HS EVS Question Paper with Answer 2017 | উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর 2017

2017 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরিবেশবিদ্যা বিষয়ের প্রশ্নপত্র ও সম্পূর্ণ উত্তর,উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর 2017 pdf, এখানে আলোচনা করা হয়েছে। HS 2017 Environmental Studies Question Paper Solve here দ্বাদশ শ্রেণীর পরিবেশ বিদ্যা প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর আছে।

Envs-HS-Question-Paper-2017
Envs HS Question Paper 2017

Table of Contents

পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর 2017|HS EVS Question Paper 2017 in Bengali

বিভাগ ক

MCQ HS EVS Question Paper with Answer 2017

A. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 8×5=40 দ্বাদশ শ্রেণীর পরিবেশ বিদ্যা প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর

1. ‘জৈব বৈচিত্র্য’ বলতে কী বোঝো? বিভিন্ন প্রকার জৈববৈচিত্রের বর্ণনা দাও। 3+5

অথবা, ‘জৈব বৈচিত্র্যের মূল্য’ বলতে কী বোঝো? সঠিক উদাহরণসহ আলোচনা কর। 3+5

2. বসুন্ধরা সম্মেলন (১৯৯২) এ গৃহীত গুরুত্বপূর্ণ নীতিগুলি বিবৃত কর। 

অথবা, ‘উন্নয়ন’ এবং ‘পরিবেশ ব্যবস্থাপনার’ মধ্যে পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা কর। 

অথবা, সুস্থায়ী উন্নয়নের জন্য কি কি পরিবেশ ব্যবস্থাপনা প্রয়োজন। 4+4

3. সুস্থায়িত্বের বিভিন্ন নীতি গুলি উল্লেখ কর।

4. ‘সুস্থায়ী সমাজ’ গড়ার প্রয়োজনে প্রধান পদক্ষেপগুলি বিবৃত কর। 

অথবা, বর্তমান ও ভবিষ্যৎ জীবন যাত্রার মান উন্নয়নে সুস্থায়ী উন্নয়নের আবশ্যিকতা গুলি লেখ। 

5. ফসল উৎপাদনে মাটির গুরুত্ব আলোচনা কর। 

অথবা, সুস্থায়ী কৃষির কর্মপরিকল্পনার উপর সংক্ষেপে লেখ। 

বিভাগ খ

Marks 40

B. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)  1X24=24

1. ‘জৈব বৈচিত্র্য’ শব্দটি প্রথম প্রচলন করেন? 

(a) ই. ও. উইলসন

(b) রাচেল কারসন

(c) ভি. এস. নাইপল

(d) ব্যারি কমোনার

উত্তর :(a) ই. ও. উইলসন

2. ভারতবর্ষের কোন প্রদেশে ‘কেউলাদেও জাতীয় উদ্যান’ অবস্থিত?

(a) অসমে

(b) রাজস্থানে

(c) কেরালায়

(d) মধ্যপ্রদেশে

উত্তর :(b) রাজস্থানে

3. উভচরের বৈচিত্র্যের নিরিখে বিশ্বের মধ্যে ভারতবর্ষের স্থান কত?

(a) 15 তম

(b) দশম

(c) পঞ্চম

(d) 20 তম 

উত্তর :(a) 15 তম

4. ভারতবর্ষের কোন প্রদেশে ‘নকরেক জৈব মন্ডল’ অবস্থিত?

(a) মেঘালয়

(b) অসম 

(c) সিকিম

(d) তামিলনাড়ু

উত্তর :(a) মেঘালয়

5. স্টকহোম সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 

(a) 1972

(b) 1992

(c) 1982

(d) 1962

উত্তর :(a) 1972

6. ভারতবর্ষের কোন প্রদেশে ‘অগস্থমালাই জৈব মন্ডল’ অবস্থিত?

(a) মহারাষ্ট্র

(b) মধ্যপ্রদেশ

(c) হিমাচল প্রদেশ

(d) তামিলনাড়ু

 উত্তর :(d) তামিলনাড়ু

7. নিচের কোন গাছটি স্নায়ুর রোগের ঔষধ তৈরিতে কাজে লাগে? 

(a) ডায়োস্কোরিয়া

(b) আম

(c) সর্পগন্ধা

(d) এদের কোনোটিই নয়

 উত্তর :(c) সর্পগন্ধা

8. ভারতবর্ষে মোট কত প্রজাতির পাখি বর্তমানে দেখা যায়? 

(a) 204

(b) 1228

(c) 428

(d) 372

উত্তর :(b) 1228

9. ভারতবর্ষে বিপন্ন প্রজাতির সরীসৃপের মোট সংখ্যা বর্তমানে কত? 

(a) 3

(b) 2

(c) 17

(d) 72

উত্তর :(c) 17

10. কালো মাটি দেখতে পাওয়া যায় 

(a) মরুভূমিতে

(b) পাহাড়ের চূড়ায়

(c) আগ্নেয়গিরির মুখে

(d) এদের কোনোটিই নয়

 উত্তর :(c) আগ্নেয়গিরির মুখে

11. E.T.L পুরো কথাটি হল 

(a) ইকোনমিক থ্রেসহোল্ড লেভেল

(b) এনভারমেন্টাল ট্রিটমেন্ট লেভেল

(c) আফ্ফ্লুন্ট ট্রিটমেন্ট লিমিট

(d) ইকোনমিক ট্রিটমেন্ট লেভেল

 উত্তর :(a) ইকোনমিক থ্রেসহোল্ড লেভেল

12. ‘ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া’ এর প্রধান কার্যালয় টি কোথায় অবস্থিত? 

(a) দেরাদুন

(b) নিউ দিল্লি

(c) মুম্বাই

(d) গ্যাংটক

 উত্তর :(a) দেরাদুন

13. কত খ্রিস্টাব্দে :ন্যাশনাল অ্যাফরেস্টেশন এন্ড ইকো ডেভেলপমেন্ট বোর্ড’ স্থাপিত হয়েছিল?

(a) 1990

(b) 1985

(c) 1992

(d) 2000

উত্তর :(c) 1992

14. ন্যাশনাল বায়োডাইভারসিটি অথরিটি’ স্থাপন করা হয়েছে 

(a) কলকাতায়

(b) নিউ দিল্লি তে

(c) এলাহাবাদে

(d) চেন্নাই

উত্তর :(d) চেন্নাই

15. কত খ্রিস্টাব্দে ভারতবর্ষে ‘জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট সেল’ গঠিত হয়েছিল?

(a) 1998

(b) 1985

(c) 1992

(d) 2002

উত্তর :(a) 1998

16. নিম্নে বর্ণিত বিবৃতি কোনটির প্রভাবে ‘নীল শিশু সিনড্রোম’ দেখা যায়? 

(a) অধিক নাইট্রোজেন

(b) অধিক কার্বন ডাই অক্সাইড

(c) অধিক ওজোন

(d) অধিক পারদ

 উত্তর :(a) অধিক নাইট্রোজেন

17. পরিবেশ নীতির মান্যতার জন্য শিল্প প্রতিষ্ঠানগুলির কোন আই.এস.ও সার্টিফিকেট নেওয়ার প্রয়োজন?

(a) ISO:5000

(b) ISO:14000

(c) ISO:1000

(d) ISO:4000

উত্তর :(b) ISO:14000

18. ‘পার্থিব মূলধন’ এর একটি উদাহরণ হল 

(a) জল

(b) ধর্ম

(c) সংস্কৃতি

(d) সামাজিক রীতিনীতি

 উত্তর :(a) জল

19. ‘কনভেনশন অন বায়োডাইভারসিটি’ (সি.বি.ডি) কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল?

(a) মেক্সিকো

(b) ব্রাজিল

(c) জাপান

(d) আর্জেন্টিনা

 উত্তর :(b) ব্রাজিল

20. ‘ডি.ডি.টি’ র মূল কাজ হল 

(a) মাটির আদ্রতা বজায় রাখা

(b) কীটনাশক হিসেবে কাজ করে

(c) পুষ্টির জন্য নাইট্রোজেন সংযুক্তিকরণ

(d) এদের কোনোটিই নয়

 উত্তর :(b) কীটনাশক হিসেবে কাজ করে

21. খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপে ধাতব উপাদানের ঘনত্ব ক্রমাগত বৃদ্ধি পাওয়ার প্রক্রিয়াকে বলে 

(a) বায়োকেমিক্যাল রিয়াকশন

(b) বায়ো নিউট্রিশন

(c) বায়োলজিক্যাল ডিমান্ড

(d) বায়োম্যাগনিফিকেশন

উত্তর :(d) বায়োম্যাগনিফিকেশন

22. ‘সুস্থায়ী কৃষি’ বলতে বোঝায় 

(a) কৃষি-শিল্পের ধারাবাহিক বিকাশ

(b) কৃষির-রাসায়নিকের ধারাবাহিক ব্যবহার

(c) পরিবেশের ভারসাম্য বিঘ্নিত না করে কৃষির বিকাশ

(d) এদের কোনোটিই নয়

 উত্তর :(c) পরিবেশের ভারসাম্য বিঘ্নিত না করে কৃষির বিকাশ

23. বহু-ব্যবহৃত কৃষি জমিতে সুস্থায়ী কৃষিকাজ চালিয়ে যাওয়ার জন্য দরকার 

(a) বিবিধ ফসলের ঘুরিয়ে ফিরিয়ে চাষ

(b) অধিকতর কীটনাশকের ব্যবহার

(c) অধিকতর নাইট্রোজেন সমৃদ্ধ সার এর ব্যবহার

(d) এদের কোনোটিই নয়

 উত্তর :(a) বিবিধ ফসলের ঘুরিয়ে ফিরিয়ে চাষ

24. ভূপৃষ্ঠের উপর 2.5 cm মাটির স্তর তৈরি হতে আনুমানিক সময় লাগে 

(a)1500-2000 বছর

(b) 200-1000 বছর

(c) 50 বছর

(d) কোনোটিই নয়

উত্তর :(b) 200-1000 বছর

1. ভারতবর্ষের একটি ‘জীববৈচিত্র্য হটস্পট’ এর নাম লেখ। অথবা, ‘I.U.C.N’ এর পুরো কথাটি কি? 

2. ভারতবর্ষের একটি ‘বিশ্ব ঐতিহ্যময় স্থানে’র উদাহরণ দাও। অথবা, প্রকৃতিতে মানুষ-বন্য পশুর সংঘাতের একটি উদাহরণ দাও।

3. ভারতবর্ষের একটি আগন্তুক উদ্ভিদের নাম কর। অথবা, ভারতবর্ষের একটি বিপন্ন বন্য পশুর নাম বলে। 

4. মৃত্তিকার একটি মান নির্ণয়ের সূচকের নাম বল। অথবা, ভারতবর্ষে ‘মোটরযান আইন’ কত খ্রিস্টাব্দে জারি হয়?

5. বাতাসের একটি মান নির্ণায়ক সূচকের নাম বল। ভারতবর্ষে ‘খনি ও খনিজ আইন’ কত খ্রিস্টাব্দে জারি করা হয়? 

6. ভারত সরকারের ‘পরিবেশ মন্ত্রক’ কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল? অথবা, ‘ভারতীয় বন আইন’ কত খ্রিস্টাব্দে জারি হয়েছিল? 

7. শিল্পাঞ্চলের বাতাসে নাইট্রোজেন অক্সাইডের (NOX) বাৎসরিক গড় ঘনত্ব সর্বাধিক মান কত?

অথবা, বসতি এলাকার বাতাসে শ্বসনযোগ্য ভাসমান ধূলিকণা (R.S.P.M)র বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক মান কত?

8. পরিবেশগত সংবেদনশীল এলাকার বাতাসে (S.P.M) র বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক মান কত?

9. ‘রেড ডাটা বুক’ কাকে বলে?

10. ‘আই.এস.10500’ অনুযায়ী পানীয় জলের ক্লোরাইডের অনুমোদিত সীমা কত? অথবা, একটি লেগুম জাতীয় উদ্ভিদের উদাহরণ দাও।

11. ‘সৌর মূলধন’ বলতে কী বোঝো? অথবা, কত খ্রিস্টাব্দে সুস্থায়ী উন্নয়নের উপর বিখ্যাত রিপোর্ট ‘আওয়ার কমন ফিউচার’ প্রকাশিত হয়েছিল?

12. ‘একটি সাম্রাজ্যের স্থায়িত্ব নির্ভর করে, এর পরিবেশের সুস্থিতির ওপর।’ এই উক্তিটি কে করেছিলেন? 

13. সজীব আগাছানাশকের উদাহরণ দাও। 

14. নীলাভ সবুজ শৈবালের একটি উদাহরণ দাও। 

15. ‘মাইকোরাইজা’ কাকে বলে? 

16. ‘ল্যাটেরাইট মৃত্তিকা’ কাকে বলে?

আরো দেখুন :

আরো দেখুন :

যে সব ছাত্র ছাত্রী 2017 সালের উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর 2017 খুজছ তার এখানেই পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর 2017 | pdf, দ্বাদশ শ্রেণীর পরিবেশ বিদ্যা প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর,উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর 2017 ,উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা সাজেশন 2017 ,Environmental Science Question Answer – 2025 পেয়ে যাবে । ধারাবাহিক ভাবে অন্যন্য বছরের প্রশ্ন উত্তর উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা সাজেশন 2025 pdf download আপলোড করা হবে । চ্যাপ্টার অনুযায়ী পরিবেশ বিদ্যা প্রশ্ন ও উত্তর pdf class 12 আলোচনা করা হবে। তাই আমাদের সাথে থেকো। অনেক গুরুত্ত পূর্ণ প্রশ্ন উত্তর পরিবেশ বিদ্যা mcq pdf দেওয়া হবে। দ্বাদশ শ্রেণীর পরিবেশ বিদ্যা প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর pdf class 12 এর জন্য তোমরা Bigyansiksha.com ওয়েবসাইট টি ফলো করতে পারো।

Leave a Comment