2016 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরিবেশবিদ্যা বিষয়ের প্রশ্নপত্র ও সম্পূর্ণ উত্তর,উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর 2016 pdf, এখানে আলোচনা করা হয়েছে। HS 2016 Environmental Studies Question Paper Solve here দ্বাদশ শ্রেণীর পরিবেশ বিদ্যা প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর আছে।

পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর 2016 |HS EVS Question Paper 2016 in Bengali
বিভাগ ক
MCQ HS EVS Question Paper with Answer 2016
A. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 8×5=40 (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) | পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর 2016 pdf download Class|12 Environmental Studies question 2016
A. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 8×5=40
1. জৈব বৈচিত্রের বিনাশের কারণগুলি সংক্ষেপে আলোচনা কর।
অথবা, পরিবেশ সংরক্ষণের গুরুত্ব আলোচনা কর।
2. ‘পরিবেশ ব্যবস্থাপনা’ বলতে কি বোঝো?
অথবা, পরিবেশ সুরক্ষা আইন (১৯৮৬) এর উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখ।
3. সুস্থায়ী উন্নয়নের সংজ্ঞা লেখ। এর প্রধান লক্ষ্য গুলি উল্লেখ কর।
4. সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনা কিভাবে সম্ভব হতে পারে?
অথবা, ফসল উৎপাদনে মাটির গুরুত্ব আলোচনা কর।
5. পরিবেশ সচেতনতা বাড়িয়ে তোলার ক্ষেত্রে শিল্প সংস্থাগুলির ভূমিকা সংক্ষেপে লেখ।
বিভাগ খ
Marks 40
B. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়) পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর 2016 1X24=24
1. নিচের কোনটি পুনর্নবীকরণযোগ্য সম্পদ?
(a) অ্যালুমিনিয়াম
(b) পেট্রোলিয়াম
(c) বন সম্পদ
(d) লোহা
1. ভয়াবহ ভূপাল গ্যাস দুর্ঘটনা কত খ্রিস্টাব্দে হয়েছিল?
(a)1984
(b)1985
(c)1980
(d)1988
3. কোন মাটি আগ্নেয়গিরি থেকে সৃষ্টি হয়?
(a) লাল মাটি
(b) কালো মাটি
(c) পাহাড়ি মাটি
(d) বেলে মাটি
4. নিচের কোনটিকে বিশ্ব ঐতিহ্যময় স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে?
(a) মানস ব্যাঘ্র প্রকল্প
(b) সিমলিপাল
(c) পাঁচমারি
(d) এদের কোনোটিই নয়
5. ভারতবর্ষে ‘ল্যান্ডেনা ক্যামেরা’ কোন দেশ থেকে আমদানি করা হয়েছিল?
(a) পেরু
(b) মেক্সিকো
(c) কলম্বিয়া
(d) আর্জেন্টিনা
6. রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার মূল কাজ কি?
(a) কীটনাশক হিসেবে কাজ করা
(b) মাটির আদ্রতা বজায় রাখ
(c) পুষ্টির জন্য নাইট্রোজেন সংযুক্তিকরণ
(d) সবকটি ঠিক
7. বহু ব্যবহৃত জমিতে সফল কৃষিকাজ চালিয়ে যাওয়ার জন্য দরকার
(a) অধিকতর সারের ব্যবহার
(b) অধিকতর কীটনাশক এর ব্যবহার
(c) বিবিধ ফসলিয়ে ঘুরিয়ে ফিরিয়ে চাস
(d) এদের কোনোটিই নয়
8. নিচের কোনটিকে সবচেয়ে উড়্বর হিসেবে গণ্য করা হয়?
(a) অ্যালুভিয়াল মাটি
(b) বেলে মাটি
(c) ল্যাটেরাইট মাটি
(d) সবকটি ঠিক
9. ভারতবর্ষে বন্যপ্রাণী সুরক্ষা আইন কত খ্রিস্টাব্দে প্রচলিত হয়েছিল?
(a) 1972
(b) 1980
(c) 2000
(d) এদের কোনোটিই নয়
10. শিরিষ গাছের বিজ্ঞানসম্মত নাম হল
(a) আজাদিরাকটা ইন্ডিকা
(b) কোকোস নুসিফেরা
(c) অ্যালবিজিয়া প্রসেরা
(d) এদের কোনোটিই নয়
11. ভারতবর্ষের কোন প্রদেশে মান্নার উপসাগর সংরক্ষিত এলাকা অবস্থিত?
(a) তামিলনাড়ু
(b) কর্ণাটক
(c) মধ্য প্রদেশ
(d) উত্তর প্রদেশ
12. ভারতবর্ষে বন সংরক্ষণ আইন প্রচলন হয় কোন সালে?
(a) 1998
(b) 2003
(c) 1980
(d) এদের কোনোটিই নয়
13. সুস্থায়ী উন্নয়ন সূচিত করে-
(a) শিল্পের ধারাবাহিক বৃদ্ধি
(b) পরিবেশের ভারসাম্য বিঘ্নিত না করে শিল্প ও কৃষির বিকাশ
(c) কৃষির ধারাবাহিক প্রসার
(d) সবকটিই ঠিক
14. ভারতবর্ষে ‘বয়লার আইন’ প্রচলন করা হয় কোন সালে?
(a) 1920
(b) 1923
(c) 1936
(d) 1942
15. আই.এস 10500 অনুযায়ী পানীয় জলে pH এর অনুমোদিত সীমা কত?
(a) 5.5-6.0
(b) 6.0-7.0
(c) 6.5-8.5
(d) 7.0-8.0
16. আমেরিকা থেকে ভারতে গম আমদানি করার সময় কোন ক্ষতিকারক বিদেশী উদ্ভিদ এসেছিল?
(a) বাজরা (মিলেট)
(b) পার্থেনিয়াম
(c) শিয়ালকাঁটা
(d) এদের কোনোটিই নয়
17. ভারতবর্ষে কোন বিদেশি গাছ কে সবচেয়ে ব্যাপকভাবে বনসৃজনে কাজে লাগানো হয়েছে?
(a) বাবলা
(b) নারকেল
(c) তাল
(d) ইউক্যালিপটাস
18. ভারতবর্ষের জৈব বৈচিত্রের মধ্যে থেকে এমন একটি উদ্ভিদের নাম করো যা ধর্মীয় গুরুত্ব আছে?
(a) তরমুজ
(b) পেয়ারা
(c) তুলসী
(d) সবকটি ঠিক
19. কোন ধরনের মাটিতে প্রচুর পরিমাণে পচা গলা জৈব অবশেষ থাকে
(a) অ্যালুভিয়াল মাটি
(b) বেলে মাটি
(c) হিউমাস
(d) এদের কোনোটিই নয়
20. অত্যধিক সেচের ফলে মৃত্তিকার কি পরিবর্তন ঘটে?
(a) অম্লত্ব বাড়ে
(b) ছিদ্রতা বাড়ে
(c) লবণাক্ততা বাড়ে
(d) এদের কোনোটিই নয়
21. জৈব কীটনাশকে সাধারণত থাকে
(a) আর্সেনিক
(b) ব্যাকটেরিয়া
(c) ক্লোরাইড
(d) সবগুলি ঠিক
22. হাতির সংখ্যা হ্রাসের কারণ
(a) জঙ্গলে রেললাইনের প্রসার
(b) বনভূমি সংকোচন
(c) চোরা শিকার
(d) সবকটি ঠিক
23. নিচের কোনটিকে ‘মেগাডাইভারসিটি দেশ’ হিসাবে চিহ্নিত করা হয়েছে
(a) জাপান
(b) ইরাক
(c) ভারত
(d) এদের কোনোটিই নয়
24. পশ্চিমবঙ্গের সুন্দরবন হল একটি
(a) ম্যানগ্রোভ অরণ্য
(b) বৃষ্টি অরণ্য
(c) পত্রমোচী অরণ্য
(d) এদের কোনোটিই নয়
C. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) | পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর 2016| pdf download Class|12 Environmental Studies question 2025 1×16=16
C. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়)
1. কত খ্রিস্টাব্দে স্টকহোম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?
অথবা, ভারতবর্ষে ম্যানগ্রোভ কনজারভেশন প্রোগ্রাম কত খ্রিস্টাব্দে গৃহীত হয়েছিল?
2. কত খ্রিস্টাব্দে ভারতবর্ষে ব্যাঘ্র প্রকল্প চালু হয়েছিল?
অথবা, কত খ্রিস্টাব্দে ভারতবর্ষে ‘হস্তি প্রকল্প’ চালু হয়েছিল?
3. বসতি এলাকায় রাতের বেলায় শব্দের সর্বাধিক অনুমোদিত মাত্রা কত?
অথবা, শিল্পাঞ্চলে দিনের বেলায় শব্দের সর্বাধিক অনুমোদিত মাত্রা কত?
4. পরিবেশগত সংবেদনশীল এলাকার বাতাসে সালফার ডাই অক্সাইড এর বাৎসরিকnগড় ঘনত্বের সর্বাধিক মান কত?
অথবা, বসতি এলাকার বাতাসে নাইট্রোজেন অক্সাইডের বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক মান কত?
5. একটি গাছের নাম করো যা রক্তচাপ কমানোর ঔষধ তৈরির কাজে ব্যবহার করা হয়।
6. দিহাং দেবাং জৈব মন্ডল সংরক্ষিত এলাকা ভারতবর্ষে কোন প্রদেশে অবস্থিত?
7. পার্থিব মূলধন কাকে বলে?
8. জৈব সারের একটি উদাহরণ দাও।
9.JFM এর পূর্ণরূপ কি? অথবা, FSI এর পূর্ণরূপ কি?
10. ‘NAEB’ এর পূর্ণরূপ কি? অথবা, WCED এর পূর্ণরূপ কি?
11. কত খ্রিস্টাব্দে ন্যাশনাল বায়োডাইভারসিটি অথরিটি প্রতিষ্ঠিত হয়েছিল?
অথবা, NCEP এর পূর্ণরূপ কি?
12. আই.এস 10500 অনুযায়ী পানীয় জলে লোহার পরিমাণ সর্বোচ্চ কত হওয়া উচিত?
অথবা, আই.এস 10500 অনুযায়ী পানীয় জলে কলিফর্মের মাত্রা কত হওয়া উচিত?
13. জিন সমাহার কাকে বলে?
14. ভারতবর্ষে একটি জায়গার নাম বলো যেখানে প্রবাল প্রাচীর দেখা যায়?
15.IPM এর পূর্ণরূপটি লেখ।
16.DDT কাকে বলে?
দ্বাদশ শ্রেণীর পরিবেশ বিদ্যা প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর 2024
যে সব ছাত্র ছাত্রী 2016 সালের উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর 2016 খুজছ তার এখানেই পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর 2016 | pdf, দ্বাদশ শ্রেণীর পরিবেশ বিদ্যা প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর,উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর 2016 ,উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা সাজেশন 2016 ,Environmental Science Question Answer – 2025 পেয়ে যাবে । ধারাবাহিক ভাবে অন্যন্য বছরের প্রশ্ন উত্তর উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা সাজেশন 2025 pdf download আপলোড করা হবে । চ্যাপ্টার অনুযায়ী পরিবেশ বিদ্যা প্রশ্ন ও উত্তর pdf class 12 আলোচনা করা হবে। তাই আমাদের সাথে থেকো। অনেক গুরুত্ত পূর্ণ প্রশ্ন উত্তর পরিবেশ বিদ্যা mcq pdf দেওয়া হবে। পরিবেশ বিদ্যা বড় প্রশ্ন ও উত্তর pdf class 12 এর জন্য তোমরা Bigyansiksha.com ওয়েবসাইট টি ফলো করতে পারো।