আমাদের পরিবেশ |পঞ্চম শ্রেণী তৃতীয় অধ্যায়: পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি প্রশ্ন ও উত্তর | West Bengal Class 5 Science

Class 5 Amader Poribes Poschimbongo
Class 5 Amader Poribes Poschimbongo

পঞ্চম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর : পঞ্চম শ্রেণীর বিজ্ঞান – পঞ্চম শ্রেণী তৃতীয় অধ্যায়: পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি West Bengal Class 5 Science : পঞ্চম শ্রেণীর বিজ্ঞান – পঞ্চম শ্রেণীর বিজ্ঞান –পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি | West Bengal Class 5 Science নিচে দেওয়া হলো।

এই পঞ্চম শ্রেণীর  বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – WBBSE Class 5 Science Question and Answer, Suggestion, Notes – পঞ্চম শ্রেণী তৃতীয় অধ্যায়: পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short,  Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 5 th Science Examination – পশ্চিমবঙ্গ পঞ্চম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট

Table of Contents

পঞ্চম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর: তৃতীয় অধ্যায়: পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি

পঞ্চম শ্রেণী তৃতীয় অধ্যায়: পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি

সঠিক উত্তরটি নির্বাচন করো | পঞ্চম শ্রেণী তৃতীয় অধ্যায়: পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি, প্রশ্ন ও উত্তর | West Bengal Class 5 Science

1. পশ্চিমবঙ্গের নদীগুলি বয়ে চলেছে-

(a) উত্তর থেকে দক্ষিনে

(b) দক্ষিণ থেকে উত্তরে

(c) পূর্ব থেকে পশ্চিমে

(d) পশ্চিম থেকে পূর্বে

উত্তর: উত্তর থেকে দক্ষিনে 

 2. মালভূমি অঞ্চলের মাটির রং-

(a) লাল

(b) কালো

(c) বাদামি

(d) হলুদ

উত্তর: লাল 

3. পশ্চিমবঙ্গে মামা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত 

(a) পুরুলিয়া

(b) মেদিনীপুর

(c) হুগলি

(d) বীরভূম

উত্তর: বীরভূম 

4. অযোধ্যা পাহাড় কোন জেলায় অবস্থিত 

(a) বর্ধমান

(b) বাঁকুড়া

(c) পুরুলিয়া

(d) হুগলি

উত্তর: পুরুলিয়া 

5. শাল গাছের পাতা থেকে তৈরি হয় 

(a) গ্লাস

(b) প্লেট

(c) কড়াই

(d) বালতি

উত্তর: প্লেট 

6. গঙ্গার উৎপত্তিস্থল হলো 

(a) জেমু হিমবাহ

(b) গঙ্গোত্রী হিমবাহ

(c) বিন্ধ্য পর্বত

(d) সিয়াচেন হিমবাহ

উত্তর: গঙ্গোত্রী হিমবাহ 

7. গঙ্গা পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে 

(a) জলপাইগুড়ি জেল

(b) মালদা জেলায়

(c) মুর্শিদাবাদ জেলায়

(d) হুগলি জেলায়

উত্তর: মুর্শিদাবাদ 

8. গঙ্গার প্রধান শাখা নদী টি হল 

(a) পদ্মা

(b) হুগলি

(c) ভাগীরথী

(d) তিস্তা

উত্তর: পদ্মা 

9. সুন্দরবনের মাটি 

(a) নোনা

(b) উর্বর

(c) দোআঁশ

(d) এঁটেল

উত্তর: নোনা মাটি 

10. গঙ্গার বদ্বীপ অঞ্চলের মাটি 

(a) লবণাক্ত

(b) উর্বর

(c) অনুর্বর

(d) কালো মাটি

উত্তর: উর্বর মাটি 

11. বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল 

(a) ১৯৩০

(b) ১৯৫০

(c) ১৯০৫

(d) ১৯০৬

উত্তর: ১৯০৫ 

12. পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলি গড়ে ওঠে 

(a) নদীকে

(b) হ্রদ কে

(c) সমুদ্র

(d) মানুষকে কেন্দ্র করে

উত্তর: নদীকে কেন্দ্র করে

13. হরপ্পা সভ্যতার বাড়িঘর তৈরি হয়েছিল 

(a) পোড়া ইট দিয়ে

(b) কাঁচ দিয়ে

(c) কাঠ দিয়ে

(d) লোহা দিয়ে

উত্তর: পোড়া ইট দিয়ে 

14. সুন্দরবনের নদীগুলি 

(a) বঙ্গোপসাগরে

(b) আরব সাগরে

(c) ভারত মহাসাগরে

(d) গঙ্গা নদীতে

উত্তর: বঙ্গোপসাগরে মিশেছে 

15. সুন্দরবন অঞ্চলের বনভূমিকে বলা হয় 

(a) চিরহরিৎ

(b) পর্ণমোচী

(c) ম্যানগ্রোভ

(d) মিশ্র অরণ্য

উত্তর: ম্যানগ্রোভ 

16. কোন গাছের নাম থেকে সুন্দরবন কথাটি এসেছে? 

(a) সুন্দরী

(b) গড়ান

(c) হেতাল

(d) আম

উত্তর: সুন্দরী 

 17. দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার দক্ষিণ অংশকে বলে 

(a) তরাই

(b) ডুয়ার্স

(c) পার্বত্য অঞ্চল

(d) মালভূমি অঞ্চল

উত্তর: তরাই অঞ্চল 

18. পর্বতশ্রেণীর উঁচু চূড়াগুলিকে কি বলে?

(a) পর্বতমালা

(b) পর্বত শৃঙ্গ

(c) পর্বত রাশি

(d) হিমরাশি

উত্তর: পর্বত শৃঙ্গ 

19. বক্সা জয়ন্তী পাহাড় কোথায় আছে 

(a) দার্জিলিং

(b) জলপাইগুড়ি

(c) কোচবিহার

(d) মালদা

উত্তর: জলপাইগুড়ি 

20. জলপাইগুড়িতে অবস্থিত একটি অভয়ারণ্যের নাম করো।

(a) গরুমারা

(b) সুন্দরবন

(c) পারমাদান

(d) বেথুয়াডহরি

উত্তর: গরুমারা 

21. ইংরেজরা বক্সা দুর্গ দখল করে 

(a) ১৮৬০

(b) ১৮৬৪

(c) ১৮৭০

(d) ১৮৫৬ সালে

উত্তর: ১৮৬৪ সালে

22. মালদা জেলার বিখ্যাত আম হলো 

(a) হিমসাগর

(b) ফজলি

(c) তোতাপুরী

(d) ল্যাংড়া

উত্তর: ফজলি 

23. টাইগার হিল দেখা যায় 

(a) দার্জিলিঙে

(b) কোচবিহারে

(c) জলপাইগুড়িতে

(d) মালদাতে

উত্তর: দার্জিলিঙে 

24. ট্যাকশাল আছে 

(a) হাওড়ায়

(b) হুগলিতে

(c) দীঘায়

(d) কলকাতায়

উত্তর: কলকাতা 

25. রাসমেলার জন্য বিখ্যাত 

(a) শান্তিপুর

(b) রানাঘাট

(c) কৃষ্ণনগর

(d) হাওড়া

উত্তর: শান্তিপুর 

26. টেরাকোটার কাজ দেখা যায় 

(a) বিষ্ণুপুরে

(b) মধুপুর

(c) হাওড়ায়

(d) হুগলিতে

উত্তর: বিষ্ণুপুরে

আমাদের পরিবেশ পঞ্চম শ্রেণী: তৃতীয় অধ্যায়: পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি | দু একটি শব্দে উত্তর দাও| West Bengal Class 5 Science

1. পশ্চিমবঙ্গের ভূমির ঢাল কোন দিক থেকে কোন দিকে? 

উত্তর: পশ্চিমবঙ্গের ভূমির ঢাল উত্তর থেকে দক্ষিণ দিকে এবং পশ্চিম থেকে পূর্ব দিকে। 

 2. দামোদর কোন নদীতে গিয়ে মিশেছে? 

উত্তর: গঙ্গা নদীতে দামোদর গিয়ে মিশেছে 

3. গঙ্গা নদীর অপর নাম কি? 

উত্তর: হুগলি নদী 

4. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান নদীর নাম কি? 

উত্তর: পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান নদী হল দামোদর 

5. শাল গাছের পাতা দিয়ে কি কি জিনিস তৈরি হয়? 

উত্তর: শাল গাছের পাতা দিয়ে খাওয়ার প্লেট, বাটি ইত্যাদি তৈরি হয় 

6. দামোদর নদ কোথা থেকে তৈরি হয়েছে?

উত্তর: দামোদর নদীর উৎপন্ন হয়েছে পালামৌ জেলার খামারপাত পাহাড় থেকে।

7. মালভূমি অঞ্চলের মাটির রং কি? 

উত্তর: মালভূমি অঞ্চলের মাটির রং লাল 

8. পশ্চিমবঙ্গে মালভূমি অঞ্চল কোন দিকে অবস্থিত? 

উত্তর: পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে মালভূমি অঞ্চল অবস্থিত 

9. পশ্চিমবঙ্গের একটি জেলার নামকরণ যার সবটাই মালভূমির অন্তর্গত? 

উত্তর: পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা সম্পূর্ণরূপে মালভূমির অন্তর্গত 

10. মালভূমি অঞ্চলের নদীগুলি কোথা থেকে উৎপন্ন হয়েছে? 

উত্তর: পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদী গুলি ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়েছে 

11. রাঢ় শব্দের অর্থ কি? 

উত্তর: রাঢ় শব্দের অর্থ হলো পাথুরে জমি

12.রাঢ় অঞ্চলের প্রধান নদী কোনটি? 

উত্তর: রাঢ় অঞ্চলের প্রধান নদী হল দামোদর 

13.রাঢ় অঞ্চলে নদীগুলি কোথা থেকে তৈরি হয়েছে? 

উত্তর: রাঢ় অঞ্চলে নদীগুলি ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়েছে। 

14. বীরভূম জেলায় অবস্থিত দুটি নদীর নাম করো।

উত্তর: বীরভূম জেলার দুটি প্রধান নদী হল ময়ূরাক্ষী ও অজয় 

15.রাঢ় অঞ্চলের প্রধান ফসল কি? 

উত্তর: রাঢ় অঞ্চলের প্রধান ফসল ধান 

16. হলদিয়া শিল্পাঞ্চল কোন নদীর তীরে অবস্থিত? 

উত্তর: হলদিয়া শিল্পাঞ্চল হলদি নদীর তীরে অবস্থিত 

17. বিষ্ণুপুর কোন জেলায় অবস্থিত? 

উত্তর: বিষ্ণুপুর বাঁকুড়া জেলায় অবস্থিত

18. বরফ গলা জলে পুষ্ট একটি নদীর নাম করো।। 

উত্তর: বরফ গলা জলে পুষ্ট একটি নদী হল গঙ্গা 

19. গঙ্গার প্রধান দুই শাখা নদীর নাম কি? 

উত্তর: গঙ্গার প্রধান দুই শাখা নদী হল পদ্মা ও ভাগীরথী 

20. ভারতের দীর্ঘতম নদীর নাম কি? 

উত্তর: ভারতের দীর্ঘতম নদী হল গঙ্গা

21. গঙ্গা নদীর দৈর্ঘ্য কত? 

উত্তর: গঙ্গা নদীর দৈর্ঘ্য প্রায় 2500 কিলোমিটার 

22. গঙ্গার কয়েকটি উপনদীর নাম কর 

উত্তর: গঙ্গার কয়েকটি উপনদী হল গোমতী, ঘড়ঘড়া, গণ্ডক, কশি ইত্যাদি 

23. গঙ্গা নদী কোথায় দ্বিধাবিভক্ত হয়েছে? 

উত্তর: পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ভগবানগোলার কাছে গঙ্গা নদী দুই ভাগে ভাগ হয়েছে 

24. গঙ্গার কোন অংশটি হুগলি নদী নামে পরিচিত? 

উত্তর: নবদ্বীপ শহর থেকে গঙ্গার মোহনা পর্যন্ত অংশটি হুগলি নদী নামে পরিচিত 

25. ভাগীরথীর বাম তিরে অবস্থিত কয়েকটি নদীর নাম করো।। 

উত্তর: ভাগীরথীর বাম তিরে অবস্থিত কয়েকটি নদী হল জলঙ্গি, মাথাভাঙ্গা, চূর্ণী

26. গঙ্গার তীরে অবস্থিত একটি উল্লেখযোগ্য শিল্পাঞ্চলের নাম করো। 

উত্তর: গঙ্গার তীরে অবস্থিত একটি উল্লেখযোগ্য শিল্পাঞ্চলের নাম হল হুগলি শিল্পাঞ্চল, হলদিয়া শিল্পাঞ্চল

27. বাংলাদেশের মাতৃভাষা কি?

উত্তর: বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মাতৃভাষা বাংলা 

28. বাংলাদেশ কবে স্বাধীন হয়? 

উত্তর: ১৯৭১ সালের ২৬ শে মার্চ বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়

 29. পশ্চিমবঙ্গের কোথায় কয়লা খনি আছে? 

উত্তর: পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার আসানসোল ও রানীগঞ্জএ কয়লা খনি আছে।

30. পশ্চিমবঙ্গের কোথায় লৌহ ইস্পাত কে শিল্প কেন্দ্র গড়ে উঠেছে?

উত্তর: পশ্চিমবঙ্গের আসানসোল ও দুর্গাপুর জেলায় লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র গড়ে উঠেছে। 

31. শ্রীচৈতন্যদেবের জন্মস্থান কোথায়? 

উত্তর: শ্রীচৈতন্যদেবের জন্মস্থান নবদ্বীপ 

32. বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? 

উত্তর: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 

33. পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্লাটফর্ম কোনটি? 

উত্তর: পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্লাটফর্ম হল খড়গপুর 

34. পশ্চিমবঙ্গের কোথায় রেলের ইঞ্জিন তৈরি হয়?

উত্তর: বর্ধমানের চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে।

35. বোলপুর কোথায় অবস্থিত? 

উত্তর: বোলপুর বীরভূম জেলায় অবস্থিত এখানেই রয়েছে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় 

36. পশ্চিমবঙ্গের কোথায় টয় ট্রেন দেখা যায়? 

উত্তর: পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় টয় ট্রেন দেখা যায়। নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং শহর পর্যন্ত এই ট্রেন দেখা যায় 

37. ভারতের উচ্চতম রেল স্টেশন কোনটি? 

উত্তর: দার্জিলিং এর ‘ঘুম’ হল ভারতের উচ্চতম রেল স্টেশন।

38. বাংলাদেশের রাজধানীর নাম কি? 

উত্তর: বাংলাদেশের রাজধানী হল ঢাকা 

39. বাংলাদেশের প্রধান নদী কোনটি? 

উত্তর: বাংলাদেশের প্রধান নদী পদ্মা 

40. বেথুয়াডহরি কোন জেলায় অবস্থিত?

উত্তর: বেথুয়াডহরি নদীয়া জেলায় অবস্থিত 

41. বেথুয়াডহরি অভয়ারণ্যে কি কি গাছ ও প্রাণী আছে?

উত্তর: বেথুয়া ডহরি অভয়ারণ্যে শাল, সেগুন, মেহগিনি, শিশু, কৃষ্ণচূড়া ইত্যাদি গাছ আছে। 

42. নদী তীরে গড়ে উঠেছিল এমন একটি সভ্যতার নাম করো।। 

উত্তর: সিন্ধু সভ্যতা সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল। 

43. পারমাদান অরণ্যের বর্তমান নাম কি? 

উত্তর: পারমাদান অরণ্যের বর্তমান নাম হল বিভূতিভূষণ অভয়ারণ্য 

44. প্রাচীন সভ্যতাগুলি কাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল? 

উত্তর: প্রাচীন সভ্যতাগুলি নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। 

45. সুন্দরবন অঞ্চলে কি কি উদ্ভিদ জন্মায়? 

উত্তর: সুন্দরবন অঞ্চলে সুন্দরী, গরান, গেওয়া

ইত্যাদি উদ্ভিদ জন্মায় 

46. শ্বাসমূল, ঠেসমূল কোন জাতীয় গাছে দেখা যায়? 

উত্তর: ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদে শ্বাসমূল, ঠেসমূল দেখা যায়।

 47. সুন্দরবন অঞ্চলে কি কি জীবজন্তু দেখা যায়? 

উত্তর: রয়েল বেঙ্গল টাইগার, বিড়াল, বুনো শুয়োর, চিতল হরিণ,  গন্ডার, বুনো মহিষ, বারশিঙ্গা, কুমির প্রভৃতি।

48. উত্তরবঙ্গের ত্রাস কোন নদীকে বলে? 

উত্তর: তিস্তা নদীকে উত্তরবঙ্গের ত্রাস বলে 

49. তরাই ডুয়ার্স অঞ্চল কাকে বলে?

উত্তর: হিমালয়ের পাদদেশের অঞ্চল কে তরাই ডুয়ার্স অঞ্চল বলে। 

50. উত্তরবঙ্গের কয়েকটি নদীর নাম করো। 

উত্তর: উত্তরবঙ্গে কয়েকটি নদী হল তিস্তা, জলঢাকা, রায়ডাক ইত্যাদি 

READ MORE: আমাদের পরিবেশ |পঞ্চম শ্রেণী প্রথম অধ্যায়: মানবদেহ প্রশ্ন ও উত্তর | West Bengal Class 5 Science

অতি সংক্ষেপে উত্তর দাও| West Bengal Class 5 Science |তৃতীয় অধ্যায়: পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি

1. পশ্চিমবঙ্গের নদীগুলি কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়েছে সংক্ষেপে লেখ। 

উত্তর: ভূমি ঢাল অনুযায়ী পশ্চিমবঙ্গে কিছু আছে দক্ষিণ বাহিনী নদী কিছু আছে পূর্ব বাহিনী নদী। 

জল সমোচ্চশীলতা ধর্মের জন্য উঁচু জায়গা থেকে নিচু জায়গা দিকে প্রবাহিত হয় তাই ভূমির ঢাল অনুযায়ী কিছু নদী উত্তর দিক থেকে দক্ষিনে এবং কিছু নদী পশ্চিম দিক থেকে পূর্বে প্রবাহিত হয়েছে।

2. মালভূমি কাকে বলে? 

উত্তর: সমুদ্রতল থেকে প্রায় 300 মিটারের বেশি উঁচু এবং উপরিভাগ ঢেউ খেলানো টেবিলের মতো ভূমিরূপকে মালভূমি বলে।

3. পুরুলিয়া জেলার দুটি পাহাড়ের নামকরণ। 

উত্তর: অযোধ্যা পাহাড় বাগমুন্ডি পাহাড় পুরুলিয়া বিখ্যাত দুটি পাহাড় 

4. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের জন্মায় এমন কয়েকটি গাছের নাম করো। 

উত্তর: পশ্চিমের মালভূমি অঞ্চলে শাল,পলাশ সোনাঝুরি ইত্যাদি গাছ জন্মায়।

5.রাঢ় অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের বর্ণনা দাও 

উত্তর: রাঢ় অঞ্চলে বিভিন্ন স্থানে শাল,সেগুন, মেহগনি, সিরিষ, বাঁশ, বেত নানা রকম লতানো গাছের ঝোপঝাড় দেখা যায়

6.রাঢ় অঞ্চলের কয়েকটি নদীর নাম করো 

উত্তর: রাঢ় অঞ্চলের কয়েকটি উল্লেখযোগ্য নদী হল দামোদর,দ্বারকেশ্বর,শিলাবতি,সুবর্ণরেখা মুন্ডেশ্বরী ইত্যাদি।

7. নিত্যবহ নদী কাদের বলে? 

উত্তর: যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট,সারা বছর নদীতে জল থাকে এবং নৌ-পরিবহনযোগ্য সেই সমস্ত নদীকে নিত্যবহ নদী বলে।

যেমন: একটি নিত্যবহ নদী হল গঙ্গা 

8. অনিত্যবহ নদী কারা?

উত্তর: যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট এবং সারা বছর নদীতে জল থাকে না, নৌ পরিবহনের অযোগ্য তাদের অনিত্যবহ নদী বলে।

9. হিমালয়ের পর্বত শৃঙ্গ গুলির উপরে বরফ থাকে কেন? 

উত্তর: উচ্চতা বৃদ্ধির সাথে সাথে পরিবেশের উষ্ণতার হ্রাস পায় এবং পর্বত শৃঙ্গ গুলির উচ্চতা এতটাই উঁচুতে থাকে যে সেখানে উষ্ণতা জলের হিমাঙ্ক থাকে অথবা হিমাঙ্কের নিচে থাকে। তাই পর্বত শৃঙ্গ গুলির চূড়া সারা বছর বরফে ঢাকা থাকে।

10. গাঙ্গেয় বদ্বীপ কাকে বলে? 

উত্তর: গঙ্গার দুটি শাখা নদী ভাগীরথী ও পদ্মার মাঝ বরাবর ব আকৃতির যে বিস্তীর্ণ সমভূমি তাকে গাঙ্গেয় বদ্বীপ বলে। 

11. গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলটি অত্যন্ত উর্বর কেন?

উত্তর: গাঙ্গেয় বদী অঞ্চলটি পলি মাটি দ্বারা গঠিত। এই পলিমাটিতে বালি ও কাদার ভাগ নির্দিষ্ট অনুপাতে থাকে ফলে এই মাটি অত্যন্ত উর্বর হয়। 

12. গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলের পলিমাটিতে কোন ধরনের ফসল চাষ ভালো হয়? 

উত্তর: গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলের পলিমাটিতে ধান, পাট, আলু, পটল, ঝিঙে, শসা ইত্যাদি চাষ করা হয় 

13. ইংরেজি বঙ্গভঙ্গ করেছিল কেন?

উত্তর: শাসন কার্য পরিচালনার জন্য ১৯০৫ সালের ৭ ই আগস্ট লজ কার্জন বঙ্গভঙ্গ করেন। হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করে বাংলা ভাগ করা হয়।

14. সুন্দরবন অঞ্চলের কয়েকটি নদীর নাম লেখ। 

উত্তর: সুন্দরবন অঞ্চলের কয়েকটি নদী হল মাতলা, বিদ্যাধরী, কালিন্দী, রায়মঙ্গল 

15. সুন্দরবন অঞ্চলের নাম সুন্দরবন কেন হয়েছে? 

উত্তর: সমুদ্র তীরবর্তী দক্ষিণ 24 পরগনা জেলার যে বনাঞ্চল তাই সুন্দরবন এর অনেকটা অংশই বর্তমান বাংলাদেশের অন্তর্গত। এখানে মূলত সুন্দরী গাছের প্রাধান্য আছে বলে এই অঞ্চলের নাম সুন্দরবন। 

16. ম্যানগ্রোভ কাদের বলে?

উত্তর: সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে লবণাক্ত কাদাময় জলাভূমিতে যে সকল কাজ জন্মায় তাদের ম্যানগ্রোভ উদ্ভিদ বলে যেমন সুন্দরী, গরান ইত্যাদি 

17. উত্তরবঙ্গের জঙ্গলের বৈশিষ্ট্য গুলি লেখ 

উত্তর: উত্তরবঙ্গের জঙ্গল অত্যন্ত ঘন ও সাথে সাথে। এখানে বড় বড় পাইন খয়ের ,শিশু,গামার ইত্যাদি গাছ দেখতে পাওয়া যায়।

18. পাহাড় কাকে বলে? 

উত্তর: সাধারণত 300 থেকে 600 মিটার পর্যন্ত উঁচু অল্পদূর বিস্তৃত শিলাময় স্তূপকে পাহাড় বলে।

19. পর্বত শৃঙ্গ কাকে বলে? 

উত্তর: পর্বতের চূড়া কে পর্বত শৃঙ্গ বলে। পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত শৃঙ্গ সান্দকফু।

পঞ্চম শ্রেণী বিজ্ঞান প্রশ্ন ও উত্তর  | পঞ্চম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর  – পঞ্চম শ্রেণী তৃতীয় অধ্যায়: পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি | West Bengal Class 5 Science Question and Answer, Suggestion 

পঞ্চম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পঞ্চম শ্রেণী তৃতীয় অধ্যায়: পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি | পঞ্চম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পঞ্চম শ্রেণী তৃতীয় অধ্যায়: পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি | পশ্চিমবঙ্গ পঞ্চম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পঞ্চম শ্রেণী তৃতীয় অধ্যায়: পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণীর বিজ্ঞান সহায়ক – পঞ্চম শ্রেণী তৃতীয় অধ্যায়: পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি – প্রশ্ন ও উত্তর । Class 5 Science Question and Answer, Suggestion | West Bengal Class 5 Science Suggestion  | Class 5 Science Question and Answer Notes  | West Bengal Class 5th Science Question and Answer Suggestion. 

READ MORE: আমাদের পরিবেশ |পঞ্চম শ্রেণী দ্বিতীয় অধ্যায়: ভৌত পরিবেশ (মাটি,জল,জীববৈচিত্র) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 5 Science

সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন: পঞ্চম শ্রেণী তৃতীয় অধ্যায়: পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি

1. পশ্চিমবঙ্গের ভূমিরূপের বৈচিত্র সংক্ষেপে আলোচনা কর। 

উত্তর: পশ্চিমবঙ্গের ভূমিরূপ কে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়.. 1.পার্বত্য অঞ্চল 2.মালভূমি অঞ্চল ও 3.সমভূমি অঞ্চল

1. পার্বত্য অঞ্চল: পশ্চিমবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়ি জেলা এই অঞ্চলের অন্তর্গত। এখানকার ভূমির ঢাল খুব খাড়া, ভূমিরূপ উঁচু,নিচু, অসমতল

2. মালভূমি অঞ্চল: পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে বাঁকুড়া পুরুলিয়া ও বীরভূম জেলা মালভূমি অঞ্চলের অন্তর্গত। এখানকার ভূমিরূপ অসমতল।

3. সমভূমি অঞ্চল: পশ্চিমবঙ্গের মধ্যভাগ থেকে দক্ষিণের বেশিরভাগ অংশ এই অঞ্চলের অন্তর্গত। মূলত গঙ্গার পলিজমে এই সমভূমি সৃষ্টি হয়েছে। এখানকার ভূমিভাগ সমতল এবং উর্বর পলি মাটির জন্য ধান চাষ ভালো হয়।

4. রাঢ় অঞ্চলের ভূমিরূপ এর বৈশিষ্ট্য কি? 

উত্তর: রাঢ় অঞ্চলের ভূমিরূপ এর বৈশিষ্ট্য গুলি হল: 

1.রাঢ় অঞ্চলটি পশ্চিমের মালভূমি অঞ্চল থেকে আগত নদীবাহিত পলি সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়েছে 

2. সাধারণভাবে অঞ্চলটি সমভূমি অঞ্চলের অন্তর্গত 

3.রাঢ় অঞ্চলের অধিকাংশ স্থান উর্বর দোআঁশ মাটি দিয়ে আবৃত

5. গঙ্গা নদীর গতিপথ আলোচনা কর। 

উত্তর: গঙ্গা নদী উত্তরাখণ্ডের হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়ে উত্তর প্রদেশ, বিহারের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে মুর্শিদাবাদের কাছে দু’ভাগে ভাগ হয়ে একটি শাখা বাংলাদেশে প্রবেশ করেছে পদ্মা নামে অপর একটি শাখা ভাগীরথী হুগলি নাম নিয়ে। পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে।

 6. বঙ্গভঙ্গ সম্পর্কে সংক্ষেপে লেখ ।

উত্তর: ১৯০৫ সালে ইংরেজরা বাংলাকে দু’ভাগ করে দেওয়ার পরিকল্পনা করে। এই ঘটনাই বঙ্গভঙ্গ নামে পরিচিত।

এই বঙ্গভঙ্গ কে কেন্দ্র করে বয়কট ও স্বদেশী আন্দোলন হয়। বয়কটের মাধ্যমে ভারতের মানুষ বিদেশী জিনিসপত্র বর্জন করে এবং স্বদেশী পণ্য গ্রহণ করা শুরু করে। সর্বস্তরে আন্দোলন শুরু হয় রবীন্দ্রনাথ ঠাকুর এর বিরোধিতা করে গান লেখেন ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’। বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব শুরু করেন। আন্দোলনের চাপে পড়ে লর্ড কার্জন বঙ্গভঙ্গ রদ করেন।

7. প্রাচীন সভ্যতাগুলি নদীর তীরে গড়ে উঠেছিল কেন? 

উত্তর: প্রাচীন সভ্যতা গুলি নদীর তীরে গড়ে ওঠার কারণ গুলি হল –

  • নদীর তীরের উৎকৃষ্ট পলিমাটি চাষবাসের জন্য উপযোগী 
  • নদী থেকে পানীয় জল পাওয়া যায় 
  • চাষবাসের জন্য প্রয়োজনীয় জল নদী থেকে পাওয়া যায় 
  • এছাড়াও ব্যবসা-বাণিজ্য এবং যাতায়াতের প্রয়োজনে নদীকে ব্যবহার করা যায়।

8. ম্যানগ্রোভ উদ্ভিদ কাকে বলে?

উত্তর: সমুদ্র উপকূলের বিশেষত নদী মোহনার লবণাক্ত কাদাময় জলাভূমিতে যে সকল উদ্ভিদ জন্মায় ও বেড়ে ওঠে তাদের ম্যানগ্রোভ উদ্ভিদ বলে। যেমন- সুন্দরী, গরান, হোগলা, গোলপাতা। 

9. শ্বাসমূল কাকে বলে? 

উত্তর: লবণাক্ত জলাভূমিতে ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাস গ্রহণে অসুবিধা হয় বলে এক বিশেষ ধরনের মূল মাটির উপর বেরিয়ে এসে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে, একে শ্বাসমূল বলা হয়। উদাহরণ- সুন্দরী, গরান প্রভৃতি ম্যানগ্রোভ জাতীয় গাছগুলিতে শ্বাসমূল দেখা যায়

10. ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য লেখ। 

উত্তর:ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য-

1. ম্যানগ্রোভ উদ্ভিদের কান্ড রসালো প্রকৃতির। 

2. এই জাতীয় উদ্ভিদের মূলগুলি খুব দীর্ঘ ও প্রসারিত হয়। 

3. ম্যানগ্রোভ উদ্ভিদে ঠেসমূল ও শ্বাসমূল দেখা যায়। 

4. ম্যানগ্রোভ উদ্ভিদের জরায়ুজ অঙ্কুরোদগম দেখা যায়। 

5. এই উদ্ভিদগুলি চিরহরিৎ প্রকৃতির। 

11. বর্তমানে সুন্দরবন অঞ্চল ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে কেন?

উত্তর: বর্তমানে সুন্দরবন অঞ্চল ক্রমশ নষ্ট হয়ে যাওয়ার কারণ হল

  • 1. মানুষের অনিয়ন্ত্রিত সম্পদ সংগ্রহের চাহিদা 
  • 2. ক্রমাগত জোয়ার ভাটার প্রভাব 
  • 3. প্রবল বিধ্বংসী ঝড় যেমন আয়লার প্রভাব 
  • 4. বিশ্বব্যাপী তাপমাত্রার বৃদ্ধিতে সমুদ্রের জলজল বৃদ্ধি 

12. দক্ষিণবঙ্গের নদনদীর সংক্ষেপে বিবরণ দাও 

উত্তর: মুর্শিদাবাদে যেখানে গঙ্গা নদী দু ভাগে ভাগ হয়েছে সেখান থেকে শুরু করে সুন্দরবন পর্যন্ত বিস্তৃত অংশটি দক্ষিণবঙ্গ নামে পরিচিত। 

দক্ষিণবঙ্গের সুন্দরবন অঞ্চলে যে নদীগুলি দেখা যায় তার মধ্যে উল্লেখযোগ্য হল মাতলা, পিয়ালী, গোসাবা, বিদ্যাধরি, রায়মঙ্গল, কালিন্দী ইত্যাদি। 

সুন্দরবনের নদীগুলি জোয়ারের জলে পুষ্ট নদীর জল লবণাক্ত ভাটার সময় অনেক নদী শুকিয়ে যায় 

সুন্দরবন অঞ্চল ছাড়াও মালভূমি অঞ্চলে বেশ কিছু নদী সৃষ্টি হয়েছে। অজয়, দামোদর, কংসাবতী, রূপনারায়ণ ইত্যাদি, এই নদীগুলি সবই বৃষ্টির জলে পুষ্ট।

তৃতীয় অধ্যায়: পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি

তৃতীয় অধ্যায়: পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণী তৃতীয় অধ্যায়: পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি Class 5 Science Question and Answer Suggestion  পঞ্চম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর  – তৃতীয় অধ্যায়: পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি আলোচনা করা হল।

পঞ্চম শ্রেণি তৃতীয় অধ্যায়: পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি ক্লাস 5 দ্বিতীয় অধ্যায় MCQ প্রশ্ন উত্তর | Class 5 Science Question Answer  

পঞ্চম শ্রেণীর বিজ্ঞান (Class 5 Science) – পঞ্চম শ্রেণী তৃতীয় অধ্যায়: পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি – প্রশ্ন ও উত্তর | তৃতীয় অধ্যায়: পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি | Class 5 Science Suggestion  পঞ্চম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর  – তৃতীয় অধ্যায়: পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি সব প্রশ্ন দেওয়া হয়েছে । এগুলো ভালো করে প্র্যাক্টিস করলে 1 st টার্ম পরীক্ষায় ভালো রেজাল্ট হবেই

পঞ্চম শ্রেণীর বিজ্ঞান – পঞ্চম শ্রেণী তৃতীয় অধ্যায়: পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি | West Bengal Class 5 Science Question Answers

অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই  “তৃতীয় অধ্যায়: পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি | West Bengal Class 5 Science “পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই  Bigyansiksha  ওয়েবসাইটের পাশে থাকুন। যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করুন , ধন্যবাদ।

  • 5.1 ভারত: অবস্থান ও প্রশাসনিক বিভাগ | Class 10 Geography Short Question and Answer 2025
    5.1 ভারত: অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th Madhyamik Geography Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট তোমরা যারা মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য 5.1 ভারত: অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়)  MCQ প্রশ্ন ও …

    Read more

  • চক্রপাণি দত্ত: কিংবদন্তী চিকিৎসক ও পণ্ডিত
    চক্রপাণি দত্ত ছিলেন বিখ্যাত একজন আদর্শ চিকিৎসক এবং শারীরতত্ত্ববিদ। বহু দূর থেকে রোগীরা তাঁর কাছে চিকিৎসার জন্য আসতেন। তিনি রোগীদের চিকিৎসা করতেন আনন্দ সহকারে এবং অবসর সময়ে বই লিখতেন। তাঁর রচিত গ্রন্থগুলির মধ্যে ‘চিকিৎসা সংগ্রহ‘, ‘দ্রব্য গুণ‘ এবং ‘সর্বসার সংগ্রহ‘ উল্লেখযোগ্য। ‘চক্রদত্ত‘ নামক গ্রন্থে তিনি চিকিৎসা সংক্রান্ত বিষয় লিপিবদ্ধ করেছেন। টীকাকার ও উপাধি চক্রপাণি দত্ত …

    Read more

  • পশ্চিমবঙ্গ সরকারের EWS সার্টিফিকেট পাওয়ার পদ্ধতি | EWS Certificate West Bengal Criteria | EWS সার্টিফিকেট কি এবং কেন এটি গুরুত্বপূর্ণ?
    EWS সম্পূর্ণ কথাটি হল ইকনোমিক্যালি উই কার সেকশন (Economically Weaker Section) বা সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণি। EWS সার্টিফিকেটের মূল উদ্দেশ্য হলো সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অংশকে নির্দিষ্ট কিছু সরকারি সুযোগ সুবিধা দেওয়া।এই সার্টিফিকেট এর মাধ্যমে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি চাকরিতে 10% সংরক্ষণ পাওয়া যেতে পারে। শুধুমাত্র জেনারেল কাস্ট যারা অন্য কোন সংরক্ষণের অন্তর্ভুক্ত …

    Read more

  • ধাতুবিদ্যা দশম শ্রেণী – প্রশ্ন উত্তর | WBBSE Class 10th Physical Science Suggestion ভৌত বিজ্ঞান দশম শ্রেণী
    দশম শ্রেণী ভৌত বিজ্ঞান সাজেশন – WBBSE Class 10th Physical Science Suggestion – ধাতুবিদ্যা দশম শ্রেণী Chapter 8.5 – প্রশ্ন উত্তর নিচে দেওয়া হল । এই WBBSE Class 10th (X) Madhyamik Physical Science Suggestion – মাধ্যমিক দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান সাজেশন – ধাতুবিদ্যা দশম শ্রেণী – প্রশ্ন উত্তর  গুলি আগামী 2026 সালের পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভৌত বিজ্ঞান …

    Read more

  • তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া – প্রশ্ন উত্তর | WBBSE Class 10th Physical Science Suggestion ভৌত বিজ্ঞান দশম শ্রেণী
    দশম শ্রেণী ভৌত বিজ্ঞান সাজেশন – WBBSE Class 10th Physical Science Suggestion – তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া Chapter 8.3 – প্রশ্ন উত্তর নিচে দেওয়া হল । এই WBBSE Class 10th (X) Madhyamik Physical Science Suggestion – মাধ্যমিক দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান সাজেশন – তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া – প্রশ্ন উত্তর  গুলি আগামী সালের পশ্চিমবঙ্গ …

    Read more

  • মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবনের প্রবাহমানতা (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science Question and Answer 
    মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর : জীবনের প্রবাহমানতা (দ্বিতীয় অধ্যায়) Madhyamik Life Science Question and Answer : মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবনের প্রবাহমানতা (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science Question and Answer, দশম শ্রেণীর জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় এর প্রশ্ন উত্তর pdf  নিচে দেওয়া হলো MCQ প্রশ্নোত্তর | মাধ্যমিক জীবন বিজ্ঞান – …

    Read more

Leave a Comment