁচি জেলা (ঝাড়খন্ড)
(d) সবকটি ঠিক
উত্তর: (a) তুরা জেলা (মেঘালয়)
10. ভারতবর্ষে আনুমানিক কত প্রজাতির ব্যাকটেরিয়া পাওয়া যায়?
(a) 451
(b) 258
(c) 850
(d) এদের কোনোটিই নয়
উত্তর: (c) 850
11. পৃথিবীর কত আয়তন জমি প্রতি বছর ভূমিক্ষয়ের কারণে নষ্ট হয়ে যাচ্ছে?
(a) 180 লক্ষ হেক্টর
(b) 30 লক্ষ হেক্টর
(c) 40 লক্ষ হেক্টর
(d) 5 লক্ষ হেক্টর
উত্তর: (b) 30 লক্ষ হেক্টর
12. গ্রীষ্মকালে ‘ক্রান্তীয়’ এবং ‘নাতিশীতোষ্ণ’ দেশের দিনের দৈর্ঘ্যের মধ্যে ব্যবধান কত?
(a) 4 ঘন্টা
(b) 2 ঘন্টা
(c) 1 ঘন্টা
(d) 3 ঘন্টা
উত্তর: (b) 2 ঘন্টা
13. ‘জীববৈচিত্র’ শব্দটি কে প্রথম প্রচলন করেন?
(a) ই.ও. উইলসন
(b) ই.হেকেল
(c) এ.ট্যান্সলে
(d) আর.কার্শন
উত্তর: (a) ই.ও. উইলসন
14. পৃথিবীর কত সংখ্যক মানুষ প্রতিবছর কীটনাশকের বেশি মৃত্যুবরণ করে?
(a) 20000
(b) 40000
(c) 60000
(d) এদের কোনোটিই নয়
উত্তর:(a) 20000
15. প্রথম ‘মানব পরিবেশ সংক্রান্ত সম্মেলন’ কোন সালে স্টক হোমে অনুষ্ঠিত হয়েছিল?
(a) 1972
(b) 1992
(c) 2005
(d) 1987
উত্তর:(a) 1972
16. জীবের শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক হল?
(a) শ্রেণী
(b) গোত্র
(c) প্রজাতি
(d) গন
উত্তর:(c) প্রজাতি
17. ভারতবর্ষে ‘অ্যাটমিক এনার্জি আইন’ কোন সালে প্রণয়ন হয়েছিল?
(a) 1962
(b) 2002
(c) 1929
(d) এদের কোনোটিই নয়
উত্তর:(a) 1962
18. বিটি শস্য এক প্রকারের
(a) সংকর শস্য
(b) প্রাকৃতিক শস্য
(c) জিন পাল্টানো শস্য
(d) এদের কোনোটিই নয়
উত্তর: (c) জিন পাল্টানো শস্য
19. ভারতবর্ষে বিপন্ন প্রজাতির উদ্ভিদের মোট সংখ্যা বর্তমানে
(a) 1336
(b) 39
(c) 72
(d) 17
উত্তর:(a) 1336
20. ‘ভারতীয় বন আইন’ কত খ্রিস্টাব্দে প্রণয়ন হয়েছিল?
(a) 1956
(b) 1970
(c) 1927
(d) 1932
উত্তর:(c) 1927
21. নাতিশীতোষ্ণ অঞ্চলের বনভূমির আনুমানিক কত শতাংশ পুষ্টি মাটির উপরে সঞ্চিত থাকে
(a) 3%
(b) 20%
(c) 50%
(d) এদের কোনোটিই নয়
উত্তর:(a) 3%
22. কোন দেশে ‘কনভেনশন অন বায়োডাইভারসিটি (সিবিডি)’ অনুষ্ঠিত হয়েছিল?
(a) ইরান
(b) দক্ষিণ আফ্রিকা
(c) ভারতবর্ষ
(d) ব্রাজিল
উত্তর:(d) ব্রাজিল
23. মাটির অম্লত্ব বৃদ্ধির মূল কারণ
(a) অধিক রাসায়নিক সারের প্রয়োগ
(b) অধিক জৈব সারের প্রয়োগ
(c) অধিক ভূমিক্ষয়
(d) সবকটি ঠিক
উত্তর:(a) অধিক রাসায়নিক সারের প্রয়োগ
24.1974 সালের সমীক্ষা অনুযায়ী উত্তর নাইজেরিয়ায় কত শতাংশ শস্যক্ষেত্রে ‘মিশ্র চাষ’ প্রচলিত ছিল?
(a) 80% এর অধিক
(b) 40% এর কম
(c) 20%
(d) এদের কোনোটিই নয়
উত্তর:(a) 80% এর অধিক
C. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) | পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর 2020| pdf download Class|12 Environmental Studies question 2025 1×16=16
1. ‘জিনগত জীব বৈচিত্র্য’ কাকে বলে?
অথবা, ‘বিশ্ব ঐতিহ্যময় স্থান’ কাকে বলে?
2. ‘R.S.P.M’ এর পুরো কথাটি কি?
3. মৃত্তিকায় পাওয়া যায় এমন একটি বিষাক্ত ধাতুর উদাহরণ দাও।।
4. ‘জীবাশ্ম জ্বালানি যুগ’ বলতে কী বোঝো?
5. ‘D.D.T’ এর পুরো কথাটি কি?
অথবা, ‘ট্রাইকোডার্মার’ গুরুত্ব উল্লেখ করো
6. পরিবেশে ‘নীলাভ সবুজ শৈবালের’ গুরুত্ব কি?
7. ‘রাইজোবিয়াম’ কাকে বলে?
অথবা, কীটপোকার জৈব নিয়ন্ত্রণের একটি উদাহরণ দাও।
8. ‘গ্লোমাস’ কাকে বলে?
অথবা, ‘কৃষি বন’ কাকে বলে?
9. ’C.I.T.E.S’ এর পুরো কথাটি কি?
10. ‘জৈব সঞ্চয়ন’ কাকে বলে?
11. ‘সুস্থায়ী অর্থনীতি’ বলতে কী বোঝো?
12. ‘মহাজৈববৈচিত্র্যময় দেশ’ কাকে বলে?
অথবা, ভারতবর্ষের প্রবাল প্রাচীর কোথায় দেখতে পাওয়া যায়?
13. জমিতে অতিরিক্ত শেষের ফলে কি ধরনের দূষণ সৃষ্টি হয়?
14. ‘শিরিষ’ গাছের বিজ্ঞানসম্মত নাম কি?
অথবা, ‘বিরল প্রজাতির প্রাণী’ বলতে কী বোঝায়?
15. ‘হিউমাস’ কাকে বলে?
অথবা, লেগুন জাতীয় একটি উদ্ভিদের উদাহরণ দাও।
16. মৃত্তিকা কেঁচোর ভূমিকা উল্লেখ কর।
অথবা, অ্যাজোস্পাইরিলাম কাকে বলে?
আরো দেখুন :
HS EVS Question Paper with Answer 2016 | উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর 2016
আরো দেখুন :
HS EVS Question Paper with Answer 2017 | উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর 2017
আরো দেখুন :
HS EVS Question Paper with Answer 2018 | উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর 2018
আরো দেখুন :
HS EVS Question Paper with Answer 2019 | উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর 2019
আরো দেখুন :
দ্বাদশ শ্রেণীর পরিবেশবিদ্যা প্রশ্নউত্তর প্রথম অধ্যায়
যে সব ছাত্র ছাত্রী 2020 সালের উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর 2020 খুজছ তার এখানেই পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর 2020| pdf, দ্বাদশ শ্রেণীর পরিবেশ বিদ্যা প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর,উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর 2020 ,উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা সাজেশন 2020 ,Environmental Science Question Answer – 2025 পেয়ে যাবে । ধারাবাহিক ভাবে অন্যন্য বছরের প্রশ্ন উত্তর উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা সাজেশন 2025 pdf download আপলোড করা হবে । চ্যাপ্টার অনুযায়ী পরিবেশ বিদ্যা প্রশ্ন ও উত্তর pdf class 12 আলোচনা করা হবে। তাই আমাদের সাথে থেকো। অনেক গুরুত্ত পূর্ণ প্রশ্ন উত্তর পরিবেশ বিদ্যা mcq pdf দেওয়া হবে। পরিবেশ বিদ্যা বড় প্রশ্ন ও উত্তর pdf class 12 এর জন্য তোমরা Bigyansiksha.com ওয়েবসাইট টি ফলো করতে পারো।
- 5.1 ভারত: অবস্থান ও প্রশাসনিক বিভাগ | Class 10 Geography Short Question and Answer 20255.1 ভারত: অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th Madhyamik Geography Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভূগোল পরীক্ষার …
- চক্রপাণি দত্ত: কিংবদন্তী চিকিৎসক ও পণ্ডিতচক্রপাণি দত্ত ছিলেন বিখ্যাত একজন আদর্শ চিকিৎসক এবং শারীরতত্ত্ববিদ। বহু দূর থেকে রোগীরা তাঁর কাছে চিকিৎসার জন্য আসতেন। তিনি রোগীদের চিকিৎসা করতেন আনন্দ সহকারে এবং অবসর সময়ে বই লিখতেন। তাঁর রচিত গ্রন্থগুলির মধ্যে ‘চিকিৎসা সংগ্রহ‘, ‘দ্রব্য গুণ‘ …
- পশ্চিমবঙ্গ সরকারের EWS সার্টিফিকেট পাওয়ার পদ্ধতি | EWS Certificate West Bengal Criteria | EWS সার্টিফিকেট কি এবং কেন এটি গুরুত্বপূর্ণ?EWS সম্পূর্ণ কথাটি হল ইকনোমিক্যালি উই কার সেকশন (Economically Weaker Section) বা সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণি। EWS সার্টিফিকেটের মূল উদ্দেশ্য হলো সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অংশকে নির্দিষ্ট কিছু সরকারি সুযোগ সুবিধা দেওয়া।এই সার্টিফিকেট এর মাধ্যমে দেশের বিভিন্ন …
- ধাতুবিদ্যা দশম শ্রেণী – প্রশ্ন উত্তর | WBBSE Class 10th Physical Science Suggestion ভৌত বিজ্ঞান দশম শ্রেণীদশম শ্রেণী ভৌত বিজ্ঞান সাজেশন – WBBSE Class 10th Physical Science Suggestion – ধাতুবিদ্যা দশম শ্রেণী Chapter 8.5 – প্রশ্ন উত্তর নিচে দেওয়া হল । এই WBBSE Class 10th (X) Madhyamik Physical Science Suggestion – মাধ্যমিক দশম শ্রেণীর …
- তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া – প্রশ্ন উত্তর | WBBSE Class 10th Physical Science Suggestion ভৌত বিজ্ঞান দশম শ্রেণীদশম শ্রেণী ভৌত বিজ্ঞান সাজেশন – WBBSE Class 10th Physical Science Suggestion – তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া Chapter 8.3 – প্রশ্ন উত্তর নিচে দেওয়া হল । এই WBBSE Class 10th (X) Madhyamik Physical Science Suggestion – মাধ্যমিক …
- মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবনের প্রবাহমানতা (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science Question and Answerমাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর : জীবনের প্রবাহমানতা (দ্বিতীয় অধ্যায়) Madhyamik Life Science Question and Answer : মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবনের প্রবাহমানতা (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science Question and Answer, দশম শ্রেণীর …