ধাতুবিদ্যা দশম শ্রেণী – প্রশ্ন উত্তর | WBBSE Class 10th Physical Science Suggestion ভৌত বিজ্ঞান দশম শ্রেণী

দশম শ্রেণী ভৌত বিজ্ঞান সাজেশন – WBBSE Class 10th Physical Science Suggestion – ধাতুবিদ্যা দশম শ্রেণী Chapter 8.5 – প্রশ্ন উত্তর নিচে দেওয়া হল । এই WBBSE Class 10th (X) Madhyamik Physical Science Suggestion – মাধ্যমিক দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান সাজেশন – ধাতুবিদ্যা দশম শ্রেণী – প্রশ্ন উত্তর  গুলি আগামী 2026 সালের পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভৌত বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নিচে তোমরা যারা মাধ্যমিক দশম শ্রেণীর  ভৌত বিজ্ঞান ধাতুবিদ্যা দশম শ্রেণীর সাজেশন খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারো । Madhyamik Exam এ কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি। পরে Madhyamik Physical Science Suggestion দেওয়া হবে

Madhyamik Physical Science chapter 8.5
Madhyamik Physical Science chapter 8.5 ধাতুবিদ্যা

Table of Contents

Madhyamik Physical Science Suggestion

মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন

ধাতুবিদ্যা দশম শ্রেণী – প্রশ্ন উত্তর (অধ্যায়-৪) MCQ, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর | Madhyamik Physical Science Suggestion – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন

বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ Question) : (মান –1) ধাতুবিদ্যা দশম শ্রেণী 8.5 – প্রশ্ন উত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন | Class 10 Physical Science

1. নিচের কোন ধাতু সংকরে জিংক বর্তমান? 

(a) পিতল

(b) কাঁসা

(c) ডুরালুমিন

(d) ব্রোঞ্জ

উত্তর: পিতল 

2. নিচের কোনটি জিংকের সালফাইড আকরিক?

(a) জিংক ব্লেন্ড

(b) রেড হেমাটাইড

(c) ক্যালামাইন

(d) বক্সাইট

উত্তর: জিংক ব্লেন্ড 

3. থারমিট পদ্ধতিতে বিজারক হিসেবে কোন ধাতু ব্যবহার করা হয় 

(a) কার্বন

(b) আয়রন

(c) কপার

(d) অ্যালুমিনিয়াম

উত্তর: অ্যালুমিনিয়াম 

4. তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু নিষ্কাশনে ব্যবহৃত হয় 

(a) কার্বন বিজারণ পদ্ধতি

(b) তড়িৎ বিজারণ পদ্ধতি

(c) থার্মিট পদ্ধতি

(d) স্বত:বিজারণ পদ্ধতি

উত্তর: তড়িৎ বিজারণ পদ্ধতি 

5. ক্যালামাইন কোন ধাতুর আকরিক 

(a) অ্যালুমিনিয়াম

(b) লোহা

(c) তামা

(d) জিংক

উত্তর: জিংক 

6. পিতল ও কাঁসা উভয়েই থাকে 

(a) তামা

(b) লোহা

(c) নিকেল

(d) জিংক

উত্তর: তামা 

7. বক্সাইট কোন ধাতুর আকরিক? 

(a) ক্যালসিয়াম

(b) অ্যালুমিনিয়াম

(c) জিংক

(d) লোহা

উত্তর: অ্যালুমিনিয়াম

8. আয়রনের আকরিক টি হল 

(a) ম্যাগনেটাইট

(b) গিবসাইট

(c) ম্যাগনেটাইট

(d) কিউপ্রাইট

উত্তর: ম্যাগনেটাইট 

9. কোন আয়নের উপস্থিতিতে লোহার মরচে পড়া ত্বরান্বিত হয়?

(a) Na+

(b) Ca2+

(c) OH

(d) Cl

উত্তর: Cl

10. মরচে পড়া হলো একটি 

(a) জারণ প্রক্রিয়া

(b) বিজারণ প্রক্রিয়া

(c) জারন বিজারণ প্রক্রিয়া

(d) কোনোটিই নয়

উত্তর: জারণ বিজারণ প্রক্রিয়া 

11. নিচের কোনটির মধ্যে অ্যালুমিনিয়াম আছে 

(a) কাঁসা

(b) ব্রোঞ্জ

(c) জার্মান সিলভার

(d)  ডুরালুমিন 

উত্তর: ডুরালুমিন 

12. নিচের কোনটি মুদ্রা ধাতু 

(a) জিংক

(b) তামা

(c) লোহা

(d) অ্যালুমিনিয়াম

উত্তর: তামা 

13. লোহার ওপরে প্রলেপ দেওয়া হয় 

(a) জিংক

(b) তামা

(c) অ্যালুমিনিয়াম

(d) ম্যাগনেসিয়াম

উত্তর:জিংক

14. নিচের কোন ধাতুটি প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকতে পারে 

(a) লোহা

(b) সোডিয়াম

(c) ক্যালসিয়াম

(d) সোনা

উত্তর: সোনা 

15. নিচের কোনটি আয়রনের সংকর ধাতু?

(a) ডুরালুমিন

(b) ইনভার

(c) ম্যাগনেসিয়াম

(d) গান মেটাল

উত্তর: ইনভার

16. থারমিট পদ্ধতিতে যে ধাতু নিষ্কাশন করা হয় তা হলো 

(a) লোহা

(b) অ্যালুমিনিয়াম

(c) ম্যাগনেসিয়াম

(d) জিংক

উত্তর: লোহা 

17. অ্যামালগামের একটি উপাদান সর্বদাই 

(a) পারদ

(b) রুপা

(c) তামা

(d) সোনা

উত্তর: পারদ 

18. রেললাইন জোড়া দিতে থারমিট পদ্ধতির জন্য ব্যবহার করা হয় 

(a) Cu

(b) Al

(c) Mg

(d) Zn

উত্তর: Al

19. রেড হেমাটাইট এর সংকেত হল 

(a) FeO 

(b) Fe2O3

(c) Fe3O4

(d) FeCO3

উত্তর: Fe2O3

20. কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি আছে 

(a) স্টিলে 

(b) রট আয়রন

(c) কাস্ট আয়রন

(d) কোনোটিই নয়

উত্তর: কাস্ট আয়রন

21. মুক্ত অবস্থায় প্রকৃতিতে পাওয়া যায় 

(a) Fe

(b) Ag 

(c) Zn

(d) Al

উত্তর: Ag 

22. নিচের কোন ধাতু সংকরে জিংক বর্তমান 

(a) কাঁসা

(b) পিতল

(c) ব্রোঞ্জ

(d) ডুরালুমিন

উত্তর: পিতল

23. ক্যালামাইন নিচের কোন ধাতুর আকরিক? 

(a) Cu

(b) Al

(c) Fe

(d) Zn

উত্তর: Zn

24. নিচের কোনটি সালফাইড আকরিক?

(a) রেড হেমাটাইট

(b) ক্যালামাইন

(c) বক্সাইট

(d) জিংক ব্লেন্ড

উত্তর: জিংক ব্লেন্ড 

25. নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইট এর সংকেত 

(a) Al2O

(b) Al2O3,2H2O

(c) Al2O3,3H2O

(d)AlF3,2NaF

উত্তর: Al2O3,2H2O

26. জিংক অক্সাইড কে পরিণত করতে ব্যবহার করা হয় 

(a) গ্রাফাইট

(b) লোহা

(c) কোক 

(d) হাইড্রোজেন সালফাইড

উত্তর: কোক 

দু এক কথায় উত্তর দাও।: (মান –1) Madhyamik Physical Science Suggestion – ধাতুবিদ্যা দশম শ্রেণী 8.5 প্রশ্ন উত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন | ধাতুবিদ্যা দশম শ্রেণী 8.5 – প্রশ্ন উত্তর

1. তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত হয় এমন একটি ধাতুর নাম লেখ। 

উত্তর: তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত ধাতু হল অ্যালুমিনিয়াম 

2. জলের মধ্যে কোন আয়নের উপস্থিতি মরচে পড়া ত্বরান্বিত করে? 

উত্তর: জলের মধ্যে ক্লোরাইড আয়নের উপস্থিতি মরচে পড়া ত্বরান্বিত করে।

3. তামার উপর সবুজ বর্ণের যে আস্তরণ পড়ে তার নাম ও সংকেত কি?

উত্তর: বেসিক কপার কার্বনেট [ CuCO3,Cu(OH)2]

4. মরিচার সংকেত কি?

উত্তর: মরিচার সংকেত হলো Fe2O3.xH2O

5. ম্যাগনেলিয়াম এর উপাদান কি কি? 

উত্তর: ম্যাগনেলিয়াম এর উপদান Mg+ Al 

6. নিষ্ক্রিয় লোহা কাকে বলে? 

উত্তর: লোহার সঙ্গে গাঢ় নাইট্রিক অ্যাসিড এর বিক্রিয়ায় পর বাকি লোহা আর বিক্রিয়া করে না এই লোহাকে নিষ্ক্রিয় লোহা বলে। 

7. এমন একটি ধাতুর নাম কর যা উভধর্মী অক্সাইড গঠন করে? 

উত্তর: অ্যালুমিনিয়াম হল এমন একটি ধাতু যা উভধর্মী অক্সাইড গঠন করে 

8. আত্মরক্ষায় সমর্থ্য ধাতু কাকে বলে?

উত্তর: অ্যালুমিনিয়ামের উপরে অ্যালুমিনিয়াম অক্সাইড (Al2O3) এর একটি আস্তরণ পড়ে যায় তাই অ্যালুমিনিয়াম আর বাতাসের সাথে বিক্রিয়া করে না। এই কারণে অ্যালুমিনিয়াম কে আত্মরক্ষায় সমর্থ্য ধাতু বলে। 

9. জার্মান সিলভারে সিলভারের শতকরা পরিমাণ কত? 

উত্তর: জার্মান সিলভারে সিলভারের শতকরা পরিমাণ 0%

10. ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত? 

উত্তর: ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ 0.15%-1.5%

11. কোন ধাতু সংকরের একটি উপাদান পারদ হলে তাকে কি বলে? 

উত্তর: কোন ধাতু সংকরের একটি উপাদান পারদ হলে তাকে বলে পারদ সংকর বা অ্যামালগাম। 

12. কপার কে মুদ্রা ধাতু বলে কেন?

উত্তর: মুদ্রা তৈরীর কাজে কপার ব্যবহার করা হয় বলে একে মুদ্রা ধাতু বলে 

13. নাইক্রোমের মূল উপাদান কি কি? 

উত্তর: নাইক্রোমের মূল উপাদান হলো,লোহা নিকেল, ক্রোমিয়াম

14. বিশুদ্ধতম আয়রন কোনটি? 

উত্তর: রট আয়রন হল বিশুদ্ধতম আয়রন 

15. পিতলের প্রধান উপাদান টির নাম লেখ। 

উত্তর: পিতলের প্রধান উপাদান টি হল তামা বা কপার 

16. লোহায় উপস্থিত কোন পদার্থের উপর এর ধর্ম নির্ভর করে?

উত্তর: লোহায় উপস্থিত কার্বনের উপর এর ধর্ম নির্ভর করে। 

17. প্রেসার কুকার তৈরিতে কোন সংকর ধাতু ব্যবহার করা হয়? 

উত্তর: প্রেসার কুকার তৈরিতে অ্যালুমিনিয়ামের সংকর ধাতু ডুরালুমিন ব্যবহার করা হয়।

18. বিমানের যন্ত্রাংশ তৈরিতে কোন সংকর ধাতু ব্যবহার করা হয়? 

উত্তর: বিমান ও মোটর গাড়ির কাঠামো তৈরিতে ডুরালুমিন নামক শংকর ধাতু ব্যবহার করা হয়। 

19. অ্যালুমিনিয়াম ও লোহার মধ্যে কোনটি ভারতে বেশি পাওয়া যায়? 

উত্তর: অ্যালুমিনিয়াম লোহার মধ্যে ভারতের লোহা বেশি পাওয়া যায়। 

20. জার্মান সিলভারের উপাদান গুলি কি কি? 

উত্তর: জার্মান সিলভারের উপাদান গুলি হল তামা দস্তা ও নিকেল

শূন্যস্থান পূরণ কর: (মান –1) Madhyamik Physical Science Suggestion – ধাতুবিদ্যা দশম শ্রেণী 8.5 প্রশ্ন উত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন | ধাতুবিদ্যা দশম শ্রেণী 8.5 – প্রশ্ন উত্তর

1. সব আকরিক খনিজ কিন্তু সব………আকরিক নয় 

উত্তর: সব আকরিক খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়।। 

2. দিল্লির কুতুব মিনার নির্মাণে ব্যবহৃত হয়…….

উত্তর: দিল্লির কুতুবমিনার নির্মাণ ব্যবহার হয় রট আয়রন।

3. খাবার প্যাকিং এর কাজে………ফয়েল ব্যবহার করা হয়। 

উত্তর: খাবার প্যাকিং এর কাজে অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করা হয়। 

4. জার্মান সিলভারে সিলভার থাকে………

উত্তর: 0%

5. দাঁতের চিকিৎসায়……. সংকর ব্যবহার করা হয়।

উত্তর: দাঁতের চিকিৎসায় পারদ সংকর ব্যবহার করা হয়।

6. অ্যালুমিনার তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে……উৎপন্ন হয় 

উত্তর: অ্যালুমিনার তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে অ্যালুমিনিয়াম উৎপন্ন হয়

7. বেশিক কপার কার্বনেট এর বর্ণ…….

উত্তর: বেসিক কপার কার্বনেট এর বর্ণ সবুজ 

8……….. পাতে মোরা চাটনি খাওয়া উচিত নয়।

উত্তর: অ্যালুমিনিয়াম পাতে মোরা চাটনি খাওয়া উচিত নয় 

9. তৈলবাহি লোহার পাইপের সাথে যুক্ত ম্যাগনেসিয়াম ব্লক…….. রূপে কাজ করে 

উত্তর: তৈলবাহী লোহার পাইপের সাথে যুক্ত ম্যাগনেসিয়াম ব্লক অ্যানোড রূপে কাজ করে।

10……….. লোহায় মরচে পড়ে না 

উত্তর: বিশুদ্ধ লোহায় মরচে পড়ে না 

অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন।: (মান –1) Madhyamik Physical Science Suggestion – ধাতুবিদ্যা দশম শ্রেণী 8.5 প্রশ্ন উত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন | ধাতুবিদ্যা দশম শ্রেণী 8.5 – প্রশ্ন উত্তর

1. আকরিক থেকে ধাতু নিষ্কাশন জারণ না বিজারণ ক্রিয়া? 

উত্তর: আকরিক থেকে ধাতু নিষ্কাশন একটি বিজারণ বিক্রিয়া 

2. কপার সালফেট দ্রবণে একটি লোহার দন্ড ডোবালে কি হবে? 

উত্তর: ধাতু দুটির মধ্যে বেশি সক্রিয় ধাতু যৌগ থেকে কম সক্রিয় ধাতুকে প্রতিস্থাপিত করবে।

3. অ্যালুমিনিয়ামকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না কেন? 

উত্তর: অ্যালুমিনিয়াম খুব সক্রিয় তাই অন্যান্য মৌলের সাথে সহজে রাসায়নিক বিক্রিয়া করে যৌগ তৈরি করে। 

4. কার্বন বিজারণ পদ্ধতিতে বিজারক হিসেবে কি ব্যবহার করা হয়? 

উত্তর: কার্বন বিজারণ পদ্ধতিতে বিজারক হিসেবে ব্যবহার করা হয় কার্বন বা কোক 

5. কার্বন বিজারন পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন দুটি ধাতুর নাম কর। 

উত্তর: কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন দুটি ধাতুর নাম জিংক ও আয়রন 

6. লোহার খনিজ কিন্তু আকরিক নয় এমন একটি পদার্থের নাম কর। 

উত্তর: লোহার খনির কিন্তু আকরিক নয় এমন একটি পদার্থের নাম হলো আয়রন পাইরাইটিস (FeS2)

7. ধাতুর সক্রিয়তা শ্রেণীতে সবচেয়ে সক্রিয় ধাতুর নাম কি? 

উত্তর: ধাতুর সক্রিয়তা শ্রেণীতে সবচেয়ে সক্রিয় ধাতুর নাম পটাশিয়াম (K)

8. স্বত: বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত হয় এমন একটি ধাতুর নাম কর। 

উত্তর: তামা 

9. অ্যালুমিনার তড়িৎ বিশ্লেষণের সময় এর সাথে আর কি কি মেশানো হয়? 

উত্তর: অ্যালুমিনার তড়িৎ বিশ্লেষণের সময় এর সাথে মেশানো হয় ক্রায়োলাইট ও ফ্লুওস্পার

10. কোন ধাতু গুলিকে কার্বন-বিজারন পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না? 

উত্তর: তড়িৎ রাসায়নিক শ্রেণীতে উপরের দিকে অবস্থিত সক্রিয় ধাতু গুলিকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত করা যায় না 

11. কার্বন বিজারণ পদ্ধতির সময় কোন বিষাক্ত গ্যাস তৈরি হয়? 

উত্তর: কার্বন বিজারণ পদ্ধতির সময় কার্বন-মনোক্সাইড নামক বিষাক্ত গ্যাস তৈরি হয় 

12. থার্মিট পদ্ধতিতে ম্যাগনেসিয়াম ধাতু কি কাজে লাগে? 

উত্তর: থার্মিট পদ্ধতিতে ম্যাগনেসিয়াম ধাতু আগুন লাগাতে কাজে লাগে।

13. গ্রিগনার্ড বিকারক তৈরিতে কোন ধাতু ব্যবহার করা হয়? 

উত্তর: গ্রিগনার্ড বিকারক তৈরিতে ব্যবহার করা হয় ম্যাগনেসিয়াম 

14. ক্যালরিমিটার তৈরিতে কোন ধাতু লাগে?

উত্তর: ক্যালরিমিটার তৈরিতে ব্যবহার করা হয় তামা 

15. থার্মিট পদ্ধতিতে বিজারক হিসেবে কি ব্যবহার করা হয়? 

উত্তর: থার্মিট পদ্ধতিতে বিজারক হিসেবে ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম।

সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন: (মান –1) Madhyamik Physical Science Suggestion – ধাতুবিদ্যা দশম শ্রেণী 8.5 প্রশ্ন উত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন | ধাতুবিদ্যা দশম শ্রেণী 8.5 – প্রশ্ন উত্তর

1. ক্যাথডিয় সংরক্ষণ কি?

উত্তর: মাটির নিচে লোহার পাইপ কে মরচে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য ওইসব পাইপের সাথে ম্যাগনেসিয়াম পাত বা খণ্ডকে অন্তরিত পরিবাহী তারের মাধ্যমে যুক্ত করা হয়। এক্ষেত্রে আইরন পাইপ ক্যাথড ম্যাগনেসিয়াম খণ্ড অ্যানোড এবং আদ্র মাটি তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাজ করে।

ম্যাগনেসিয়ামের ধনাত্মক তড়িৎধর্মিতা আয়রনের অপেক্ষা বেশি। তাই ম্যাগনেসিয়াম আয়রনের আগেই জারিত হয়। ফলে মরচে পরা বাধাপ্রাপ্ত হয়। এইভাবে অ্যানোডের বিনিময়ে ক্যাথোডের সংরক্ষণ কে ক্যাথডিয় সংরক্ষণ বলা হয়। এইরূপ অ্যানডকে উৎসর্গীকৃত অ্যানোড বলা হয়।

2. খনিজ ও আকরিক কাকে বলে? 

উত্তর: ভূগর্ভ বা ভূপৃষ্ঠ থেকে পাওয়া প্রাকৃতিক অজৈব পদার্থকে খনিজ বলা হয়। যে খনিজ গুলি থেকে সহজে ও সুলভে বাণিজ্যিক উপায়ে কোন ধাতু নিষ্কাশন করা যায় তাদের ওই নির্দিষ্ট ধাতুর আকরিক বলে। সব আকরিকই খনিজ পদার্থ কিন্তু সব খনিজ পদার্থ আকরিক নয়।

3. ইলেকট্রনীয় মতবাদের ভিত্তিতে জারণ এবং বিজারণ এর সংজ্ঞা দাও। 

উত্তর: ইলেকট্রনীয় মতবাদের ভিত্তিতে জারণ: যে রাসায়নিক প্রক্রিয়ায় কোন পরমাণু বা আয়ন ইলেকট্রন ত্যাগ করে তাকে জারণ বলে। 

যেমন, Na পরমাণু ইলেকট্রন বর্জন করে Na+ আয়নে পরিণত হয়। এই বিক্রিয়াটি কি জারন বিক্রিয়া 

ইলেকট্রনীয় মতবাদের ভিত্তিতে বিজারণ: যে রাসায়নিক প্রক্রিয়ায় কোন পরমাণু আয়ন ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বলে। 

যেমন, Cl পরমাণু ইলেকট্রন গ্রহণ করে Cl – আয়নে পরিণত হয়। এটি একটি বিজারণ বিক্রিয়া।

4. জারণ এবং বিজারণ একই সাথে ঘটে ব্যাখ্যা কর। 

উত্তর: কোন রাসায়নিক বিক্রিয়ায় কোন পরমাণু বা আয়ন ইলেকট্রন বর্জন করে জারিত হয়। একই সাথে অপর কোন পরমাণু আয়ন ওই বর্ধিত ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয় অর্থাৎ একটি রাসায়নিক বিক্রিয়ায় একই সাথে জারণ ও বিজারণ ঘটে। 

CuSO4 + Zn=ZnSO4 + Cu

এখানে জিংক জারিত হয় এবং কপার সালফেট বিজারিত হয়

5. আকরিক মাত্রই খনিজ কিন্তু খনিজ মাত্রই আকরিক নয় ব্যাখ্যা কর।। 

উত্তর: সব খনিজ পদার্থ থেকে সহজ উপায়ে এবং সুলভে ধাতু নিষ্কাশন করা যায় না। কিন্তু আকরিক থেকে সহজ উপায়ে ও সুলভে ধাতু নিষ্কাশন করা যায়। তাই সব আকরিকই খনিজ পদার্থ কিন্তু সব খনিজ পদার্থ আকরিক নয় 

যেমন, হেমাটাইট ও আয়রন পাইরাইটিস দুটোর মধ্যেই আয়রন থাকলেও হেমাটাইট থেকে সহজে ও সুলভে আয়রন নিষ্কাশন করা যায় কিন্তু আয়রন পাইরাইটিস থেকে করা যায় না। তাই দ্বিতীয়টি আকরিক নয় খনিজ।

6. কপার সালফেট দ্রবণে একটি চকচকে লোহার পেরেক ডোবানো হলো কি ঘটবে লেখ 

উত্তর: কপার সালফেট দ্রবণে চকচকে লোহার পেরেক ডোবালে কিছুক্ষণ পর দেখা যাবে নিচে কপারের অধক্ষেপ পড়েছে। এবং লোহার পাতটি কিছুটা ক্ষয়ে গেছে। এর কারণ হলো ধাতুর সক্রিয়তা শ্রেণীতে লোহা কপারের উপরে অবস্থিত।

অর্থাৎ লোহা রাসায়নিকভাবে কপার অপেক্ষা অধিক সক্রিয়। সেই জন্য লোহার ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বেশি তাই লোহার পরমাণু দুটি ইলেকট্রন ত্যাগ করে Fe2+ আয়নে পরিণত হয় এবং এই বর্জিত ইলেকট্রন দুটি কপার সালফেট দ্রবণে উপস্থিত Cu2+ আয়ন গ্রহণ করে ধাতব ও কপারে পরিণত হয়।

7. কার্বন বিজারণ পদ্ধতি কাকে বলে? 

উত্তর: তড়িৎ রাসায়নিক শ্রেনীতে মাঝারি সক্রিয় ধাতু যেমন Fe,Zn,Pb এদের অক্সাইড গুলিকে বা তাপজারণ বা ভষ্মীকরণের মাধ্যমে মাধ্যমে প্রাপ্ত ধাতব অক্সাইডকে উচ্চ উষ্ণতায় কোক দ্বারা বিজারিত করে ধাতু নিষ্কাশনের পদ্ধতিকে কার্বন বিজারণ পদ্ধতি বলে।

8. কার্বন বিজারণ পদ্ধতিতে কিভাবে জিংক ধাতু নিষ্কাশন করা হয়? 

উত্তর: জিংকের আকরিক জিংক ব্লেন্ড (ZnS) কে উচ্চ উষ্ণতায় (800°C) বায়ুর উপস্থিতিতে উত্তপ্ত করে জিঙ্ক অক্সাইড এ পরিণত করা হয়। উৎপন্ন জিঙ্ক অক্সাইডের সাথে কোক চূর্ণ মিশিয়ে 1300°C উষ্ণতায় উত্তপ্ত করলে ZnO কোক দ্বারা বিজারিত হয়ে ধাতব জিংকে পরিণত হয় এবং কোক জারিত হয়ে কার্বন-মনোক্সাইড উৎপন্ন করে 

2ZnS+3O2=2ZnO +2SO2

ZnO+C=Zn+CO

ZnO+CO=Zn +CO2

রচনাধর্মী প্রশ্ন: (মান –1) Madhyamik Physical Science Suggestion – ধাতুবিদ্যা দশম শ্রেণী 8.5 প্রশ্ন উত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন | ধাতুবিদ্যা দশম শ্রেণী 8.5 – প্রশ্ন উত্তর

আমাদের প্রয়াস মাধ্যমিক (দশম শ্রেণী) ভৌত বিজ্ঞান পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং সাজেশন (WBBSE Class 10th Physical Science Suggestion / West Bengal Board of Secondary Education – WBBSE Physical Science Suggestion / Madhyamik Class 10th Physical Science Suggestion / Class X Physical Science Suggestion / Madhyamik Pariksha Physical Science Suggestion / WBBSE Class 10th Physical Science Exam Guide / MCQ , Short , Descriptive  Type Question and Answer. / WBBSE Class 10th Physical Science Suggestion FREE PDF Download) সফল হবে।এখানে এক কথায় প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে।

1. লোহা, তামা, জিংক এবং অ্যালুমিনিয়ামের ব্যবহার লেখ।

উত্তর: আয়রন বা লোহার ব্যবহার: 

লোহায় কার্বনের পরিমাণের উপর ভিত্তি করে তিন রকমের আয়রন বা লোহা হয় 

1. কাস্ট আয়রন বা ঢালাই লোহা 

2. রট আয়রন বা পেটাই লোহা 

3. স্টিল বা ইস্পাত 

1. কাস্ট আয়রনের ব্যবহার: বেশিরভাগ কাস্ট আয়রন রট আয়রন ও ইস্পাত তৈরিতে ব্যবহার করা হয়। রেলিং, কড়াই, ইস্তিরি ইত্যাদি তৈরিতে কাস্ট আয়রন ব্যবহার করা হয় 

2. রট আয়রনের ব্যবহার: শিকল, নোঙ্গর, বাদ্যযন্ত্রের তার, তড়িৎ চুম্বকের মজা, রেলিং, আসবাবপত্র ইত্যাদি তৈরিতে রট আয়রন ব্যবহার করা হয় 

3. ইস্পাত এর ব্যবহার: রেললাইন, ইঞ্জিন, সেতু, ছুরি কাঁচি, যুদ্ধের ট্যাংক, অস্ত্রশস্ত্র ইত্যাদি তৈরিতে ইস্পাত ব্যবহার করা হয় 

তামা বা কপারের ব্যবহার: 

1. উচ্চ তড়িৎ পরিবাহিত জন্য পরিবাহি তার, মোটর, ডায়নামো ইত্যাদি যন্ত্র নির্মাণে ব্যবহার করা হয় 

2. তাপের সুপরিবাহিতার জন্য ক্যালরিমিটার বয়লার ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয় 

3. সংকর ধাতু যেমন, পিতল, কাঁসা, ব্রোঞ্জ, জার্মান সিলভার ইত্যাদি নির্মাণে তামা বা কপার ব্যবহার করা হয়।

জিংক বা দস্তার ব্যবহার: 

1. লোহায় যাতে মরচে না পড়ে তার জন্য গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহার উপর প্রলেপ দেয়া হয় জিংকের 

2. জিংক হোয়াইট নামক সাদা রং প্রস্তুতিতে 

3. পিতল,জার্মান সিলভার প্রভৃতি সংকর ধাতু নির্মাণে 

4. নির্জল কোষ নির্মাণে

অ্যালুমিনিয়ামের ব্যবহার: 

1. তড়িতের সুপরিবাহিতার জন্য বৈদ্যুতিক তার নির্মাণ 

2. বাসনপত্র নির্মাণে 

3. থার্মিট পদ্ধতিতে বিজারক রূপে ব্যবহার করা হয় 

4. ম্যাগনেলিয়াম, ডুরালুমিন প্রভৃতি সংকর ধাতু তৈরিতে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়

2. নিচের ধাতু সংকর গুলির উপাদান ও ব্যবহার লেখ 

Fe

কাস্ট আয়রন   C,Si,P,S,Mn,Fe 

রট আয়রন, স্টিল তৈরিতে ব্যবহার করা হয়। রেলিং কড়াই তৈরিতে ব্যবহার করা হয়। 

ইস্পাত বা স্টেনলেস স্টিল  Fe, Cr,C,Ni 

সল্য চিকিৎসার যন্ত্রপাতি প্রস্তুতিতে, বিভিন্ন যন্ত্রাংশ তৈরিতে 

Cu

পিতল  Cu,Zn  বাসনপত্র, জলের কল, মূর্তি বিভিন্ন যন্ত্রাংশ তৈরিতে 

জার্মান সিলভার  Cu,Zn,Ni  বাসনপত্র ফুলদানি অলংকার ইত্যাদি তৈরিতে 

Zn 

ইলেকট্রন Cu,Zn,Fe,Mn বিমান ও মোটর গাড়ির যন্ত্রাংশ তৈরিতে 

মান্টজ মেটাল Zn,Cu নাট বল্টু দেরিতে 

Al 

ডুরালুমিন Al,Cu, Mn,Mg  বিমান ও মোটর গাড়ির কাঠামো তৈরিতে 

ম্যাগনেলিয়াম Al,Mg  তুলা দণ্ড, বিমানের খোল এর মানে, স্কেল তৈরিতে

3. খনিজ ও আকরিক এর মধ্যে পার্থক্য লেখ।

খনিজআকরিক
1. ভূগর্ভে বা ভূপৃষ্ঠে যে সমস্ত কঠিন ধাতব যৌগগুলি পাওয়া যায় তাদের খনিজ বলা হয়।1. যে সমস্ত খনিজ থেকে সহজে ও সুলভে ধাতু নিষ্কাশন করা যায় তাদের ওই ধাতুগুলির আকরিক বলে।
2. সমস্ত খনিজ থেকে ধাতু নিষ্কাশন করা যায় না 2. প্রায় সমস্ত আকরিক থেকেই ধাতু নিষ্কাশন করা হয়ে থাকে 
3. সব খনিজ  আকরিক নয় 3. সব আকরিক খনিজ পদার্থ 
4. খনিজ থেকে অপদ্রব্য গুলি সহজে দূর করা যায় না 4. আকরিক থেকে সহজেই অপদ্রব্য গুলি দূর করা যায় 

4. কয়েকটি ধাতু ও তাদের আকরিক 

অ্যালুমিনিয়াম  

  •  বক্সাইট Al2O3,2H2
  •  ক্রায়োলাইট AlF3.3NaF
  •  গিবসাইট Al2O3,2H2O

জিংক 

  • জিংক ব্লেন্ড ZnS 
  • ক্যালামাইন ZnCO3
  • জিঙ্কাইট ZnO

আয়রন বা লোহা 

  •  রেড হেমাটাইট Fe2O3 
  •   ম্যাগনেটাইট Fe3O

কপার বা তামা

  •  কপার পাইরাইটিস CuFeS2 
  •   কপার গ্লান্স বা চ্যালকোসাইট  Cu2S

5. থার্মিট পদ্ধতি সংক্ষেপে লেখ। এই পদ্ধতির ব্যবহার কোথায় হয়? 

উত্তর: আয়রন অক্সাইড কে অ্যালুমিনিয়াম চূর্ণয়ের  সাথে মিশিয়ে একটি বিশেষ ধরনের ফায়ার ক্লে নির্মিত পাত্রে নিয়ে তার সাথে বেরিয়াম পার অক্সাইড ও পটাশিয়াম ক্লোরেটের একটি মিশ্রণ রেখে Mg ধাতুর একটি ফিতার সাহায্যে এতে আগুন ধরানো হয়। BaO2 এবং পটাশিয়াম ক্লোরেটের এর মিশ্রণে আগুন লাগলে তীব্র তাপ উৎপন্ন হয় এবং প্রায় 2000 ‘C উষ্ণতার সৃষ্টি হয়। এই উচ্চ উষ্ণতায় ধাতব অক্সাইড অ্যালুমিনিয়াম দ্বারা বিজারিত হয়ে ধাতু উৎপন্ন করে। 

বিক্রিয়া : Fe2O3 +2Al=2Fe+Al2O3

গলিত ধাতু পাত্রের ছিদ্র দিয়ে বেরিয়ে আসে 

থার্মিট পদ্ধতির ব্যবহার :

রেল লাইনের পাত জুড়তে, স্পট ওয়েল্ডিং এর কাজে থার্মিট পদ্ধতি ব্যবহার করা হয়।

6. ধাতুর সক্রিয়তা শ্রেণীর বৈশিষ্ট্য লেখ 

উত্তর:  ধাতুর সক্রিয়তা শ্রেণীর বৈশিষ্ট্য হলো… 

 1. সক্রিয়তা শ্রেণীতে যত উপরের দিকে ওঠা যায় ততই ধাতুগুলির ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বাড়ে, যার ফলে ধাতু গুলির রাসায়নিক সক্রিয়তা বৃদ্ধি পায় 

2. নিচের দিকে অবস্থিত ধাতুগুলির বিজারণ ক্ষমতা উপরের দিকে অবস্থিত ধাতুবগুলির তুলনায় কম হয় 

3. সক্রিয়তা শ্রেণীতে হাইড্রোজেনের উপরে অবস্থিত ধাতুগুলি শুধুমাত্র এসিড থেকে হাইড্রোজেন কে প্রতিস্থাপিত করতে পারে

7. ধাতুর সক্রিয়তা শ্রেণীর দুটি প্রয়োগ লেখ 

উত্তর: 1.এই শ্রেণীতে নিচের দিকে অবস্থিত ধাতুগুলি অপেক্ষা উপরের দিকে অবস্থিত ধাতু গুলি বেশি সক্রিয় হয়। এই রাসায়নিক সক্রিয়তা অনুসারে ধাতুগুলির নিষ্কাশন পদ্ধতি স্থির করা হয়।

2. তড়িৎ লেপনের সময় সক্রিয়তা শ্রেণীতে অধিক সক্রিয় ধাতু গুলির উপর অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতু গুলির প্রলেপ দেওয়া হয়।

8. মরচে নিবারণের কয়েকটি উপায় লেখ।

উত্তর: মরচে নিবারণের কয়েকটি উপায়: 1.লোহা বা লৌহজাত দ্রব্য কে যদি জলীয় বাষ্প এবং বাতাসের সংস্পর্শ থেকে রক্ষা করা যায় তবে লোহায় মরচে নিবারণ করা সম্ভব। এর জন্য লোহার তৈরি জিনিসের উপর আলকাতরা, রং ইত্যাদির প্রলেপ দেওয়া হয়

2. লোহায় মরচে নিবারনের জন্য গ্যালভ্যানাইজেশন পদ্ধতিতে লোহার উপর জিংকের প্রলেপ দেওয়া হয়।

3. মাটির নিচে জল বা তৈলবাহি পাইপ কে ক্যাথোডিও সংরক্ষণ পদ্ধতিতে সংরক্ষণ করা হয়। এক্ষেত্রে লোহার পাইপ ক্যাথোড, ম্যাগনেসিয়াম পাত বা খন্ড অ্যানোড, এবং আর্দ্র মাটি তড়িৎ বিশ্লেষের শুরুতে কাজ করে। এক্ষেত্রে ম্যাগনেসিয়াম অ্যানোড কে উৎসর্গীকৃত অ্যানোড এবং প্রক্রিয়াটিকে ক্যাথডিয় সংরক্ষণ বলে।

9. পরিবেশে অ্যালুমিনিয়াম, তামা ও জিংকের ক্ষয় কিভাবে হয়?

উত্তর: 

অ্যালুমিনিয়ামের ক্ষয়:

আদ্র বাতাসে অ্যালুমিনিয়াম ধাতুর উপর অ্যালুমিনিয়াম অক্সাইডের একটি আস্তরণ পড়ে। এই আস্তরণটি অ্যালুমিনিয়ামকে বাতাসের অক্সিজেন, জলীয় বাষ্প থেকে রক্ষা করে।

4Al+3O2=2Al2O3

জিংক এর ক্ষয়:

সাধারণ উষ্ণতায় আদ্র বাতাসে জিংক রাখলে জিংক এর উপর ক্ষারকীয় জিঙ্ক কার্বনেট এর একটি আস্তরণ পড়ে, ফলে আদ্র বাতাসে জিংক ক্ষয়প্রাপ্ত হয়।

তামার ক্ষয়: 

আদ্র বায়ু সংস্পর্শে তামা থাকলে প্রথমে কিউপ্রিক অক্সাইডের শুষ্ক আস্তরণ পড়ে। পরে অক্সাইডের আস্তরনটি বায়ুর অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে সবুজ বর্ণের ক্ষারকীয় কপার কার্বনেটএ পরিণত হয়। সবুজ এই আস্তরণ টিকে প্যাটিনা বলে।

2Cu+H2O+CO2+O2=CuCO3.Cu(OH)2 (সবুজ বর্ণ)

Madhyamik Suggestion 2026 | মাধ্যমিক সাজেশন ২০২৬

আরো দেখুন:

Class 10 Physical Science Test Question Answer 2024

আরো দেখুন:

Physical Science Suggestion Madhyamik- পরমাণুর নিউক্লিয়াস (অধ্যায়-৭) প্রশ্নউত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান

আরো দেখুন:

Physical Science Suggestion Madhyamik- গ্যাসের আচরণ (অধ্যায়-২) প্রশ্নউত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান

আরো দেখুন:

দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন – প্রশ্ন উত্তর সাজেশন | WBBSE Class 10th Physical Science Suggestion

  • 5.1 ভারত: অবস্থান ও প্রশাসনিক বিভাগ | Class 10 Geography Short Question and Answer 2025
    5.1 ভারত: অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th Madhyamik Geography Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট তোমরা যারা মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য 5.1 ভারত: অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়)  MCQ প্রশ্ন ও …

    Read more

  • চক্রপাণি দত্ত: কিংবদন্তী চিকিৎসক ও পণ্ডিত
    চক্রপাণি দত্ত ছিলেন বিখ্যাত একজন আদর্শ চিকিৎসক এবং শারীরতত্ত্ববিদ। বহু দূর থেকে রোগীরা তাঁর কাছে চিকিৎসার জন্য আসতেন। তিনি রোগীদের চিকিৎসা করতেন আনন্দ সহকারে এবং অবসর সময়ে বই লিখতেন। তাঁর রচিত গ্রন্থগুলির মধ্যে ‘চিকিৎসা সংগ্রহ‘, ‘দ্রব্য গুণ‘ এবং ‘সর্বসার সংগ্রহ‘ উল্লেখযোগ্য। ‘চক্রদত্ত‘ নামক গ্রন্থে তিনি চিকিৎসা সংক্রান্ত বিষয় লিপিবদ্ধ করেছেন। টীকাকার ও উপাধি চক্রপাণি দত্ত …

    Read more

  • পশ্চিমবঙ্গ সরকারের EWS সার্টিফিকেট পাওয়ার পদ্ধতি | EWS Certificate West Bengal Criteria | EWS সার্টিফিকেট কি এবং কেন এটি গুরুত্বপূর্ণ?
    EWS সম্পূর্ণ কথাটি হল ইকনোমিক্যালি উই কার সেকশন (Economically Weaker Section) বা সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণি। EWS সার্টিফিকেটের মূল উদ্দেশ্য হলো সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অংশকে নির্দিষ্ট কিছু সরকারি সুযোগ সুবিধা দেওয়া।এই সার্টিফিকেট এর মাধ্যমে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি চাকরিতে 10% সংরক্ষণ পাওয়া যেতে পারে। শুধুমাত্র জেনারেল কাস্ট যারা অন্য কোন সংরক্ষণের অন্তর্ভুক্ত …

    Read more

  • ধাতুবিদ্যা দশম শ্রেণী – প্রশ্ন উত্তর | WBBSE Class 10th Physical Science Suggestion ভৌত বিজ্ঞান দশম শ্রেণী
    দশম শ্রেণী ভৌত বিজ্ঞান সাজেশন – WBBSE Class 10th Physical Science Suggestion – ধাতুবিদ্যা দশম শ্রেণী Chapter 8.5 – প্রশ্ন উত্তর নিচে দেওয়া হল । এই WBBSE Class 10th (X) Madhyamik Physical Science Suggestion – মাধ্যমিক দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান সাজেশন – ধাতুবিদ্যা দশম শ্রেণী – প্রশ্ন উত্তর  গুলি আগামী 2026 সালের পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভৌত বিজ্ঞান …

    Read more

  • তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া – প্রশ্ন উত্তর | WBBSE Class 10th Physical Science Suggestion ভৌত বিজ্ঞান দশম শ্রেণী
    দশম শ্রেণী ভৌত বিজ্ঞান সাজেশন – WBBSE Class 10th Physical Science Suggestion – তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া Chapter 8.3 – প্রশ্ন উত্তর নিচে দেওয়া হল । এই WBBSE Class 10th (X) Madhyamik Physical Science Suggestion – মাধ্যমিক দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান সাজেশন – তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া – প্রশ্ন উত্তর  গুলি আগামী সালের পশ্চিমবঙ্গ …

    Read more

  • মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবনের প্রবাহমানতা (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science Question and Answer 
    মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর : জীবনের প্রবাহমানতা (দ্বিতীয় অধ্যায়) Madhyamik Life Science Question and Answer : মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবনের প্রবাহমানতা (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science Question and Answer, দশম শ্রেণীর জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় এর প্রশ্ন উত্তর pdf  নিচে দেওয়া হলো MCQ প্রশ্নোত্তর | মাধ্যমিক জীবন বিজ্ঞান – …

    Read more

Leave a Comment