
দশম শ্রেণীর জীবন বিজ্ঞান সাজেশন
WBBSE Class 10th Life Science Suggestion
মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর : পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ (পঞ্চম অধ্যায়) Madhyamik Life Science Question and Answer : মাধ্যমিক জীবন বিজ্ঞান – পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science Question and Answer |WBBSE Class 10th Life Science Suggestion PDF নিচে দেওয়া হলো।
পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ (অধ্যায়-৫)
MCQ প্রশ্নোত্তর | মাধ্যমিক জীবন বিজ্ঞান – পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science Question and Answer| WBBSE Class 10th Life Science Suggestion:
1. নাইট্রোজেন চক্রের নাইট্রিফিকেশন এর শনাক্তকারী বৈশিষ্ট্যটি হলো-
(a) মৃত জীবদেহের প্রোটিন বিশিষ্ট হয়ে অ্যামোনিয়া উৎপন্ন হয়
(b) অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রাইট ও পরে নাইট্রেট উৎপন্ন হয়
(c) নাইট্রেট থেকে নাইট্রোজেন উৎপন্ন হয়
(d) নাইট্রোজেন থেকে এমনই উৎপন্ন হয়।
উত্তর: (b) অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রাইট এবং পরে নাইট্রেট উৎপন্ন হয়।
2. পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পট এর অবস্থান হল-
(a) উত্তর-পূর্ব ভারতের মেঘালয় ও অরুণাচল প্রদেশ
(b) আন্দামান-নিকোবর ,সুমাত্রা এবং জাভা দ্বীপ
(c) ভারতের পশ্চিম উপকূল বরাবর ঘন অরণ্য ঢাকা পাহাড়ি অঞ্চল
(d) সিকিম ,দার্জিলিং এবং তরাই অঞ্চল।
উত্তর: (d) সিকিম ,দার্জিলিং এবং তরাই অঞ্চল
3. বায়ুতে কোন গ্যাসটির পরিমাণ সবচেয়ে বেশি –
(a) O2
(b) N2
(c) CO2
(d) NO
উত্তর: (b) N2
4. কোন বিজ্ঞানী হটস্পট শব্দটি সর্বপ্রথম উল্লেখ করেন –
(a) নরম্যান মায়ারস
(b) উইলসন
(c) অক্সফোর্ড
(d) ফোর্ড
উত্তর: (a) নরম্যান মায়ারস
5. নিচের কোনটি ডি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া –
(a) নাইট্রসোমোনাস
(b) নাইট্রো ব্যাকটর
(c) সিউডোমোনাস
(d) ব্যাসিলাস
উত্তর: (c ) সিউডোমনাস
6. ফুসফুসের ক্যান্সার সৃষ্টি করে –
(a) বেঞ্জোপাইরিন
(b) N -নাইট্রোসোডাইমিথিলিন
(c) টার
(d) সবকটি
উত্তর: (d) সবকটি
7. অফলাটক্সিন নির্গত করে –
(a) ছত্রাক
(b) ব্যাকটেরিয়া
(c) ভাইরাস
(d) প্রোটোজোয়া
উত্তর: (a) ছত্রাক
8. নিচের কোন গাছটি থেকে ক্যান্সার রোগের চিকিৎসার উপক্ষার পাওয়া যায় –
(a) নয়ন তারা
(b) ইসবগুল
(c) কালমেঘ
(d) সিঙ্কোনা
উত্তর: (a) নয়ন তারা
9. অ্যাঙ্গরা উল কোন প্রাণী থেকে পাওয়া যায় –
(a) অ্যান্টিলোপ
(b) ভেড়া
(c) খরগোশ
(d) ছাগল
উত্তর: (c ) খরগোশ
10. ভিনাইল ক্লোরাইডের প্রভাবে প্লাস্টিক কারখানার শ্রমিকদের হয় –
(a) ফুসফুস ক্যান্সার
(b) ত্বক ক্যান্সার
(c)ব্লাড ক্যান্সার
(d) যকৃত ক্যান্সার
উত্তর: (a) ফুসফুস ক্যান্সার
11. নিচের কোনটি মানবদেহে তেজস্ক্রিয় বিকিরণের ফল –
(a) ব্লাড ক্যান্সার
(b) অস্থিমজ্জার ক্যান্সার
(c) বিকলাঙ্গতা
(d) সবকটি
উত্তর: (d) সবকটি
12. জৈব বিবর্ধনের সঙ্গে সম্পর্কযুক্ত পদার্থ টি হল –
(a) ফসফেট
(b) ডিটারজেন্ট
(c ) DDT
(d) CFC
উত্তর: (c ) DDT
13. বর্তমানে ভারতে জীববৈচিত্র হটস্পটের সংখ্যা হল –
(a) পাঁচটি
(b) চারটি
(c) ছয়টি
(d) দুটি
উত্তর:(b) চারটি
14. কোনটি স্বাধীনজীবি নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া –
(a) আ্যাজেটোব্যাকটর
(b) ক্লসট্রিডিয়াম
(c) A ও B উভয়ই
(d) কোনোটিই নয়
উত্তর:(c ) A ও B উভয়ই
15. কোনটি কার সিনোজেন নয় –
(a) বেনজো পাইরিন
(b) টার
(c ) CO
(d) UV রশ্মি
উত্তর: (c ) CO
16. ইন সিটু সংরক্ষণের সঙ্গে সম্পর্কযুক্ত হলো –
(a) জাতীয় উদ্যান
(b) অভয়ারণ্য
(c) বায়োস্ফিয়ার রিজার্ভ
(d) সবকটি
উত্তর: (d) সবকটি
17. এক্স সিটু সংরক্ষণের একটি উপায় হল –
(a) জিনব্যাংক
(b) বোটানিক্যাল গার্ডেন
(c) চিড়িয়াখানা
(d)সবকটি
উত্তর: (d) সবকটি
18. অতিরিক্ত ব্যবহারের ফলে নিচের কোন প্রাণীর অস্তিত্ব আজ বিপন্ন –
(a) কস্তুরী মৃগ
(b) বাঘ
(c) গন্ডার
(d) জয়েন্ট পান্ডা
উত্তর: (a) কস্তুরী মৃগ
19. কত তাপমাত্রায় শুক্রাণু ,ডিম্বাণু দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখা যায় –
(a) 100⁰F
(b) -196⁰C
(c) -190⁰F
(d) -100⁰F
উত্তর: (b)-196⁰C
20. ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ টি হল –
(a) নন্দা দেবী
(b) নীলগিরি
(c) সুন্দরবন
(d) নামধাপা
উত্তর: (b) নীলগিরি
পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ প্রশ্ন উত্তর 2024
21. ক্রায়ো সংরক্ষণের ব্যবহৃত হয় –
(a) তরল নাইট্রোজেন
(b) তরল অক্সিজেন
(c) হাইড্রোজেন
(d)অ্যাসিটিলিন
উত্তর: (a) তরল নাইট্রোজেন
22. গঙ্গার শুশুকের সংখ্যা কমে যাওয়ার একটি কারণ হলো –
(a) প্রাকৃতিক দুর্যোগ
(b) পরিবেশ দূষণ
(c) অতীত ব্যবহার
(d) বাসস্থান ধ্বংস
উত্তর: (b) পরিবেশ দূষণ
23. কোনটি শিল্পজাত রাসায়নিক সার –
(a) ইউরিয়া
(b) গোবর
(c ) হিউমাস
(d) খইল
উত্তর: (a) ইউরিয়া
24. নিচের কোনটি মিথজীবী ব্যাক্টেরিয়া –
(a) অ্যাজোটোব্যাকটর
(b) অ্যানাবিনা
(c ) রাইজোবিয়াম
(d) স্পাইরুলিনা
উত্তর: (c) রাইজোবিয়াম
25. কোনটি কীটনাশক –
(a) ইউরিয়া
(b) ক্যাডমিয়াম
(c) ফেনল
(d) BHC
উত্তর: (d) BHC
26. একটি আগাছানাশক হলো –
(a) ইউরিয়া
(b) DDT
(c) 2-4D
(d) BHC
উত্তর: (c) 2-4D
27. ভারতের প্রথম জাতীয় উদ্যান –
(a) করবেট
(b) কানহা
(c) কাজিরাঙ্গা
(d) জলদাপাড়া
উত্তর: (a) করবেট
28. কোন দূষণের ফলে হাঁপানি হয় –
(a) বায়ু দূষণ
(b) জলদূষণ
(c) শব্দ দূষণ
(d) বনদূষণ
উত্তর: (a) বায়ু দূষণ
29. নিচের কোনটি ক্যান্সার রোগের চিকিৎসা পদ্ধতি –
(a) কেমোথেরাপি
(b) ফিজিওথেরাপি
(c)অ্যান্টিবায়োটিক
(d) যোগাসন
উত্তর: (a) কেমোথেরাপি
30. কুইনাইন কোন রোগের ওষুধ –
(a) অ্যাজমা
(b) টাইফয়েড
(c) ম্যালেরিয়া
(d) নিউমোনিয়া
উত্তর: (c) ম্যালেরিয়া
31. কোনটি জীব বৈচিত্র্য হাসের প্রধান কারণ –
(a) জলদূষণ
(b) চোরাশিকার
(c) প্রাণীদের রোগ
(d) শব্দ দূষণ
উত্তর: (b) চোরা শিকার
32. পশ্চিমবঙ্গের সুন্দরবন ছাড়া আর কোথায় ব্যাঘ্র প্রকল্প আছে –
(a) বেথুয়া ডহরি (b) বক্সা (c) গরুমারা (d)জলদাপাড়া
উত্তর: (b) বক্সা
33. পূর্ব হিমালয় হটস্পট এর একটি বিপন্ন প্রজাতি হল –
(a) রেড পান্ডা
(b) লায়ন টেল্ট ম্যাকাও
(c) ওরাং ওটা
(d) নীলগিরিথর
উত্তর: (a) রেড পান্ডা
34. পশ্চিমবঙ্গের সুন্দরবন হল –
(a) অভয়ারণ্য
(b) জাতীয় পার্ক
(c) সংরক্ষিত বন
(d) বায়োস্ফিয়ার রিজার্ভ
উত্তর: (d) বায়োস্ফিয়ার রিজার্ভ
35. নিম্নলিখিত ব্যাঘ্র প্রকল্পগুলির মধ্যে কোনটি আমাদের রাজ্যে অবস্থিত তা স্থির কর –
(a) বন্দিপুর
(b) সিমলিপাল
(c) কনহা
(d) সুন্দরবন
উত্তর: (d) সুন্দরবন
36. অধিক মাত্রায় মৃত্তিকা দূষণ ঘটায় –
(a) লোহা ,তামা ,রুপা
(b) সিসা ,আর্সেনিক ,ক্যাডমিয়াম
(c) ক্যালসিয়াম ,ম্যাগনেসিয়াম, সোডিয়াম
(d) ক্যালসিয়াম ,পটাশিয়াম ,ম্যাগনেসিয়াম
উত্তর: (b) সিসা ,আর্সেনিক, ক্যাডমিয়াম
37. বায়ুতে পরাগরেণু ,ছত্রাকের রেনু ও ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির কর –
(a) যক্ষা
(b) ম্যালেরিয়া
(c) ডেঙ্গু
(d) অ্যাজমা
উত্তর: (d) অ্যাজমা
38. কার সিনোজেন ক্যান্সার সৃষ্টি করতে পারে কারণ –
(a) এগুলি শরীরের অনাক্রম্য তন্ত্রকে ধ্বংস করতে পারে
(b) এগুলি DNA এর পরিবর্তন ঘটাতে পারে
(c) এগুলি কোষ বিভাজন বন্ধ করে দেয়
(d) এগুলি জীবানু সংক্রমণ বাড়িয়ে দেয়
উত্তর: (b) এগুলি DNA এর পরিবর্তন ঘটাতে পারে
39.Bacillus ramosus কোন বিক্রিয়ার সঙ্গে সম্পর্কিত –
(a) ডিনাইট্রিফিকেশন
(b) অ্যামোনিফিকেশন
(c) নাইট্রিফিকেশন
(d) ইউট্রিফিকেশন
উত্তর: (b) অ্যামোনিফিকেসন
40. সারা বিশ্বের জীববৈচিত্র্যের হটস্পট –
(a) 30
(b) 34
(c) 46
(d) 24
উত্তর: (b) 34
41. এক শৃঙ্গ গন্ডার সংরক্ষণ কেন্দ্র –
(a) মানস জাতীয় পার্ক
(b) সুন্দরবন
(c) ভিতর কণিকা
(d) গির অরণ্য
উত্তর: (a) মানস জাতীয় পার্ক
42. ভিক্টোরিয়া মেমোরিয়াল বিনষ্ট হওয়ার প্রধান কারণ –
(a) জলদূষণ
(b) শব্দদূষণ
(c) মাটিদূষণ
(d) বায়ুদূষণ
উত্তর: (d) বায়ু দূষণ
43. জলদূষণে যে রোগটি হয় তা হল –
(a) যক্ষা
(b) নিউমোনিয়া
(c) আয়াসবেষ্টসিস
(d) কলেরা
উত্তর (d) কলেরা
44. জীব বৈচিত্র হ্রাসের কারণ নয় –
(a) জলবায়ুর পরিবর্তন
(b) বাসস্থান বিনাশ
(c) জীব সংরক্ষণ
(d) জীব শিকার
উত্তর: (c ) জীব সংরক্ষণ
45. জীব বৈচিত্রের হটস্পট হল –
(a) মাউন্ট এভারেস্ট
(b) পূর্বঘাট পর্বতমালা
(c) সুন্দরবন
(d) ইন্দো বর্মা
উত্তর: (d) ইন্দো বর্মা
46. অ্যাল গাল ব্লুম যে পরিস্থিতিতে ঘটে –
(a) গ্রীনহাউস গ্যাস বৃদ্ধিতে
(b) ইউট্রোফিকেশনে
(c) শব্দের প্রাবল্য বৃদ্ধিতে
(d) SPM বৃদ্ধিতে
উত্তর: (b) ইউট্রোফিকেশন
47. গ্রীন হাউস গ্যাসটি হলো –
(a) N2O
(b) N2
(c) O2
(d) NH3
উত্তর: (a) N2O
48. জীব বৈচিত্রের তথ্যভাণ্ডার হল –
(a) JFM
(b) PBR
(c) FPO
(d) IUCN
উত্তর: (b) PBR
49. সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণ হলো –
(a) অতি ব্যবহার
(b) দূষণ
(c) বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন
(d) বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ
উত্তর: (a) অতি ব্যবহার
50. দক্ষিণ 24 পরগনার লোথিয়াল দীপ কেন বিখ্যাত –
(a) সিংহ সংরক্ষণ
(b) ইলিশ প্রজনন
(c) কুমির সংরক্ষণ
(d) রেড পান্ডা সংরক্ষণ
উত্তর: (c ) কুমির সংরক্ষণ
51. নিম্নলিখিত কোন গাছের পুনরুদ্ধারের জন্য এবং কোথায় সর্বপ্রথম JFM আন্দোলন শুরু হয়-
(a) সেগুন গাছ, বাঁকুড়া
(b) শাল গাছ, পশ্চিম মেদিনীপুর
(c) শাল গাছ, পুরুলিয়া
(d) সেগুন গাছ, মেদিনীপুর
উত্তর: (b) শাল গাছ, পশ্চিম মেদিনীপুর
52. পানীয় জলে আর্সেনিক দূষণের ফলে যে রোগ হয়-
(a) ব্ল্যাক ফুট
(b) ব্ল্যাক লং
(c ) ক্লোরোসিস
(d) ইটাই ইটাই
উত্তর: (a) ব্ল্যাক ফুট
53. নিচের কোনটি দীর্ঘ সময়কাল ধরে পরিবেশ থাকলে জীব বিবর্ধন ঘটার সম্ভাবনা বাড়ে-
(a) পচা পাতা
(b) খবরের কাগজ
(c) ক্লোরিনযুক্ত কীটনাশক
(d) জীবজন্তুর মল মূত্র
উত্তর: (c ) ক্লোরিনযুক্ত কীটনাশক
54. কুনো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোন প্রাণীর সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত-
(a) বাঘ
(b) সিংহ
(c) রেড পান্ডা
(d) গন্ডার
উত্তর: (b) সিংহ
55. নিম্নলিখিত কোনটি বাসস্থান ভিত্তিক সংরক্ষিত বনাঞ্চল-
(a) জাতীয় উদ্যান
(b) অভয়ারণ্য
(c) সংরক্ষিত বনাঞ্চল
(d) বায়োস্ফিয়ার রিজার্ভ
উত্তর: (d) বায়োস্ফিয়ার রিজার্ভ
56. পূর্ব হিমালয় হটস্পট এর একটি এন্ডেমিক জীব হলো-
(a) র্যাফ্লেসিয়া
(b) ওরাং ওটাং
(c) ম্যাকাকা বানর
(d) একশৃঙ্গ গন্ডার
উত্তর: (d) একশৃঙ্গ গন্ডার
57. কোনটি জলবাহিত রোগ জীবাণু নয়-
(a) ভিব্রিও কলেরি
(b) হেপাটাইটিস B
(c )সালমনেলা টাইফি
(d) বাইমিনোসিস
উত্তর: (b) হেপাটাইটিস B
58. সাইলেন্ট ভ্যালি কোন জীব বৈচিত্র্য হটস্পটের অন্তর্গত-
(a) পশ্চিমঘাট
(b) ইন্দো বর্মা
(c) পূর্ব হিমালয়
(d) সুন্দাল্যান্ড
উত্তর: (b) ইন্দোবর্মা
59. খাদ্য শৃংখল বরাবর ভীষণ বৃদ্ধি ঘটনাকে বলা হয়-
(a) বায়োম্যাগনিফিকেশন
(b) বায়োএকুমুলেশন
(c) অম্লী করন
(d) BOD
উত্তর: (a) বায়োম্যাগনিফিকেশন
60. যানবাহনে জীবাশ্ম জ্বালানির অসম্পূর্ণ দহনে তৈরি হয়-
(a) CO2
(b) CO
(c) NO
(d) CFC
উত্তর: (a) CO2
61. মিনামাটা রোগের জন্য দায়ী-
(a) আর্সেনিক
(b) পারদ
(c) সিসা
(d) কার্বন
উত্তর: (b) পারদ
62. কাপড় কাচার ডিটারজেন্ট জলে যে দূষণ ঘটায়-
(a) ফসফরাস
(b) কার্বন
(c) ক্লোরিন
(d) নাইট্রোজেন
উত্তর: (a) ফসফরাস
63. মেগা ডাইভারসিটি নেশন বলা হয় যে দেশটিকে-
(a) ভারত বর্ষ
(b) রাশিয়া
(c) ইরান
(d) আফগানিস্তান
উত্তর: (a) ভারতবর্ষ
64. গন্ডার প্রকল্পের জন্য বিখ্যাত-
(a) সিকিম
(b) ভিতর কণিকা
(c) জলদাপাড়া
(d) নন্দনকানন
উত্তর: (c ) জলদাপাড়া
65. বিশ্ব উষ্ণায়নের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যে প্রাণীটি-
(a) বাঘ
(b) সিংহ
(c) মেরু ভাল্লুক
(d) হাতি
উত্তর: (c) মেরু ভাল্লুক
66. ভারতে প্রজেক্ট টাইগার চালু হয়-
(a)1792 সালে
(b)1973 সালে
(c)1974 সালে
(d)1975 সালে
উত্তর: (b)1973 সালে
67. Terror of Bengal বলা হয়-
(a) সুন্দরবনের বাঘকে
(b) পার্থেনিয়ামকে
(c) DDTকে
(d) কচুরিপানা উদ্ভিদকে
উত্তর: (d) কচুরিপানা উদ্ভিদ কে
68. সিকিম ও অরুণাচলে সংরক্ষণ করা হয়-
(a) হরিণ
(b) রেড পান্ডা
(c) নীল গাই
(d) একশৃঙ্গ গন্ডার
উত্তর: (b) রেড পান্ডা
69. COPD হয়-
(a) শব্দ দূষণের ফলে
(b) তেজস্ক্রিয় দূষণের ফলে
(c) বায়ুদূষণের ফলে
(d) জলদূষণের ফলে
উত্তর:(c ) বায়ুদূষণের ফলে
70. শব্দ দূষণের মাত্রা যে একক ধরনের নির্দেশিত হয় তা হল-
(a) H2
(b) K.watt
(c) db
(d) ml
উত্তর: (c) db
71. ব্রংকাইটিস রোগে আক্রান্ত দেহাঙ্গটি হলো-
(a) শ্বাসতন্ত্র
(b) বক্ষগহবর
(c) বৃক্ক
(d) ত্বক
উত্তর: (a) শ্বাসতন্ত্র
72. জলাশয়ে পুষ্টি পদার্থের মাত্রা বৃদ্ধি পেলে শৈবালের অত্যাধিক বৃদ্ধি কে বলে-
(a) বায়োএকুমুলেশন
(b) বায়োম্যাগনিফিকেশন
(c) আলগাল ব্লুম
(d) সবকটি
উত্তর: (c ) অ্যালগাল ব্লুম (Bloom)
73. ভারতে হটস্পট এর সংখ্যা হল-
(a) 4 টি
(b) 1 টি
(c) 2 টি
(d) 3 টি
উত্তর: (a) 4 টি
74. সিকিম যে বায়োডাই ভার্সিটি হটস্পট এর অন্তর্গত থেকে শনাক্ত কর-
(a) পশ্চিমঘাট পর্বতমালা
(b) ইন্দো বর্মা
(c) সুন্দাল্যান্ড
(d) পূর্ব হিমালয়
উত্তর: (d) পূর্ব হিমালয়
75. মেরু অঞ্চলের বরফ দ্রুত গলে যাওয়ার জন্য যে প্রাণীটি বিপন্ন হয়ে পড়েছে সেটি হল-
(a) এম্পেরার পেঙ্গুইন
(b) ঘুঘু
(c) কস্তুরী মৃগ ও
(d) কচ্ছপ
উত্তর: (a) এম্পেরোর পেঙ্গুইন
76. সিসা ঘটিত দূষণে যে রোগ হয়-
(a) মিনামাটা
(b) ডিসলেক্সিয়া
(c) ব্ল্যাক ফুট ডিজিজ
(d) ইটাই ইটাই
উত্তর: (b) ডিসলেক্সিয়া
77. কোন উদ্ভিদের পত্রগহবরে বলে অ্যানাবিনা নামক নীলাভ সবুজ শৈবাল বসবাস করে-
(a) অ্যাজোলা
(b) সাইকাস
(c) রাইজোবিয়াম
(d) মারসেলিয়া
উত্তর: (a) অ্যাজোলা
78. পানীয় জলে নাইট্রোজেনের পরিমাণ মাত্রতিরিক্ত থাকার ফলে যে রোগ হয়-
(a) অ্যাডামস সিনড্রম
(b) ব্লুবেবি সিনড্রোম
(c) ব্লুবেরি সিনড্রোম
(d) টার্নার সিনড্রোম
উত্তর: (b) ব্লুবেবি সিনড্রোম
79. ওজন ছিদ্র সৃষ্টিকারী দূষক পদার্থ হল-
(a) CO
(b) CFC
(c) N2O
(d) বেঞ্জোপাইরিন
উত্তর: (b) CFC
80. অ্যাসিড বৃষ্টিতে থাকে-
(a) নাইট্রিক অ্যাসিড ও ল্যাকটিক অ্যাসিড
(b) কার্বলিক অ্যাসিড ও ফসফরিক অ্যাসিড
(c) সালফিউরিক অ্যাসিড ও ম্যালিক অ্যাসিড
(d) নাইট্রিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিড
উত্তর: (d) নাইট্রিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিড
81. নদীর জলের BOD বেশি হলে যা নির্দেশিত হয় তা হল-
(a) জল অত্যন্ত দূষিত
(b) জল দূষিত নয়
(c) জল পানযোগ্য
(d) জলে প্রাণী অনুপস্থিত
উত্তর: (a) জল অত্যন্ত দূষিত
82. বায়োস্পেয়ার রিজার্ভের কোন অঞ্চলে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা থাকে-
(a) কোর অঞ্চল
(b) বাফার অঞ্চল
(c) ট্রানজিসন অঞ্চল
(d) সবকটি
উত্তর: (a) কোর অঞ্চল
পশ্চিমবঙ্গ মাধ্যমিক দশম শ্রেণীর জীবন বিজ্ঞান সাজেশন (West Bengal WBBSE Class 10th Life Science Suggestion / Notes) পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ (অধ্যায়-৫) – প্রশ্ন উত্তর – MCQ প্রশ্নোত্তর, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ), সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (Short Question and Answer), ব্যাখ্যাধর্মী বা রচনাধর্মী প্রশ্নোত্তর (descriptive question and answer) এবং PDF ফাইল ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | মাধ্যমিক জীবন বিজ্ঞান – পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science Question and Answer |WBBSE Class 10th Life Science Suggestion :
1. প্রকৃতির নাইট্রোজেনের উৎস কোথায়?
উত্তর: বায়ুমণ্ডলের নাইট্রোজেন
2. শিম্বিকত্রীয় উদ্ভিদের মূলে কোন ব্যাকটেরিয়া বসবাস করে?
উত্তর: রাইজোবিয়াম
3. বায়ুর নাইট্রোজেন বৃষ্টির জলের সঙ্গে মিশে কিরূপে নেমে আসে?
উত্তর: নাইট্রাস অক্সাইড এবং নাইট্রিক অক্সাইড রূপে মাটিতে নেমে আসে
4. ক্লসট্রিডিয়াম কি ধরনের জীব?
উত্তর:স্বাধীন জীবি ব্যাকটেরিয়া
5.নাইট্রোজেন সংবন্ধনকারী একটি নীলাভ সবুজশৈবালের উদাহরণ দাও।
উত্তর: অ্যানাবিনা
6. একটি নাইট্রোজেন ঘটিত সারের নাম লেখ।
উত্তর: ইউরিয়া
7. কোন ব্যাকটেরিয়া অ্যামনিফিকেশন এর সাহায্য করে?
উত্তর: Bacillus ramosus
8. একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও।
উত্তর: নাইট্রোসোমোনাস
9. একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও।
উত্তর: সিউডোমনাস
10. একটি গ্রিনহাউস গ্যাসের উদাহরণ দাও।
উত্তর: কার্বন ডাই অক্সাইড
পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ প্রশ্ন উত্তর 2024 পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ
11. SPM এর পুরো নাম কি?
উত্তর: Suspended Particulate Matter
12. বায়ু দূষণের ফলে ফুসফুসের যে রোগ হয় তার একটি উদাহরণ দাও।
উত্তর: অ্যাজমা বা হাঁপানি
13. একটি কীটনাশকের উদাহরণ দাও।
উত্তর: DDT
14. একটি আগাছা নাশকের উদাহরণ দাও।
উত্তর: 2-4D
15. কত ডেসিবেল শব্দে মানুষ বধির হয়ে যায়?
উত্তর: 100 ডেসিবেল
16. একটি ক্যান্সার বিরোধী পদার্থের উদাহরণ দাও।
উত্তর:
17. ভারতে কটি হটস্পট অঞ্চল আছে?
উত্তর: 4 টি
18. স্থানীয় মানুষ ও বনদপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম লেখ।
উত্তর: JFM
19. সুন্দরবনের একটি সরীসৃপের উদাহরণ দাও।
উত্তর: কুমির
20. টাইগার প্রজেক্ট কোথায় আছে?
উত্তর: বক্সা, সুন্দরবন প্রভৃতি অঞ্চলে
21. পশ্চিমবঙ্গের অভয়ারণ্য কোনটি?
উত্তর: চাপড়ামারি অভয়ারণ্য
22. ভারতের বিখ্যাত কুমির প্রজেক্ট কোনটি?
উত্তর: ভিতরকণিকা অভয়ারণ্য
23. রেড পান্ডা প্রজেক্ট কোথায় অবস্থিত?
উত্তর: সিকিমের কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ
24. সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিক উদ্বেগের কারণটি লেখ।
উত্তর: নগরায়নের জন্য লবণাম্বু উদ্ভিদ ধ্বংস
25. কোন ইনসিটু সংরক্ষণ ব্যবস্থায় অনুজীব, বন্যপ্রাণী, বন্য উদ্ভিসহ মানুষের বৈচিত্র, কৃষ্টি ও জীবনযাত্রা সংরক্ষণ করা হয়?
উত্তর: বায়োস্ফিয়ার রিজার্ভ
26. তাজমহল বিবর্ণ হওয়ার কারণ কোন প্রাকৃতিক ঘটনা?
উত্তর: অ্যাসিড বৃষ্টি
27. ভারতের একটি জীব বৈচিত্রের হটস্পট এর নাম কি?
উত্তর: পূর্ব হিমালয় হটস্পট
28. একটি জৈবিক উপাদানের নাম লেখ যা ক্রায়ো সংরক্ষণে ব্যবহৃত হয়?
উত্তর: তরল নাইট্রোজেন
29. IUCN এর পুরো নাম কি?
উত্তর: International Union for the Conservation of Nature and Natural Resources
30. WWF এর পুরো নাম কি?
উত্তর: World Wide Fund for Nature
31. ভারতের রেড লিস্ট অন্তর্গত একটি প্রাণীর নাম লেখ।
উত্তর: ঘরিয়াল
32.PAN এর পুরো নাম লেখ।
উত্তর: পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট
33. জল দূষণের ফলে সৃষ্ট কি কি রোগ দেখা যায়?
উত্তর: টাইফয়েড, কলেরা প্রভৃতি
34. শব্দ দূষণ আমাদের দেহের যে দুটি অঙ্গের সরাসরি ক্ষতি করে সে দুটি অঙ্গের নাম লেখ।
উত্তর: হৃদপিণ্ড ও শ্রুতি যন্ত্র
35. অতিরিক্ত ধূমপায়ীদের কোন রোগ হওয়ার প্রবণতা বেশি থাকে?
উত্তর: ক্যান্সার
36. শীতকালে শিশু ও বয়স্কদের নানা শ্বাস জনিত সমস্যা দেখা যায়-এরূপ দুটি সমস্যার নাম লেখ।উত্তর: অ্যাজমা, ব্রংকাইটিস
37.COPD এর পুরো নাম লেখ।
উত্তর: ক্রনিক অবস্ট্রকটিভ পালমোনারি ডিজিজ
38. মেটাস্ট্যাসিস কি?
উত্তর: ক্যান্সার কোষের ছড়িয়ে পড়া ঘটনাকেই বলা হয় মেটাস্টাসিস।
39. পশ্চিমবঙ্গের এমন একটি জায়গার নাম লেখ যা পূর্ব হিমালয় হটস্পট এর অন্তর্গত।
উত্তর: জলদাপাড়া
40. ভারতছাড়া অপর একটি জীব বৈচিত্রের দেশের নাম উল্লেখ কর।
উত্তর: ব্রাজিল
41. বায়ো ডাইভারসিটি শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর: W.G.Rosen
42. পশ্চিমবঙ্গের একটি কুমির প্রকল্পের নাম লেখ।
উত্তর: সুন্দরবনের লুথিয়ান দ্বীপ
43. ক্রায়ো সংরক্ষণ পদ্ধতিতে সংরক্ষণ করা হয় এরকম একটি নমুনার নাম লেখ।
উত্তর: উদ্ভিদের পরাগ রেণু
44. ভারতের দুটি বিপন্ন প্রাণীর নাম লেখ।
উত্তর: গন্ডার, রেড পান্ডা
45. ভারতের দুটি বিপন্ন উদ্ভিদের নাম লেখ।
উত্তর: সর্পগন্ধা, সুন্দরী
46. কুইনাইনের উৎস কি?
উত্তর: সিঙ্কোনা গাছ
47. ভারতের কোথায় সিংহ সংরক্ষণ করা হয়?
উত্তর: গুজরাটের গির অরন্যে
48. সুন্দর অ্যান্ড এ জীব বৈচিত্রের একটি গুরুত্বপূর্ণ প্রজাতির নাম লেখ।
উত্তর: র্যাফ্লেসিয়া
49. পশ্চিমবঙ্গে অবস্থিত একটি পক্ষী অভয়ারণ্যের নাম লেখ।
উত্তর: কুলিক অভয়ারণ্য
50. জলজ ও স্থলজ বাস্তুতন্ত্রে অবস্থিত স্থানীয় জীব বৈচিত্র্যের ক্ষুদ্র সাধন করে এমন একটি করে বোঝার মতো উদাহরণ দাও।
পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ প্রশ্ন উত্তর 2024 class 10 life science question answer in bengali
উত্তর: স্থলজ বাস্তুতন্ত্রে পার্থেনিয়াম ও জলজ বাস্তুতন্ত্রে তেলাপিয়া মাছ
51. JFM এর পুরো নাম লেখ।
উত্তর: Joint Forest Management
52.PBR এর পুরো নাম লেখ।
উত্তর: পিপলস বায়োডাইভারসিটি রেজিস্টার
53. MAB এর পুরো নাম লেখ।
উত্তর: Man and Biosphere Reserve
54. গঙ্গা নদীর দূষণের ফলে প্রাণি জীববৈচিত্রের বিপন্নতা দুটি উদাহরণ দাও।
উত্তর: গঙ্গার শুশুক ও ঘড়িয়াল
55. প্রকৃতির বৃক্ক বলা হয় কাকে?
উত্তর: জলাভূমিকে
56. পশ্চিমবঙ্গের কোথায় একশৃঙ্গ গন্ডার সংরক্ষণের ব্যবস্থা আছে?
উত্তর: জলদাপাড়া জাতীয় উদ্যান
57. প্রোপাগিউল কি?
উত্তর: কারসিনোজেন
58. গ্রিন হাউস গ্যাসের একটু উপকারিতা লেখ।
উত্তর: গ্রীন হাউস গ্যাসের ফলেই পৃথিবীর উষ্ণতা তুলনামূলক বৃদ্ধি পেয়েছে।
59. রেড ডাটা বুক প্রকাশ করে কোন সংস্থা?
উত্তর: IUCN
60. বাসক গাছের পাতা থেকে কি উপক্ষার পাওয়া যায়?
উত্তর: ভ্যাসিসিন
61. ধান ক্ষেত থেকে উৎপন্ন একটি দাহ্য গ্যাসের উদাহরণ দাও।
উত্তর: মিথেন
62. সজীব প্রজাতিকে তার নিজ স্বাভাবিক স্থানে রেখে সংরক্ষণ করা কে কি বলে?
উত্তর: ইন সিটু সংরক্ষণ
63. হটস্পট এর অধিকাংশ জীব কি প্রকৃতির হয়?
উত্তর: এন্ডেমিক প্রকৃতির
64. ক্রায়ো সংরক্ষণ কি ধরনের সংরক্ষণ পদ্ধতি?
উত্তর: এক সিটু সংরক্ষণ
65.NIHL রোগ কোন দূষণের ফলে হয়?
উত্তর: শব্দ দূষণ
66. একটি গৌণ বায়ু দূষকের নাম লেখ।
উত্তর: PAN
67. কয়লা খনিতে কর্মরত শ্রমিকদের ফুসফুসে কোন রোগ হয়?
উত্তর: ব্ল্যাক লাং
68. যে প্রজাতির সংখ্যায় স্বল্প হলেও অন্য প্রজাতি তথা বাস্তুতন্ত্রকে গভীরভাবে প্রভাবিত করে তাকে কি বলে?
উত্তর: কিস্টোন প্রজাতি
69. কোন গ্যাস উদ্ভিদ সরাসরি বায়ুমণ্ডল থেকে নিতে পারেনা অথচ সেটি তার বিশেষ প্রয়োজন?
উত্তর: নাইট্রোজেন গ্যাস
70. পেরিয়ার অভয়ারণ্য কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত?
উত্তর: হাতি
life science class 10 chapter 5 question answer
71. নাইট্রোজেনের অক্সাইড গুলির মধ্যে কোনটি গ্রীন হাউস গ্যাস?
উত্তর: N2O
72.CPCB এর পুরো নাম কি?
উত্তর: Central Pollution Control Board
73. মানুষের শ্রুতি গ্রাহক অঙ্গটি নাম লেখ।
উত্তর: কান
74. কত ডেসিবেলের অধিক শব্দ শুনলে কানের পর্দা ছিড়ে যায়।
উত্তর: 160 ডিসি বেলের অধিক
75. প্রজাতি ভবনের উৎপত্তিস্থল বলা হয় কোন হটস্পটকে?
উত্তর: পূর্ব হিমালয় হটস্পট কে
76. কোন দূষক পদ্ধটি পরিপাকতন্ত্রের ক্যানসার সৃষ্টি করে?
উত্তর: বেনজিন
77. পরিবেশ দূষণ সৃষ্টিকারী একটি অভঙ্গুর দূষকের উদাহরণ দাও।
উত্তর: DDT
78. নাইট্রোজেন স্থিতিকারী শৈবালটির নাম লেখ।
উত্তর: অ্যানাবিনা
79. কোন জীব বৈচিত্র্য হটস্পটে তুষারচিতার দেখা হলে?
উত্তর: পূর্ব হিমালয় হটস্পট
80. খলসে মাছ চাষের কারণ লেখ।
উত্তর: বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ
81. পশ্চিমবঙ্গের একটি বায়োস্ফিয়ার রিজার্ভের নাম লেখ।
উত্তর: সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ
82. কত সাল থেকে JFM চালু হয়?
উত্তর: 1971 সাল থেকে
83. পৃথিবীর বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন কি এবং এটি কোথায় অবস্থিত?
উত্তর: রয়েল বোটানিক্যাল গার্ডেন, কিউ যা লন্ডনে অবস্থিত।
84. ক্রায়ো সংরক্ষণে ক্রায়োসংরক্ষক রূপে ব্যবহার করা হয়?
উত্তর: DMSO বা ডাই মিথাইল সালফক্সাইড
85. শিবপুর বোটানিক্যাল গার্ডেনের সবচেয়ে দর্শনীয় উদ্ভিদ কি?
উত্তর: বট গাছ
86. মানস বায়োস্ফিয়ার রিজার্ভে প্রধানত কোন কোন প্রাণীর সংরক্ষণ করা হয়?
উত্তর: বাঘ ও হাতি
89. অসমের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে কোন কোন প্রাণীর সংরক্ষণ করা হয়?
উত্তর: একশৃঙ্গ গন্ডার ও সম্বর হরিণ
90. পশ্চিমবঙ্গের চাপড়ামারি অভয়ারণ্যে কোন কোন প্রাণীর সংরক্ষণ করা হয়?
উত্তর: হাতি এবং গাউর বা বাইসন
91. পশ্চিমবঙ্গের বেথুয়াডহরি অভয়ারণ্যে কোন কোন প্রাণীর সংরক্ষণ করা হয়?
উত্তর: হরিণ, শজারু ও ঘড়িয়াল
92. সিঙ্গালিলা জাতীয় উদ্যানের কোন কোন প্রাণীর সংরক্ষণ করা হয়?
উত্তর: রেড পান্ডা ,বারকিং ডিয়ার
93. ভারতীয় আরশোলার সংখ্যা কেন কমে যাচ্ছে?
উত্তর: আমেরিকান আরশোলা সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাওয়া হয় ভারতীয় আরশোলার সংখ্যা কমে যাচ্ছে।
94. সুন্দালেন্ড হটস্পট অঞ্চলের কতগুলি এন্ডেমিক প্রজাতির নাম লেখ।
উত্তর: বালি ময়না, হক ঈগল ,ওরাং ওটাং ,সোনালী আরোয়ানা মাছ, র্যাফ্লেসিয়া
95. সুন্দল্যান্ড হটস্পট কোন কোন অঞ্চলে অবস্থান করছে?
উত্তর: বঙ্গোপসাগরের উপকূলে আন্দাবন-নিকোবর দ্বীপপুঞ্জ
96. ইন্দো-বর্মা হটস্পট অঞ্চলের অবস্থান লেখ।
উত্তর:উত্তর-পূর্ব ভারতে ভুটান থেকে মায়ানমার পর্যন্ত
97.ইন্দো-বর্মা হটস্পট অঞ্চলের কতগুলি এন্ডেমিক প্রজাতির নাম লেখ।
উত্তর: শ্যাওলা, এল্ড হরিণ,ফিশিং ক্যাট, জায়েন্ট ইবিস
98. পশ্চিমঘাট হটস্পট অঞ্চলের অবস্থান লেখ।
উত্তর: ভারতের পশ্চিম উপকূল বরাবর মহারাষ্ট্র ,কর্নাটক, তামিলনাড়ু এবং কেরালা পর্যন্ত বিস্তৃত।
99. পশ্চিমঘাট হটস্পট অঞ্চলের কতগুলি এন্ডেমিক প্রজাতির নাম লেখ।
উত্তর: লায়ন টেলড ম্যাকাও, শ্রীলংকান লেপার্ড, স্ট্রাইপ নেকড বেজি, স্লথ ভাল্লুক
100. পূর্ব হিমালয় হটস্পট অঞ্চলে অবস্থান লেখ।
উত্তর: উত্তর-পূর্ব ভারতের আসাম, সিকিম এবং নেপাল ও ভুটানে বিস্তৃত।
101. পূর্ব হিমালয় হটস্পট অঞ্চলের কতগুলি এন্ডেমিক প্রজাতির নাম লেখ।
উত্তর: রেড পান্ডা, সোনালী লেঙ্গুর, উড়ন্ত কাঠবিড়ালি, রোডোডেনড্রন উদ্ভিদ
102. পৃথিবীতে হটস্পট এর সংখ্যা কটি?
উত্তর: 36 টি
103. পৃথিবীতে মেগাডাইভারসিটি দেশের সংখ্যা কটি?
উত্তর: 17 টি
104. হটস্পট অঞ্চলে প্রাথমিক উদ্ভিদ গোষ্ঠীর কত শতাংশ বিনষ্ট হওয়া আবশ্যক?
উত্তর: 70%
105. মুগা মথ ভারতের কোন কোন অঞ্চলে দেখা যায়?
উত্তর: আসাম রাজ্য ও তার সংলগ্ন অঞ্চলে
106. ডাটুরিন কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়?
উত্তর: ধুতুরা গাছের পাতা ও ফল থেকে
107. কুইনাইন গাছ থেকে প্রাপ্ত রেসারপিন কি কাজে ব্যবহৃত হয়?
উত্তর: উচ্চ রক্তচাপ কমাতে
108. ইসবগুল কোন কাজে ব্যবহৃত হয়?
উত্তর: কোষ্ঠকাঠিন্যের চিকিৎসা ব্যবহৃত হয়
109. ভেড়া থেকে প্রাপ্ত উলের নাম লেখ।
উত্তর: মেরিনো উল
110. খরগোশ থেকে প্রাপ্ত উলের নাম কি?
উত্তর: অ্যাঙ্গোরা উল
111. ছাগল থেকে প্রাপ্ত উলের নাম কি?
উত্তর: ক্যাশমিয়ার উল
112. সাহতোশ উল কোন প্রাণী থেকে উৎপন্ন হয়?
উত্তর: তিব্বতি অ্যান্টিলোপ
113. কোন গাছ থেকে বাণিজ্যিক গঁদ পাওয়া যায়?
উত্তর: Acecia senegal নামক উদ্ভিদ থেকে
114. নয়নতারা উদ্ভিদ থেকে প্রাপ্ত কোন উপক্ষারগুলি ক্যান্সার রোগের চিকিৎসা ব্যবহৃত হয়?
উত্তর: ভিনক্রিস্টিন এবং ভিনব্লাস্টিন নামক উপক্ষার
115. আফলা টক্সিন কোন ছত্রাক খরন করে?
উত্তর: অ্যাসপারজিলাস ছত্রাক
116. অ্যাসবেসটস কারখানায় কর্মরত শ্রমিকদের কোন রোগ হয়?
উত্তর: অ্যাসবেসটসিস
117. কোন ঘটনার ফলে পাখিদের ডিমের খোলক পাতলা হয়ে যায়?
উত্তর: DDT এর জৈব বিবর্ধন এর ফলে
118. তুলোতন্তু দিয়ে প্রবেশ করলে কোন রোগ হয়?
উত্তর: বিসিনোসিস
119. ধূমপানের ফলে মূলত কোন ক্যান্সার হয়?
উত্তর: ফুসফুসে ক্যান্সার
120. ক্যান্সার শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উত্তর: ক্যানক্রাম
life science class 10 chapter 5 question answer class 10 life science chapter 5 question answer in bengali
121. যে পদার্থ থেকে ক্যান্সার সৃষ্টি হয় তাকে কি বলে?
উত্তর: কারসিনোজেন
122. যে জিন থেকে ক্যান্সার হয় তাকে কি বলে?
উত্তর: অঙ্কোজিন
123. মর্টালিটি কি?
উত্তর: একক সময় কোন পপুলেশনে যে সংখ্যায় জীবের মৃত্যু ঘটে তাকে মর্টালিটি বলে।
124. ন্যাটালিটি কী?
উত্তর:একক সময় জননের মাধ্যমে যে সংখ্যায় নতুন সদস্য পপুলেশনে যুক্ত হয় তাকে ন্যাটালিটি বলে।
125. পানীয় জলের BOD কত হওয়া উচিত?
উত্তর: 2mg/L
126. কয়েকটি আগাছানাশকের নাম লেখ।
উত্তর: 2-4D, সিমাজিন
127.DDT এর পুরো নাম লেখ।
উত্তর: ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন
128.BHC এর পুরো নাম লেখ।
উত্তর: বেনজিন হেক্সা ক্লোরাইড
129. কাঁচের কারখানায় কর্মরত শ্রমিকদের কোন রোগ হয়?
উত্তর: সিলিকোসিস
130.BOD ও COD এর একক লেখ।
উত্তর: mg/L
131. ভারতের জাতীয় পশুর বিজ্ঞানসম্মত নাম লেখ।
উত্তর: Panthera tigris
132. একশৃঙ্গ গন্ডারের বিজ্ঞানসম্মত নাম লেখ।
উত্তর: Rhinoceros unicornis
133. রেড পান্ডার বিজ্ঞানসম্মত নাম লেখ।
উত্তর: Ailurus fulgens
134. এশিয়ান সিংহের বিজ্ঞানসম্মত নাম লেখ
উত্তর: Panthera leo persica
135. লবণাক্ত জলের কুমিরের বিজ্ঞানসম্মত নাম লেখ।
উত্তর: Crocodylus porosus
136.IRV 2020 মূল উদ্দেশ্য কি ছিল?
উত্তর: 2020 খ্রিস্টাব্দের মধ্যে অসমে গন্ডারের সংখ্যা 3000 অবধি নিয়ে যাওয়া
137.FAO এর পুরো নাম লেখ।
উত্তর: Food and Agricultural Organisation
138. কত খ্রিস্টাব্দে কুমির প্রজনন ও পরিচালন প্রকল্প গৃহীত হয়?
উত্তর: 1975 খ্রিস্টাব্দে
139. কত খ্রিস্টাব্দে গির লায়ন প্রজেক্ট গৃহীত হয়?
উত্তর:
140. কতগুলি ভ্যানিশিং আইল্যান্ডের নাম লেখ।
উত্তর: ঘোড়ামারা, বেডফোর্ড প্রভৃতি
141. জলদূষণের নির্দেশক কোন ব্যাকটেরিয়া?
উত্তর: কলিফর্ম
142. একটি জৈব পেস্ট নাশকের উদাহরণ দাও।
উত্তর: অলড্রিন
143. ভোপাল গ্যাস দুর্ঘটনায় কোন গ্যাসটি নির্গত হয়েছিল?
উত্তর: মিথাইল আইসো সায়ানেট
144. পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত?
উত্তর: 0.05ppm
145. এরোসলের ব্যাস কত হয়?
উত্তর: 1 মাইক্রনের কম
146. কাকে পরিবেশের ফুসফুস বলা হয়?
উত্তর: বনভূমি
147. একটি ছত্রাক নিঃসৃত পদার্থের নাম লেখ যা যকৃতের ক্যান্সার ঘটায়?
উত্তর: আফলা টক্সিন
148. শব্দের নিরাপদ মাত্রা কত?
উত্তর: 64 ডেসিবেল
149. একটি ক্যান্সার বিরোধী পদার্থের নাম লেখ।
উত্তর: ট্যাক্সল যা Taxus baccata নামক উদ্ভিদ থেকে পাওয়া যায়।
150.COPD এর পুরো নাম লেখ।
উত্তর: Chronic Obstructive Pulmonary Disease
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর | মাধ্যমিক জীবন বিজ্ঞান – পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science Question and Answer :
1. নাইট্রোজেন চক্র কাকে বলে?
উত্তর: যে চক্রাকার পদ্ধতিতে বায়ুমণ্ডলের নাইট্রোজেন প্রাকৃতিক উপায়ে অথবা জীবাণু দ্বারা আবদ্ধ হয়ে মাটিতে মেশে এবং সেখান থেকে জীবদেহে প্রবেশ করে এবং নাইট্রোজেন গ্যাস রূপে পুনরায় বায়ুতে ফিরে যায় ও বায়ুতে নাইট্রোজেনের যোগান ও সমতা বজায় রাখে, তাকে নাইট্রোজেন চক্র বলে।
2. নাইট্রিফিকেশন কাকে বলে?
উত্তর: যে পদ্ধতিতে জীবাণুর ক্রিয়ার ফলে মৃত্তিকায় থাকা অ্যামোনিয়া প্রথমে নাইট্রাইট ও পরে নাইট্রেট এ পরিণত হয় তাকে নাইট্রিফিকেশন বলে। নাইট্রোসোমনাস ,নাইট্রোব্যাকটর প্রভৃতি ব্যাকটেরিয়া নাইট্রিফিকেশন এ সাহায্য করে।
3. ডিনাইট্রিফিকেশন কাকে বলে?
উত্তর: মাটিতে বসবাসকারী কিছু জীবাণু মাটিতে আবদ্ধ নাইট্রোজেন যৌগ ভেঙ্গে নাইট্রোজেনকে মুক্ত করে এবং তাকে বায়ুমণ্ডলে ফিরিয়ে দেয় ,এই পদ্ধতিকে ডিনাইট্রিফিকেশন বলে। সিউডোমোনাস ডিনাইট্রিফিকেন্স নামক ব্যাকটেরিয়া এই প্রক্রিয়ায় সাহায্য করে।
4. দুটি স্বাধীন জিবি ব্যাকটেরিয়ার উদাহরণ দাও যারা নাইট্রোজেন সংবন্ধন ঘটায়?
উত্তর: ক্লসট্রিডিয়াম , আ্যাজেটোব্যাকটর প্রভৃতি
5. পরিবেশ দূষণ কাকে বলে?
উত্তর: বায়ু, জল, মাটি প্রভৃতির ভৌত, রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্যের যে অনভিপ্রেত পরিবর্তন মানব সভ্যতা কে যে কোন প্রজাতির জীবনকে কোন জীবের অস্তিত্বকে এমনকি কোন সাংস্কৃতিক বা প্রাকৃতিক সম্পদকে ক্ষতিগ্রস্ত করছে বা করতে পারে, তাকেই বলা হয় পরিবেশ দূষণ।
6. ইউট্রিফিকেশন কাকে বলে?
উত্তর: জলাশয় ফসফেট জাতীয় সার ডিটারজেন্ট ইত্যাদি মিছিলে জলে অজৈব ওই পোষকের মাত্রা বহুগুণ বৃদ্ধি পায়, এই প্রক্রিয়াকে ইউট্রোফিকেশন বলে।
7. দুটি কৃষি ক্ষেত্রের বর্জ্য পদার্থের উদাহরণ দাও।
উত্তর: শস্যের বিভিন্ন অংশ এবং বিভিন্ন রাসায়নিক সার
8. কি কি রাসায়নিক বস্তু জলদূষণ ঘটায়?
উত্তর: বিভিন্ন কীটনাশক, রাসায়নিক সার প্রভৃতি
9. পৃথিবীর উষ্ণায়নের ফলে জীব বৈচিত্র্যের যে ক্ষতি হচ্ছে তার চারটি উদাহরণ দাও।
উত্তর: মেরু ভাল্লুক, আর্কটিক ফক্স, এম্পেরার পেঙ্গুইন, সুন্দরবনের ম্যানগ্রোভ উদ্ভিদ প্রভৃতি
দশম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর pdf
10. জীব বিবর্ধন বলতে কী বোঝো?
উত্তর: জলে দ্রবীভূত DDT ফাইটোপ্লাঙ্কটন এর দেহে প্রবেশ করে। সেখান থেকে জুপ্লাঙ্কটন ,ছোট মাছ, বড় মাছ ,এমনকি মাছ ভক্ষণকারী পাখি ও মানুষের দেহেও প্রবেশ করে। খাদ্য শৃঙ্খলের মাধ্যমে DDT যে শুধু এক খাদক থেকে অন্য খাদকে প্রবেশ করে তাই নয় এর গাড়ত্বও বহুগুণ হারে বৃদ্ধি পায়। খাদক থেকে খাদকে DDT এর ঘনত্ব বেড়ে যাওয়ার ঘটনাকে জীব বিবর্ধন বলে।
11. জমি ব্যবহারের ধরন পরিবর্তনের ক্ষতিকর দিক উল্লেখ কর।
উত্তর: (1) নগরায়ন:-বিপুল জনসংখ্যার বাসস্থান নির্মাণের জন্য বনভূমি ও তৃণভূমি ধ্বংস করতে হয়। এর ফলে অনেক প্রদীপ জীবের বাসস্থান ধ্বংস হয়ে যাওয়ায় প্রজাতি বিলুপ্তি ঘটে।
(2) শিল্পায়ন:-বৃহৎ শিল্পের জন্য প্রচুর জমি দরকার হওয়ায় বনভূমি ধ্বংস হওয়ায় বন্য জীবন ধ্বংস হয়।
12.PBR এ জীব বৈচিত্র সংক্রান্ত যে প্রধান বিষয় গুলি লিপিবদ্ধ করা হয় তা লেখ।
উত্তর: (1) PBR এ সমস্ত স্থানীয় প্রজাতি সম্পর্কে সামগ্রিক তথ্য মজুত থাকে।
(2) প্রজাতির বাসস্থান সংক্রান্ত তথ্য PBR এ থাকে।
(3) প্রজাতির থেকে যে সমস্ত সম্পদ পাওয়া যায় তাদের সম্বন্ধে ধারণা ,তাদের বাজার মূল্য, সংগ্রহের সময়, সংগ্রহের নিয়ম এবং তাদের পরিবহন পদ্ধতি সংক্রান্ত তথ্যও মজুত থাকে।
13. ক্রায়ো সংরক্ষণের একটি বৈশিষ্ট্য একটি উদাহরণ দাও।
উত্তর: বৈশিষ্ট্য:-ক্রায়ো সংরক্ষণে-196°C উষ্ণতায় তরল নাইট্রোজেনের মধ্যে জনন কোষ বা দেহকোষ, বীজ, পরাগরেণু প্রভৃতি সংরক্ষণ করা হয়। অত্যন্ত নিম্ন তাপমাত্রায় জীবাণুর উৎসেচক কাজ না করায় সংরক্ষিত উপাদানটি নষ্ট হয়ে যায় না।
উদাহরণ:-বোটানিকাল সার্ভে অফ ইন্ডিয়া, শিবপুর (হাওড়া, পশ্চিমবঙ্গ)।
14. গন্ডারের সংখ্যা হ্রাস পাওয়ার দুটি কারণ লেখ।
উত্তর: (1) চোরা শিকার:-গন্ডারের সিং গৃহসজ্জার উপকরণ ,ভেষজ ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। এইজন্য চোরা বাজারে এগুলি মহামূল্যবান হয় অবাধ ফলে গন্ডার প্রজাতি চোরাশিকারের ফলে আজ বিপন্ন হয়েছে।
(2) বনধ্বংস:-বনাঞ্চলের গাছ কেটে ফেলার কারণে গন্ডারের বাসস্থান বহুলাংশে নষ্ট হয়েছে।
15. বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ ঘটলে স্থানীয় জীব বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়-দুটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা কর।
উত্তর: (1) আফ্রিকা থেকে তেলাপিয়া ও বড় জাতের মাগুর মাছ আমদানি করার ফলে আমাদের দেশের ছোট ছোট মাছ, যেমন -মৌরলা,পুঁটি, খোলসে প্রভৃতি মাছের অস্তিত্ব আজ বিপন্ন হয়েছে।
(2) গ্যালাপোগাস দ্বীপপুঞ্জে কুকুর, ছাগল, শুয়োর প্রভৃতি আমদানি করার ফলে সেখানকার কচ্ছপের সংখ্যা কমে গেছে। কারণ এই প্রাণীগুলি কচ্ছপের ডিম খেয়ে নিত কখনো বা তাদের মেরেও দিত।
16. মানুষের ফুসফুসের ক্যান্সারের একটি কারণ এবং একটি উপসর্গ লেখ।
উত্তর: কারণ:-ফুসফুসের ক্যান্সারের মূল কারণ হলো সক্রিয় বা নিষ্ক্রিয় ধূমপান। সিগারেট বা বিড়ি র ধোঁয়ায় অসংখ্য কার সিনোজেন পাওয়া যায় যেমন নিকোটিন, টার, অ্যাসিটালডিহাইড, ভিনাইল ক্লোরাইড প্রভৃতি। ফলে ফুসফুসের ক্যান্সার হয়।
উপসর্গ:-ফুসফুসের ক্যান্সারের লক্ষণ গুলি হল শ্বাসকষ্ট, দীর্ঘস্থায়ী কাশি, বুকে ব্যথা, বারবার নিউমোনিয়ার আক্রমণ, শ্বাসনালী প্রদাহ ও স্বরভঙ্গ।
পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ জীবন বিজ্ঞান দশম শ্রেণী
17. আমাদের জীবনে জলাভূমির গুরুত্ব আলোচনা কর।
উত্তর: জলাভূমিকে বলা হয় প্রকৃতির বৃক্ক। বৃক্ক যেমন দেহের দূষিত পদার্থ অপসারিত করে দেহকে সুস্থ রাখে জলাভূমি তেমনি প্রকৃতির দূষিত পদার্থগুলিকে অপসারিত করে পরিবেশকে দূষণমুক্ত রাখে কিন্তু আমরা জলাভূমি বুঝিয়ে সেখানে স্থাপন করে চলেছি। যার মারাত্মক ফল হল জলকষ্ট, জলদূষণ ও কিছু জলজ প্রজাতির চির অবলুপ্তি।
18. বাসস্থানের বিনাশ এবং গাড়ি চলাচল কিভাবে গিরের সিংহ সংরক্ষণ কে প্রভাবিত করে?
উত্তর: মানব জনসংখ্যার চাপে বনভূমির গাছ কেটে বাসভূমি করে তোলায় সিংহের স্বাভাবিক বাসস্থান নষ্ট হয়েছে। গির অরণ্যের মধ্য দিয়ে প্রধান সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা তৈরি হওয়ার ফলে ট্রাক ও ট্রেন দুর্ঘটনায় বহু সংখ্যক সিংহ মারা যায়।
19. কুমির প্রকল্পের মূল উদ্দেশ্য গুলি লেখ।
উত্তর: (1) কুমিরের প্রজননে সহায়তা দান।
(2) কুমির সংরক্ষণ সম্বন্ধীয় গবেষণা ও সংরক্ষণে সাহায্য করা।
(3) স্থানীয় জনগণকে কুমির সংরক্ষণ সম্পর্কে সচেতন করা।
20. ক্যাপটিভ ব্রিডিং কি?
উত্তর: প্রাকৃতিক পরিবেশ থেকে সরিয়ে বিপন্ন উদ্ভিদ ও প্রাণীদের ফার্মে রেখে প্রজনন করানোর পদ্ধতি হলো ক্যাপটিভ ব্রিডিং। এটি একটি এক্স সিটু সংরক্ষণ পদ্ধতি। এই পদ্ধতিতে গন্ডার, কুমির প্রভৃতি প্রাণীর সংরক্ষণ করা হয়।
21.JFM এর গুরুত্ব লেখো।
উত্তর: (1) দাবানল, চোরাচালান, বনভূমি বিনষ্টের চেষ্টা, বেআইনি পশুচরণ প্রকৃতির ঘটনা প্রাথমিকভাবে বনদপ্তরকে জানায় JFM কমিটি।
(2) বিভিন্ন রাজ্যে বন্যপ্রাণী সংরক্ষণে সংশ্লিষ্ট রাজ্যের বনদপ্তরকে যথার্থ ভাবে সাহায্য দান করে।
(3)JFM এর মাধ্যমে স্থানীয় অঞ্চলের অর্থনৈতিক বিকাশ ঘটানো হয় এবং কর্মসংস্থান বাড়িয়ে জীব বৈচিত্র্যের উপর মানুষের আক্রমণ প্রতিহিত করা হয়, যাতে সামগ্রিকভাবে বাস্তুতন্ত্রের উন্নতি হয়।
22. ভারতের দুটি জিন ব্যাংকের নাম লেখ।
উত্তর: (1) ন্যাশনাল ব্যুরো অফ প্লান্ট জেনেটিক রিসার্চেস এবং (2)ন্যাশনাল ব্যুরো অফ অ্যানিমাল জেনেটিক রিসার্চেস।
23. ইন সিটু এবং এক্স সিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য লেখ।
উত্তর: (1) ইন সিটু সংরক্ষণে জীববৈচিত্র্যকে তার স্বাভাবিক বাসস্থানে রেখে সংরক্ষণ করা হয়। কিন্তু এক্স সিটু সংরক্ষণে জীববৈচিত্র্যকে বা তার দেহাংশকে স্বাভাবিক বাসস্থানের বাইরে এনে সংরক্ষণ করা হয়।
(2)ইন সিটু সংরক্ষণে বিবর্তনের ধারা অব্যাহত থাকে। এক্স সিটু সংরক্ষণে বিবর্তনের ধারা স্তব্ধ হয়ে যায়।
(3)ইন সিটু সংরক্ষণে নির্দিষ্ট একটি প্রজাতির সাথে অন্যান্য প্রজাতি গুলিও সংরক্ষিত হয়। কিন্তু এক্স সিটু সংরক্ষণের ক্ষেত্রে তা ঘটে না।
24. বায়োস্ফিয়ার রিজার্ভের দুটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর: (1) একটি বায়োস্ফিয়ার রিজার্ভে তিনটি অংশ থাকে, যথা-কোর অঞ্চল, বাফার অঞ্চল এবং ট্রানজিশন অঞ্চল।
(2) কোর অঞ্চলের জীবসমূহ ও বাস্তুতন্ত্র সম্পূর্ণ হবে আইন দ্বারা রক্ষিত। এই স্থানে কোন বিশৃঙ্খল ঘটানো হয় না।
(3) কোর অঞ্চলকে ঘিরে থাকে বাফার অঞ্চল যেখানে গবেষণা, শিক্ষামূলক কাজকর্ম এবং সম্পদ সংগ্রহের জন্য সাধারণ মানুষ প্রবেশ করতে পারে।
25. জাতীয় উদ্যানের দুটি বৈশিষ্ট্য লেখ এবং উদাহরণ দাও।
উত্তর: বৈশিষ্ট্য:-(1) কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন হলেও উদ্যানটি যে রাজ্যের অন্তর্গত সেই রাজ্য সরকার প্রয়োজনীয় আইন প্রয়োগ ও রক্ষণাবেক্ষণ করেন।
(2) গবেষণার জন্য এখানে প্রবেশ নিষেধ।
(3) পর্যটকরা প্রবেশ করতে পারেন কিন্তু গাছ কাটা, চড়ুইভাতি সম্পূর্ণ নিষেধ।
উদাহরণ:-উত্তরাখণ্ডে করবেট জাতীয় উদ্যান ,পশ্চিমবঙ্গে জলদাপাড়া জাতীয় উদ্যান।
26. অভয়ারণ্যের দুটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর: (1) এটি রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন। (2) এখানে পর্যটনের জন্য অনুমতি প্রয়োজন হয়। (3) এখানে বন্যপ্রাণী হত্যা বা শিকার সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
উদাহরণ:- গুজরাটের গির অভয়ারণ্য, পশ্চিমবঙ্গের চাপড়ামারি অভয়ারণ্য প্রভৃতি।
27. কচুরিপানাকে বাংলার দুঃখ বলা হয় কেন?
উত্তর: কচুরিপানা দক্ষিণ আমেরিকা থেকে ভারত সহ সমগ্র এশিয়ায় ছড়িয়ে পড়েছে। সুন্দর ফুলের জন্য সমাদৃত হলেও এরা স্টোলন দ্বারা দ্রুত বংশবৃদ্ধি করে এরা জলে সূর্যালোক প্রবেশে বাধা দিয়ে দ্রবীভূত
অক্সিজেন এর পরিমাণ কমিয়ে দেয়, ফলে অন্য প্রজাতিগুলি বিলুপ্ত হয় এই জন্যই পশ্চিমবঙ্গে বাংলার দুঃখ বলা হয়।
28. কোরাল ব্লিচিং কি?
উত্তর: সমুদ্রের জলতলের তাপমাত্রা বৃদ্ধিতে কোরালের বর্ণ সাদাটে হয়ে যায় যাকে কোরাল ব্লিচিং বলে। কোরালে অবস্থিত মিথজীবী জুজ্যানথেলি নামক শৈবাল অধিক তাপমাত্রায় কোরালের কলাকোষ থেকে জলে মুক্ত হওয়ায় এই ঘটনা ঘটে।
29. হটস্পট এর গুরুত্ব লেখো।
উত্তর: (1) হটস্পট গুলি সংরক্ষণ করলে প্রজাতি বৈচিত্র বজায় থাকে। পরবর্তীতে তা অন্য স্থানে প্রসার লাভের সম্ভাবনা থাকে। (2) মানুষসহ সমস্ত জীবের অস্তিত্ব বজায় রাখতে জীববৈচিত্র তথা হটস্পট গুলি সংরক্ষণ জরুরী।
30. অ্যাজমার কারণ লেখ।
উত্তর: (1) পরিবেশগত কারণ-প্রকৃতিতে অবস্থিত বিভিন্ন অ্যালারজেন এর সংস্পর্শে রোগটি বৃদ্ধি পায় যেমন উদ্ভিদের পরাগরেণু, ছত্রাকরেনু, প্রাণীর মল, ধুলো প্রভৃতি। এছাড়া বিভিন্ন ধরনের গৌণ বায়ু দূষক যেমন ওজন, ফরমালডিহাইড, PAN প্রভৃতি এলার্জিনের প্রভাব বাড়িয়ে দিয়ে অ্যাজমার প্রকোপ বৃদ্ধি করে।
(2) মনুষ্য সৃষ্ট কারন:– কলকরখানা বা গৃহে কয়লা, তেলের দহনে সৃষ্ট ধোঁয়া কারখানার সৃষ্ট সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড প্রভৃতি অ্যাজমার প্রভাব বাড়ায়।
রচনাধর্মী প্রশ্নোত্তর | মাধ্যমিক জীবন বিজ্ঞান – পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science Question and Answer : পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ
1. কার্বন ডাই অক্সাইড বা মিথেন কিভাবে বিশ্ব উষ্ণায়ন ঘটায়?
উত্তর: বায়ুমণ্ডলের যেসব গ্যাস সৌর তাপ শোষণ করে, ও তা অবলোহিত তরঙ্গ রূপে মুক্ত করে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে তাদের গ্রিন হাউস গ্যাস বলে। যেমন-কার্বন ডাই অক্সাইড বা মিথেন। এগুলি না থাকলে পৃথিবীর উষ্ণতা অনেকটাই কমে যেত প্রায়-23°C উষ্ণতা।
কিন্তু এই গ্যাস গুলি থাকার জন্য পৃথিবীর উষ্ণতা জীবন ধারণের উপযুক্ত হয়েছে। কার্বন ডাই অক্সাইড বা মিথেন ইত্যাদি গ্যাসের পরিমণ্ডল সূর্য থেকে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মিকে পৃথিবীতে আসতে দেয় কিন্তু উত্তপ্ত ভূপৃষ্ঠ কর্তৃক বিকিরিত দীর্ঘতর তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মিকে মহাশূন্যে ফিরে যেতে দেয় না।
কিছুটা বিকিরিত রশ্মি নিজেরা শোষণ করে এবং বাকি অংশ পৃথিবীপৃষ্ঠে প্রতিফলিত হয়ে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি করে। কিন্তু বর্তমানে মানুষের বিভিন্ন কাজের ফলে এই সমস্ত গ্যাসের পরিমাণ বায়ুমন্ডলের বৃদ্ধি পাচ্ছে। কলকারখানা, যানবাহন প্রভৃতি থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রতিনিয়ত বাতাসে মিশছে।
এছাড়াও মিথেন গ্যাসটি আবর্জনা ও জলজ উদ্ভিদের পচনের ফলে উৎপন্ন হয়ে বাতাসে মিশছে। এই সমস্ত কারণে এই গ্যাস গুলির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় গ্রীন হাউস প্রভাব বৃদ্ধি পাচ্ছে। এর ফলে পৃথিবীর উষ্ণতা অত্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এরই ফল হল বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং।
2. ইউট্রোফিকেশন এর কারণ নির্ণয় কর। এর ক্ষতিকর প্রভাব গুলি কি কি?
উত্তর: জলাশয় ফসফেট জাতীয় সার, ডিটারজেন্ট ইত্যাদি মিশলে জলে অজৈব পরিপোষকের পরিমাণ বহুগুণ বৃদ্ধি পায় এই প্রক্রিয়াকে ইউট্রোফিকেশন বলে। এর কারণ হলো-আবর্জনা শোধন কেন্দ্রের নির্গত অজৈব পরিপোষক জলাশয় মিশলে মৃত্তিকার খয়জনিত কারণে কোন উর্বর বস্তু জলে মিশলে বা জলাশয় আবর্জনা ফেলার ফলে অজৈব পরিপোষক এর মাত্রা বৃদ্ধি পেলে ইউট্রোফিকেশন ঘটে।
ইউট্রোফিকেশন এর প্রভাব গুলি হল নিম্নরূপ..
- (1) ইউট্রফিক জলের বর্ণ সবুজাভ বা লালাভ হয় এবং তা ঘোলাটে ও কটু গন্ধ যুক্ত হয় তাই তা পানের বা ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে।
- (2) অতিরিক্ত শৈবাল ও জলজ আগাছার মৃত্যুর পরে ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজন মাত্রা বৃদ্ধি পায় বলে জলের সমস্ত অক্সিজেন ব্যবহৃত হয়ে যায়। জলে দ্রবীভূত অক্সিজেনের ঘাটটির ফলে জলাশয়ের শৈবাল মাছ ও অন্যান্য জলজ প্রাণীরা মারা যায় জলের BOD মান আরো বাড়ে। (BOD:Biological Oxygen Demand)
- (3) অনেক শৈবাল ক্ষতিকর টক্সিন যেমন, নিউরটক্সিন,হেপাটোটক্সিন প্রভৃতি উৎপাদন করে। এই টক্সিন গুলি মাছ, ঝিনুক ও অন্যান্য জলজ প্রাণীর মৃত্যু ঘটায়।
3. জীব বৈচিত্র্য কি কি কারণে হ্রাস পায় তা সঠিক উদাহরণ এর সাহায্যে ব্যাখ্যা কর।
উত্তর: জীব বৈচিত্র্য হ্রাস পাওয়ার কারণ গুলি হল-
- (1) জমি ব্যবহারের রীতির ফলে বাসস্থান ধ্বংস:-বিপুল জনসংখ্যার বাসস্থান নির্মাণের জন্য বনভূমি ও তৃণভূমি ধ্বংস করতে হয়, এছাড়া শিল্পায়নের জন্য, সড়ক নির্মাণের জন্য প্রতিবছর প্রচুর প্রচুর বনভূমি কেটে ফেলা হয়। এর ফলে সেই বনভূমিতে থাকা প্রাণীরাও তাদের বাসস্থান হারিয়ে ফেলে। বন্য জীবন ধ্বংস হয় মানুষের এই সমস্ত কাজের ফলে। এই কারণেই সাইবেরিয়ার বাঘ চিরতরে বিলুপ্ত হয়ে গেছে। এবং অনেক প্রাণী এই কারণে এখন বিলুপ্তপ্রায়।
- (2) শিকার ও চোরা শিকার:-চোরাশিকার হল বন্যপ্রাণী অবলুপ্তির একটি প্রধান কারণ। পৃথিবীর অনেক দেশেই বন্যপ্রাণীর চামড়া দাঁত হাড় খড়্গ প্রভৃতি বিক্রি হয়। চোরা শিকারীরা এই সমস্ত জিনিস বিদেশের বাজারে বিক্রি করে প্রচুর মুনাফা লাভ করে। ফলে বন্যপ্রাণীর সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে। যেমন-
- হাতির দাঁতের ব্যবসায়িক মূল্য থাকায় হাতি হত্যা করায় হাতির সংখ্যা কমে যাচ্ছে। গন্ডারের শিং বিক্রি করে অনেক ব্যবসায়ী প্রচুর মুনাফা লাভ করছে। এই সমস্ত কারণে হাতি, গন্ডার, বাঘ প্রভৃতি বন্যপ্রাণী আজ বিপন্ন।
- (3) বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন:-জলবায়ুর পরিবর্তন ঘটলে প্রাণী ও উদ্ভিদের বসবাসের স্থান পাল্টে যেতে পারে এবং ওই নতুন পরিবেশের জীবরা মানিয়ে নিতে না পারলে তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে। যেমন-
(i) গ্লোবাল ওয়ার্মিং এর ফলে মেরু অঞ্চলে বড় খুব তাড়াতাড়ি গলে যাচ্ছে। এর ফলে মেরু ভাল্লুক, মেরু শিয়াল ও এমপেরার পেঙ্গুইনদের অবস্থা বিপন্ন প্রায়।
(ii) পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়ায় অস্ট্রেলিয়ার ইউক্যারিপটা গাছের পাতার পুষ্টিগুণ কমে যাচ্ছে। এর ফলে কোয়ালা ভাল্লুকের অস্তিত্ব আজ সংকটাপন্ন।
- (4) অতিব্যবহার:-কোন বিশেষ প্রাণী বা উদ্ভিদের অত্যাধিক ব্যবহারের ফলে তাদের সংখ্যা কমে যাচ্ছে। যেমন-
(i) হিমালয়ের কস্তুরীমৃগ থেকে পাওয়া যায় মৃগনাভি যা থেকে নানা রকম সুগন্ধি দ্রব্য তৈরি হয়। মানুষের সুগন্ধি দ্রব্যের চাহিদা মেটাতে গিয়ে প্রাণীটির অস্তিত্ব আজ বিপন্ন।
(ii) লাল চন্দন উদ্ভিদটির অতিরিক্ত ব্যবহারের ফলে উদ্ভিদটির অস্তিত্ব আজ বিপন্ন।
4. ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা গুলি লেখ।
উত্তর: ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা গুলি হল-
(i) প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহার এবং হ্রাস :-প্রকৃতিতে সম্পদের ভান্ডার সীমিত। কিছু কিছু সম্পদ নবীকরণযোগ্য এবং কিছু কিছু অনবিকরণযোগ্য। বিপুল জনসংখ্যা বৃদ্ধি ,ভোগ্য পণ্যের উৎপাদন, সম্পদের যথেচ্ছ অবৈজ্ঞানিক ব্যবহার প্রকৃতির সম্পদের ভান্ডার কে নিঃশেষিত করে তুলেছে। এভাবে চলতে থাকলে আগামী কিছু বছরের মধ্যেই কয়লা এবং খনিজ তেলের ভান্ডার একবারই ফুরিয়ে যাবে।
(ii) অরণ্য ধ্বংস এবং বাস্তুতন্ত্রের ক্ষয়:-জনসংখ্যা বৃদ্ধির প্রথম চাপ এসে পড়ে বনভূমির ওপর। জনসংখ্যার বাসস্থান তৈরিতে শিল্প স্থাপন করতে এবং রাস্তাঘাট নির্মাণ করতে বিপুল পরিমাণে বনভূমি কেটে ফেলা হচ্ছে। এর ফলে অরণ্যের বাস্তুতন্ত্রের ব্যাঘাত ঘটছে এবং এর ফলে অনেক উদ্ভিদ ও প্রাণীর প্রজাতি চিরতরে বিলুপ্ত হয়ে যাবে।
(iii) মিষ্টি জলের অভাব:-পৃথিবীর তিন ভাগ জল হলেও মিষ্টি জলের পরিমাণ খুবই কম। সমগ্র পৃথিবীতে মিষ্টি জলের পরিমাণ প্রায় 3%। আবার এই পরিমাণ জলের 68.7% ই হিমবাহ ও বরফের আস্তরণরূপে রয়েছে। ভৌম জলের পরিমাণ 30% এবং ভূপৃষ্ঠীয় ও অন্যান্য জলের পরিমাণ 1.2%। অগণিত
জনসংখ্যার জলের চাহিদা মেটাতে গভীর নলকূপ বসানোর ফলে ভৌমজল মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। এবং তাতে আর্সেনিক ও ফ্লুরিন মিশে জল দূষণ ঘটাচ্ছে।
(iv) বায়ু ও জলদূষণ:-বিপুল জনসংখ্যার ব্যবহার্য বর্জ্য পদার্থ গুলি বায়ু ও জলে মিশে দূষণ ঘটায়। ভোগ্য পণ্যের মাত্রাতিরিক্ত ব্যবহারে বায়ুমন্ডলে ক্লোরো ফ্লোরো কার্বন গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে যা ওজোন স্তরের পুরুত্ব কমিয়ে দিচ্ছে। এছাড়া মোটর গাড়ির ধোঁয়ায় থাকা বেঞ্জো পাইরিন ফুসফুসের ক্যান্সার রোগ সৃষ্টি করে ও গ্রিনহাউস গ্যাস গুলি দিন দিন পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি করে চলেছে।
(v) জলাভূমি ধ্বংস:-জলাভূমিকে বলা হয় পৃথিবীর বৃক্ক। বৃক্ষ যেমন দেহের দূষিত পদার্থ অপসারিত করে দেহকে সুস্থ রাখে তেমনি জলাভূমি প্রকৃতির দূষিত পদার্থ গুলিকে অপসারিত করে পরিবেশকে দূষণমুক্ত রাখে কিন্তু পূর্ব বর্ধমান জনসংখ্যার ফলে চলাভূমি বুঝিয়ে সেখানে বাড়িঘর কল-কারখানা প্রভৃতি তৈরি করা হচ্ছে। যার মারাত্মক ফলাফল হলো জলকষ্ট, জলদূষণ এবং কিছু জলজ প্রজাতির চির অবলুপ্তি।
class 10 life science chapter 5 question answer in bengali পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ class 10
5. ভারতে বাঘ কমে আসার কারণ লেখ। বাঘ সংরক্ষণে গৃহীত ব্যবস্থাপনা ও তার সাফল্য আলোচনা কর।
উত্তর:-ভারতে বাঘ কমে আসার কারণ হলো-
(i) চোরাশিকার:-বাঘের চামড়া সৌখিন বস্ত্র রূপে ব্যবহৃত হয়। এর আন্তর্জাতিক মূল্যবান অনেক। বাঘের হাড়, দাঁত, চামড়া প্রভৃতির ব্যাপক চাহিদায় ভারতে নির্বিচারে বাঘ হত্যা করা হয়।
(ii) বাসস্থান ধ্বংস:-মানুষের ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে কৃষি, শিল্প, নগরায়ন বাড়ছে এবং তার সঙ্গেই বাড়ছে বনাঞ্চল ধ্বংস ও বাঘের বাসস্থান হ্রাস।
(iii) প্রজননে সমস্যা:-প্রজনন সঙ্গীর অভাবে বাঘের প্রজনন হার হ্রাস পেয়েছে ও বাঘের সংখ্যা ক্রমাগত হ্রাস পাচ্ছে।
ভারতে বাঘ সংরক্ষণের জন্য 1972 হালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়। এরপর 1973 সালে IUCN এবং WWF এর সহযোগিতায় ভারত সরকারের অধীনস্থ সংস্থা ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি বা NTCA প্রজেক্ট টাইগার বা ব্যাঘ্র প্রকল্প চালু করে। এর মাধ্যমে ভারতবর্ষে বাঘ সংরক্ষণের প্রচেষ্টা সূত্রপাত ঘটে।
বাঘকে উপযুক্ত পরিবেশে বাঁচিয়ে রাখার জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। যেমন..
- (i) বাঘের জন্য নির্দিষ্ট এলাকা চিহ্নিত করা।
- (ii) শ্রী ও পুরুষ বাঘের সংখ্যা যাতে সমানুপাতে থাকে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
- (iii) উপযুক্ত খাদ্য ও পানীয় জলের ব্যবস্থা করা।
- (iv) কৃত্রিম প্রজননের মাধ্যমে বাঘের সংখ্যা বৃদ্ধি করা।
প্রজেক্ট টাইগরের সাফল্য:-মানুষ প্রাণী দ্বন্দ্ব হ্রাস বনদপ্তরের সক্রিয়তা ও সঠিক পরিচালনের ফলে বাঘের সংরক্ষণে বর্তমানে সাফল্য মিলেছে। 2006 সালের 1411 থেকে বাঘের সংখ্যা বেড়ে 2023 এ প্রায় 3682 হয়েছে। এর মধ্যে সুন্দরবনেতেই বাঘের সংখ্যা প্রায় 100 টি। ভারতের কয়েকটি উল্লেখযোগ্য বাঘ সংরক্ষণের স্থান হলো উত্তরাখণ্ডের করবেট জাতীয় উদ্যান, পশ্চিমবঙ্গের সুন্দরবন ও বক্সা টাইগার রিজার্ভ।
6. দুটি অঞ্চলের মধ্যে একটি কে জীব বৈচিত্র্য হটস্পট বলে ঘোষণা করতে চাইলে কি কি শর্ত তুমি বিবেচনা করবে? তুমি এক্স সিটু বা ইন সিটু সংরক্ষণের মধ্যে কোনটি বেছে নেবে?
উত্তর: জীব বৈচিত্র্য হটস্পট বিবেচনা করার শর্ত গুলি হল-
- (i) হটস্পট অঞ্চলে অন্তত 1500 সংবহন কলাযুক্ত স্থানীয় উদ্ভিদ প্রজাতির অস্তিত্ব থাকবে। এই সংখ্যা সমগ্র বিশ্বে প্রাপ্ত সংবহন কলা যুক্ত এন্ডেমিক উদ্ভিদ প্রজাতির 0.5% এর বেশি হতে হবে।
- (ii) হটস্পট অঞ্চলের আদি বাসিন্দাদের ন্যূনতম 70% প্রজাতি যেন বিলুপ্ত হয়ে যায়।
- (iii) প্রাণী বৈচিত্র্য অধিক পরিমাণে থাকতে হবে এবং অধিকাংশ প্রাণী যেন এণ্ডেমিক প্রজাতির হয়।
- (iv) অঞ্চল গুলি নতুন প্রজাতির উৎপত্তির কেন্দ্রস্থল হিসেবে কাজ করে।
- (v) হটস্পট অঞ্চল গুলি নানা কারণে বিপদগ্রস্ত হতে হবে। আমি এক্স সিটু এবং ইন সিটু সংরক্ষণ এর মধ্যে ইন সিটু সংরক্ষণকে বেছে নেব। কারণ ইনসিটু সংরক্ষণে কোন উদ্ভিদ বা প্রাণীর প্রজাতিকে তার নিজস্ব বাসস্থানে রেখে সংরক্ষণ করা হয়। ফলে সেই প্রজাতির জীব নিজস্ব বাসস্থানে বেড়ে ওঠার সুযোগ পায় এবং অন্যান্য প্রজাতির প্রাণীদের সঙ্গে মেলামেশার সুযোগ পায়।
এছাড়াও নিজস্ব পরিবেশে থাকার জন্য তাদের মধ্যে বিবর্তনের ধারা অব্যাহত থাকে। ফলে তারা পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সহজেই মানিয়ে নিতে পারে।
7. বায়ু দূষক রূপে গ্রীন হাউজ গ্যাসসমূহ ও SPM এর একটি করে উৎসের নাম লেখ। পশ্চিমঘাট এবং পূর্ব হিমালয় হটস্পট এ পাওয়া যায় এমন প্রাণী ও উদ্ভিদের একটি করে উদাহরণ দাও।
উত্তর: প্রধান প্রধান গ্রীন হাউজ গ্যাসগুলি হল কার্বন ডাই অক্সাইড, মিথেন, ক্লোরোফ্লুরো কার্বন, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড সমূহ।
কার্বন ডাই-অক্সাইডের উৎস:-যানবাহনের ধোঁয়া, কল করখানা ধোঁয়া
মিথেনের উৎস:-গ্রাম বাংলার যেকোনো মাঠে বা জমিতে থাকা মিথানোজোনিক ব্যাকটেরিয়া মিথেন উৎপন্ন করে। এছাড়াও আবর্জনা ও জলজ উদ্ভিদের পচনের ফলে উৎপন্ন হয় মিথেন।
ক্লোরোফ্লুরো কার্বনের উৎস:-রেফ্রিজারেটর ও এয়ারকন্ডিশনার থেকে উৎপন্ন হয় ক্লোরোফ্লুরো কার্বন।
নাইট্রাস অক্সাইড এর উৎস:-কৃষিকাজে ব্যবহৃত নাইট্রোজেন ঘটিত সার ও শিল্প কারখানা থেকে নাইট্রাস অক্সাইড বাতাসে মুক্ত হয়।
SPM এর উৎস:-শিল্প কারখানা থেকে নির্গত ধোঁয়া, ট্রাফিক, নির্মাণ কাজ বা প্রাকৃতিক কারণে SPM তৈরি হয়।
পশ্চিমঘাট হটস্পট অঞ্চলে প্রাপ্ত প্রাণী প্রজাতি হল লায়ন টেলড ম্যাকাও এবং উদ্ভিদ প্রজাতি হলো বার্ড অফ প্যারাডাইস। পূর্ব হিমালয় হটস্পটে প্রাপ্ত একটি প্রাণী প্রজাতি হল রেড পান্ডা এবং একটি উদ্ভিদ প্রজাতি হলো রডোডেনড্রন।
8. জীব বৈচিত্র্য কাকে বলে? জীব বৈচিত্রের তিনটি গুরুত্ব লেখ।
উত্তর: বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রে কিংবা বাসস্থলে জীবের মধ্যে যেসব জিনগত প্রজাতিগত বা আন্তপ্রজাতিগত বিভিন্নতা দেখা যায় তাকে জীববৈচিত্র্য বলে।
জীব বৈচিত্রের তিনটি গুরুত্ব হলো-
(1) খাদ্যের উৎস হিসাবে সবুজ উদ্ভিদের গুরুত্ব অনুশ কার্য। সবুজ উদ্ভিদরা খাদ্য সংশ্লেষ করে তাদের বিভিন্ন অঙ্গে সঞ্চিত রাখে। সেই খাদ্য মানুষ সহ সমস্ত প্রাণী ভক্ষণ করে। কৃষি ক্ষেত্রে নানারকম ফসল যেমন-ধান, গম, ভুট্টা প্রভৃতি শস্য ও সবজি চাষ করা হয় যা থেকে আমরা উদ্ভিজ্জ খাদ্য পেয়ে থাকি। এছাড়া বিভিন্ন প্রাণীজ খাদ্য যেমন-দুধ, ডিম, মাংস ইত্যাদি প্রাণীদের কাছ থেকে পেয়ে থাকি।
(2) মানুষের রোগ নিরাময় ও স্বাস্থ্য রক্ষায় ভেষজ উদ্ভিদের ভূমিকা অপরিসীম। মরফিন, কুইনাইন, রেসারপিন প্রভৃতি উপক্ষার বিভিন্ন ভেষজ উদ্ভিদ থেকে পেয়ে থাকি। যেমন-সর্পগন্ধার মূল থেকে প্রাপ্ত রেসারপিন উচ্চ রক্তচাপের ওষুধ তৈরিতে, সিঙ্কোনা গাছের ছাল থেকে প্রাপ্ত কুইনাইন ম্যালেরিয়ার ওষুধ হিসাবে, নয়নতারা গাছ থেকে প্রাপ্ত ভিন ব্লাস্টিং এবং ভিনক্রিস্টিং ক্যান্সার রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। তাছাড়া প্রাণীদের দেহাংশ থেকেও ভেষজ প্রস্তুত হয়ে থাকে। সাপের বিষ থেকে ল্যাকেসিস, মৌমাছির বিষ থেকে এপিস প্রভৃতি।
(3) বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা:-বাস্তুতন্ত্রে জীব সম্প্রদায় পরস্পরের উপর নির্ভরশীল হয়ে বসবাস করে। কোন একটি উদ্ভিদ ও প্রাণীর প্রজাতির বিলুপ্ত হওয়ার অর্থ হলো খাদ্য শৃংখলে বিঘ্ন ঘটা এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য বিঘ্নিত হওয়া। বাস্তুতন্ত্রে ভারসাম্য যাতে বিঘ্নিত না হয় তার জন্য খাদ্যশৃংখলকে ঠিক রাখা, বায়ুর উপাদান গুলিকে ঠিক রাখা, উদ্ভিদ ও প্রাণিস সংরক্ষণ, রোগ ও পেস্ট দমন ইত্যাদির ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।
পশ্চিমবঙ্গ মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর ও শেষ মুহূর্তের সাজেশন ডাউনলোড। দশম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন। West Bengal Madhyamik Life Science Suggestion Download. WBBSE Madhyamik Life Science short question suggestion. WBBSE Class 10th Life Science Suggestion download. Madhyamik Question Paper Life Science. WB Madhyamik 2019 Life Science suggestion and important questions. WBBSE Class 10th Life Science Suggestion pdf.
দশম শ্রেণীর জীবন বিজ্ঞান সাজেশন – পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ (অধ্যায়-৫) – সাজেশন | WBBSE Class 10th Life Science Suggestion with FREE PDF Download
Life Science ix, Life Science x, Life Science class ix, Life Science class x, Life Science ix and x, Life Science nine and ten, Life Science nine, Life Science ten, Life Science class nine, Life Science class ten, Life Science class nine and ten, class ix, class x Life Science, class ix and x Life Science, wbbse, syllabus, madhyamik Life Science, madhyamik Jibon Bigan, Jibon Bigan madhyamik, class x Jibon Bigan, madhyamiker Jibon Bigan, madhyomik Jibon Bigan, madhyomik Life Science, nobom shreni Jibon Bigan, doshom shreni Jibon Bigan, nobom and doshom shreni Jibon Bigan, nabam shreni Jibon Bigan, dasham shreni Jibon Bigan, exam preparation, examination preparation, gr D preparation, group D preparation, preparation, rail, net, set, wbcs, psc, ssc, csc, upsc, poriksha prostuti, pariksha prastuti, দশম শ্রেণীর জীবন বিজ্ঞান, দশম শ্রেণীর জীবন বিজ্ঞান, মাধ্যমিক মাধ্যমিক, নবম শ্রেণি জীবন বিজ্ঞান, দশম শ্রেণি জীবন বিজ্ঞান, নবম শ্রেণি জীবন বিজ্ঞান, দশম শ্রেণি জীবন বিজ্ঞান, ক্লাস টেন জীবন বিজ্ঞান, মাধ্যমিকের জীবন বিজ্ঞান, জীবন বিজ্ঞান মাধ্যমিক – পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ (অধ্যায়-৫), দশম শ্রেণী – পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ (অধ্যায়-৫), মাধ্যমিক জীবন বিজ্ঞান পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ (অধ্যায়-৫), ক্লাস টেন পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ (অধ্যায়-৫), Madhyamik Life Science – পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ (অধ্যায়-৫), Class 10th পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ (অধ্যায়-৫), Class X পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ (অধ্যায়-৫), ম্যাথমেটিক্স, মাধ্যমিক ম্যাথমেটিক্স, পরীক্ষা প্রস্তুতি, রেল, গ্রুপ ডি, এস এস সি, পি, এস, সি, সি এস সি, ডব্লু বি সি এস, নেট, সেট, চাকরির পরীক্ষা প্রস্তুতি, Madhyamik Suggestion, Madhyamik Suggestion , Madhyamik Suggestion , West Bengal Secondary Board exam suggestion, West Bengal Secondary Board exam suggestion , WBBSE, WBBSE , মাধ্যমিক সাজেশান, মাধ্যমিক সাজেশান , মাধ্যমিক সাজেশান , মাধ্যমিক সাজেশন, দশম শ্রেণীর জীবন বিজ্ঞান সাজেশান , দশম শ্রেণীর জীবন বিজ্ঞান সাজেশান , দশম শ্রেণীর জীবন বিজ্ঞান , দশম শ্রেণীর জীবন বিজ্ঞান, মধ্যশিক্ষা পর্ষদ, Madhyamik Suggestion Life Science , দশম শ্রেণীর জীবন বিজ্ঞান – পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ (অধ্যায়-৫) – সাজেশন | WBBSE Class 10th Life Science Suggestion PDF, দশম শ্রেণীর জীবন বিজ্ঞান – পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ (অধ্যায়-৫) – সাজেশন | WBBSE Class 10th Life Science Suggestion PDF, দশম শ্রেণীর জীবন বিজ্ঞান – পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ (অধ্যায়-৫) – সাজেশন | WBBSE Class 10th Life Science Suggestion PDF, দশম শ্রেণীর জীবন বিজ্ঞান – পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ (অধ্যায়-৫) – সাজেশন | WBBSE Class 10th Life Science Suggestion PDF, দশম শ্রেণীর জীবন বিজ্ঞান – পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ (অধ্যায়-৫) – সাজেশন | WBBSE Class 10th Life Science Suggestion PDF, দশম শ্রেণীর জীবন বিজ্ঞান – পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ (অধ্যায়-৫) – সাজেশন | WBBSE Class 10th Life Science Suggestion PDF,দশম শ্রেণীর জীবন বিজ্ঞান – পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ (অধ্যায়-৫) – সাজেশন | WBBSE Class 10th Life Science Suggestion PDF, দশম শ্রেণীর জীবন বিজ্ঞান – পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ (অধ্যায়-৫) – সাজেশন | WBBSE Class 10th Life Science Suggestion PDF, WBBSE Class 10th Life Science Suggestion , WBBSE Class 10th Life Science Suggestion.
মাধ্যমিক জীবন বিজ্ঞান – পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ (পঞ্চম অধ্যায়) – প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক মাধ্যমিক পরীক্ষা (West Bengal Class Ten X / WB Class 10 / WBBSE / Class 10 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 10 Exam / Class 10 Class 10th / WB Class 10 / Class 10 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী, সে কথা মাথায় রেখে Bigyan Shiksha .com এর পক্ষ থেকে মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন / মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর । Madhyamik Life Science Suggestion / Madhyamik Life Science Question and Answer / Class 10 Life Science Suggestion / Class 10 Pariksha Life Science Suggestion / Life Science Class 10 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Madhyamik Life Science Suggestion FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস সফল হবে।
- 5.1 ভারত: অবস্থান ও প্রশাসনিক বিভাগ | Class 10 Geography Short Question and Answer 20255.1 ভারত: অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th Madhyamik Geography …
- চক্রপাণি দত্ত: কিংবদন্তী চিকিৎসক ও পণ্ডিতচক্রপাণি দত্ত ছিলেন বিখ্যাত একজন আদর্শ চিকিৎসক এবং শারীরতত্ত্ববিদ। বহু দূর থেকে রোগীরা তাঁর কাছে চিকিৎসার জন্য আসতেন। তিনি রোগীদের চিকিৎসা করতেন আনন্দ সহকারে এবং অবসর সময়ে বই লিখতেন। তাঁর রচিত …
- পশ্চিমবঙ্গ সরকারের EWS সার্টিফিকেট পাওয়ার পদ্ধতি | EWS Certificate West Bengal Criteria | EWS সার্টিফিকেট কি এবং কেন এটি গুরুত্বপূর্ণ?EWS সম্পূর্ণ কথাটি হল ইকনোমিক্যালি উই কার সেকশন (Economically Weaker Section) বা সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণি। EWS সার্টিফিকেটের মূল উদ্দেশ্য হলো সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অংশকে নির্দিষ্ট কিছু সরকারি সুযোগ সুবিধা …
- ধাতুবিদ্যা দশম শ্রেণী – প্রশ্ন উত্তর | WBBSE Class 10th Physical Science Suggestion ভৌত বিজ্ঞান দশম শ্রেণীদশম শ্রেণী ভৌত বিজ্ঞান সাজেশন – WBBSE Class 10th Physical Science Suggestion – ধাতুবিদ্যা দশম শ্রেণী Chapter 8.5 – প্রশ্ন উত্তর নিচে দেওয়া হল । এই WBBSE Class 10th (X) Madhyamik Physical …
- তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া – প্রশ্ন উত্তর | WBBSE Class 10th Physical Science Suggestion ভৌত বিজ্ঞান দশম শ্রেণীদশম শ্রেণী ভৌত বিজ্ঞান সাজেশন – WBBSE Class 10th Physical Science Suggestion – তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া Chapter 8.3 – প্রশ্ন উত্তর নিচে দেওয়া হল । এই WBBSE Class 10th (X) …
- মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবনের প্রবাহমানতা (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science Question and Answer মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর : জীবনের প্রবাহমানতা (দ্বিতীয় অধ্যায়) Madhyamik Life Science Question and Answer : মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবনের প্রবাহমানতা (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Madhyamik Life …