HS EVS Question Paper with Answer 2018 | উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর 2018

2018 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরিবেশবিদ্যা বিষয়ের প্রশ্নপত্র ও সম্পূর্ণ উত্তর,উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর 2018 pdf, এখানে আলোচনা করা হয়েছে। HS 2018 Environmental Studies Question Paper Solve here দ্বাদশ শ্রেণীর পরিবেশ বিদ্যা প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর আছে।

Envs HS Question Paper 2018
Envs HS Question Paper 2018

Table of Contents

পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর 2018|HS EVS Question Paper 2018 in Bengali

বিভাগ ক

MCQ HS EVS Question Paper with Answer 2018

A. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 8×5=40

1. ‘গার্হস্থ জৈব বৈচিত্র’ বলতে কী বোঝো? জৈব বৈচিত্র বিনাশের বিভিন্ন কারণগুলি সংক্ষেপে ব্যাখ্যা কর। 3+5

2. পরিবেশ সুরক্ষা আইন (১৯৮৬) এর উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখ। পরিবেশ ব্যবস্থাপনার উপাদান গুলি সংক্ষেপে বিবৃত কর। 3+5 অথবা, পরিবেশ সূচকের মূল্যায়ন বলতে কী বোঝো? উদাহরণসহ ব্যাখ্যা কর। 3+5

3. সুস্থায়ী উন্নয়ন বলতে কী বোঝো? বর্তমান এবং ভবিষ্যৎকালের জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে সুস্থায়ী উন্নয়নে আবশ্যিকতা ব্যাখ্যা কর। 

4. সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে সরকারি ও বেসরকারি সংস্থাগুলির ভূমিকা আলোচনা কর। 4+4 

5. পরিবেশের উপর কৃষির রাসায়নিকের প্রভাব গুলি ব্যাখ্যা কর। 

অথবা, সুস্থায়ী কৃষিকার্যে বিভিন্ন উপাদান গুলি সংক্ষেপে বর্ণনা কর। 3+5

বিভাগ খ

Marks 40

B. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)  1X24=24

1. ভারতবর্ষে মোট ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের সংখ্যা হল

(a) 38

(b) 28

(c) 18

(d) 48

উত্তর : (b) 28

2. ভারতবর্ষের কোন রাজ্যে পাঁচমারি জৈব মন্ডল সংরক্ষিত এলাকা অবস্থিত 

(a) কর্ণাটক

(b) তামিলনাড়ু

(c) মধ্যপ্রদেশ

(d) উত্তর প্রদেশ 

উত্তর :(c) মধ্যপ্রদেশ

3. নারকেল গাছের বৈজ্ঞানিক নাম হল 

(a) ম্যাংগিফেরা ইন্ডিকা

(b) এলবিজিয়া প্রসেরা

(c) কোকাস নুসিফেরা

(d) এদের কোনোটিই নয়

উত্তর :(c) কোকাস নুসিফেরা

4. নিচের কোনটিকে মেগাডাইভারসিটি দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে 

(a) পাকিস্তান

(b) ইরাক

(c) ভারতবর্ষ

(d) এদের কোনোটিই নয়

উত্তর :(c) ভারতবর্ষ

5. লেন্টেনা ক্যামেরা উদ্ভিদটি কোন দেশ থেকে ভারতবর্ষে আমদানি করা হয়েছিল

(a) রাশিয়া

(b) চিন

(c) মেক্সিকো

(d) বাংলাদেশ

 উত্তর :(c) মেক্সিকো

6. গুজরাটে যোগ্য অগ্নি তে কোন ফুল প্রধানত ব্যবহার করা হয়?

(a) জবা

(b) শমী

(c) ধুতুরা

(d) এদের কোনোটিই নয়

উত্তর : (b) শমী

7. ইয়াম ব্যবহৃত হয় 

(a) জন্মনিরোধক বড়ি তৈরিতে

(b) ক্যান্সার প্রতিরোধে

(c) ম্যালেরিয়া প্রতিরোধে

(d) এদের কোনোটিই নয়

উত্তর :(a) জন্মনিরোধক বড়ি তৈরিতে

8. ভারতবর্ষে বিপন্ন প্রজাতির উদ্ভিদের হিসাব মতো সংখ্যা হল 

(a) 93

(b) 1336

(c) 49

(d) এদের কোনোটিই নয়

উত্তর :(b) 1336

9. পুনর্নবীকরণ যোগ্য সম্পদের একটি উদাহরণ হল 

(a) পেট্রোলিয়াম

(b) কয়লা

(c) বনসম্পদ

(d) এদের কোনোটিই নয়

 উত্তর :(c) বনসম্পদ

10. মালি সভ্যতা কোন দেশের সঙ্গে যুক্ত ছিল? 

(a) অস্ট্রেলিয়া

(b) ভারত বর্ষ

(c) আফ্রিকা

(d) এদের কোনোটিই নয়

 উত্তর :(c) আফ্রিকা

11. বসতি এলাকার বাতাসে নাইট্রোজেন অক্সাইড (NOx)এর বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক অনুমোদিত মান কত?

(a) 80 মাইক্রোগ্রাম/ঘন মিটার

(b) 60 মাইক্রোগ্রাম/ঘন মিটার

(c) 15 মাইক্রোগ্রাম/ঘন মিটার

(d) এদের কোনোটিই নয়

উত্তর : (b) 60 মাইক্রোগ্রাম/ঘন মিটার

12. গ্রামাঞ্চল এলাকার বাতাসে ভাসমান ধূলিকণার বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক অনুমোদিত মান কত? 

(a) 360 মাইক্রোগ্রাম/ঘন মিটার

(b) 120 মাইক্রোগ্রাম/ঘন মিটার

(c) 140 মাইক্রোগ্রাম/ঘন মিটার

(d) 70 মাইক্রোগ্রাম/ঘন মিটার

উত্তর :(c) 140 মাইক্রোগ্রাম/ঘন মিটার

13. আই.এস 10500 অনুযায়ী পানীয় জলে ‘লোহার’ সর্বাধিক অনুমোদিত মাত্রা কত?

(a) 0.1 mg/lit

(b) 0.2 mg/lit

(c) 0.3 mg/lit

(d) 0.4 mg/lit

উত্তর :(c) 0.3 mg/lit

14. একটি শান্ত এলাকায় দিনের বেলায় শব্দ মাত্রার সর্বাধিক অনুমোদিত মান কত? 

(a) 75 ডেসিবেল

(b) 65 ডেসিবেল

(c) 50 ডেসিবেল

(d) 45 ডেসিবেল

উত্তর :(c) 50 ডেসিবেল

15. কোন সালে ভারতবর্ষে ‘ন্যাশনাল বায়োডাইভারসিটি অথরিটি’ স্থাপিত হয়েছিল? 

(a) 2003

(b) 1981

(c) 1992

(d) 1972

উত্তর :(a) 2003

16. ডিডিটি এর অধিক ব্যবহারের ফলে সৃষ্টি হয় 

(a) বায়োডাইভারসিটি

(b) বায়োলুমিনিসেন্স

(c) বায়োম্যাগনিফিকেশন

(d) এদের কোনোটিই নয় 

উত্তর :(c) বায়োম্যাগনিফিকেশন

17. মৃত্তিকার ভৌত উপাদানের একটি উদাহরণ হল 

(a) ছত্রাক (ফাঙ্গাস)

(b) কেঁচো

(c) জল

(d) এদের কোনোটিই নয়

 উত্তর :(c) জল

18. সবচেয়ে পুরনো লোকায়ত কৃষি বন পদ্ধতি হল 

(a) ঝুম চাষ

(b) টাংগিয়া

(c) সামাজিক বনসৃজন

(d) এদের কোনোটিই নয়

 উত্তর :(a) ঝুম চাষ

19. সরীসৃপের বৈচিত্র্যের নিরিখে বিশ্বের মধ্যে ভারতবর্ষের স্থান কত?

(a) 15 

(b) 10

(c) 5

(d) 20

উত্তর :(a) 15 

20. পৃথিবীর কত আয়তন জমি প্রতি বছর মরুভূমিতে পরিণত হতে যাচ্ছে? 

(a) 180 লক্ষ হেক্টর

(b) 80 লক্ষ হেক্টর

(c) 40 লক্ষ হেক্টর

(d) 20 লক্ষ হেক্টর

উত্তর :(b) 80 লক্ষ হেক্টর

21. পৃথিবীর কত আয়তন জমি প্রতিবছর ভূমিক্ষয়ের কবলে নষ্ট হয়ে যাচ্ছে? 

(a) 100 লক্ষ হেক্টর

(b) 80 লক্ষ  হেক্টর

(c) 50 লক্ষ হেক্টর

(d) 30 লক্ষ হেক্টর

 উত্তর :(d) 30 লক্ষ হেক্টর

22 মাইকোরাইজার একটি উদাহরণ হল 

(a) গ্লোমাস

(b) নষ্টক

(c) মিলেট

(d) আলফালফা

 উত্তর :(a) গ্লোমাস

23. জৈব আগাছা নাশকের একটি উদাহরণ হল 

(a) সূর্যমুখী

(b) ডিডিটি

(c) ইউরিয়া

(d) ফসফেট

 উত্তর :(a) সূর্যমুখী

24. পৃথিবীর কত সংখ্যক মানুষ প্রতিবছর কীটনাশকের বিষে মৃত্যুবরণ করে?

(a) 400000

(b) 50000

(c) 100000

(d) 10000

উত্তর :(d) 10000

1. ভারতবর্ষের কোন রাজ্যে গির অরণ্য অবস্থিত? অথবা, ভারতবর্ষে কত প্রজাতির উভচর পাওয়া যায়? 

2. ভারতবর্ষের বিপন্ন প্রজাতির মাছের সংখ্যা কত? অথবা, প্রবাল প্রাচীর কাকে বলে?

3. কত খ্রিস্টাব্দে ‘ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া’ স্থাপিত হয়েছিল? অথবা, কত খ্রিস্টাব্দে ভারতবর্ষে ‘ব্যাঘ্র প্রকল্প’ চালু হয়? 

4. ‘জাতীয় বন্যপ্রাণী কার্যক্রম পরিকল্পনা’- র উদ্দেশ্য কি? অথবা, বট গাছের বিজ্ঞানসম্মত নাম কি? 

5. আই. এস. 10500 অনুযায়ী পানীয় জলে ‘কাঠিন্যের’ সর্বাধিক অনুমোদিত মাত্রা কত? 

অথবা, পানীয় জলের ‘অস্বচ্ছতা’ বলতে কী বোঝো? 

6. ‘মন্ট্রিল চুক্তি’ কোন খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল? অথবা ‘ম্যানগ্রোভ’ কাকে বলে? 

7. ভারতবর্ষে ‘কীটনাশক আইন’ কত খ্রিস্টাব্দে প্রণয়ন হয়েছিল ? অথবা, ‘ভারতীয় বয়লার আইন’ কত খ্রিস্টাব্দে প্রণয়ন হয়েছিল? 

8. শিল্পাঞ্চলের বাতাসে শ্বসনযোগ্য ভাসমান ধূলিকণার (RSPM) বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক মান কত?

9. ‘সুস্থায়ী অর্থনীতি’ বলতে কী বোঝো? অথবা, ‘সুস্থায়ী সমাজ’ কাকে বলে? 

10. ‘বহন ক্ষমতা’ কাকে বলে? 

11. ‘কলিফর্ম’ কাকে বলে? 

12. ‘NCEP’- র পুরো কথাটি কি? 

13. ল্যাটেরাইট মৃত্তিকার উৎস কি? 

14. ‘ক্রপ রোটেশন’ বলতে কী বোঝায়? 

15. ‘জৈব সার’ বলতে কী বোঝো? 

16. আই. আর. 36 কাকে বলে?

আরো দেখুন :

আরো দেখুন :

আরো দেখুন :

যে সব ছাত্র ছাত্রী 2018 সালের উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর 2018 খুজছ তার এখানেই পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর 2018 | pdf, দ্বাদশ শ্রেণীর পরিবেশ বিদ্যা প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর,উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর 2018 ,উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা সাজেশন 2018 ,Environmental Science Question Answer – 2025 পেয়ে যাবে । ধারাবাহিক ভাবে অন্যন্য বছরের প্রশ্ন উত্তর উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা সাজেশন 2025 pdf download আপলোড করা হবে । চ্যাপ্টার অনুযায়ী পরিবেশ বিদ্যা প্রশ্ন ও উত্তর pdf class 12 আলোচনা করা হবে। তাই আমাদের সাথে থেকো। অনেক গুরুত্ত পূর্ণ প্রশ্ন উত্তর পরিবেশ বিদ্যা mcq pdf দেওয়া হবে। পরিবেশ বিদ্যা বড় প্রশ্ন ও উত্তর pdf class 12 এর জন্য তোমরা Bigyansiksha.com ওয়েবসাইট টি ফলো করতে পারো।

Leave a Comment