চল তড়িৎ – প্রশ্ন উত্তর | WBBSE Class 10th Physical Science Suggestion ভৌত বিজ্ঞান দশম শ্রেণী

দশম শ্রেণী ভৌত বিজ্ঞান সাজেশন – WBBSE Class 10th Physical Science Suggestion – চল তড়িৎ – প্রশ্ন উত্তর নিচে দেওয়া হল । এই WBBSE Class 10th (X) Madhyamik Physical Science Suggestion – মাধ্যমিক দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান সাজেশন – চল তড়িৎ – প্রশ্ন উত্তর  গুলি আগামী সালের পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভৌত বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নিচে তোমরা যারা মাধ্যমিক দশম শ্রেণীর  ভৌত বিজ্ঞান পরীক্ষার সাজেশন খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারো । Madhyamik Exam এ কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি। পরে Madhyamik Physical Science Suggestion দেওয়া হবে

Physical Science 10th Current Electricity
Physical Science 10th Current Electricity

Table of Contents

Madhyamik Physical Science Suggestion

মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন

চল তড়িৎ – প্রশ্ন উত্তর (অধ্যায়-৪) MCQ, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর | Madhyamik Physical Science Suggestion – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন

বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ Question) : (মান –1) চল তড়িৎ – প্রশ্ন উত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন Current Electricity Class 10

1. তড়িৎ আধান সংক্রান্ত কুলম্বের সূত্রটি প্রযোজ্য যখন দুটি আধানের 

(a) একটি বিন্দু, একটি গোলক আকৃতি

(b) দুটোই গোলক আকৃতি

(c) একটি বিন্দু অন্যটি বিস্তৃত

(d) দুটোই বিন্দু আধান

উত্তর: (d) দুটোই বিন্দু আধান 

2. তড়িচ্চালক বল (V), কার্য (W), এবং আধান (Q) এর মধ্যে সম্পর্ক হল 

(a)Q=WV

(b)Q=V/W

(c)Q=V/W2

(d)Q=W/V

উত্তর: (d) Q=W/V

3. অসীমে কোন আধানের বিভাব ধরা হয় 

(a) ধনাত্মক

(b) ঋণাত্মক

(c) অসীম

(d) শূন্য

উত্তর: শূন্য 

4. কোশের বিভব পার্থক্যের মান তড়িচ্চালক বলের মানের চেয়ে 

(a) কম 

(b) বেশি

(c) সমান

(d) কোনোটিই নয়

উত্তর: কম 

5. তড়িৎ বিভবের একক হল 

(a) ভোল্ট

(b) কুলম্ব

(c) ওহম

(d) এম্পিয়ার

উত্তর: ভোল্ট 

6. নিম্নলিখিত রাশিগুলির মধ্যে অ্যামপিয়ার কোনটি?

(a) কুলম্ব.সেকেন্ড

(b) ভোল্ট/ওহম

(c) ভোল্ট.ওহম

(d) ওহম/ভোল্ট

উত্তর: ভোল্ট/ওহম

7. নিচের কোনটি তড়িৎ আধানের একক 

(a) ভোল্ট

(b) কুলম্ব

(c) ওহম

(d) ওয়াট

উত্তর: কুলম্ব

এক কথায় উত্তর দাও: (মান –1) Madhyamik Physical Science Suggestion – চল তড়িৎ (অধ্যায়-৫) প্রশ্ন উত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন Current Electricity চল তড়িৎ – প্রশ্ন উত্তর

আমাদের প্রয়াস মাধ্যমিক (দশম শ্রেণী) ভৌত বিজ্ঞান পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং সাজেশন (WBBSE Class 10th Physical Science Suggestion / West Bengal Board of Secondary Education – WBBSE Physical Science Suggestion / Madhyamik Class 10th Physical Science Suggestion / Class X Physical Science Suggestion / Madhyamik Pariksha Physical Science Suggestion / WBBSE Class 10th Physical Science Exam Guide / MCQ , Short , Descriptive  Type Question and Answer. / WBBSE Class 10th Physical Science Suggestion FREE PDF Download) সফল হবে।এখানে এক কথায় প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে।

1. 1কুলম্ব= কত esu?

উত্তর: 1কুলম্ব=3×10 9 esu

2. তড়িৎ আধানের মাত্রা কি? 

উত্তর: তড়িৎ আধানের মাত্রীয় সংকেত হলো [IT

3. কুলম্বের সূত্র কখন প্রযোজ্য নয়? 

উত্তর: আধান গতিশীল হলে কুলম্বের সূত্র প্রযোজ্য নয়।

পরমাণু নিউক্লিয়াসের মধ্যে এই সূত্র প্রযোজ্য নয়। 

4. তড়িচ্চালক বলের একক কি? 

উত্তর: তড়িৎচালক বলের একক হল ভোল্ট 

5. পৃথিবীর বিভব কত? 

উত্তর: পৃথিবীর বিভব হলো শূন্য। কারণ পৃথিবী থেকে যত খুশি ইলেকট্রন দিলে বা নিলে এর বিভাগের কোন পরিবর্তন হয় না।

6. নির্জল কোষের তড়িচ্চালক বলের মান কত? 

উত্তর: নির্জন কোষে তড়িচ্চালক বলের মান 1.5 ভোল্ট

7. প্রবাহ মাত্রার একক কি? 

উত্তর: এসআই পদ্ধতিতে প্রবাহমাত্রা একক হল কুলম্ব/সেকেন্ড বা, অ্যাম্পিয়ার 

সিজিএস পদ্ধতিতে প্রবাহ মাত্রার একক হল  esu/সেকেন্ড.

8. রোধের একক এবং মাত্র লেখ। 

উত্তর: রোধের si একক হল ওহম

রোধের সিজিএস একক হল স্ট্যাট ওহম 

রোধের মাত্রা: রোধের মাত্রা হল [ML2T-3I-2]

9. এমন একটি ধাতুর নাম কর আলো পড়লে যা রোধ কমে যায়। 

উত্তর: সেলেনিয়াম ধাতুর উপর আলো পড়লে এর রোধ কমে যায়।

10. লেঞ্জের সূত্র কোন সংরক্ষণ সূত্রের বিকল্প রূপ? 

উত্তর: লেঞ্জের সূত্র শক্তি সংরক্ষণ সূত্রের বিকল্প রূপ। 

11. জেনারেটর বা ডায়নামো কোন নিয়ম মেনে কাজ করে? 

উত্তর: জেনারেটর বা ডায়নামো ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম মেনে কাজ করে

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: (মান –1) Madhyamik Physical Science Suggestion – চল তড়িৎ (অধ্যায়-৫) প্রশ্ন উত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন Current Electricity চল তড়িৎ – প্রশ্ন উত্তর

1. তড়িৎ আধানের সিজিএস ওএসআই একক লেখ? 

উত্তর: তড়িৎ আধানের সিজিএস হল esu এবং এসআই একক হল কুলম্ব

2. তড়িৎ বিভবের একক কি? 

উত্তর: তড়িৎ বিভবের এসআই কখনো ভোল্ট এবং সিজিএস একক স্ট্যাট ভোল্ট 

1 স্ট্যাট ভোল্ট=300 ভোল্ট 

3. বিভব প্রভেদের একক কি? 

উত্তর: বিভব প্রভেদের একক হল ভোল্ট

4. তড়িৎ বিভব, কৃতকার্য ও আধানের মধ্যে সম্পর্ক কি? 

উত্তর: তড়িৎ বিভব= কৃতকার্য/আধান 

5. তড়িচ্চালক বলের একক কি? 

উত্তর: তড়িচ্চালক বলের একক হল ভোল্ট

6. সরল ভোলটিও কোষের তড়িচ্চালক বলের মান কত? 

উত্তর: সরল ভোলটিও কোষের তড়িচ্চালক বলের মান 1.08 ভোল্ট

7. তড়িৎ প্রবাহ কাকে বলে? 

উত্তর: কোন পরিবাহীর মধ্য দিয়ে একটি নির্দিষ্ট দিকে তড়িৎ আধানের অবিরাম প্রবাহকে তড়িৎ প্রবাহ বলে। 

8. তড়িৎ প্রবাহ কয় প্রকার ও কি কি?

উত্তর: তড়িৎ প্রবাহ দুই প্রকার সম প্রবাহ বা D.C এবং পরবর্তী প্রবাহ বা A.C

9. তড়িৎ বিভব, তড়িচ্চালক বল, প্রবাহ মাত্রা কোনটি স্কেলার কোনটি হেক্টর রাশি? 

উত্তর: তড়িৎ বিভব, তড়িচ্চালক বল, প্রবাহমাত্রা তিনটি রাশি স্কেলার রাশি।

10. কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা ও বিভব প্রভেদের লেখচিত্রের প্রকৃতি কি। 

উত্তর: বিভব প্রভেদ ও প্রবাহমাত্রা লেখচিত্র সরলরেখা।

11. উষ্ণতা বাড়ালে ধাতব ও পরিবাহী ও অর্ধপরিবাহীর রোধের কি পরিবর্তন হয়?

উত্তর: উষ্ণতা বাড়ালে পরিবাহীর রোধ বৃদ্ধি পায় এবং অর্ধপরিবাহী রোধ হ্রাস পায়।

12. রোধাংক কি কি বিষয়ের উপর নির্ভর করে? 

উত্তর: রোধাঙ্ক পরিবাহীর উষ্ণতা ও উপাদানের উপর নির্ভর করে। 

13. পরিবাহিতাঙ্ক কাকে বলে? 

উত্তর: রোধাঙ্কের অনোন্যক রাশিটিকে পরিবাহিতাঙ্ক বলে। 

পরিবাহিতাঙ্ক, d=1/p

14. পরিবাহিতাঙ্কের একক কি? 

উত্তর: পরিবাহিতাঙ্কের এস আই একক হল mho m-1

পরিবাহিতাঙ্কের সিজিএস একক হল mho cm-1

15. বর্তমানে ফিউজ তারের পরিবর্তে কি ব্যবহার করা হয়? 

উত্তর: বর্তমানে ফিউজ তারের পরিবর্তে MCB (মিনিয়েচার সার্কিট ব্রেকার)

16. বার্লোচক্র কোন নীতি মেনে কাজ করে? 

উত্তর: ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম মেনে চলে। 

17. বার্লোচক্রে কোন জাতীয় তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয় কেন?

উত্তর: বার্লোচক্রে সম প্রবাহ বা ডিসি ব্যবহার করা হয়। এক্ষেত্রে এসি ব্যবহার করলে তড়িৎ প্রবাহের অভিমুখ প্রতি মুহূর্তে বদলায় তাই বাড়ালো চক্রের চক্রটি স্থির অবস্থায় থাকবে কোন নির্দিষ্ট অভিমুখে ঘুরবে না 

18. বার্লো চক্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? 

উত্তর: বার্লো চক্রে তড়িৎ শক্তি গতি শক্তিতে রূপান্তরিত হয়। 

19. একটি বৈদ্যুতিক মোটরের মূল অংশ গুলি কি কি? 

উত্তর: একটি বৈদ্যুতিক মোটর এর মূল অংশ গুলি হল 

ক্ষেত্র চুম্বক, আর্মেচার, কমুটেটর, ব্রাশ 

20. বৈদ্যুতিক মোটর এর কার্যনীতিটি লেখ। 

উত্তর: কোন তড়িৎবাহী পরিবাহীর উপর চুম্বকের ক্রিয়ার উপর ভিত্তি করে বৈদ্যুতিক মোটর কাজ করে। এখানে তড়িৎ শক্তি গতিশক্তি তে রূপান্তরিত হয়। এই ব্যবস্থায় ঘূর্ণনে সক্ষম একটি তারের কুণ্ডলীকে শক্তিশালী ক্ষেত্র চুম্বকের মাঝে রেখে তড়িৎ প্রবাহ পাঠালে কুন্ডলীটি ঘুরতে থাকে।

21. কি কি ভাবে বৈদ্যুতিক মোটরের ঘূর্ণন বৃদ্ধি করা যায়? 

উত্তর: নিম্নলিখিতভাবে বৈদ্যুতিক মোটরের ঘূর্ণন বৃদ্ধি করা যায়। 

1. আর্মেচার কুণ্ডলীতে প্রবাহমাত্রা বাড়িয়ে 

2. আর্মেচারে তারের পাকসংখ্যা বাড়িয়ে 

3. ক্ষেত্র চুম্বকটির শক্তি বৃদ্ধি করে। 

22. দূরবর্তী স্থানে তড়িৎ পাটানোর ক্ষেত্রে ডিসি অপেক্ষায় এসি সুবিধা জনক কেন? 

উত্তর: দূরবর্তী স্থানে তড়িৎ পরিবহনের ক্ষেত্রে ডিসি অপেক্ষায় এসি সুবিধা জনক কারণ 

1. এসি তৈরির খরচ ডিসি অপেক্ষা কম 

2. রেকটিফায়ার ব্যবহার করে সহজেই এসিকে ডিসিতে রূপান্তরিত করা যায় 

3. ট্রান্সফরমার ব্যবহার করে তড়িৎ ক্ষমতার প্রায় হ্রাস না করেই এসিকে দূরবর্তী স্থানে পাঠানো যায় যা ডিশির ক্ষেত্রে করা যায় না।

23. ডায়নামো বা জেনারেটর কাকে বলে? 

উত্তর: যে ব্যবস্থার সাহায্যে তড়িৎ চুম্বকীয় আবেশকে কাজে লাগিয়ে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় তাকে ডায়নামো বা জেনারেটর বলা হয়।। 

25. জেনারেটর কয় প্রকার ও কি কি? 

উত্তর: জেনারেটর দুই প্রকার AC জেনারেটর, DC জেনারেটর 

26. এসি জেনারেটর ও ডিসি জেনারেটরের স্লিপ রিঙের এর সংখ্যা কয়টি?

উত্তর: এসি জেনারেটরের সংখ্যা দুটি কিন্তু ডিসি জেনারেটরে একটি স্লিপিং অর্ধ বৃত্তের আকারে দ্বিধা বিভক্ত ভাবে নেওয়া হয়। 

27. বাড়ির তড়িৎ বর্তনীতে কত বিভাগ ও কত কম্পাঙ্কের এসি ব্যবহার করা হয়? 

উত্তর: বাড়ির তড়িৎ বর্তনীতে 220 ভোল্ট, 50 হার্জের এসি ব্যবহার করা হয়। 

28. থ্রি পিন প্লাগের পিন পিন তিনটি কি কি?

উত্তর: থ্রি পিন প্লাগের উপরের মোটা পিনটিকে বলে আর্থিং পিন, ডান দিকের পিনটিকে বলে লাইভ পিন, বাঁদিকের পিনটিকে বলে নিউট্রাল পিন।

29. আর্থিং পিনটিকে অপেক্ষাকৃত মোটা করা হয় কেন? 

উত্তর: আর্থিং পিনটি মোটা করার কারণ 

1. পেন্টি যাতে লাইভ বা নিউট্রাল এ প্রবেশ করতে না পারে 

2. প্লাগটি কানেকশনের সাথে সাথে আগে আর্থিং পিনটি সংযোগ হয়।

30. লাইভ,নিউট্রাল ও আর্থিং তারের রং কি কি হয়?

উত্তর: লাইভ তারের রং লাল বা বাদামী, 

নিউট্রাল তারের রং কালো বা হালকা নীল,

আর্থিং তারের রং সবুজ বাহ হলুদ 

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: (মান – 2/3 ) Madhyamik Physical Science Suggestion – চল তড়িৎ – প্রশ্ন উত্তর (অধ্যায়-৪) – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন Current Electricity

1.তড়িৎ আধান কাকে বলে?

উত্তর: কোন তড়িৎগ্রস্ত বস্তুতে সঞ্চিত তড়িৎ এর পরিমাণ যে প্রাকৃতিক রাশির দ্বারা পরিমাপ করা হয়। তাকে তড়িৎ আধান বা আধান বলে।

2. তড়িৎ বিভব কাকে বলে? 

উত্তর: অসীম দূরত্ব থেকে এক একক ধনাত্মক তড়িৎ আধান কে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করা হয় তাকে ওই তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুর বিভাব বলে।

3.1 ভোল্ট কাকে বলে? 

উত্তর: অসীম দূরত্ব থেকে 1 কুলম্ব ধনাত্মক তড়িৎ কে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যদি1 জুল কার্য করতে হয়, তবে ওই বিন্দুর বিভব এক ভোল্ট।

4. তড়িৎ বিভবের মাত্রা নির্ণয় কর। 

উত্তর: V=W/Q=[ML2T-2]/[IT]=[ML2T-3I-1]

5. বিভব প্রভেদ বা বিভব পার্থক্য কাকে বলে?

উত্তর: একক ধনাত্বক তড়িৎ আধান কে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করা হয় তাকে ওই দুই বিন্দুর তড়িৎ বিভব বলে।

6. 1 ভোল্ট বিভব প্রভেদ কাকে বলে?

উত্তর: তড়িৎ ক্ষেত্রে এক বিন্দু থেকে অপর বিন্দুতে এক কুলম্ব পজিটিভ তড়িৎ কে নিয়ে যেতে যদি 1 জুল কার্য করা হয় তবে ওই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য এক ভোল্ট। 

7. উচ্চ বিভব কাকে বলে? 

উত্তর: যে শক্তির জন্য কোন ধনাত্মক তড়িৎগ্রস্থ বস্তু তার ধনাত্মক তড়িৎ কে কোন নিস্তড়িত বস্তু, কোন ঋণাত্মক তড়িৎগ্রস্ত বস্তু বা তার থেকে কম ধনাত্মক তৈরি করতে বস্তুতে সঞ্চারিত করে তাকে উচ্চ বিভব বলে।

8. নিম্নবিভব কাকে বলে?

উত্তর: যে শক্তির জন্য কোন ঋণাত্মক তড়িৎগ্রস্ত বস্তু তার ঋণাত্মক তড়িৎ কে কোন নিস্তড়িত বস্তু, কোন ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তু বা তার থেকে কম ঋনাত্মক তড়িৎগ্রস্ত বস্তুতে সঞ্চারিত করে তাকে নিম্নবিভব বলে।

5. তড়িচ্চালক বল কাকে বলে? 

উত্তর: কোন তড়িৎ উৎস এর মধ্য দিয়ে মুক্ত বর্তনীতে নিম্ন বিভব থেকে উচ্চ বিভাবে একক ধনাত্মক আধান নিয়ে যেতে যে পরিমাণ কার্য করা হয় তাকে তড়িৎচালক বল বলে।

◆ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি: বিনামূল্যে নোটস, সাজেশন, PDF ও সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp Group এ Join হয়ে যাও।
Madhyamik WhatsApp GroupsClick Here to Join

6. একটি তড়িৎ কোষের তড়িচ্চালক বল 1.5 ভোল্ট বলতে কী বোঝো? 

উত্তর:  মুক্ত বর্তনীতে কোশটির ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুর দিকে এক কুলম্ব ধনাত্মক তড়িৎ আধান নিয়ে যেতে ১.৫ জুল কাজ করতে হবে।

7. তড়িৎ কোষ বা ব্যাটারি কাকে বলে? 

উত্তর: যে ব্যবস্থার সাহায্যে  রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা যায় এবং যার ফলে স্থায়ী তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় সেই ব্যবস্থাকে তড়িৎ কোষ বা ব্যাটারি বলে।

8. তড়িৎ প্রবাহমাত্রা কাকে বলে? 

উত্তর: পরিবাহীর যেকোনো প্রস্তছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ মাত্রা বলে।

কোন পরিবাহীর মধ্য দিয়ে t সময় Q আধান প্রবাহিত হলে প্রবাহমাত্রা I= Q/t

9. সম প্রবাহ বা ডিসি এবং পরবর্তী প্রবাহ বা এসি কাকে বলে? 

উত্তর: যে তড়িৎ প্রবাহের অভিমুখ সর্বদা একই দিকে থাকে তাকে সম প্রবাহ বা ডিসি বলে। 

যে তড়িৎ প্রবাহ নির্দিষ্ট সময় অন্তর বিপরীতমুখী হয় তাকে পরবর্তী প্রবাহ বা এসি বলে। 

ব্যাটারি বা তড়িৎ কোষ থেকে ডিসি তড়িৎ প্রবাহ পাওয়া যায়।

জেনারেটরের সাহায্যে পরিবর্তিত তড়িৎ প্রবাহ বা ac তৈরি করা হয়।

10. ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও। 

উত্তর: কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ V, প্রবাহমাত্রা I, এবং রোধ R হলে ওহমের সূত্র থেকে পাই, R=V/I, অর্থাৎ কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ এবং প্রবাহমাত্রার অনুপাত কে ওই পরিবাহীর রোধ বলে। 

রোধ হল পরিবাহীর এমন একটি ধর্ম যা পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহমাত্রা কে বাধা দেয় এবং যার মান বিভিন্ন পরিবাহীর ক্ষেত্রে বিভিন্ন হয়।

11. 1 ওহম কাকে বলে? 

উত্তর: কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ এক ভোল্ট হলে যদি ওই পরিবাহীর মধ্য দিয়ে এক অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় তাহলে ওই পরিবাহীর রোধ হল এক ওহম।

12. পরিবাহিতা কাকে বলে? 

উত্তর: রোধের অনন্যক রাশিকে বলা হয় পরিবাহিতা। 

পরিবাহিতার একক হল mho 

13. কোষের অভ্যন্তরীণ রোধ কাকে বলে? 

উত্তর: তড়িৎ কোষের অভ্যন্তরে কোষটির সক্রিয় তরল পদার্থ তড়িৎ প্রবাহের বিরুদ্ধে যে বাঁধার সৃষ্টি করে তাকে ওই তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ বলে।

14. রোধাঙ্ক কাকে বলে? এর একক কি? এর মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?

উত্তর: কোন পরিবাহীর একক ঘনকের দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী রোধকে ওই পরিবাহীর রোধাঙ্ক বলে।

একক: রোধাঙ্কের si একক ohm-m

সিজিএস একক ওহম-সেমি 

15. তুল্যরোধ কাকে বলে? 

উত্তর: যখন কোন তড়িৎ বর্তনীতে একাধিক রোধের পরিবর্তে এমন একটি রোধ ব্যবহার করা যায়, যাতে বর্তনীর প্রবাহমাত্রা ও বিভব প্রভেদ উভয়ই অপরিবর্তিত থাকে তবে ওই রোধটিকে বর্তনীটির তুল্য রোধ বলে। 

16. রোধের সমবায় কয় প্রকার ও কি কি? 

উত্তর: রোধের সমবায় দুই প্রকার যথা শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায়। 

17. রোধের শ্রেণী সমবায় কাকে বলে? সমবায়ের তুল্য রোধ কিভাবে নির্ণয় করা হয়? 

উত্তর: কোন তড়িৎ বর্তনীতে কতকগুলি রোধকে যদি এমন ভাবে যোগ করা হয় যে, একটি রোধের শেষ প্রান্ত অপর রোধটির প্রথম প্রান্তে যুক্ত হয় ও ওই ক্রমে চলতে থাকে, যার ফলে বর্তনীর মধ্য দিয়ে প্রবাহমাত্রা অপরিবর্তিত থাকে রোধের এরূপ সমবায় কে শ্রেণী সমবায় বলে।

R1,R2,R3 তিনটি রোধ কে শ্রেণী সমবায় যোগ করলে বর্তনীর তুল্য রোধ হবে 

R=R1+R2+R3

18. রোধের সমান্তরাল সমবায় কাকে বলে? কতকগুলি রোধকে সমান্তরাল সমবায় যোগ করলে বর্তনীটির তুল্য রোধ কত হবে? 

উত্তর: কোন তড়িৎ বর্তনীতে কতগুলি রোধ যদি এমনভাবে যুক্ত থাকে যাতে রোধ গুলির এক প্রান্ত একটি বিন্দুতে এবং অপর প্রান্ত গুলি অন্য একটি বিন্দুতে মিলিত হয় ফলে প্রতিটি রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য অপরিবর্তিত থাকে তবে রোধের এই সমবায় কে সমান্তরাল সমবায় বলে।

R1,R2,R3 রোধ তিনটিকে সমান্তরাল সমবায় যোগ করলে তুল্যরোধ 1/R=1/R1 +1/R2 +1/R3

19. ইলেকট্রিক ইস্ত্রীতে কোন তার ব্যবহার করা হয়? এই তারের বৈশিষ্ট্য কি? 

উত্তর: ইলেকট্রিক ইস্ত্রিতে নাইক্রোম তার ব্যবহার করা হয়। 

নাইক্রোম তারের বৈশিষ্ট্য হলো 

1. রোধাঙ্ক বেশি 

2. গলনাঙ্ক বেশি 

3. লোহা,নিকেল,ক্রোমিয়াম এর সংকর ধাতু দিয়ে তৈরি।

20. বৈদ্যুতিক বাল্বে কোন তার ব্যবহার করা হয়? 

উত্তর: বৈদ্যুতিক বাল্বে টাংস্টেন তার ব্যবহার করা হয় বর্তমানে উলফ্রেমাইট ব্যবহার করা হয়।

21. বৈদ্যুতিক হিটারে কোন তার ব্যবহার করা হয় এই তারের বৈশিষ্ট্য কি?

উত্তর: বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয়। 

নাইক্রোম তারের বৈশিষ্ট্য হলো 

1. রোধাঙ্ক বেশি 

2. গলনাংক বেশি 

3. লোহা,নিকেল,ক্রোমিয়মের সংকর ধাতু দিয়ে তৈরি 

22. ফিউজ তার কাকে বলে? এর বৈশিষ্ট্য লেখ। 

উত্তর: টিন ও সীসার সংকর ধাতু দিয়ে তৈরি উচ্চ রোধাঙ্ক ও নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট যে তার, বৈদ্যুতিক লাইনে শ্রেণী সমবায় যুক্ত থাকে ও বাড়ির বৈদ্যুতিক যন্ত্রপাতি গুলিকে উচ্চ তড়িৎ প্রবাহের হাত থেকে রক্ষা করে তাকে ফিউজ তার বলে।

ফিউজ তারের বৈশিষ্ট্য:

1. রোধাঙ্ক বেশি 

2. গলনাঙ্ক কম 

3. বৈদ্যুতিক লাইনে শ্রেণী সমবায় যুক্ত 

4. টিন ও সীসার সংকর ধাতু দিয়ে তৈরি 

23. ফিউজ তারের কার্যনীতি লেখো। 

উত্তর: ফিউজ তারের গলনাঙ্ক কম, শর্ট সার্কিট বা অন্য কোন প্রাকৃতিক কারণে, বৈদ্যুতিক লাইনে প্রবাহমাত্রা বেড়ে গেলে ফিউজ তারের মধ্য দিয়ে অতিরিক্ত তড়িৎ প্রবাহ হয়। ফিউজ তারের রেটিং এর থেকে বেশি প্রবাহমাত্রা গেলে তারটি গলে যায় এবং বর্তনীকে ছিন্ন করে। 

24. 5 অ্যামপিয়ার ফিউজ তার বলতে কী বোঝো? 

উত্তর: 5 অ্যামপিয়ার ফিউজ তার বলতে বোঝায় তারটির মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার বা তার বেশি প্রবাহমাত্রা গেলে তারটি গলে গিয়ে তরীর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।

25. তড়িৎ ক্ষমতা কাকে বলে? 

এর একক কি? 

উত্তর: কোন তড়িৎ যন্ত্রের বৈদ্যুতিক কার্য করার হার কে অর্থাৎ বৈদ্যুতিক শক্তি ব্যয়ের হারকে তড়িৎ ক্ষমতা বলা হয়। 

তড়িৎ ক্ষমতার একক হল এস আই পদ্ধতিতে ওয়াট 

তড়িৎ ক্ষমতার সিজিএস একক হল আর্গ/ সেকেন্ড 

26. প্রমাণ কর তড়িৎ ক্ষমতা P=I.V

উত্তর: কোন তড়িৎ যন্ত্র কোন পরিবাহীর মধ্য দিয়ে t সময়ে I প্রবাহমাত্রা পাঠালে ব্যায়িত তড়িৎ শক্তি, W=VIt, যেখানে V হল পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ। 

সুতরাং, তড়িৎ ক্ষমতা, P=W/t

=VIt/t=VI

সুতরাং, P=VI

আবার, P=VI=IRI=I2R

P=VI=V.V/R=V2/R

27. তড়িৎ শক্তি কাকে বলে? এর একক কি? 

উত্তর: কোন তড়িৎ যন্ত্রের কাজ করা সামর্থকে তার তড়িৎ শক্তি বলে।। 

এসআই পদ্ধতিতে তড়িৎ শক্তির একক হল জুল, সিজিএস পদ্ধতিতে তড়িৎ শক্তির একক হল আর্গ

28. ওয়াট, ভোল্ট এবং অ্যামপিয়ার এর মধ্যে সম্পর্ক কি?

উত্তর: ওয়াট,ভোল্ট এবং অ্যামপিয়ার এর মধ্যে সম্পর্ক হল, ওয়াট= ভোল্ট x অ্যামপিয়ার

29. ওয়াটঘন্টা ও কিলোওয়াট ঘন্টা কাকে বলে?

উত্তর: ওয়াট ঘন্টা: এক ওয়াট ক্ষমতা সম্পন্ন তড়িৎ যন্ত্র এক ঘন্টা চললে যে তড়িৎ শক্তি ব্যয় হয় তাকে এক ওয়াট ঘন্টা বলে। 

1 ওয়াট ঘন্টা=1ওয়াট x 1 ঘন্টা

1 জুল/সেকেন্ড x 3600 সেকেন্ড

3600 জুল 

30. এক কিলোওয়াট ঘন্টা কাকে বলে? 

উত্তর: এক কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন তড়িৎ যন্ত্র এক ঘন্টা চললে যে তড়িৎ শক্তি ব্যয় হয় তাকে এক কিলোওয়াট ঘন্টা বা এক বিওটি বলে। 

31. 1 B.O.T= কত জুল?

উত্তর: 1 B.O.T= 1 কিলোওয়াট x 1 ঘন্টা 

=1000 জুল/সেকেন্ড x 3600 সে

=3600000 জুল 

=3.6 x 10 6 জুল 

32. একটি বাল্বের গায়ে লেখা আছে 220V, 100W এর অর্থ কি? 

উত্তর: এর অর্থ হলো বাল্ব টি কে 220 ভোল্ট লাইনে যুক্ত করলে সেটি সর্বাপেক্ষা উজ্জ্বলভাবে জ্বলবে এবং প্রতি সেকেন্ডে 100 জুল হিসেবে তড়িৎ শক্তি ব্যয় করবে।

33. CFL, LED পুরো কথা গুলি কি কি? 

উত্তর: CFL পুরো কথা হল Compact Fluorescent Lamp

LED পুরো কথাটি হল Light Emitting Diode

34. তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল কাকে বলে?

উত্তর: যখন কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ পরিবাহিত হয় তখন পরিবাহীটি তার চারদিকে একটি চুম্বক ক্ষেত্রের সৃষ্টি করে একেই তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল বলা হয়। কোন চুম্বক শলাকাকে তড়িৎবাহী তারের কাছে আনলে শলাকার বিক্ষেপ লক্ষ্য করা যায়।

35. চুম্বকের উপর তড়িৎ প্রবাহের ক্রিয়াকে ভিত্তি করে তৈরি একটি যন্ত্রের নাম লেখ। 

উত্তর: চুম্বকের উপর তড়িৎ প্রবাহের ক্রিয়া কে ভিত্তি করে তৈরি একটি যন্ত্রের নাম হলো গ্যালভ্যানোমিটার।

36. অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখ। 

উত্তর: যদি কোন ব্যক্তি একটি তড়িৎবাহী তার বরাবর প্রবাহের অভিমুখে হাত ছড়িয়ে এমনভাবে সাঁতার কেটে যায় যাতে তার মুখ সর্বদা চৌম্বক শলাকার দিকে থাকে তবে ব্যক্তির বাঁ হাত যেদিকে থাকবে চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপ সেদিকে ঘটবে।

37. চুম্বক ক্ষেত্রের অভিমুখ সংক্রান্ত দক্ষিণ হস্ত মুষ্ঠি নিয়মটি লেখ।

উত্তর: একটি তড়িৎবাহী তারকে যদি ডান হাত দিয়ে এমন ভাবে মুষ্টিবদ্ধ করা হয় যাতে বুড়ো আঙ্গুল তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে তবে অন্য আঙুল গুলির অগ্রভাগ চুম্বক ক্ষেত্রে অভিমুখ নির্দেশ করবে। 

38. তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া কাকে বলে? 

উত্তর: কোন চৌম্বকক্ষেত্রে একটি মুক্তভাবে রাখা তড়িৎবাহি তারের উপর একটি বল প্রযুক্ত হয়। যার ফলে পরিবাহী তারটি নিজের অবস্থান থেকে বিক্ষিপ্ত হয়। এই ঘটনাকে তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া বলে। 

39. ফ্লেমিং এর বামহস্ত নিয়মটি লেখ। 

উত্তর: বাম হস্তের বৃদ্ধাঙ্গুলি, তর্জনী এবং মধ্যমা পরস্পরের সাথে সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক, মধ্যমা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে তবে বৃদ্ধাঙ্গুলি পরিবাহীটির গতির অভিমুখ নির্দেশ করবে।

40. বার্লো চক্রের চাকাটির ঘূর্ণন কি কিভাবে বৃদ্ধি করা যায়? 

উত্তর: বার্লোচক্রের চাকাটির ঘূর্ণন নিম্নলিখিতভাবে বৃদ্ধি করা যায়: তড়িৎ প্রবাহমাত্রা বৃদ্ধি করে।

ক্ষেত্র চুম্বকটির মেরু শক্তি বৃদ্ধি করে।

41. তড়িৎ চুম্বকীয় আবেশ কাকে বলে? 

উত্তর: কোন চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি একটি আবদ্ধ কুন্ডলীকে গতিশীল করা হয় তবে কুন্ডলিটির মধ্য দিয়ে একটি তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় একেই তড়িৎ চুম্বকীয় আবেশ বলে। 

42. জেনারেটরের মূলনীতিটি লেখ। 

উত্তর: বৈদ্যুতিক জেনারেটর তড়িৎ চুম্বকীয় আবেশ নীতির উপর ভিত্তি করে কাজ করে। একটি তারের কুন্ডলী কে চৌম্বক ক্ষেত্রের মধ্যে আবর্তন করানো হলে কুন্ডলীটির সঙ্গে সংশ্লিষ্ট চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটে, এরফলে কুণ্ডলীটির প্রান্তদ্বয়ের মধ্যে একটি তড়িচ্চালক বলের সৃষ্টি হয়। কুন্ডলিটির সাথে কোন তড়িৎযন্ত্র যোগ করলে যন্ত্রটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলে।

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: (মান – 2/3 ) Madhyamik Physical Science Suggestion – চল তড়িৎ – প্রশ্ন উত্তর (অধ্যায়-৪) – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন Current Electricity

1. কুলম্বের সূত্রটি লেখো এবং এর গাণিতিক রূপটি কি? 

উত্তর: দুটি স্থির বিন্দু তড়িৎ আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির পরিমাণের গুণফলে সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি। 

কুলম্বের সূত্রের গাণিতিক রূপ প্রতিষ্ঠা:

ধরি, q1 এবং q2 দুটি আধান পরস্পরের থেকে r দূরত্বে অবস্থিত। কুলম্বের সূত্র অনুযায়ী আকর্ষণ বা বিকর্ষণ বল, 

F সমানুপাতি q1xq2

F সমানুপাতি 1/r2

যৌগিক ভেদের সূত্র অনুযায়ী,

F সমানুপাতি q1xq2/r2

বা, F=k. q1xq2/r2

যেখানে, k সমানুপাতী ধ্রুবক যার মান মাধ্যমিকের উপর নির্ভর করে। 

এসআই পদ্ধতিতে k এর মান হল 1/4π€°,

যেখানে €° হল শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, সিজিএস পদ্ধতিতে k এর মান 1 ধরা হয়।

2. বিভব প্রভেদ ও তড়িচ্চালক বলের পার্থক্য লেখ। 

উত্তর: 1. বদ্ধ বর্তনীতে তড়িৎ কোষের তড়িৎদ্বার দুটির মধ্যে বিভাবের পার্থক্য কে বিভব প্রভেদ বলে। 

মুক্ত বর্তনীতে তড়িৎ কোষের তড়িৎদ্বার দুটির মধ্যে বিভাবের পার্থক্য কে তড়িচ্চালক বল বলে 

2. বিভব-প্রবেশ হলো ফল। 

তড়িচ্চালক বল হলো কারণ 

3. বিভব প্রভেদের মান তড়িচ্চালক বল অপেক্ষা কম। 

তড়িচ্চালক বলের মান বিভবপ্রভেদের চেয়ে বেশি 

4. তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হলে বিভব প্রভেদ সৃষ্টি হয় 

রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হলে তড়িৎচালক বলের সৃষ্টি হয়। 

5. বিভব প্রভেদের মান বর্তনীর রোধের উপর নির্ভর করে 

তড়িচ্চালক বলের মান বর্তনী রোধের উপর নির্ভর করে না।

3. ওহমের সূত্রটি লেখ ও ব্যাখ্যা কর। 

উত্তর: ওহমের সূত্র: উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতী হয়। 

ধরি, AB একটি পরিবাহী যার A প্রান্তের বিভব VA এবং B প্রান্তের বিভব VB হলে ওহমের সূত্র অনুযায়ী পরিবাহীর মধ্য দিয়ে I প্রবাহমাত্রা গেলে 

VA -VB সমানুপাতিক I

VA-VB=RI

V=IR

ইহাই ওহমের সূত্রের গাণিতিক রূপ V=IR

4. ওহমীয় ও অওহমীয় পরিবাহী কাকে বলে? 

উত্তর: ওহমীয় পরিবাহী: যেসব পরিবাহী ওহমের সূত্র মেনে চলে এবং যাদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা ও বিভব প্রভেদের সম্পর্ক সরলরৈখিক তাদের ওহমীয় পরিবাহী বলে।

ওহমীয় পরিবাহীর উদাহরণ হল তামা, অ্যালুমিনিয়াম, রুপা, এবং বেশিরভাগ ধাতু 

অওহমীয় পরিবাহী: যে সকল পরিবাহী ওহমের সূত্র মেনে চলেনা অর্থাৎ যাদের মধ্য দিয়ে প্রবাহমাত্রা এবং বিভব প্রভেদের সম্পর্ক সরলরৈখিক নয় তাদের অওহমীয় পরিবাহী বলে। 

অওহমীয় পরিবারের উদাহরণ হল ডায়োড, অর্ধপরিবাহী,জার্মেনিয়াম সিলিকন, ট্রানজিস্টার

5. কোন কোষের তড়িৎচালক বল, বহিরবর্তনীর রোধ ও অভ্যন্তরীণ রোধের মধ্যে সম্পর্ক নির্ণয় কর। 

উত্তর: কোষের তড়িচ্চালক বল E, অভ্যন্তরীণ রোধ r, বহির বর্তনী রোধ R

I= E/R+r

or, E= IR+Ir

or, E=V+Ir

or, E-V =Ir

এই E- V রাশিটিকে বলা হয় নষ্ট ভোল্ট। 

 6. তড়িৎ কোষের সামর্থ্য কাকে বলে? এর একক কি? 

উত্তর: কোন তড়িৎ কোষের ক্ষতি না করে গোষ্ঠী থেকে সর্বোচ্চ যে আধান পাওয়া যায় তাকে ওই তড়িৎ কোষের সামর্থ্য বলে। 

তড়িৎ কোষের সামর্থের একক হল অ্যাম্পিয়ার ঘন্টা

7. পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? 

উত্তর: পরিবাহীর রোধ দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ ও উপাদানের উপর নির্ভর করে। 

1.দৈর্ঘ্যের উপর: উষ্ণতা,উপাদান ও প্রস্থচ্ছেদ অপরিবর্তিত থাকলে পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক হয়। 

R সমানুপাতিক l, যখন প্রস্থচ্ছেদ A স্থির থাকে

2. প্রস্থচ্ছেদের উপর: উষ্ণতা উপাদান ও দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে কোন পরিবাহীর রোধ তার প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতি অর্থাৎ R সমানুপাতি 1/A, যখন l 

3. পরিবাহীর রোধ তার উপাদানের উপর নির্ভর করে 

সুতরাং ভেদের সূত্র অনুযায়ী পাই 

R সমানুপাতিক l/A

R=pl/A, যেখানে p হল একটি ধ্রুবক যাকে পরিবাহীর রোধাঙ্ক বলে। 

রোধাঙ্ক এর মান পরিবাহীর উষ্ণতা এবং উপাদানের উপর নির্ভর করে।

8. প্রমাণ কর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ সমবায়টির বৃহত্তম রোধ অপেক্ষা বৃহত্তর।

উত্তর: R1,R2,R3 তিনটি রোধ শ্রেণী সমবায় থাকলে তুল্য রোধ 

R=R1+R2+R3

Or, R-R1=R2+R3=+ve

Or, R-R1>0

Or, R>R1

সমবায়টি তুল্যরোধ বৃহত্তম রোধ অপেক্ষা বৃহত্তর। 

9. প্রমাণ কর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান ক্ষুদ্রতম রোধ অপেক্ষা ক্ষুদ্রতর। 

উত্তর: ধরি তিনটি রোধ R1,R2,R3 সমান্তরাল সমবায়ের যুক্ত আছে। 

সুতরাং, তুল্য রোধের নিয়ম অনুযায়ী, 

1/R=1/R1+1/R2+1/R3

Or, 1/R-1/R3=1/R1+1/R2=+be

Or, 1/R-1/R3>0

Or, R<R3

সুতরাং তুল্য রোধের মান ক্ষুদ্রতম রোধ অপেক্ষা ক্ষুদ্রতর। 

10. তড়িৎ প্রবাহের তাপীয় ফল কাকে বলে? 

উত্তর: কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে পরিবাহীর রোধের জন্য প্রবাহমাত্রা হ্রাস পায়। ও যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় একেই তড়িৎ প্রবাহের তাপীয় ফল বলে। 

11. তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র তিনটি লেখ।

উত্তর: তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র তিনটি হল-

1. পরিবাহীর রোধ ও প্রবাহের সময় স্থির থাকলে উৎপন্ন তাপ প্রবাহমাত্রার বর্গের সমানুপাতী হয়।

2. প্রবাহমাত্রা এবং সময় স্থির থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ রোধের সমানুপাতী হয়। 

3. প্রবাহমাত্রা ও রোধ স্থির থাকলে উৎপন্ন তাপ সময়ের সমানুপাতী হয়। 

জুলের সূত্রের গাণিতিক রূপ হল H=I2Rt

12. কার্যশক্তি ধারণা থেকে কিভাবে জুলের সূত্র পাওয়া যায়? 

উত্তর: ধরি V বিভাবের একটি ব্যাটারিকে R রোধের সাথে যুক্ত করা হলো। এই অবস্থায় বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা I 

t সময়ে রোধ R এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ আধান 

Q=It

রোধ টির মধ্য দিয়ে এই Q পরিমাণ আধানকে নিয়ে যেতে কৃতকার্য, W=VQ

W=V.I.t

=IR.I.t

= I2Rt

সমতুল্যতাপ, H=W/J=I2Rt/J

ইহাই জুলের সূত্র।

13. বার্লো চক্রের ক্ষেত্রে কি ঘটে 

1. যদি বার্লোচক্রে তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করা হয় 

2. চুম্বকটির মেরু দুটির অবস্থান বদলানো হয়। 

3. যদি তড়িৎ প্রবাহের অভিমুখ এবং মেরু দুটির অবস্থান একসাথে পরিবর্তন করা হয়। 

উত্তর: 1.বার্লোচক্রে তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করলে চাকাটি পূর্বের বিপরীত দিকে ঘুরবে। 2. ক্ষেত্র চুম্বক টির মেরু দুটির অবস্থান বদলালে চাকাটি বিপরীত দিকে ঘুরবে 3. তড়িৎ প্রবাহের অভিমুখ ও মেরু দুটির অবস্থান একসাথে বদলালে চাকাটি পূর্বে যেদিকে ঘুরছিল সেদিকে ঘুরবে।

14. তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র দুটি লেখ। 

উত্তর: ফ্যারাডের প্রথম সূত্র: কোন কুন্ডলীর মধ্য দিয়ে চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটলে কুন্ডলীতে একটি আবিষ্ট তড়িচ্চালক বল সৃষ্টি হয় এবং যতক্ষণ চুম্বক প্রবাহের পরিবর্তন ঘটে ততক্ষণই আবিষ্ট তড়িচ্চালক বল স্থায়ী হয়। 

ফ্যারাডের দ্বিতীয় সূত্র: কোন কুন্ডলীতে আবিষ্ট তড়িচ্চালক বলের মান কুন্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতি।

15. আবেগ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি লেখ। 

উত্তর: তড়িৎ চুম্বকীয় আবেশ এর ক্ষেত্রে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ কেমন হয় যে, যে কারণে আবিষ্ট তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় প্রবাহমাত্রা সর্বদা সেই কারণকে বাধা দেয়। 

16. বৈদ্যুতিক যন্ত্রপাতি আর্থিং করা হয় কেন? 

উত্তর: বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি তে ধাতব ঢাকনা থাকে যদি কখনো কারেন্ট লিক করে তাহলে তড়িৎ ধাতব ঢাকনায় গিয়ে জমা হয়। অসাবধানতাবশত যন্ত্রটিকে স্পর্শ করলে শক খাবার সম্ভাবনা থাকে কিন্তু যন্ত্রপাতি আর্থিং করা থাকলে, আর্থিং তারের মাধ্যমে লিকেজ কারেন্ট মাটিতে চলে যায় ফলে শক লাগার সম্ভাবনা থাকে না।

17. বাড়ির বৈদ্যুতিক বর্তনীতে যন্ত্রপাতি গুলি কোন সমবায় যুক্ত করা থাকে ও কেন? 

উত্তর: বাড়ির বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলি সমান্তরাল সমবায় যোগ করা থাকে তার কারণ হলো 

1. সমান্তরাল সমবায় যোগ করলে প্রত্যেকটি যন্ত্রই একই বিভব প্রভেদে কাজ করতে পারে 

2. কোন একটি যন্ত্র খারাপ হয়ে গেলে অন্য যন্ত্র গুলিতে তার প্রভাব পড়ে না 

3. প্রত্যেকটি যন্ত্র স্বাধীনভাবে কাজ করতে পারে অর্থাৎ কোন যন্ত্র চালু বা বন্ধের জন্য অন্য যন্ত্রের ওপরে তার প্রভাব পড়ে না

18. বৈদ্যুতিক লাইনে মেইন ফিউসটি কোন সমবায় যোগ করা থাকে? ও কেন? 

উত্তর: বৈদ্যুতিক লাইনে মেন ফিউজটি শ্রেণী সমবায় যোগ করা থাকে। কারণ শর্ট সার্কিট বা অন্য কোন প্রাকৃতিক কারণে প্রবাহমাত্রা বৃদ্ধি পেলে আগে যেন মেইনফিউসটি নষ্ট হয়ে যায় যাতে যন্ত্রপাতিগুলি রক্ষা পায় 

19. শর্ট সার্কিট বা হ্রস্ব বর্তনী কাকে বলে?

উত্তর: কোন কারনে বাড়ির বৈদ্যুতিক লাইনে লাইভ তার ও নিউট্রাল তার সংযুক্ত হলে প্রবাহমাত্রা খুব বৃদ্ধি পায়। জুলের সূত্র অনুযায়ী প্রবাহমাত্রা বৃদ্ধি পেলে বর্তনীতে এত বেশি তাপ উৎপন্ন হয় যে বর্তমানটি গলে বা পুড়ে যেতে পারে। একই শর্ট সার্কিট বা হ্রস্ববর্তনী বলে।

WBBSE Class 10th Physical Science Suggestion | দশম শ্রেণী ভৌত বিজ্ঞান – চল তড়িৎ – প্রশ্ন উত্তর

WBBSE Class 10th Physical Science Suggestion (দশম শ্রেণী ভৌত বিজ্ঞান) – চল তড়িৎ – প্রশ্ন উত্তর | দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | চল তড়িৎ – প্রশ্ন উত্তর সাজেশন | WBBSE Class 10th Physical Science Suggestion | দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | চল তড়িৎ – প্রশ্ন উত্তর সাজেশন | WBBSE Class 10th Physical Science Suggestion

স্কুল, কলেজ ও বিভিন্ন ছাত্রছাত্রীদের পড়াশোনার ডিজিটাল মাধ্যম BigyanSiksha.com । এর প্রধান উদ্দেশ্য পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক) মূলত বিজ্ঞান বিষয়কে সহজ বাংলা ভাষায় মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে সহজ করে তোলা। এছাড়াও সাধারণ-জ্ঞান, পরীক্ষা প্রস্তুতি, ভ্রমণ গাইড, আশ্চর্যজনক তথ্য, সফল ব্যাক্তিদের জীবনী, বিখ্যাত ব্যাক্তিদের উক্তি,  প্রাণী জ্ঞান, কম্পিউটার, বিজ্ঞান ও বিবিধ প্রবন্ধের মাধ্যমে ছাত্রছাত্রীদের মননকে বিকশিত করে তোলা।

        আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | চল তড়িৎ – প্রশ্ন উত্তর সাজেশন | WBBSE Class 10th Physical Science Suggestion) পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই Bigyan Siksha ওয়েবসাইটের পাশে থাকুন। বিভিন্ন বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তুলুন। ধন্যবাদ।

Madhyamik Suggestion 2026 | মাধ্যমিক সাজেশন ২০২৬

আরো দেখুন:

Class 10 Physical Science Test Question Answer 2024

আরো দেখুন:

Physical Science Suggestion Madhyamik- পরমাণুর নিউক্লিয়াস (অধ্যায়-৭) প্রশ্নউত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান

আরো দেখুন:

Physical Science Suggestion Madhyamik- গ্যাসের আচরণ (অধ্যায়-২) প্রশ্নউত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান

আরো দেখুন:

দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন – প্রশ্ন উত্তর সাজেশন | WBBSE Class 10th Physical Science Suggestion

  • 5.1 ভারত: অবস্থান ও প্রশাসনিক বিভাগ | Class 10 Geography Short Question and Answer 2025
    5.1 ভারত: অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th Madhyamik Geography Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট তোমরা যারা মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য 5.1 ভারত: অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়)  MCQ প্রশ্ন ও …

    Read more

  • চক্রপাণি দত্ত: কিংবদন্তী চিকিৎসক ও পণ্ডিত
    চক্রপাণি দত্ত ছিলেন বিখ্যাত একজন আদর্শ চিকিৎসক এবং শারীরতত্ত্ববিদ। বহু দূর থেকে রোগীরা তাঁর কাছে চিকিৎসার জন্য আসতেন। তিনি রোগীদের চিকিৎসা করতেন আনন্দ সহকারে এবং অবসর সময়ে বই লিখতেন। তাঁর রচিত গ্রন্থগুলির মধ্যে ‘চিকিৎসা সংগ্রহ‘, ‘দ্রব্য গুণ‘ এবং ‘সর্বসার সংগ্রহ‘ উল্লেখযোগ্য। ‘চক্রদত্ত‘ নামক গ্রন্থে তিনি চিকিৎসা সংক্রান্ত বিষয় লিপিবদ্ধ করেছেন। টীকাকার ও উপাধি চক্রপাণি দত্ত …

    Read more

  • পশ্চিমবঙ্গ সরকারের EWS সার্টিফিকেট পাওয়ার পদ্ধতি | EWS Certificate West Bengal Criteria | EWS সার্টিফিকেট কি এবং কেন এটি গুরুত্বপূর্ণ?
    EWS সম্পূর্ণ কথাটি হল ইকনোমিক্যালি উই কার সেকশন (Economically Weaker Section) বা সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণি। EWS সার্টিফিকেটের মূল উদ্দেশ্য হলো সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অংশকে নির্দিষ্ট কিছু সরকারি সুযোগ সুবিধা দেওয়া।এই সার্টিফিকেট এর মাধ্যমে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি চাকরিতে 10% সংরক্ষণ পাওয়া যেতে পারে। শুধুমাত্র জেনারেল কাস্ট যারা অন্য কোন সংরক্ষণের অন্তর্ভুক্ত …

    Read more

  • ধাতুবিদ্যা দশম শ্রেণী – প্রশ্ন উত্তর | WBBSE Class 10th Physical Science Suggestion ভৌত বিজ্ঞান দশম শ্রেণী
    দশম শ্রেণী ভৌত বিজ্ঞান সাজেশন – WBBSE Class 10th Physical Science Suggestion – ধাতুবিদ্যা দশম শ্রেণী Chapter 8.5 – প্রশ্ন উত্তর নিচে দেওয়া হল । এই WBBSE Class 10th (X) Madhyamik Physical Science Suggestion – মাধ্যমিক দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান সাজেশন – ধাতুবিদ্যা দশম শ্রেণী – প্রশ্ন উত্তর  গুলি আগামী 2026 সালের পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভৌত বিজ্ঞান …

    Read more

  • তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া – প্রশ্ন উত্তর | WBBSE Class 10th Physical Science Suggestion ভৌত বিজ্ঞান দশম শ্রেণী
    দশম শ্রেণী ভৌত বিজ্ঞান সাজেশন – WBBSE Class 10th Physical Science Suggestion – তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া Chapter 8.3 – প্রশ্ন উত্তর নিচে দেওয়া হল । এই WBBSE Class 10th (X) Madhyamik Physical Science Suggestion – মাধ্যমিক দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান সাজেশন – তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া – প্রশ্ন উত্তর  গুলি আগামী সালের পশ্চিমবঙ্গ …

    Read more

  • মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবনের প্রবাহমানতা (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science Question and Answer 
    মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর : জীবনের প্রবাহমানতা (দ্বিতীয় অধ্যায়) Madhyamik Life Science Question and Answer : মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবনের প্রবাহমানতা (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science Question and Answer, দশম শ্রেণীর জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় এর প্রশ্ন উত্তর pdf  নিচে দেওয়া হলো MCQ প্রশ্নোত্তর | মাধ্যমিক জীবন বিজ্ঞান – …

    Read more

Leave a Comment