HS EVS Question Paper with Answer 2019 | উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর 2019

2019 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরিবেশবিদ্যা বিষয়ের প্রশ্নপত্র ও সম্পূর্ণ উত্তর,উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর 2019 pdf, এখানে আলোচনা করা হয়েছে। HS 2019 Environmental Studies Question Paper Solve here দ্বাদশ শ্রেণীর পরিবেশ বিদ্যা প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর আছে।

Envs HS Question Paper 2019
Envs HS Question Paper 2019

Table of Contents

পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর 2019|HS EVS Question Paper 2019 in Bengali

বিভাগ ক

MCQ HS EVS Question Paper with Answer 2019

A. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 8×5=40

1. ‘জৈব বৈচিত্র্যে’র বিভিন্ন প্রকারভেদ গুলি সংক্ষেপে আলোচনা কর। বীজ ভান্ডার কাকে বলে? 6+2

অথবা, ‘পরিবেশ দূষণে’র সাথে ‘জৈব বৈচিত্র্য’ এর সম্পর্ক ব্যাখ্যা কর। ‘জৈববৈচিত্র্যের মূল্য’ বলতে কী বোঝো? 6+2

2. ‘পরিবেশ ব্যবস্থাপনা’ বলতে কি বোঝো? ভারতবর্ষের ক্ষেত্রে এর গুরুত্ব আলোচনা কর। 2+6

অথবা, ‘পরিবেশ ব্যবস্থাপনার’ সাথে ‘উন্নয়নে’র সম্পর্ক উদাহরণসহ আলোচনা কর। ‘জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট’ কাকে বলে?2+6

3. ‘সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনায়’ ‘জৈব সারের’ গুরুত্ব আলোচনা কর। ‘মিশ্র চাষ’ কাকে বলে? 5+3

অথবা, ‘সুসংহত কীটপোকা নিয়ন্ত্রণ ব্যবস্থা’ বলতে কী বোঝো? ফসল উৎপাদনে ‘মাইক্রোরাইজা’র ভূমিকা উল্লেখ কর। 5+3

4. সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে প্রধান বাধা গুলি আলোচনা করো। ‘বাস্তুতান্ত্রিক উন্নয়ন’ বলতে কী বোঝো? 

5. সুস্থায়িত্বের বিভিন্ন নীতি গুলি বিস্তারিতভাবে উল্লেখ কর।

বিভাগ খ

Marks 40

B. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)  1X24=24

A. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তর গুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ। 1X24=24

1. ভারতবর্ষে ‘জীববৈচিত্র্য আইন’ কোন সালে প্রণয়ন হয়েছিল?

(a) 2002

(b) 2005

(c) 2004

(d) কোনোটিই নয়

উত্তর: (a) 2002

2. কোন সালে ‘আমাদের সাধারণ ভবিষ্যৎ’ রিপোর্টটি প্রকাশিত হয়েছিল? 

(a) 1992

(b) 1984

(c) 1972

(d) 1987

উত্তর: (a) 1992

3. মালি সভ্যতা ধ্বংসের মূল কারণ ছিল 

(a) পরিবেশগত বিপর্যয়

(b) অর্থনৈতিক সংকট

(c) সামাজিক সংকট

(d) এদের কোনোটিই নয়

 উত্তর: (a) পরিবেশগত বিপর্যয় 

4. অতিরিক্ত মাত্রায় নাইট্রোজেনের প্রভাব কোন রোগ সৃষ্টি হয়? 

(a) নীল শিশু সিনড্রোম

(b) টাইফয়েড

(c) জিয়ারডিয়াসিস

(d) পোলিও

 উত্তর: (a) নীল শিশু সিনড্রোম

5. মাটির ভেতর যে মৃত বা পচা গলা জৈব অবশেষে থাকে তাকে বলে 

(a) লোম

(b) হিউমাস

(c) ল্যাটেরাইট

(d) এদের কোনোটিই নয়

 উত্তর: (b) হিউমাস

6. ভারতবর্ষে বিপন্ন প্রজাতির উভচরের মোট সংখ্যা বর্তমানে কত?

(a) 93

(b) 3

(c) 81

(d) 17

উত্তর: (b) 3

7. ‘দিহাং দেবাং জৈবমন্ডল’ ভারতবর্ষে কোন রাজ্যে অবস্থিত? 

(a) আসাম

(b) সিকিম

(c) মেঘালয়

(d) অরুনাচল প্রদেশ

 উত্তর: (d) অরুনাচল প্রদেশ

8. ‘অ্যাজাডিরাকটা ইন্ডিকা’ কোন উদ্ভিদের বৈজ্ঞানিক নাম? 

(a) আম

(b) জাম

(c) কাঁঠাল

(d) নিম

উত্তর: (d) নিম

9. 2007 সাল পর্যন্ত ভারতবর্ষে কয়টি বায়োস্ফিয়ার রিজার্ভ গঠিত হয়েছিল? 

(a) 14

(b) 15

(c) 16

(d) 18

উত্তর: (a) 14

10. একটি শান্ত এলাকায় রাতের বেলায় শব্দ মাত্রার সর্বাধিক অনুমোদিত মাত্রা কত? 

(a) 50 ডেসিবেল

(b) 65 ডেসিবেল

(c) 45 ডেসিবেল

(d) 40 ডেসিবেল

উত্তর: (c) 45 ডেসিবেল

11. ভারতবর্ষে বিপন্ন প্রজাতির পাখির মোট সংখ্যা বর্তমানে কত? 

(a) 72

(b) 17

(c) 2

(d) 3

উত্তর: (a) 72

12. কোন প্রকার মাটি প্রচুর পরিমাণ খনিজ পদার্থ সমৃদ্ধ? 

(a) বালি মাটি

(b) অ্যালুভিয়াল মাটি

(c) কালো মাটি

(d) এদের কোনোটিই নয়

 উত্তর: (c) কালো মাটি

13. ‘বসুন্ধরা বৈঠক’ কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? 

(a) 1972

(b) 1992

(c) 2002

(d) 1982

উত্তর: (b) 1992

14. স্তন্যপায়ী প্রাণীর বৈচিত্র্যের নিরিখে বিশ্বের মধ্যে ভারতের স্থান কত?

(a) 8

(b) 5

(c) 4

(d) 10

উত্তর: (a) 8

15. ভারতবর্ষে বর্তমানে মোট কয়টি প্রজাতির আবৃতবীজী উদ্ভিদ পাওয়া যায়?

(a) 204

(b) 14500

(c) 372

(d) 428

উত্তর: (b) 14500

16. ‘কনভেনসন অন বায়রাইভারসিটি’(CBD) কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 

(a) 1992

(b) 1972

(c) 1984

(d) 2002

উত্তর: (a) 1992

17. একটি দীর্ঘস্থায়ী বিপদজনক কীটনাশকের নাম হলো 

(a) ডিডিটি 

(b) রাইজোবিয়াম

(c) ইউরিয়া

(d) ফসফেট

 উত্তর: (a) ডিডিটি 

18. ভারতবর্ষে ‘বন্যপ্রাণী সুরক্ষা আইন’ কোন সালে প্রণয়ন হয়েছিল? 

(a) 1972

(b) 1970

(c) 1982

(d) 2002

উত্তর: (a) 1972

19. সংবেদনশীল এলাকার বাতাসে ভাসমান ধূলিকণা(এসপিএম) এর বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক অনুমোদিত মান কত?

(a) 360 মাইক্রোগ্রাম/ঘনমিটার

(b) 50 মাইক্রগ্রাম/ঘন মিটার

(c) 70 মাইক্রগ্রাম/ঘন মিটার

(d) 1 মাইক্রোগ্রাম/ঘন মিটার

 উত্তর: (c) 70 মাইক্রগ্রাম/ঘন মিটার

20. প্রতিবছর সমগ্র বিশ্বের আনুমানিক কতজন মানুষ কীটনাশকের বিষে অসুস্থ হয়ে পড়ে? 

(a) 40000

(b) 100000

(c) 300000

(d) 700000উত্তর: (a) 40000

21. পৃথিবীর কত আয়তন চাষ জমি প্রতি বছর চাষের অযোগ্য হয়ে যাচ্ছে? 

(a) 80 লক্ষ হেক্টর

(b) 30 লক্ষ হেক্টর

(c) 40 লক্ষ হেক্টর

(d) 20 লক্ষ হেক্টর

উত্তর: (a) 80 লক্ষ হেক্টর

22. ফসপোব্যাকটেরিয়াম হল একপ্রকার 

(a) জৈব সার

(b) অর্গ্যানক্লোরিন

(c) বিষাক্ত ধাতু

(d) এদের কোনোটিই নয়

উত্তর: (a) জৈব সার

23. শিল্পাঞ্চলের বাতাসে সালফার ডাই অক্সাইডের বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক অনুমোদিত মান কত? 

(a) 80 মাইক্রগ্রাম/ঘন মিটার

(b) 50 মাইক্রগ্রাম/ঘন মিটার

(c) 60 মাইক্রগ্রাম/ঘন মিটার

(d) 15 মাইক্রগ্রাম/ঘন মিটার

উত্তর: (a) 80 মাইক্রগ্রাম/ঘন মিটার

24. খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপে ধাতব উপাদানের ঘনত্ব ক্রমাগত বৃদ্ধি পাওয়ার প্রক্রিয়াকে বলে 

(a) বায়ো নিউট্রিশন

(b) বায়োকেমিক্যাল ডিমান্ড

(c) বায়োম্যাগনিফিকেশন

(d) এদের কোনোটিই নয়

উত্তর: (c) বায়োম্যাগনিফিকেশন

1. ‘অ্যাজোলা’ কাকে বলে?

অথবা, ‘অ্যালুভিয়াল মাটির’ উৎস কি? 

2. ‘সজীব আগাছানাশক’ বলতে কী বোঝায়?

অথবা, ‘সায়ানো ব্যাকটেরিয়া’ কাকে বলে? 

3. ‘ঝুম চাষ’ কাকে বলে? অথবা ‘টাঙ্গিয়া’ কাকে বলে? 

4. ‘জৈব কীটনাশকে’র একটি উদাহরণ দাও।

অথবা, উদ্ভিদের একটি প্রধান রোগের নাম কর। 

5. ‘অর্থনৈতিক উন্নয়ন’ বলতে কী বোঝো? 

অথবা, ‘পার্থিব মূলধন’ কাকে বলে? 

6. ‘ভারতীয় বন আইন’ কত সালে প্রণয়ন হয়েছিল?

7. ভারতবর্ষে ‘ফ্যাক্টারিজ আইন’ কত সালে প্রমাণ হয়েছিল?

8. আই এস 10500 অনুযায়ী পানীয় জলে ‘আর্সেনিকে’র সর্বাধিক অনুমোদিত মাত্রা কত? 

9. পানীয় জলের ‘কাঠিন্য’ বলতে কী বোঝায়? 

10. কোন সালে ভারতবর্ষে ‘হস্তী প্রকল্প’ চালু হয়েছিল? 

 11. টিস্যু কালচার বলতে কী বোঝো? 

অথবা, ‘আবাসস্থল বিভাজন’ বলতে কী বোঝো? 

 12. জৈব বৈচিত্রের গুরুত্বপূর্ণ স্থান বলতে কী বোঝো? অথবা, ‘জৈব ভূ-রাসায়নিক চক্র’ বলতে কী বোঝো?

13. ‘জিন সমাহার’ কাকে বলে? 

14.’N.A.E.B’ এর পূর্ণরূপ কি?

15.’R.S.P.M’ কাকে বলে? 

16. ‘সুস্থায়ী জীবনযাত্রা’ বলতে কী বোঝো? 

অথবা, প্রাচীন ‘জল সভ্যতার’ একটি উদাহরণ দাও

আরো দেখুন :

আরো দেখুন :

আরো দেখুন :

যে সব ছাত্র ছাত্রী 2019 সালের উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর 2019 খুজছ তার এখানেই পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর 2019 | pdf, দ্বাদশ শ্রেণীর পরিবেশ বিদ্যা প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর,উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর 2019 ,উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা সাজেশন 2018 ,Environmental Science Question Answer – 2025 পেয়ে যাবে । ধারাবাহিক ভাবে অন্যন্য বছরের প্রশ্ন উত্তর উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা সাজেশন 2025 pdf download আপলোড করা হবে । চ্যাপ্টার অনুযায়ী পরিবেশ বিদ্যা প্রশ্ন ও উত্তর pdf class 12 আলোচনা করা হবে। তাই আমাদের সাথে থেকো। অনেক গুরুত্ত পূর্ণ প্রশ্ন উত্তর পরিবেশ বিদ্যা mcq pdf দেওয়া হবে। পরিবেশ বিদ্যা বড় প্রশ্ন ও উত্তর pdf class 12 এর জন্য তোমরা Bigyansiksha.com ওয়েবসাইট টি ফলো করতে পারো।

Leave a Comment