Class 11 Semester 1 Physics MCQ – Physical World and Measurement

Class 11 Semester 1 Physics MCQ
Class 11 Semester 1 Physics MCQ

Class 11 Physics First Semester Question and Answer 2025

একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পদার্থবিদ্যা বিষয়ের প্রশ্ন উত্তর ২০২

Class 11 Physics First Semester Question 2025 : একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পদার্থবিদ্যা বিষয়ের প্রশ্নপত্র ২০২৪ : Class 11 Semester 1 Physics MCQ 2025 | একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পদার্থবিদ্যা ভৌত জগৎ ও পরিমাপ প্রথম অধ্যায় বিষয়ের প্রশ্নপত্র ২০২৫  নিচে দেওয়া হলো। এই WBCHSE Class 11 Physics First Semester Question 2025 with Answer, Notes, Suggestion | Class 11 Physics First Semester Question 2025 – একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পদার্থবিদ্যা বিষয়ের প্রশ্নপত্র ২০২৫  থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন ও উত্তর (MCQ, Very Short, Short,  Descriptive Question and Answer) গুলি আগামী Class 11 Semester 1 Physics MCQ 2025 – পশ্চিমবঙ্গ একাদশ শ্রেণীর প্রথম ইউনিট টেস্টে পদার্থবিদ্যা ২০২৫ পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট

Class 11 Semester 1 Physics MCQ 2025

1. ক্ষমতার মাত্রা হল

(a) ML2T– 3

(b) ML2T-3

(c) M2L2T-2

(d) M2LT-2

উত্তর: (a) ML2T– 3

2. যে রাশির মাত্রা [শক্তি/ভর x দৈর্ঘ্য] রাশির মাত্রার সমান তা হল ভর দৈর্ঘ্য

(a) চাপ

(b) বল

(c) ত্বরণ

(d) ক্ষমতা

উত্তর: (c) ত্বরণ

3. মহাকর্ষ ধ্রুবক G-এর মাত্রা হল

(a) ML3T-2

(b) M– 1L– 3T– 2

(c) M– 1L3T2

(d) M-1L3T– 2

উত্তর: (d) M-1L3T– 2

4. সরল দোলকের সাহায্যে অভিকর্ষজ ত্বরণ g(= 4π2l / T2) ) নির্ণয়ের ক্ষেত্রে কার্যকর দৈর্ঘ্য l পরিমাপে 1% এবং দোলনকাল T পরিমাপে 2% ত্রুটি হলে g-এর পরিমাপে ত্রুটি হবে

(a) 3%

(b) 5%

(c) 2%

(d) 6%

উত্তর: (b) 5%

5. মিটার স্কেলের সাহায্যে কোনও দৈর্ঘ্য মেপে 10.1 cm পাওয়া গেল। এই পরিমাপে সর্বোচ্চ আনুপাতিক ত্রুটি হল

(a) 1%

(b) 0.1%

(c) 10%

(d) 1.01%

উত্তর: (a) 1%

6. A, B ও C তিনটি ভিন্ন ভিন্ন ভৌতরাশি। নীচের কোন রাশিমালাটি কখনোই অর্থপূর্ণ হতে পারে না?

(a) (A – B) / C

(b) AB – C

(c) AB/C

(d) (AC – B 2) / BC

উত্তর: (a) (A – B) / C

7. সমতলীয় কোণ একটি

(a) মাত্রাবিহীন, এককবিহীন রাশি

(b) মাত্রাযুক্ত, এককবিহীন রাশি

(c) মাত্রাবিহীন, এককযুক্ত রাশি

(d) মাত্রাযুক্ত, এককযুক্ত রাশি

উত্তর: (c) মাত্রাবিহীন, এককযুক্ত রাশি

৪. ভৌতরাশির নিম্নলিখিত কোন সেটটিকে মৌলিক রাশির সেট হিসাবে গণ্য করা যাবে না?

(a) দৈর্ঘ্য, ভর, বেগ

(c) দৈর্ঘ্য, সময়, বেগ

(b) দৈর্ঘ্য, ভর, সময়

(d) ভর, সময়, বেগ

উত্তর: (c) দৈর্ঘ্য, সময়, বেগ

9. SI পদ্ধতিতে উন্নতার একক হল

(a) °C

(b) °F

(c)°K

(d) K

উত্তর: (d) K

10. নিউক্লিয়াসের ব্যাসার্ধকে প্রকাশ করার জন্য যে এককটি ব্যবহার করা হয় তা হল

(a) অ্যাংস্ট্রম

(b) পারসেক

(c) মাইক্রন

(d) ফার্মি

উত্তর: (d) ফার্মি

11. কোনও একক পদ্ধতিতে ভর, দৈর্ঘ্য ও সময়ের একক হিসাবে যথাক্রমে 10 g, 10 cm এবং 0.1 s -কে নেওয়া হল। ওই পদ্ধতিতে বলের একক X হলে, 1 X যার সমতুল হবে তা হল

(a) 10 4 dyn

(b) 10 5 dyn

(c) 10 6 dyn

(d) 10 7 dyn

উত্তর: (a) 10 4 dyn

12. কোনও ভৌতরাশির মাত্রা-সংকেত [ML2T– 2] | তাহলে রাশিটি অবশ্যই

(a) কার্য

(c) শক্তি

(b) টর্ক

(d) যে কোনোটি হতে পারে

উত্তর: (d) যে কোনোটি হতে পারে

13. প্ল্যাঙ্ক ধ্রুবক h. শক্তি E এবং কম্পাঙ্ক  V-এর মধ্যে সম্পর্ক হল E = hv তাহলে h-এর মাত্রা ও নীচের কোন রাশির মাত্রা অভিন্ন হবে?

(a) কার্য

(b) টর্ক

(c) পীড়ন

(d) কৌণিক ভরবেগ

উত্তর: (d) কৌণিক ভরবেগ

14. যদি বেগ C, চাপ P এবং ঘনত্ব p-এর মধ্যে সম্পর্ক C=√KP/p হয়, তাহলে K-এর মাত্রা হল 

(a) M0L0T– 1

(b) M0L1T– 1

(c) M1L0T1

(d) M0L0T0

উত্তর: (d) M0L0T0

15. ধরো, Z = XY এখন পরীক্ষা করে মেপে X = 2.1 cm এবং Y=3.12 cm পাওয়া গেল। তাহলে Z-এর মান সঠিক সংখ্যক সার্থক অঙ্কে হবে

(a) 6.552 cm2

(b) 6.55 cm2

(c) 6.5 cm2

(d) 6 cm²

উত্তর : (c) 6.5 cm2

16. কোনও স্বচ্ছ মাধ্যমের প্রতিসরাঙ্ক u এবং আলোর তরঙ্গদৈর্ঘ্য y-এর মধ্যে সম্পর্ক হল u =A+ B/y2 ,তাহলে বলা যায় যে, 

(a) A ও B উভয়েই মাত্রাহীন

(b) A মাত্রাহীন ও B-এর মাত্রা [M0L2T0]

(c) A মাত্রাহীন ও B-এর মাত্রা [M0L-2T0]

(d) A ও B উভয়েই মাত্রাযুক্ত এককবিহীন রাশি

উত্তর: (b) A মাত্রাহীন ও B-এর মাত্রা [M0L2T0]

17. ক্ষেত্রফল (A), বেগ (V) ও ঘনত্ব (D)-কে মূলরাশি ধরলে বল F-এর মাত্রা-সংকেত হবে

(a) AVD

(b) AVD2

(c) A2VD

(d) AVD

উত্তর: (d) AVD

18. নীচের কোন রাশিটির মাত্রা-সংকেত [M-1L3T-2] ?

(a) কৌণিক ভরবেগ

(b) কার্য

(c) দৃঢ়তা গুণাঙ্ক

(d) মহাকর্ষ ধ্রুবক

উত্তর: (d) মহাকর্ষ ধ্রুবক

19. নীচের কোনটি মাত্রাযুক্ত ধ্রুবক?

(a) আপেক্ষিক ঘনত্ব

(b) বিকৃতি

(c) পোয়াসোঁর অনুপাত

(d) মহাকর্ষ ধ্রুবক

উত্তর: (d) মহাকর্ষ ধ্রুবক

20. A এবং B দুটি ভিন্ন মাত্রাযুক্ত রাশি হলে নীচের কোন গাণিতিক প্রক্রিয়াটি তাৎপর্যপূর্ণ হতে পারে?

(a) A + B

(b) A – B

(c ) A/B 

(d) কোনোটিই নয়

উত্তর: (c ) A/B

21. একটি পরিবর্তনশীল বল F-কে F = at2 সমীকরণ দ্বারা প্রকাশ করা গেলে a-এর মাত্রা হবে

(a) ML2T-4

(b) ML2T-3

(c) ML2T-2

(d) MLT

উত্তর: (a) ML2T-4

22. বলের ঘাতের মাত্রা-সংকেত হল”

(a) ML2T-2

(b) MLT-1

(c) ML– 1T- 1

(d) ML2T-3

উত্তর: (b) MLT-1

23. t সময়ে কোনও কণার গতিবেগ v-কে v = at + bt2 সমীকরণ দ্বারা প্রকাশ করা যায়। এই সমীকরণে b-এর মাত্রা হল

(a) L

(b) LT– 1

(c) LT– 2

(d) LT– 3

উত্তর: (d) LT– 3

24. তিনটি ভৌতরাশি A, B ও C-এর পরিমাপে আনুপাতিক ত্রুটি যথাক্রমে x, y এবং z। তাহলে AB/C রাশিটির পরিমাপে সর্বোচ্চ আনুপাতিক ত্রুটি হবে

(a) x + y -z

(b) x + y +z

(c) (xy)/z

(d) xy-z

উত্তর: (d) xy-z

25. k স্প্রিং ধ্রুবকযুক্ত একটি হালকা স্প্রিং থেকে ঝোলানো m ভরের একটি বস্তুর কম্পনের পর্যায়কাল T=c. k a ,m b , যেখানে c একটি মাত্রাহীন ধ্রুবক। তাহলে a ও b-এর মান হল যথাক্রমে

(c)  a = b = 1/2

(a)  a = – 1/2,  b = 1/2

(b)  b =  -1/2 , a = 1/2

(d) a = b = – 1/2

উত্তর: (c)  a = b = 1/2

26. l দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরু নলের মধ্য দিয়ে জল প্রবাহিত হচ্ছে, নলের দু’প্রান্তে চাপের পার্থক্য P হলে নল দিয়ে প্রতি সেকেন্ডে নির্গত জলের আয়তন হয় । তাহলে এই সমীকরণে ।-এর মাত্রা-সংকেত হবে V = (Pπr4)/(8nl)

(a) M-1 LT– 1

(b) ML– 1T– 1

(c) ML– 1T– 2

(d) ML2T– 2

উত্তর: (b) ML– 1T– 1

27. r ব্যাসার্ধের একটি গোলীয় সাবান বুদবুদের ভিতর অতিরিক্ত চাপ P = 4T / r, যেখানে T হল পৃষ্ঠটান। তাহলে T-এর মাত্রা-সংকেত হবে

(a) ML2T– 2

(b) ML2T– 1

(c) MLT

(d) MT– 2

উত্তর: (d) MT– 2

28. একটি গোলকের ব্যাসার্ধ মেপে (1 plus/minus 0.01) cm পাওয়া গেল। গোলকটির আয়তন পরিমাপে শতকরা ত্রুটি হবে

(a) 1%

(b) 3%

(c) 0.01%

(d) 1.01%

উত্তর: (b) 3%

29. একটি গোলকের আয়তন 1.84 cm3 | এই রকম 25টি গোলকের মোট আয়তন সঠিকভাবে প্রকাশ করলে হবে

(a) 0.46 x102 cm3

(b) 46 cm3

(c) 46.0 cm3

(d) 46.00 cm3

উত্তর: (c) 46.0 cm3

30. নীচের কোন রাশিদুটির মাত্রা একই?

(a) কৃতকার্য ও প্ল্যাঙ্ক ধ্রুবক

(b) বলের ঘাত ও ঘাতবল

(c) জড়তা ভ্রামক ও বলের ভ্রামক

(d) ইয়ং গুণাঙ্ক ও পীড়ন

উত্তর: (d) ইয়ং গুণাঙ্ক ও পীড়ন

31. N m – 1 এককটি নীচের কোন এককটির সমতুল?

(a) Jm– 1

(b) J m-2

(c) erg cm-1

(d) erg cm-2

উত্তর: (b) J m-2

32. বল (F), দৈর্ঘ্য (L) এবং সময় (T)-কে মৌলিক রাশি ধরলে ভরের মাত্রা হবে

(a) FLT-1

(b) F – 1L– 1T2

(c) FLT-2

(d) FL– 1T2

উত্তর:(d) FL– 1T2

33. r ব্যাসার্ধের একটি গোলক একটি তরলের মধ্য দিয়ে v সমবেগে উপর থেকে নীচে পরছে। যদি গোলকের উপর তরল দ্বারা প্রযুক্ত বল F= 6πnrv হয় তাহলে n এর মাত্রা হবে

(a) ML2T-2

(b) ML– 1

(c)ML-1T-1

(d) ML– 1T– 2

উত্তর: (c)ML-1T-1

34.  5.23 ohm একটি রোধের মধ্য দিয়ে 1.1A তড়িৎপ্রবাহ পাঠানো হচ্ছে। রোধটির প্রান্তীয় বিভব অর্থাৎ প্রবাহমাত্রা x রোধ-এর মান সঠিক সংখ্যক সার্থক অঙ্কে প্রকাশ করলে সেটি হবে

(a) 5.753 V

(b) 5.75 V

(c) 5.7 V

(d) 5.8 V

উত্তর: (d) 5.8 V

একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পদার্থবিদ্যা বিষয়ের প্রশ্নপত্র ২০২৫ প্রশ্ন ও উত্তর   

” Class 11 Physics First Semester Question 2024 | একাদশ শ্রেণীর  পদার্থবিদ্যা ভৌত জগৎ ও পরিমাপ প্রথম অধ্যায় – প্রশ্ন উত্তর  “ সমস্ত অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর একাদশ শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Eleven XI First Semester Question / WB Class 11  First Semester Question / WBCHSE  / West Bengal Council of Higher Secondary Education – WB Class 11 Exam / Class 11 First Semester Question / Class 11th First Semester Question / WB Class XI First Semester Question / Class 11 Pariksha  ) 

এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী সে কথা মাথায় রেখে BigyanSiksha.com এর পক্ষ থেকে একাদশ শ্রেণীর Physics পরীক্ষা প্রস্তুতিমূলক প্রথম সেমিস্টার প্রশ্নপত্র এবং প্রশ্ন ও উত্তর (Class 11 Physics First Semester Question / Class 11 Semester 1 Physics MCQ / Class XI Physics First Semester Question / Class 11 Pariksha Physics First Semester Question / Physics Class 11 Exam Guide  / Class 11th Physics MCQ , Short , Descriptive  Type Question and Answer  / Class 11 Semester 1 Physics MCQ  FREE PDF Downloa(D) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে।

ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস একাদশ শ্রেণীর পদার্থবিদ্যা পরীক্ষা প্রস্তুতিমূলক প্রথম সেমিস্টার’ পদার্থবিদ্যা ভৌত জগৎ ও পরিমাপ প্রথম অধ্যায়, প্রশ্নপত্র এবং প্রশ্ন ও উত্তর (Class 11 Physics First Semester Question / Class 11 Physics 1st Semester Question / West Bengal Eleven XI Question and Answer, First Semester Question / WBCHSE Class 11th Physics First Semester Question / Class 11 Physics Question and Answer 

Class 11 Semester 1 Physics MCQ | West Bengal WBCHSE Class 11 Exam First Semester Question 2025

Class 11 Physics Question and Answer, First Semester Question Download PDF: WBCHSE Class 11 Eleven XI Physics First Semester Question  is provided here. Class 11 Physics First Semester Questions Answers PDF Download Link in Free has been given below

West Bengal Class 11  Physics First Semester Question  Download. WBCHSE Class 11th Physics short question 1st Semester Question 2024 . Class 11 Physics First Semester Question download. Class 11 Semester 1 Physics MCQ. WB Class 11  Physics First Semester Question and important question and answer. Class 11 First Semester Question pdf.পশ্চিমবঙ্গ একাদশ শ্রেণীর  পদার্থবিদ্যাপরীক্ষার সম্ভাব্য প্রথম সেমিস্টার প্রশ্নপত্র ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। একাদশ শ্রেণীর পদার্থবিদ্যা পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই Class 11 Semester 1 Physics MCQ | একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার Physics বিষয়ের প্রশ্নপত্র, পদার্থবিদ্যা ভৌত জগৎ ও পরিমাপ প্রথম অধ্যায় ২০২৫ পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই এই  ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।

কৃতজ্ঞতা: অধ্যাপক বি. ঘোষ

  • 5.1 ভারত: অবস্থান ও প্রশাসনিক বিভাগ | Class 10 Geography Short Question and Answer 2025
    5.1 ভারত: অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th Madhyamik Geography Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট তোমরা যারা মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য 5.1 ভারত: অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়)  MCQ প্রশ্ন ও …

    Read more

  • চক্রপাণি দত্ত: কিংবদন্তী চিকিৎসক ও পণ্ডিত
    চক্রপাণি দত্ত ছিলেন বিখ্যাত একজন আদর্শ চিকিৎসক এবং শারীরতত্ত্ববিদ। বহু দূর থেকে রোগীরা তাঁর কাছে চিকিৎসার জন্য আসতেন। তিনি রোগীদের চিকিৎসা করতেন আনন্দ সহকারে এবং অবসর সময়ে বই লিখতেন। তাঁর রচিত গ্রন্থগুলির মধ্যে ‘চিকিৎসা সংগ্রহ‘, ‘দ্রব্য গুণ‘ এবং ‘সর্বসার সংগ্রহ‘ উল্লেখযোগ্য। ‘চক্রদত্ত‘ নামক গ্রন্থে তিনি চিকিৎসা সংক্রান্ত বিষয় লিপিবদ্ধ করেছেন। টীকাকার ও উপাধি চক্রপাণি দত্ত …

    Read more

  • পশ্চিমবঙ্গ সরকারের EWS সার্টিফিকেট পাওয়ার পদ্ধতি | EWS Certificate West Bengal Criteria | EWS সার্টিফিকেট কি এবং কেন এটি গুরুত্বপূর্ণ?
    EWS সম্পূর্ণ কথাটি হল ইকনোমিক্যালি উই কার সেকশন (Economically Weaker Section) বা সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণি। EWS সার্টিফিকেটের মূল উদ্দেশ্য হলো সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অংশকে নির্দিষ্ট কিছু সরকারি সুযোগ সুবিধা দেওয়া।এই সার্টিফিকেট এর মাধ্যমে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি চাকরিতে 10% সংরক্ষণ পাওয়া যেতে পারে। শুধুমাত্র জেনারেল কাস্ট যারা অন্য কোন সংরক্ষণের অন্তর্ভুক্ত …

    Read more

  • ধাতুবিদ্যা দশম শ্রেণী – প্রশ্ন উত্তর | WBBSE Class 10th Physical Science Suggestion ভৌত বিজ্ঞান দশম শ্রেণী
    দশম শ্রেণী ভৌত বিজ্ঞান সাজেশন – WBBSE Class 10th Physical Science Suggestion – ধাতুবিদ্যা দশম শ্রেণী Chapter 8.5 – প্রশ্ন উত্তর নিচে দেওয়া হল । এই WBBSE Class 10th (X) Madhyamik Physical Science Suggestion – মাধ্যমিক দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান সাজেশন – ধাতুবিদ্যা দশম শ্রেণী – প্রশ্ন উত্তর  গুলি আগামী 2026 সালের পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভৌত বিজ্ঞান …

    Read more

  • তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া – প্রশ্ন উত্তর | WBBSE Class 10th Physical Science Suggestion ভৌত বিজ্ঞান দশম শ্রেণী
    দশম শ্রেণী ভৌত বিজ্ঞান সাজেশন – WBBSE Class 10th Physical Science Suggestion – তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া Chapter 8.3 – প্রশ্ন উত্তর নিচে দেওয়া হল । এই WBBSE Class 10th (X) Madhyamik Physical Science Suggestion – মাধ্যমিক দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান সাজেশন – তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া – প্রশ্ন উত্তর  গুলি আগামী সালের পশ্চিমবঙ্গ …

    Read more

  • মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবনের প্রবাহমানতা (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science Question and Answer 
    মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর : জীবনের প্রবাহমানতা (দ্বিতীয় অধ্যায়) Madhyamik Life Science Question and Answer : মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবনের প্রবাহমানতা (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science Question and Answer, দশম শ্রেণীর জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় এর প্রশ্ন উত্তর pdf  নিচে দেওয়া হলো MCQ প্রশ্নোত্তর | মাধ্যমিক জীবন বিজ্ঞান – …

    Read more

Leave a Comment