মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর : অভিব্যক্তি ও অভিযোজন প্রশ্ন উত্তর (চতুর্থ অধ্যায়) Madhyamik Life Science Question and Answer : মাধ্যমিক জীবন বিজ্ঞান – অভিব্যক্তি ও অভিযোজন প্রশ্ন উত্তর 2025| Madhyamik Life Science Question and Answer নিচে দেওয়া হলো

MCQ প্রশ্নোত্তর | মাধ্যমিক জীবন বিজ্ঞান – অভিব্যক্তি ও অভিযোজন প্রশ্ন উত্তর 2025 (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science Question and Answer :
মাধ্যমিক জীবন বিজ্ঞান এর চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন প্রশ্ন উত্তর 2025 থেকে mcq প্রশ্নোত্তর গুলি আলোচনা করা হলো যেগুলি মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও যদি কোন প্রশ্ন থাকে সেগুলি কমেন্ট অংশে জানাতে পারো
1. প্রাণের উৎপত্তির জন্য কোন যৌগটি সবচেয়ে প্রয়োজন –
(a) প্রোটিন
(b) উৎসেচক
(c) নিউক্লিক অ্যাসিড
(d) শর্করা
উত্তর: (c ) নিউক্লিক অ্যাসিড
2. জীবনের উৎপত্তির রাসায়নিক তত্ত্বটি প্রকাশ করেন-
(a) মিলার ও ফক্স
(b) ওপারিন ও হ্যালডেন
(c) মিলার ও ওয়াটসন
(d) ওয়াটসন ও ক্লিক
উত্তর: (b) ওপারিন ও হ্যালডেন
3. যোগ্যতমের উদবর্তন কথাটির সমার্থক কে?-
(a) ডারউইন
(b) ল্যামার্ক
(c) স্পেন্সার
(d) হুগো দি ভ্রিস
উত্তর: (a) ডারউইন
4. ‘অরিজিন অফ স্পিসিস’ গ্রন্থটির লেখক কে-
(a) ডারউইন
(b) ল্যামার্ক
(c ) হুগ ডি ভ্রিস
(d) স্পেন্সার
উত্তর: (a) ডারউইন
5. ডারউইন তত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয় টি হল-
(a) পৃথক ভবন
(b) স্বাধীন সঞ্চারণ
(c) প্রাকৃতিক নির্বাচন
(d) উত্তরাধিকার
উত্তর: (c ) প্রাকৃতিক নির্বাচন
6. অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম কার মতবাদ-
(a) ডারউইন
(b) মেন্ডেল
(c) ল্যামার্ক
(d) ভাইসম্যান
উত্তর: (a) ডারউইন
7. ঘোড়ার আদি পূর্বপুরুষ কোনটি-
(a) প্লায়োহিপ্পাস
(b) মেসো হিপ্পাস
(c) ইউহিপ্পাস
(d) ইকুয়াস
উত্তর: (c ) ইউহিপ্পাস
8. নিচের কোনটি সমসংস্থ অঙ্গ নয়-
(a) পাখির ডানা, ঘোড়ার অগ্রপদ,মানুষের হস্ত
(b) আদা, আলু, ওল
(c) পতঙ্গের ডানা, পাখির ডানা, বাদুড়ের ডানা
(d) ব্যাঙের অগ্রপদ, পাখির ডানা, তিমির পাখনা
উত্তর: (c ) পতঙ্গের ডানা, পাখির ডানা, বাদুড়ের ডানা
9. কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়-
(a) গিনিপিগের সিকাম
(b) মানুষের কক্সিস
(c) মানুষের কানের পেশি
(d) পুরুষ মানুষের স্তনগ্রন্থি
উত্তর: (a) গিনিপিগের সিকাম
10. উটে লোহিত রক্ত কণিকা দেখতে কেমন-
(a) ডিম্বাকার নিউক্লিয়াসযুক্ত
(b) ডিম্বাকার নিউক্লিয়াস বিহীন
(c) গোলাকার নিউক্লিয়াস যুক্ত
(d) গোলাকার নিউক্লিয়াস বিহীন
উত্তর: (b) ডিম্বাকার নিউক্লিয়াস বিহীন
17. পর্ণ কান্ড হলো-
(a) পরিবর্তিত পাতা
(b) পরিবর্তিত কান্ড
(c) রূপান্তরিত বৃন্ত
(d) কোনোটিই নয়
উত্তর: (b) পরিবর্তিত কান্ড
18. প্রথম জীবন সৃষ্টি হয়েছিল কোথায়?-
(a) মহাশূন্যে
(b) বায়ুমন্ডলে
(c) সমুদ্রে
(d) বারিমন্ডলে
উত্তর: (d) বারিমন্ডলে
19. কুমিরের হৃদপিন্ডের প্রকোষ্টের সংখ্যা হল-
(a)3 টি
(b)2 টি
(c)4 টি
(d)6 টি
উত্তর: (c )4 টি
20. কোনটি জেরোফাইট উদ্ভিদ-
(a) সুন্দরী
(b) ক্যাকটাস
(c) বট
(d) পদ্ম
উত্তর: (b) ক্যাকটাস
21. নিউম্যাটো ফোর কোথায় দেখা যায়-
(a) হ্যালোফাইট উদ্ভিদে
(b) জেরোফাইট উদ্ভিদে
(c) মেসোফাইট উদ্ভিদে
(d) হাইড্রোফাইট উদ্ভিদে
উত্তর: (a) হ্যালোফাইট উদ্ভিদে
22. নিচের কোনটি মাছের যুগ্ম পাখনা-
(a) শ্রোণি পাখনা
(b) পুচ্ছ পাখনা
(c) পৃষ্ঠ পাখনা
(d) পায়ু পাখনা
উত্তর:(a) শ্রোণি পাখনা
23. নিচের কোন পরিবর্তনটি ঘোড়ার মধ্যে ঘটেনি-
(a) পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি
(b) পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি
(c) পায়ের তৃতীয় আঙ্গুলের দৈর্ঘ্যে ও প্রস্থে বৃদ্ধি
(d) সমগ্র দেহের আকার বৃদ্ধি
উত্তর: (b) পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্যে ও প্রস্থে বৃদ্ধি
24. নিউম্যাটো ফোর হল-
(a) কাণ্ড রন্ধ্র
(b) শ্বাস রন্ধ্র
(c) পত্র রন্ধ্র
(d) কোনোটিই নয়
উত্তর: (a) শ্বাসরন্ধ্র
25. নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগল নৃত্য করে থাকে-
(a) প্রজনন সঙ্গী খোঁজা
(b) অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানো
(c) নতুন মৌচাকে স্থান নির্ধারণ করা
(d) সম্ভাব্য শত্রুর আক্রমণ এড়ানো
উত্তর: (b) অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানো
26. রাসায়নিক বিবর্তনবাদ কার মতবাদ-
(a) ওপারিন
(b) হ্যালডেন
(c) ল্যামার্ক
(d) ওপারিন ও হ্যালডেন
উত্তর: (d) ওপারিন ও হ্যালডেন
27. পট কর কোথায় রেড গ্রন্থি থাকে-
(a) অগ্র প্রকোষ্ঠে
(b) পশ্চাৎ প্রকোষ্ঠ
(c) উভয় প্রকোষ্ঠে
(d) কোনোটিই নয়
উত্তর: (a) অগ্র প্রকোষ্ঠে
28. নিচের কোনটি একই খাদ্যের জন্য অন্ত প্রজাতিগত সংগ্রাম-
(a) শকুন ও হয়নার মধ্যে সংগ্রাম
(b) ঈগল ও চিলের মধ্যে সংগ্রাম
(c) পুকুরে রুই মাছের মধ্যে সংগ্রাম
(d) বক ও মাছরাঙার মধ্যে সংগ্রাম
উত্তর: (c ) পুকুরে রুই মাছের মধ্যে সংগ্রাম
29. পায়রার বায়ুথলিতে এয়ার স্যাক থাকে- (a)7 টি (b)9 টি (c)6 টি (d)11 টি
উত্তর: (b)9 টি
30. পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল-
(a) হাইড্রোজেন
(b) মিথেন
(c) অ্যামোনিয়া
(d) অক্সিজেন
উত্তর: (d) অক্সিজেন
31. জীবনের রাসায়নিক উৎপত্তি পরীক্ষামূলকভাবে প্রমাণ করেন-
(a) ফ্রান্সিস কিক
(b) চার্লস ডারউইন
(c) মিলার ও উরে
(d) রবার্ট হুক
উত্তর: (c ) মিলার ও উরে
32. একটি লুপ্তপ্রায় অঙ্গ হল-
(a) কক্সিস
(b) মানুষের হৃদপিণ্ড
(c) বাঁদরের যকৃত
(d) পাখির ডানা
উত্তর: (a) কক্সিস
33. ব্যবহার এবং অব্যবহার ধারণা প্রবর্তন করেন-
(a) ল্যামার্ক
(b) ডারউইন
(c) ওপারিন
(d) হ্যালডেন
উত্তর: (a) ল্যামার্ক
34. অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এর প্রণেতা কে-
(a) ডারউইন
(b) ল্যামার্ক
(c) হুগো দা ভ্রিস
(d) রাসেল ওয়ালেস
উত্তর: (b) ল্যামার্ক
35. নিচের কোনটি আন্ত প্রজাতিগত সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্ত কর-
(a) মশার লার্ভা খাওয়ার জন্য গাপ্পি মাছদের মধ্যে সংগ্রাম
(b) ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও প্যাঁচার মধ্যে সংগ্রাম
(c) একই জায়গায় ঘাস খাওয়ার জন্য একদল হরিণীদের মধ্যে সংগ্রাম
(d) হরিণ শিকারের জন্য একটি জঙ্গলের বাঘেদের মধ্যে সংগ্রাম।
উত্তর: (b) ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও প্যাঁচার মধ্যে সংগ্রাম
36. মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত একটি গ্যাস হল-
(a) অক্সিজেন
(b) কার্বন ডাই অক্সাইড
(c) মিথেন
(d) অ্যাসিটিলিন
উত্তর: (c ) মিথেন
37. রোমান্থক ঘোড়া হলো-
(a) ইকুয়াস
(b) প্লিওহিপ্পাস
(c) মেসোহিপ্পাস
(d) মেরিচিপ্পাস
উত্তর:( d) মেরিচিপ্পাস
38. কোন উদ্ভিদে বাষ্পমোচন হাসে পাতা কাঁটায় রূপান্তরিত হয়?-
(a) মটর
(b) ডালিয়া
(c) সুন্দরী
(d) ফনিমনসা
উত্তর: (d) ফনিমনসা
39. আদি কোষের অপর নাম হল-
(a) প্রোটোসেল
(b) কোয়াসারভেট
(c) মাইক্রোস্ফিয়ার
(d) হ্যালডেন
উত্তর: (a) প্রোটোসেল
40. হট ডাইলিউট সুপ কথাটি প্রথম বলেন-
(a) ওপারিন
(b) হ্যালডেন
(c) ল্যামার্ক
(d) ডারউইন
উত্তর: (b) হ্যালডেন
41. নিচের কোন টি অস্থি যুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয়-
(a) রেড গ্রন্থি
(b) গ্যাস্ট্রিক গ্রন্থি
(c) অগ্র প্রকোষ্ঠ
(d) রেটিয়া মিরাবিলিয়া
উত্তর: (d) রেটিয়া মিরাবিলিয়া
42. নিচের কোনটি সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য-
(a) উৎপত্তিগতভাবে ভিন্ন
(b) গঠনগত দিক থেকে সম্পূর্ণ আলাদা
(c) অভিসারী বিবর্তনকে সমর্থন করে
(d) কাজ আলাদা কিন্তু উৎপত্তিগত ভাবে এক
উত্তর: (d) কাজ আলাদা কিন্তু উৎপত্তিগত ভাবে এক
43. উটের অতিরিক্ত জলক্ষয় শহরের ক্ষমতার কারণটি হল-
(a) এদের লোহিত রক্তকণিকা লম্বাটে
(b) এদের মল মূত্রে জলের পরিমাণ খুব কম থাকে
(c) এদের প্রচুর ঘর্মগ্রন্থী থাকে
(d) এদের কুঁজে জল সঞ্চিত থাকে
উত্তর: (d)এদের কুঁজে জল সঞ্চিত থাকে
44. পরিবেশের নানা ইঙ্গিত এর প্রভাবে জীব স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণাধীনে বিভিন্ন ক্রিয়া সম্পন্ন করে থাকে, এই ঘটনাকে কি নামে অভিহিত করা হয়-
(a) জনন
(b) বিবর্তন
(c) আচরণ
(d) পরি ভ্রমণ
উত্তর: (c ) আচরণ
45. ‘ফিলোজফি জুওলজিক’ গ্রন্থটির লেখক হলেন-
(a) হেকেল
(b) ল্যামার্ক
(c) ওপারিন
(d) ডারউইন
উত্তর: (b) ল্যামার্ক
46. একটি অলিন্দ এবং একটি নিলয় নিয়ে গঠিত হৃৎপিণ্ড যুক্ত প্রাণীটি হল-
(a) মাছ
(b) ব্যাং
(c) সাপ
(d) কুমির
উত্তর: (a) মাছ
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর | মাধ্যমিক জীবন বিজ্ঞান – অভিব্যক্তি অভিযোজন (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science Question and Answer :
মাধ্যমিক জীবন বিজ্ঞান এর চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন প্রশ্ন উত্তর থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর গুলি এখানে আলোচনা করা হলো। এই প্রশ্নোত্তর গুলি আসন্ন মাধ্যমিক পরীক্ষায় গুরুত্বপূর্ণ
1. যদি চাহিদা থাকলেই নতুন অঙ্গ সৃষ্টি হতে পারে তাহলে মানুষের আজ দুটি ডানা থাকত ল্যামার্ক এর মতবাদকে খন্ডন করে তোমার ব্যাখ্যা দাও।
উত্তর: বিজ্ঞানী ল্যামার্ক বলে গেছেন যে পরিবেশের সঙ্গে মানিয়ে চলার জন্য কোন জীবের অঙ্গের বিভিন্ন রকম পরিবর্তন ঘটে এবং তা বংশানুক্রমে এক জীব থেকে অন্য জীবে সঞ্চারিত হতে থাকে। কিন্তু মানুষের ক্ষেত্রে আকাশে ওড়ার জন্য তাহলে আজ দুটি ডানা থাকার কথা। কিন্তু তা মানুষের নেই। এ থেকে স্পষ্ট যে চাহিদা থাকলেও সব সময় নতুন অঙ্গ সৃষ্টি হয় না।
2. বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গ সংস্থান গত অভিযোজন উল্লেখ কর।
উত্তর: ক্যাকটাসের কান্ড জল শোষণ করে স্ফীত ও রসালো হয়ে পর্নকাণ্ডে পরিণত হয়েছে।
3. পেঙ্গুইন রা ওনার জন্য ডানা ব্যবহার না করার কারণে সেগুলি ছোট হয়ে গেছে এটি কোন বিবর্তন ধারণা দিয়ে ব্যাখ্যা করতে পারো?
উত্তর: পরে আপডেট করা হবে
4. হৃদপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে?
উত্তর: তিনটি। দুটি অলিন্দ এবং একটি অর্ধ বিভক্ত নিলয়
5. ঘোড়ার কোন আঙুল ক্ষুরে রূপান্তরিত হয়?
উত্তর: ঘোড়ার তৃতীয় আঙ্গুলটি
6. ঘোড়ার অগ্রপথ ও পাখির ডানা কি প্রকারের অঙ্গ?
উত্তর: সমসংস্থ অঙ্গ
7. উদ্ভিদের একটি লুপ্তপ্রায় অঙ্গের নাম লেখ।
উত্তর: কালকাসুন্দা ফুলের নিষ্ক্রিয় পুংকেশর বা স্ট্যামিনোড
8. যোগ্যতমের উদবর্তন কার ধারণা?
উত্তর: ডারউইন
9. প্রাকৃতিক নির্বাচন কার ধারণা?
উত্তর: চার্লস ডারউইন
10. ঊষাকালের ঘোড়া বলা হয় কোন ঘোড়াটিকে?
উত্তর: ইউহিপ্পাস
11. ডারউইনবাদের একজন সমালোচক এর নাম লেখ।
উত্তর: বিজ্ঞানী গোলস্মিথ
12. রুই মাছকে ভাসতে ও ডুবতে সাহায্য করে কোন অঙ্গ?
উত্তর: পটকা
13. পায়রার খেচর অভিযোজনে বায়ুথলির একটি ভূমিকা লেখ।
উত্তর: পায়রার দেহের আপেক্ষিক গুরুত্ব কমিয়ে পায়রার দেহকে হালকা করে বাতাসে ভেসে থাকতে সাহায্য করে।
14. কোয়াসারভেট এর সাথে নিউক্লিক অ্যাসিড যুক্ত হলে তাকে কি বলা হয়?
উত্তর: প্রোটোসেল
15. মেরিচিপ্পাস কোন যুগের ঘোড়া?
উত্তর: মায়সিন
16. পায়রার বায়ুথলির সংখ্যা কটি?
উত্তর: 9 টি
17. মৌমাছির নৃত্য কয় প্রকার?
উত্তর: দুই প্রকার যথা-ওয়াগল নৃত্য ও রাউন্ড ড্যান্স
18. কেমোজেনি তত্ত্ব দেন কোন কোন বিজ্ঞানী?
উত্তর: ওপারিন ও হ্যালডেন
19. শর্করার রাসায়নিক উপাদানগুলি কি ছিল?
উত্তর: গ্লুকোজ, সুক্রোজ, ফ্রুক্টোজ
20. ডারউইন যে জাহাজে করে ভ্রমণ করেছিলেন তার নাম কি ছিল?
উত্তর: HMS BEAGLE
21. ল্যামার্কের বিপক্ষে কোন বিজ্ঞানী মত পোষণ করেন?
উত্তর: বিজ্ঞানী ভাইসম্যান
22. কোন প্রাণীর হৃৎপিণ্ডকে ভেনাস হৃদপিন্ড বলে?
উত্তর: মাছ
23. শ্বাসমূল কোন গাছে দেখা যায়?
উত্তর: সুন্দরী গাছ
24. শিম্পাঞ্জিরা কিভাবে শক্ত খোলা ভেঙ্গে বাদাম খায়?
উত্তর: পাথরকে হাতুড়ির মতো ব্যবহার করে শিম্পাঞ্জিরা শক্ত খোলা ভাঙে
25. মিউটেশন তত্ত্ব এর প্রবক্তা কে ছিলেন?
উত্তর: হুগো দ্য ভ্রিস
26. সমসংস্থ অঙ্গ কোন ধরনের বিবর্তনকে সমর্থন করে?
উত্তর: অপসারী বিবর্তন
27. সমবৃত্তীয় অঙ্গ কোন ধরনের বিবর্তনকে সমর্থন করে?
উত্তর: অভিসারী বিবর্তন
28. আধুনিক ঘোড়ার নাম কি?
উত্তর: ইকুয়াস
29. ডারউইনের গ্রন্থের নাম কি?
উত্তর:‘On the Origin of Species by Means of Natural Selection’
30. একটি সমবৃত্তীয় অঙ্গে উদাহরণ দাও?
উত্তর: পতঙ্গের ডানা, বাদুড়ের ডানা, পাখির ডানা
31. লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ কর।
উত্তর: সুন্দরী গাছের পাতায় লবণ শোষণ করে রাখার জন্য লবণ গ্রন্থি থাকে।
32. কোয়াসারভেট এর প্রবক্তা কে?
উত্তর: বিজ্ঞানী ওপারিন
33. মাইক্রোস্ফিয়ারের প্রবক্তা কে?
উত্তর: বিজ্ঞানী ফক্স
34. নারকেলের নিষ্ক্রিয় গর্ভকেশর কে কি বলা হয়?
উত্তর: পিস্টিনোড
35. জীবন উৎপত্তির আদি পর্যায় কোনটি কিছু বৃহৎ অণুর সমন্বয় ছিল?
উত্তর: কোয়াসারভেট
36. কোন বিজ্ঞানী মৌমাছিদের নৃত্যের ভাষা আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান?
উত্তর: বিজ্ঞানী কার্ল ভন ফিশ
37. উটের পাকস্থলীতে জল সঞ্চয়ের জন্য কি থাকে?
উত্তর: ওয়াটার স্যাক
38. শিম্পাঞ্জিরা পরজীবী দ্বারা আক্রান্ত হলে কি করে?
উত্তর: শিম্পাঞ্জিরা বিভিন্ন ধরনের ভেষজ উদ্ভিদ খুঁজে এনে ভক্ষণ করে
39. কোন বিজ্ঞানী শিম্পাঞ্জিদের সঙ্গে অনেক বছর কাটিয়েছিলেন?
উত্তর: বিজ্ঞানী জেন গুডাল
40. পায়রার চোখে কোন অঙ্গ থাকে দূর থেকে কোন কিছু দেখার জন্য?
উত্তর: পেকটিন নামক অঙ্গ
41. পায়রার দেহকে হালকা করার জন্য কি কি থাকে না?
উত্তর: চোয়ালের দাঁত, পৌষ্টিকতন্ত্রে পাকস্থলী, পিত্তাশয়, রেচনতন্ত্রের মুত্রাশয়, ডান ডিম্বাশয় ও ডান ডিম্বনালী
42. উট একসাথে প্রায় কত গ্যালন জল পান করতে পারে?
উত্তর: 25-32 গ্যালন
43. উটের লোহিত রক্ত কণিকা প্রায় কত শতাংশ প্রসারিত হতে পারে?
উত্তর: 240%
44. উটের লোহিত রক্তকণিকার আকৃতি কেমন হয়?
উত্তর: ডিম্বাকার
45. ক্যাকটাসের দেহে স্থূল , চ্যাপ্টা, রসালো, সবুজ কান্ডকে কি বলে?
উত্তর: পর্ণ কান্ড বা ফাইলোক্লেড
46. ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের সংযোগী উদ্ভিদ এর নাম লেখ।
উত্তর: নিটাম
47. কোন প্রাণী অঙ্গুরী মাল ও সন্ধিপদ-প্রাণীদের মধ্যে সংযোগ রক্ষা করে?
উত্তর: পেরিপেটাস
48. স্তন্যপায়ী ও সরীসৃপ দের মধ্যে সংযোগ রক্ষাকারী একটি প্রাণীর নাম লেখ।
উত্তর: প্লাটিপাস
49. কোন উদ্ভিদকে জেরোফাইট উদ্ভিদ বলে?
উত্তর: ক্যাকটাস
50. কালকাসুন্দা ফুলে কটি নিষ্ক্রিয় পুংকেশর থাকে?
উত্তর: কালকাসুন্দা ফুলে 10 টি পুংকেশরের মধ্যে 4 টি নিষ্ক্রিয় বা বন্ধ্যা
51. কোন বিজ্ঞানী বায়োজেনেটিক সূত্র প্রবর্তন করেন?
উত্তর: বিজ্ঞানী হেকেল
52. কোন ঘোড়ায় প্রথম খুরের আবির্ভাব ঘটে?
উত্তর:মেরিচিপ্পাস
53. আধুনিক ঘোড়ার উচ্চতা কত?
উত্তর: 150 সেমি
54. একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও।
উত্তর: প্লাটিপাস
55. জীবন্ত জীবাশ্ম কি?
উত্তর: যেসব জীব সুদূর অতীতে উৎপত্তি লাভ করেও কোনো রকম পরিবর্তন ছাড়াই পৃথিবীতে বিরাজমান তাদের জীবন্ত জীবাশ্ম বলে।
56. হোমোলগি কি?
উত্তর: বিভিন্ন জীব প্রজাতিতে প্রাপ্ত সমসংস্থ অঙ্গ অর্থাৎ অভ্যন্তরীণ গঠন সাদৃশ্য যুক্ত অঙ্গ সৃষ্টির ঘটনাকে হোমোলগি বলে।
57. অ্যানালগি কি?
উত্তর: সমবৃত্তীয় অঙ্গ সৃষ্টি ঘটনাকে বলা হয় অ্যানালগি।
58. আঙুর লতার আকর্ষ এবং বৈঁচি গাছের কন্টক কি ধরনের অঙ্গ?
উত্তর: সমসংস্থ অঙ্গ
59. পেঁয়াজের স্বল্প পত্র ও ক্যাকটাসের পত্রকন্টক কি ধরনের অঙ্গ?
উত্তর: সমসংস্থ অঙ্গ
60. মটরের আকর্ষ এবং আঙ্গুলতার আকর্ষ কি ধরনের অঙ্গ?
উত্তর: সমবৃত্তীয় অঙ্গ
61. ডারউইন আটলান্টিক মহাসাগরের কোন দ্বীপে ভ্রমণ করেছিলেন?
উত্তর: গ্যালাপোগাস
62. ল্যামার্কের সম্পূর্ণ নাম কি?
উত্তর: জাঁ ব্যাপটিস্ট দ্য মনেট ল্যামার্ক
63. ল্যামার্কের মতবাদকে কি বলা হয়?
উত্তর: ল্যামার্ক বাদ
64. বিজ্ঞানী ভাইসম্যান লেজবিহীন ইঁদুরের উপর কতজনু ধরে পরীক্ষা করেছিলেন?
উত্তর: 35 জনু
65. বিজ্ঞানী মিলার ও উড়ে তাদের পরীক্ষার জন্য কোন কোন গ্যাস নিয়েছিলেন?
উত্তর: মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেন
66. মিলার ও উরের পরীক্ষার জন্য প্রয়োজনীয় গ্যাস গুলির অনুপাত কত ছিল?
উত্তর: মিথেন: অ্যামোনিয়া: হাইড্রোজেন=2:2:1
67. মিলার ও উরের পরীক্ষায় উৎপন্ন দুটি পদার্থের নাম লেখ।
উত্তর: গ্লাইসিন, আলফা অ্যালানিন, অ্যাসপারটিক অ্যাসিড
68. প্রায় কত কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছিল?
উত্তর: 450 কোটি বছর আগে
69. প্রায় কত লক্ষ বছর আগে মানুষের সৃষ্টি হয়েছিল?
উত্তর: 1 লক্ষ
70. কোন বিজ্ঞানী ‘EVOLUTION’ কথাটি প্রথম ব্যবহার করেন?
উত্তর: হারবার্ট স্পেনসার
71. ওপারিন ও হ্যালডেনের মতবাদকে কি বলা হয়?
উত্তর: রাসায়নিক বিবর্তনবাদ
72. মিলার ও উরে তাদের পরীক্ষায় প্রাপ্ত পদার্থ গুলিকে কোন পদ্ধতিতে শনাক্ত করেছিলেন?
উত্তর: ক্রোমাটোগ্রাফি
73. সিডনি ফক্সের মতে অনেকগুলি অ্যামাইনো অ্যাসিড যুক্ত কি গঠন করেছিল?
উত্তর: প্রথমে প্রোটিনয়েড ও পরে মাইক্রোস্ফিয়ার
74. ইকুয়াস কোন যুগের ঘোড়া?
উত্তর: প্লিস্টোসিন
75. প্লিয়োহিপ্পাস কোন যুগের ঘোড়া?
উত্তর: প্লায়োসিন
76. ইওহিপ্পাস কোন যুগের ঘোড়া?
উত্তর:ইওসিন
77.মেরিচিপ্পাস কোন যুগের ঘোড়া?
উত্তর:মায়োসিন
78.মেসো হিপ্পাস কোন যুগের ঘোড়া?
উত্তর:অলিগোসিন
79. প্রত্ন জীব বিদ্যা কি?
উত্তর: জীব বিদ্যার যে শাখায় জীবাশ্ম নমুনা নিরীক্ষণ করে জীবের অতীত ও অভিব্যক্তি সম্বন্ধে ধারণা করা হয় তাকে প্রত্ন জীববিদ্যা বলে।
80. একটি উদ্ভিদ জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও।
উত্তর:গিংকো বাইলোবা
81.‘Ontogeny Repeats Phylogeny’ কথাটির প্রবর্তক কে?
উত্তর: বিজ্ঞানী হেকেল
82. প্রোটিন বিহীন RNA কে কি বলে?
উত্তর: নগ্ন জিন
83. জার্মপ্লাজম বাদ কার মতবাদ?
উত্তর: বিজ্ঞানী ভাইসম্যান
84. পক্ষী ও স্তন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষাকারী একটি মিসিং লিঙ্কের উদাহরণ দাও
উত্তর: আর্কিওপটেরিক্স
85. তিমির ফ্লিপার ও মানুষের হাত কি ধরনের অঙ্গ?
উত্তর: সমসংস্থ অঙ্গ
86. ওপারিন রচিত বইটির নাম লেখ।
উত্তর: ‘Origin of life on Earth’
87. প্রথম প্রাণের সঞ্চার ঘটেছিল কার মধ্যে?
উত্তর: ব্যাকটেরিয়ার মধ্যে
88. উচ্চ উষ্ণতায় পদার্থের দ্রুত প্রসারণকে কি বলে?
উত্তর: বিগ ব্যাং
89. পৃথিবীর আদি পরিবেশ কেমন ছিল?
উত্তর: বিজারণ ধর্মী
90. কত কোটি বছর আগে জীবের উৎপত্তি ঘটেছিল?
উত্তর: 300 কোটি বছর আগে
91.‘EVOLUTION’ কথাটির আক্ষরিক অর্থ লেখ।
উত্তর: ক্রম বিকাশ
92. জীব বিদ্যা শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর: ল্যামার্ক
93. সৃষ্টির আদিকালে পৃথিবীর উষ্ণতা কত ছিল?
উত্তর: 5000-6000°C
94. ডারউইন এর মতে কোন জীবেরা পৃথিবীতে টিকে থাকার সুযোগ পায়?
উত্তর: অনুকূল ভেদ সম্পন্ন জীবেরা
95. জীবের পপুলেশনে কখন অভিব্যক্তি ঘটে?
উত্তর: প্রকরণ বা ভেদ থাকলে
96. উটের দেহে জল পাওয়া যায় কোন বিপাকের ফলে?
উত্তর: ফ্যাট বিপাকের ফলে
97. মৌচাকে যে দু প্রকার করবি মৌমাছি থাকে তাদের নাম লেখ।
উত্তর: স্কাউট মৌমাছি ও ফোরেযার মৌমাছি
98. কোন অঙ্গ মাছের শ্বাসকার্য সাহায্য করে?
উত্তর: ফুলকা
99. মাছের উদস্থৈতিক অঙ্গ কোনটি?
উত্তর: পটকা
100. ওয়াগল নৃত্য কোন ইংরেজি সংখ্যার ন্যায় হয়?
উত্তর: ‘8’ আকৃতির ন্যায়
[ আরোও দেখুন:- Madhyamik All Subjects Suggestion 2024 Click here ]
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর | মাধ্যমিক জীবন বিজ্ঞান – অভিব্যক্তি অভিযোজন (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science Question and Answer :
মাধ্যমিক জীবন বিজ্ঞান এর চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন প্রশ্ন উত্তর 2025 থেকে সংক্ষিপ্ত প্রশ্ন ও তাদের উত্তরগুলি আলোচনা করা হলো। এই প্রশ্নোত্তর গুলি আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ
1. জৈব অভিব্যক্তি কাকে বলে?
উত্তর: যে মন্থর ও গতিশীল ধারাবাহিক প্রক্রিয়ায় কোন উদবংশীয় সরলতম জীব থেকে ক্রমান্বয়ে জটিল জীবের উদ্ভব হয় তাকে জৈব অভিব্যক্তি বলে।
2. গরম তরল সুপ কিভাবে তৈরি হয়েছিল?
উত্তর: প্রাচীন পৃথিবীতে প্রাণ উৎপত্তির পূর্বে প্রথম প্রাণকনা সৃষ্টির জন্য প্রয়োজনীয় বিভিন্ন রাসায়নিক উপাদান গুলি সমুদ্রের উত্তপ্ত জলে অবস্থান করতো। হ্যালডেনের মতে এইসব জৈব যৌগগুলি সমুদ্রের জলে মিশে গরম তরল সুপ বা হট ডাইলিউট স্যুপ নামক তরল রূপে অবস্থান করত।
3. মাইক্রোস্ফিয়ার মডেল কাকে বলে?
উত্তর: বিজ্ঞানী সিডনি ফক্সের মতানুসারে প্রাচীন পৃথিবীতে সমুদ্রের মধ্যে অনেকগুলি অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে প্রথমে প্রোটিনয়েড এবং পরে মাইক্রোস্ফিয়ার তৈরি হয়। তার মতে কোয়াসারভেট নয় মাইক্রোস্ফিয়ার এই প্রথম প্রাণের উৎপত্তি ঘটে।
প্রাচীন পৃথিবীতে দ্বিলিপিড পদাবৃত, ATP ব্যবহারে সক্ষম, বৃদ্ধি ও বিভাজনক্ষম যে জৈব গঠন থেকে বিজ্ঞানী সিডনি ফক্স প্রথম প্রাণ সৃষ্টি হয়েছিল বলে বর্ণনা করেন তাকে মাইক্রোস্ফিয়ার বলে।
4. অঙ্গের ব্যবহার ও অব্যবহারের সূত্রটি ব্যাখ্যা কর।
উত্তর: ফরাসি বিজ্ঞানী ল্যামার্ক তার ‘ফিলোজফি জুওলজিক’ গ্রন্থে অঙ্গের ব্যবহার ও অব্যবহারের সূত্রটির কথা উল্লেখ করেন। তার মতে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলার উদ্দেশ্যে জীবদেহের কোন কোন অঙ্গের ব্যবহার বেশি হয় কিন্তু কোন কোন অঙ্গের আবার ব্যবহার কম হয়।
ক্রমাগত ব্যবহারের ফলে নির্দিষ্ট অঙ্গ বা অঙ্গগুলি ও সুগঠিত হয়। অপরপক্ষে, ক্রমাগত অব্যবহারের ফলে অব্যবহৃত অঙ্গগুলি দুর্বল ও ক্ষয়প্রাপ্ত হয়ে কালক্রমে অবলুপ্ত হয়।
READ MORE
READ MORE
5. অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ কিভাবে ঘটে?
উত্তর: ল্যামার্কের মতে পরিবেশের প্রভাবে জীবের জীবনকালে যেসব বৈশিষ্ট্য অর্জিত হয় তা পরবর্তী প্রজন্মের জীবের সঞ্চারিত হয়।
এইভাবে প্রতি প্রজন্মে অর্জিত সামান্য মাত্রার পরিবর্তন পরবর্তী প্রজন্মে জমা হতে হতে একসময় তা একটি বড় পরিবর্তন হিসেবে দেখা দেয়। এইভাবেই অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ঘটে।
6. প্রাকৃতিক নির্বাচন বাদ কাকে বলে?
উত্তর: বিজ্ঞানী ডারউইনের মতে যে প্রাকৃতিক প্রক্রিয়ায় অনুকূল ভেদ বা অভিযোজনমূলক ভেদ সমন্বিত জীবেরা অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় অধিক সুযোগ সুবিধা লাভ করে তাকে প্রাকৃতিক নির্বাচন বলে।
অনুকূল ভেদ সমন্বিত জীবেরা প্রকৃতি যারা নির্বাচিত হলে বেঁচে থাকে এবং অধিক হারে বংশবৃদ্ধি করে; অপরদিকে প্রতিকূল ভেদ সমন্বিত জীবেরা প্রকৃতি দ্বারা নির্বাচিত হয় না বলে পরাজিত সৈনিকের মতো ধীরে ধীরে অবলুপ্ত হয়।
7. নয়াডারউইন বাদ কি?
উত্তর: হুগো দা ভ্রিস,গোল্ডস্মিথ, হ্যালডেন প্রভৃতি বিজ্ঞানীরা আণবিক জীববিদ্যা ,জেনেটিক্স ,বাস্তুবিদ্যা প্রভৃতি আধুনিক জীববিজ্ঞানের আলোতে ডারউইনবাদ ব্যাখ্যা করেন, একে নয়াডারউইন বাদ বলে।
8. সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে?
উত্তর: যেসব অঙ্গ একই কাজ করে কিন্তু উৎপত্তি ও গঠন আলাদা তাদের সমবৃত্তিয় অঙ্গ বলে। যেমন-পতঙ্গের ডানা, বাদুরের ডানা ও পাখির ডানা
9. সমসংস্থ অঙ্গ কাকে বলে?
উত্তর: যেসব অঙ্গের উৎপত্তি ও গঠন এক কিন্তু কাজ আলাদা তাদের সমসংস্থ অঙ্গ বলে। যেমন-আঙুর লতার আকর্ষ ও বৈঁচি গাছের কন্টক।
10. নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে?
উত্তর: জীবদেহের যেসব অঙ্গ তাদের পূর্বপুরুষদের দেহে সক্রিয় থাকলেও খাদ্যাভাসের পরিবর্তন ,পরিবেশগত অভিযোজনের প্রয়োজনে এবং অন্যান্য শারীরবৃত্তীয় কাজের সুবিধার জন্য অঙ্গগুলির ব্যবহার না হতে থাকায় ক্রমে ক্রমে তাদের কার্যকারিতা লোপ পেয়েছে, তাদের নিষ্ক্রিয় অঙ্গ বলে। যেমন-মানুষের কক্সিস।
11. উভচর, সরীসৃপ ,পক্ষীর হৃদপিন্ডের বৈশিষ্ট্য কি?
উত্তর: উভচর প্রাণীদের হৃদপিন্ডে তিনটি প্রকোষ্ঠ থাকে, যথা-ডান অলিন্দ, বাম অলিন্দ, একটি নিলয়।
সরীসৃপ প্রাণীদের হৃদপিণ্ড অসম্পূর্ণ হবে চারটি প্রকোষ্ঠ যুক্ত, যথা-ডান অলিন্দ, বাম অলিন্দ ও একটি অসম্পূর্ণ ভাবে বিভক্ত নিলয়।
পক্ষীর হৃদপিণ্ড সম্পূর্ণভাবে চারটি প্রকোষ্ঠ যুক্ত, যথা-দুটি অলিন্দ ও দুটি নিলয়।
12. ভেনাস হৃদপিণ্ড কাকে বলে ?
উত্তর: মাছের হৃদপিণ্ড দুটি প্রকোষ্ঠ যুক্ত, যথা-একটি অলিন্দ ও একটি নিলয়। গঠনগতভাবে এই হৃদপিণ্ড খুবই সরল। এই হৃদপিন্ডের মধ্যে দিয়ে কেবল অধিক কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সংবাহিত হয় জলে বসবাসের ক্ষেত্রে উপযুক্ত। মাছের এই হৃদপিণ্ডকে ভেনাস হৃদপিণ্ড বলে।
13. ভ্রুণ অবস্থায় মেরুদন্ডী প্রাণীদের কি কি মিল খুঁজে পাওয়া যায়?
উত্তর: ভ্রুণ অবস্থায় মেরুদন্ডী প্রাণীদের ফুলকা খাঁজ, ফুলকা থলি, লেজ সদৃশ মায়টোম পেশি প্রভৃতি উপস্থিত থাকে।
14. রুই মাছের পটকার কাজ কি?
উত্তর: রুই মাছের পটকার কাজ হল-
- (1) উদস্থিতি:-অগ্র প্রকোষ্ঠের রেড গ্রন্থি অক্সিজেন গ্যাস উৎপন্ন করলে মাছের দেহ হালকা হয়। ও মাছ জলে ভাসতে পারে। পশ্চাদ প্রকোষ্ঠের রেটিয়া মীরাবিলিয়া গ্যাস শুসে নিলে মাছের দেহ ভারি হয়ে যায় ও মাছ জলের গভীরে চলে যায়। অর্থাৎ পটকা মাছের আপেক্ষিক গুরুত্ব কমিয়ে বা বাড়িয়ে যথাক্রমে মাছকে জলের উপরে ভাসতে বা জলের গভীরে নামতে অথবা জলের যে কোন অবস্থানে স্থিতিশীল থাকতে সাহায্য করে।
- (2) ভরকেন্দ্র:-পটকার এক প্রকোষ্ঠ থেকে গ্যাস অন্য প্রকোষ্ঠ স্থানান্তরিত করে দেহের সঠিক ভারকেন্দ্র বজায় রাখে। এতে মাছের গমনের সুবিধা হয়।
15. পায়রার বায়ুথলির দুটি গুরুত্ব লেখো।
- উত্তর: (1) বায়ু থলিগুলি বায়ুপূর্ণ হলে পায়রার দেহের আপেক্ষিক গুরুত্ব কমিয়ে দেহকে হালকা করে। ফলে পায়রা সহজে বাতাসে ভেসে থাকতে পারে।
- (2) বায়ু থলিগুলি দেহের দুই পাশে এমনভাবে সাজানো থাকে যাতে ওড়ার সময় পায়রার দেহের ভারকেন্দ্র ঠিকভাবে স্থাপিত হয়।
- (3) বায়ু থলি গুলি উদয়নকালে অক্সিজেন সরবরাহে সাহায্য করে।
16. সুন্দরী গাছ তার দেহের অতিরিক্ত লবণ কিভাবে রেচিত করে?
- উত্তর: (1) সুন্দরী গাছ মূল দ্বারা লবণাক্ত জল পরিশ্রুত করে এবং অতিরিক্ত লবণ ত্যাগ করে।
- (2) জলের মাধ্যমে শোষণ করা লবণ পাতার লবণ গ্রন্থি ও মূলের মাধ্যমে দেহ থেকে বার করে দিয়ে লবণের বিষক্রিয়া থেকে উদ্ভিদকে রক্ষা করে।
- (3) সুন্দরী গাছের কোষগুলির ভ্যাকুওল কোষের প্রায় 90% জায়গা দখল করে থাকে। ভ্যাকুওল এর কোষরসে এরা লবণ জমা রেখে কোষের অন্যান্য অংশকে বিষক্রিয়ার হাত থেকে রক্ষা করে।
17. শিম্পাঞ্জির কতগুলি আচরণ উল্লেখ কর।
- উত্তর: (1) শিম্পাঞ্জিরা উই ঢিবির সন্ধান পেলে গাছের শাখা দিয়ে একটি লাঠির মত দণ্ড তৈরি করে নেয়। এই দন্ডের ছোঁচালো প্রান্তটিকে উই এর ঢিবির মধ্যে ঢুকিয়ে দেয় উই পোকা গুলি যখন লাঠি বেয়ে সারিবদ্ধ ভাবে বাইরে বেরিয়ে আসে শিম্পাঞ্জি তখন মহানন্দে তার ভোজ ছাড়ে।
- (2) শিম্পাঞ্জিরা শক্ত কাঠ বা পাথরের টুকরোকে হাতুড়ির মতো ব্যবহার করে বাদামের খোসা ছাড়ায়।
18. মৌমাছিদের একটি আচরণ লেখো।
উত্তর: শ্রমিক মৌমাছিরা খাবারের সন্ধানে দূরদূরান্তে উড়ে যায়, খাবারের খোঁজ পেলে মৌচাকে তারা ফিরে আসে এবং বিশেষ ধরনের নৃত্য পরিবেশন করে এই নৃত্যের মহড়া দেখতে যদি ইংরেজি 8 অক্ষরের ন্যায় হয় তখন বুঝতে হবে যে তাদের খাদ্যের অবস্থান মৌচাক থেকে 100 মিটারের দূরে। এই নিত্যকে অয়াগ টেল নৃত্য বলে। আবার মৌমাছিটি যদি চক্রাকারে নৃত্য করে তখন বুঝতে হবে যে খাদ্যের অবস্থান মৌচাক থেকে 100 মিটারের মধ্যে। একে চক্রাকার নৃত্য বলে।
19. উটের লোহিত রক্তকণিকার বৈশিষ্ট্য লেখ।
- উত্তর: (1) উটের লোহিত্য কণিকা গুলি ডিম্বাকার এবং নিউক্লিয়াসবিহীন হয়।
- (2) উট যখন অধিক মাত্রায় জল পান করে তখন তাদের লোহিত রক্তকণিকা গুলি প্রায় 240% পর্যন্ত প্রসারিত হতে পারে এবং সহজে বিদীর্ণ হয় না।
20. উটের জল নিরুদন হ্রাস করার জন্য এই দুটি অভিযোজন বৈশিষ্ট্য উল্লেখ কর।
- উত্তর: (1) এদের দেহত্ত্বক থেকে বাষ্পীভবন প্রতিরোধ করার জন্য চামড়া খুবই পুরু এবং রোম যুক্ত হয়।
- (2) নিঃশ্বাসের সঙ্গে জলীয় বাষ্প যাতে বেরিয়ে না যায় সেই কারণে উষ্ণ নিঃশ্বাসকে নাসা পথে ঠান্ডা করে ত্যাগ করে। হলে নাশা পথে জল ঘনিভূত হয়। এবং নাসা পথের কোষগুলি জল শোষণ করে নেয়।
- (3) এদের কুঁজে সঞ্চিত ফ্যাট বিপাক ক্রিয়ায় বিশ্লিষ্ট হয়ে জল উৎপন্ন করে সারা দেহ কোষে সরবরাহ করে।
আরোও দেখুন:- Madhyamik All Subjects Suggestion 2024 Click here ]
রচনাধর্মী প্রশ্নোত্তর | মাধ্যমিক জীবন বিজ্ঞান – অভিব্যক্তি ও অভিযোজন প্রশ্ন উত্তর | Madhyamik Life Science Question and Answer :
মাধ্যমিক জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন প্রশ্ন উত্তর থেকে রচনাধর্মী যে প্রশ্নগুলো আছে তার মধ্যে বাছাই কিছু প্রশ্ন ও তাদের উত্তর এখানে আলোচনা করা হলো। এই অংশটি ক্রমশ সংযোজিত হতে থাকবে।
1. রাসায়নিক সংশ্লেষ মতবাদ ব্যাখ্যা করার জন্য মিলার ও উরের পরীক্ষাটি বর্ণনা কর।
উত্তর:- পরীক্ষা:- প্রথমে মিলার ও উরে একটি বড় গোলাকার কাচের ফ্লাস্কে মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন গ্যাস 2:2:1 অনুপাতে জলীয় বাষ্পের মধ্যে রাখেন। ছোট গুলোতল ফ্লাস্ক থেকে ফোটানো জল বাষ্প রূপে নলের মাধ্যমে গোলাকার ফ্লাস্ক এ আসে।
টাংস্টেন ইলেক্ট্রোডের সাহায্যে বড় গোলাকার ফ্লাস্কে 6000 ভোল্টের বিদ্যুৎ প্রয়োগ করা হয়। ছোট ফ্লাস্কের জলকে ক্রমাগত উত্তপ্ত করার ফলে জলীয় বাষ্প প্রবাহিত হতে থাকে। ঘনীভবন যন্ত্রে উৎপন্ন জৈব যৌগ ‘U’ আকৃতির নলে জলীয় মাধ্যমে জমা হয়। এক সপ্তাহ ধরে এই ঘটনা চলার পর উৎপন্ন যৌগকে ক্রোমাটোগ্রাফি এবং বিশ্লেষণ এর মাধ্যমে শ নাক্ত করা হয়।
পরীক্ষার ফলাফল:- উৎপন্ন পদার্থ গুলি ছিল গ্লাইসিন, আলফা অ্যালানিন, বিটা অ্যালানিন, অ্যাসপারটিক অ্যাসিড, আলফা অ্যামিনোবিউটাইরিক অ্যাসিড। পরবর্তী সময়কালে মিলারের ছাত্র এবং অন্যান্যরা প্রায় 20 টি অ্যামিনো অ্যাসিড ও অন্যান্য জৈব অ্যাসিড ওই পরীক্ষা ব্যবস্থা থেকে আবিষ্কার করেন।
এই পরীক্ষার ফল বিশ্লেষণ করলে দেখা যায় প্রাচীন পৃথিবীতে অক্সিজেন বিহীন বিচারক পরিবেশে বজ্রপাত, অতি বেগুনি রশ্মি, অগ্নুৎপাতের তাপ শক্তির উপস্থিতিতে জলীয় বাষ্প, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন প্রভৃতির বিক্রিয়ার ফলে জটিল যৌগের সৃষ্টি হয়। এই পরীক্ষায় প্রাপ্ত অ্যামাইনো অ্যাসিড গুলি জীবের দেহ গঠনের জন্য গুরুত্বপূর্ণ।
2. ল্যামার্কের মতবাদ যেসব তত্ত্বের ওপর প্রতিষ্ঠিত সেগুলি সম্পর্কে সংক্ষেপে লেখ।
উত্তর:- ফরাসি বিজ্ঞানী ল্যামার্ক তার ফিলোসপি জুওলজিক নমক গ্রন্থে সর্বপ্রথম অভিব্যক্তি সংক্রান্ত মতবাদ প্রকাশ করেন। তার মতবাদটি হল নিম্নরূপ।
(1)পরিবেশের প্রভাব:- ল্যামার্কের মতে জীবদেহের গঠনগত পরিবর্তনে পরিবেশের প্রভাব গুরুত্বপূর্ণ। পরিবেশের পরিবর্তন ঘটলে জীবের স্বভাব ও দেহেরও পরিবর্তন ঘটে। পরিবেশের পরিবর্তন মাটি, খাদ্য ও তাপমাত্রার উপর প্রভাব ফেলে যার ফলে প্রাণীরা একস্থান থেকে অন্যস্থানে অভিজান করে থাকে।
(2) অঙ্গের ব্যবহার ও অব্যবহারের সূত্র:- পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলার উদ্দেশ্যে জীব দেহের কোন কোন অঙ্গের বেশি মাত্রায় ব্যবহার ঘটে আবার কোন কোন অঙ্গের ব্যবহার কমে যায়। ফলে ক্রমাগত ব্যবহারের ফলে নির্দিষ্ট অঙ্গ গুলি সবল ও সুগঠিত হয়। অপরপক্ষে ক্রমাগত না ব্যবহার করার ফলে অন্যান্য অঙ্গ গুলি দুর্বল ও ক্ষয়প্রাপ্ত হয় এবং ধীরে ধীরে অবলুপ্ত হয়।
(3) অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার সূত্র:- পরিবেশের প্রভাবে জীবের জীবনকালে যেসব বৈশিষ্ট্য অর্জিত হয় তা পরবর্তী প্রজন্মের জীবের সঞ্চারিত হয়। এইভাবে প্রতি প্রজন্মে অর্জিত সামান্য মাত্রার পরিবর্তন পরবর্তী প্রজন্মে জমা হতে হতে কালক্রমে তার একটি বড় পরিবর্তন হিসেবে দেখা দেয়। এইভাবে জীবের বিবর্তন ঘটে।
(4) নতুন প্রজাতির উৎপত্তি:- ল্যামার্কের তথ্য অনুযায়ী অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণের ফলে এবং প্রতি জনুতে নতুন নতুন বৈশিষ্ট্য অর্জিত হওয়ার ফলে ধীরে ধীরে একটি প্রজাতি থেকে আরেকটি নতুন প্রজাতি সৃষ্টি হয়।
READ MORE
READ MORE
3. মেরুদন্ডী প্রাণীদের হৃদপিন্ডের গঠন কিভাবে অভিব্যক্তির স্বপক্ষে প্রমাণ দেয় তা বুঝিয়ে লেখ।
উত্তর- মেরুদন্ডী প্রাণীদের হৃদপিন্ডের গঠন গর্ত জটিলতা ভিন্ন ভিন্ন হলেও এদের মূল কাঠামো একই প্রকার। নিচে মেরুদন্ডী প্রাণীর হৃদপিন্ডের তুলনামূলক গঠন আলোচনা করা হলো-
প্রত্যেক মেরুদন্ডী প্রাণীর হৃৎপিণ্ড মূলত দুটি প্রকোষ্ঠ নিয়ে গঠিত। যথা-রক্ত গ্রহণকারী প্রকোষ্ঠ বা অলিন্দ এবং রক্ত প্রেরণকারী প্রকোষ্ঠ বা নিলয়। অলিন্দে সারা দেহের রক্ত গৃহীত হয় এবং নিলয় থেকে রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ে। এবার মেরুদন্ডী শ্রেণীর প্রাণীদের হৃদপিন্ডের গঠন নিম্নে আলোচনা করা হলো।
মাছ:- মাছের হৃদপিণ্ড দুটি প্রকোষ্ঠ যুক্ত। যথা-একটি অলিন্দ এবং একটি নিলয়। এই হৃদপিণ্ড খুবই সরল। এই হৃদপিন্ডের মধ্যে দিয়ে কেবল অধিক কার্বন ডাই অক্সাইডযুক্ত রক্ত প্রবাহিত হতে পারে।
উভচর:- এদের হৃদপিণ্ড তিনটি প্রকোষ্ঠ যুক্ত-ডান অলিন্দ, বাম অলিন্দ এবং একটি নিলয়। মাছ অপেক্ষা এদের হৃদপিণ্ড কিছুটা উন্নত হলেও এদের নিলয় অধিক কার্বন ডাই-অক্সাইড যুক্ত ও অধিক অক্সিজেন যুক্ত রক্তের মিশ্রণ ঘটে।
সরীসৃপ:- এদের হৃৎপিণ্ডটি অসম্পূর্ণভাবে চারটি প্রকোষ্ঠ যুক্ত-ডান অলিন্দ ,বাম অলিন্দ এবং নিলয়টি অসম্পূর্ণভাবে বিভক্ত। হৃদপিণ্ড অসম্পূর্ণ প্রাচীর থাকায় দূষিত ও বিশুদ্ধ রক্তের মিশ্রণ আংশিকভাবে বন্ধ হয়।
পক্ষী ও স্তন্যপায়ী:- এদের হৃদপিণ্ড সম্পূর্ণভাবে চারটি প্রকোষ্ঠ যুক্ত-দুটি অলিন্দ ও দুটি নিলয়। ঈদের হৃৎপিণ্ডে দূষিত ও বিশুদ্ধ রক্তের মিশ্রণ ঘটে না।
উপরোক্ত আলোচনা থেকে স্পষ্ট যে হৃৎপিণ্ডের মৌলিক গঠন বা কাঠামো সকল মেরুদন্ডী শ্রেণীতে একি শুধুমাত্র গঠনগত জটিলতা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। মূলত বিপাক ক্রিয়ার হার বৃদ্ধির সঙ্গে সঙ্গে অধিক অক্সিজেনযুক্ত রক্তের প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে এবং সেই জন্যই হৃৎপিণ্ডের গঠনগত জটিলতা বৃদ্ধি পেয়েছে। এর ফলেই মাছের হৃৎপিণ্ড সরল এবং পক্ষী ও স্তন্যপায় হৃৎপিণ্ড অধিক জটিল।
মন্তব্য:-সকল মেরুদন্ডী প্রাণীর হৃদপিন্ডের মৌলিক গঠন কাঠামো এক হওয়ায় এটি মেরুদন্ডী প্রাণীদের একই উদবংশীয় জীব থেকে অবির্ভূত হওয়াকে নির্দেশ করে। তাই এটির জৈব অভিব্যক্তির মত কে সমর্থন করে।
(4) অভিব্যক্তির স্বপক্ষে নিষ্ক্রিয় অঙ্গ ঘটিত প্রমাণ ব্যাখ্যা কর।
উত্তর:- জীবদেহের যেসব অঙ্গ তাদের পূর্বপুরুষদের দেহে সক্রিয় ছিল কিন্তু খাদ্যাভাসের পরিবর্তনের জন্য, পরিবেশগত অভিযোজন এর প্রয়োজনে এবং অন্যান্য শারিরবৃত্তীয় কাজের সুবিধার জন্য ব্যবহার না হতে থাকায় ক্রমে তাদের লোপ পেয়েছে তাদের নিষ্ক্রিয় অঙ্গ বলে।
মানুষের নিষ্ক্রিয় অঙ্গ:-
(1) অ্যাপেনন্ডিক্স:-মানুষের সিকাম ও সিকাম সংলগ্ন অ্যাপেনডিক্স নিষ্ক্রিয় বা লুপ্তপ্রায় অঙ্গ।
(2) কক্সিস:-মানুষের মেরুদন্ডের শেষ প্রান্তে অবস্থিত চারটি কক্সিজিয়াল কশেরুকা মিলিত হয়ে যে অস্থিটি গঠন করে সেটি নিষ্ক্রিয় অঙ্গ।
(3) প্লিকা সেমিলুনারিস:-মানুষের চোখের কোনায় লাল রঙের ক্ষুদ্র মাংসল অঙ্গ।
অন্যান্য প্রাণীতে সক্রিয় অঙ্গ:-
(1) তৃণভোজী প্রাণী গিনিপিগ, ঘোড়া ইত্যাদির দেহে সক্রিয় অঙ্গ হিসেবে অবস্থান করে।
(2) বানর জাতীয় প্রাণীতে একটি সক্রিয় অঙ্গ।
(3) ব্যাঙ ও মাছ জাতীয় প্রাণীর সক্রিয় অঙ্গ নিকটেটিং পর্দা।
উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গ:-
(1) আদা, হলুদ ও আলু প্রভৃতির ভূমি নিম্নস্থ কান্ডের শল্কপত্র।
(2) কালকাসুন্দর স্ট্যামিনোড বা নিষ্ক্রিয় পুংকেশর।
অন্য উদ্ভিদ দেহের সক্রিয় অঙ্গ:-
(1) অন্যান্য সপুষ্পক উদ্ভিদের পাতা সক্রিয় অঙ্গ।
(2) সপুষ্পক উদ্ভিদের ফুলের সক্রিয় পুংকেশর।
সুতরাং, লুপ্তপ্রায় অঙ্গ থেকে প্রমাণ করা যায় উদবংশীয় জীবের যে সমস্ত অঙ্গগুলি সক্রিয় ছিল সেগুলি পরবর্তী বংশধরদের দেহে অব্যবহারের ফলে নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। অর্থাৎ নিষ্ক্রিয় অঙ্গ বিশিষ্ট জীবেরা সক্রিয় অঙ্গ বিশিষ্ট উদবংশীয় জীব থেকে সৃষ্টি হয়েছে।
5. সুন্দরী গাছের শ্বাসমূল এবং উটের জল নিরুদনের জন্য কি কি ধরনের অভিযোজন ঘটেছে তা লেখ?
উত্তর:- সুন্দরী গাছের শ্বাসমূল:- সুন্দরী গাছের মূল মাটির গভীরে প্রবেশ করে না মাটির অল্প নিচে বিস্তৃত থাকে। সুন্দরবনের লবণাক্ত মাটিতে অক্সিজেন সরবরাহ কম হওয়ার জন্য কিছু শাখা-প্রশাখা মূল অভিকর্ষের বিপরীতে মাটির উপরে উঠেছে শ্বাসমূল গঠন করেছে।
এই মূলে থাকা শ্বাসরন্দ্র সরাসরি বায়ু থেকে অক্সিজেন গ্যাস শোষণ করে এবং তা উদ্ভিদকে প্রেরণ করে।
উটের জল নিরুদনের জন্য অভিযোজন:- উটের দেহে জল নিরূদনের জন্য নিম্নলিখিত অভিযানগুলি দেখা যায়।
- (i) এদের দেহতত্ব থেকে বাষ্পীভবন প্রতিরোধ করার জন্য চামড়া খুবই পুরু এবং রোমযুক্ত হয়।
- (ii) নিঃশ্বাসের সঙ্গে জলীয় বাষ্প যাতে বেরিয়ে না যায় সেই কারণে উষ্ণ নিঃশ্বাসকে নাসা পথে ঠান্ডা করে ত্যাগ করে। ফলে জল গনীভূত হয় এবং নাসাবাদের কোষগুলি জল শোষণ করে নেয়।
- (iii) উট মলমূত্রের সঙ্গে জল খুব কম ত্যাগ করে। অর্ধ কঠিন মূত্র ত্যাগ করে এবং ইউরিয়ার পরিবর্তে ইউরিক অ্যাসিড ত্যাগ করে। উট শুষ্ক বিষ্ঠা ত্যাগ করার ফলে জলের অপচয় কম হয়।
- (iv) এদের পাকস্থলীতে অবস্থিত ওয়াটার স্যাক থেকে জল প্রয়োজন কালে দেহে সরবরাহ হয়।
6. অভিযোজন কাকে বলে? ক্যাকটাসের অভিযোজন ব্যাখ্যা কর।
উত্তর:-কোন একটি নির্দিষ্ট পরিবেশে বেঁচে থাকার জন্য এবং বংশবৃদ্ধি করার জন্য জিভের যে গঠনগত, আচরণগত এবং শারীরবৃত্তিয় স্থায়ী পরিবর্তন ঘটে তাকে অভিযোজন বলে।
ক্যাকটাসের অঙ্গ সংস্থান গত অভিযোজন:-
ক্যাকটাস মরুভূমির উসর পরিবেশ জন্মায়। তাই এদের জঙ্গল উদ্ভিদ বা জেরোফাইট বলে। এই জন্যই ক্যাকটাসের বিভিন্ন ধরনের অভিযোজন ঘটেছে।
- (1) বাষ্পমোচন রোধ:-একটা জাতীয় উদ্ভিদ শুষ্ক মরুভূমি অঞ্চলের জন্মায় সেজন্য বাষ্পমোচন এর মাধ্যমে জলের অপচয় রোধ করার জন্য পাতাগুলি কাঁটায় রূপান্তরিত হয়েছে।
- (2) আত্মরক্ষা:-রূপান্তর পাতা অর্থাৎ কাঁটা ক্যাকটাস জাতীয় উদ্ভিদের আত্মরক্ষায় সাহায্য করে।
- (3) ফাইলোক্লেড:-ক্যাকটাসের কাণ্ড জল সংরক্ষণ ও সালোকসংশ্লেষের জন্য স্থূল, চ্যাপ্টা, রসালো এবং সবুজ হয়ে গেছে। ক্যাকটাসের এরকম কাণ্ডকে পর্নকাণ্ড বলে।
7. ঘোড়ার জীবাশ্ম থেকে কিভাবে আধুনিক গোড়ার উৎপত্তি হয়েছে তা লেখ।
উত্তর:-ঘোড়ার জীবাশ্মের ইতিহাস পর্যালোচনা করলে আমরা যে তথ্য পাই তা হল-আধুনিক ঘোড়া ইকুয়াস
উপসংহার অভিব্যক্তি ও অভিযোজন প্রশ্ন উত্তর
মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর : অভিব্যক্তি অভিযোজন (চতুর্থ অধ্যায়) , Madhyamik Life Science Question and Answer : মাধ্যমিক জীবন বিজ্ঞান – অভিব্যক্তি অভিযোজন (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর Madhyamik Life Science Question and Answer নিয়ে এখানে আলোচনা করা হয়েছে । এই সব প্রশ্ন উত্তর গুলো ছাত্র-ছাত্রীদের মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতিতে কাজে লাগবে এই আশা রাখি এছাড়াও যদি কোন প্রশ্ন না পারো সেগুলি কমেন্ট সেকশনে দিতে পারো
- 5.1 ভারত: অবস্থান ও প্রশাসনিক বিভাগ | Class 10 Geography Short Question and Answer 2025
5.1 ভারত: অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th Madhyamik Geography Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভূগোল … - চক্রপাণি দত্ত: কিংবদন্তী চিকিৎসক ও পণ্ডিত
চক্রপাণি দত্ত ছিলেন বিখ্যাত একজন আদর্শ চিকিৎসক এবং শারীরতত্ত্ববিদ। বহু দূর থেকে রোগীরা তাঁর কাছে চিকিৎসার জন্য আসতেন। তিনি রোগীদের চিকিৎসা করতেন আনন্দ সহকারে এবং অবসর সময়ে বই লিখতেন। তাঁর রচিত গ্রন্থগুলির মধ্যে ‘চিকিৎসা সংগ্রহ‘, ‘দ্রব্য … - পশ্চিমবঙ্গ সরকারের EWS সার্টিফিকেট পাওয়ার পদ্ধতি | EWS Certificate West Bengal Criteria | EWS সার্টিফিকেট কি এবং কেন এটি গুরুত্বপূর্ণ?
EWS সম্পূর্ণ কথাটি হল ইকনোমিক্যালি উই কার সেকশন (Economically Weaker Section) বা সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণি। EWS সার্টিফিকেটের মূল উদ্দেশ্য হলো সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অংশকে নির্দিষ্ট কিছু সরকারি সুযোগ সুবিধা দেওয়া।এই সার্টিফিকেট এর মাধ্যমে দেশের … - ধাতুবিদ্যা দশম শ্রেণী – প্রশ্ন উত্তর | WBBSE Class 10th Physical Science Suggestion ভৌত বিজ্ঞান দশম শ্রেণী
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান সাজেশন – WBBSE Class 10th Physical Science Suggestion – ধাতুবিদ্যা দশম শ্রেণী Chapter 8.5 – প্রশ্ন উত্তর নিচে দেওয়া হল । এই WBBSE Class 10th (X) Madhyamik Physical Science Suggestion – মাধ্যমিক দশম … - তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া – প্রশ্ন উত্তর | WBBSE Class 10th Physical Science Suggestion ভৌত বিজ্ঞান দশম শ্রেণী
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান সাজেশন – WBBSE Class 10th Physical Science Suggestion – তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া Chapter 8.3 – প্রশ্ন উত্তর নিচে দেওয়া হল । এই WBBSE Class 10th (X) Madhyamik Physical Science Suggestion – … - মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবনের প্রবাহমানতা (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science Question and Answer
মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর : জীবনের প্রবাহমানতা (দ্বিতীয় অধ্যায়) Madhyamik Life Science Question and Answer : মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবনের প্রবাহমানতা (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science Question and Answer, দশম …