HS EVS Question Paper with Answer 2015 | উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা প্রশ্ন 2015

2015 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরিবেশবিদ্যা বিষয়ের প্রশ্নপত্র ও সম্পূর্ণ উত্তর,উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর 2015 pdf, এখানে আলোচনা করা হয়েছে। HS 2015 Environmental Studies Question Paper Solve here দ্বাদশ শ্রেণীর পরিবেশ বিদ্যা প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর আছে

Envs-HS-Question-Paper-2015
Envs-HS-Question-Paper-2015

উচ্চ মাধ্যমিক প্রশ্নপত্র ২০১৫|HS EVS Question Paper 2015

বিভাগ ক

MCQ HS EVS Question Paper with Answer 2015

1. ভারতবর্ষের বিপন্ন প্রজাতির উপর একটি টীকা লেখ। 3+5

অথবা, ‘পরিবেশগত ভারসাম্য’ বলতে কী বোঝো? উদাহরণসহ এর গুরুত্ব আলোচনা কর।

2. পরিবেশ সুরক্ষায় গণসচেতনতা এবং পরিবেশ আইনের প্রয়োজনীয়তা উদাহরণসহ আলোচনা কর। 4+4

3. ‘লবণাক্ত মাটিতে কৃষিকাজ’ সম্বন্ধে পর্যালোচনা কর। 8

অথবা, শস্যের বিবিধ রোগ এবং তাদের প্রতিকার পদ্ধতির ওপর একটি টীকা লেখ।

4. জীবাশ্ম জ্বালানির সুস্থায়ী ব্যবহার কি করা সম্ভব? উদাহরণসহ আলোচনা কর। 

5. সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে প্রধান বাধা গুলি আলোচনা করো। 3+5

বিভাগ খ

Marks 40

1. মাটিতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করলে 

(a) মাটির অম্লত্ব বৃদ্ধি পায়

(b) মাটির অম্লত্ব হ্রাস পায় 

(c) মাটির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়

(d) এদের কোনোটিই নয়

উত্তর :(a) মাটির অম্লত্ব বৃদ্ধি পায়

2. ডি.ডি.টির ব্যবহার 

(a) বিশ্বের উন্নত দেশগুলোতে বেড়ে চলেছে

(b) বিশ্বের উন্নত দেশ গুলিতে বন্ধ করে দেওয়া হয়েছে

(c) সারা পৃথিবীতে বেড়ে চলেছে

(d) এদের কোনোটিই নয়

উত্তর :(b) বিশ্বের উন্নত দেশ গুলিতে বন্ধ করে দেওয়া হয়েছে

3. বাস্তুতান্ত্রিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সুষম পারস্পরিক সংযোগের ফলে নিষ্পন্ন হয় 

(a) গোষ্ঠী উন্নয়ন

(b) মানব উন্নয়ন

(c) বন উন্নয়ন

(d) সুস্থায়ী উন্নয়ন

উত্তর :(d) সুস্থায়ী উন্নয়ন

4. বিটি শস্য এক প্রকারের 

(a) প্রাকৃতিক শস্য

(b) শংকর শস্য

(c) জিন পাল্টানো শস্য

(d) এদের কোনোটিই নয়

 উত্তর :(c) জিন পাল্টানো শস্য

5. জীববৈচিত্র্য বলতে বোঝায় 

(a) প্রাণীর বৈচিত্র্য

(b) উদ্ভিদের বৈচিত্র

(c) মানুষের বৈচিত্র্য

(d) প্রাণী ও উদ্ভিদের বৈচিত্র

 উত্তর :(d) প্রাণী ও উদ্ভিদের বৈচিত্র

6. জমির উর্বরতা রক্ষার অন্যতম শ্রেষ্ঠ উপায় হল 

(a) একই শস্যের পৌনঃপুনিক চাষ

(b) কৃষি রাসায়নিক এর ব্যবহার

(c) ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন শস্যের চাষ 

(d) সবকটি ঠিক

 উত্তর :(c) ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন শস্যের চাষ 

7. রাচেল কারসন তার সাইলেন্ট স্প্রিং গ্রন্থে দেখিয়েছিলেন 

(a) ডাই অক্সিন এর জীব বিষক্রিয়া

(b) নাইট্রোজেনের বিষক্রিয়া

(c) পারদের বিষক্রিয়া

(d) ডি.ডি.টি. র জীব বিষক্রিয়া

 উত্তর :(d) ডি.ডি.টি. র জীব বিষক্রিয়া

8. রামসার সম্মেলনের মুখ্য বিষয় কি ছিল? 

(a) জলাভূমি

(b) পতিত ভূমি

(c) কৃষিভূমি

(d) মরুভূমি

 উত্তর :(a) জলাভূমি

9. মাটির প্রধান তিনটি উপাদান হলো 

(a) কাদা,বালি ও পলি

(b) কাদা বক্সাইট ও পলি 

(c) কাদা বালি ও অভ্র

(d) এদের কোনোটিই নয় 

উত্তর :(a) কাদা,বালি ও পলি

10. বিশ্বের কোন নদ/নদী সবচেয়ে বেশি জল বহন করে?

(a) নীল

(b) গঙ্গা

(c) আমাজন

(d) পীত

উত্তর :(c) আমাজন

11. চাষের জমি থেকে কোন ক্ষতিকারক গ্যাস নির্গত হয়? 

(a) সালফার ডাই অক্সাইড

(b) কার্বন ডাই অক্সাইড

(c) মিথেন

(d) সবকটি ঠিক 

উত্তর :(c) মিথেন

12. নিম্নোক্ত কোন তৃণভূমি বাস্তুতন্ত্রটি ভারতবর্ষে দেখতে পাওয়া যায় 

(a) প্রেইরি

(b) স্টেপ

(c) সাভানা

(d) সবকটি সঠিক

 উত্তর :(c) সাভানা

13. জাতীয় জীব বৈচিত্র্য আইন কবে চালু হয়? 

(a) 1996 সালে

(b) 2000 সালে

(c) 2005 সালে

(d) 2003 সালে

 উত্তর :(d) 2003 সালে

14. নিচের কোনটিকে ‘মেগাডাইভারসিটি দেশ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে?

(a) ইংল্যান্ড

(b) ফ্রান্স

(c) ভারত

(d) ভুটান 

উত্তর :(c) ভারত

15. কৃষি সেচের জলে লবণাক্ততার উচ্চ সীমা কত? 

(a) 5 ppt

(b) 10 ppt

(c) 7.5 ppt 

(d) এদের কোনোটিই নয়

 উত্তর :(d) এদের কোনোটিই নয়

16. কোন ব্যারেজের জন্য পাঞ্জাবের সবুজ বিপ্লব সম্ভব হয়েছে? 

(a) নাগার্জুন সাগর

(b) ভাকরা নাঙ্গাল

(c) ফারাক্কা

(d) তিলপাড়া

 উত্তর :(b) ভাকরা নাঙ্গাল

17. E.T.P পুরো কথাটি হল 

(a) এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট

(b) এনভারমেন্টাল ট্রিটমেন্ট প্রোগ্রাম

(c) এনভারমেন্টাল ট্রিটমেন্ট প্ল্যান

(d) কোনোটিই নয়

 উত্তর :(a) এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট

18. গঙ্গা অ্যাকশন প্ল্যান কোন সালে শুরু হয় 

(a) 1974

(b) 1984

(c)  1980

(d) এদের কোনোটিই নয়

উত্তর :(d) এদের কোনোটিই নয়

19. নিচের কোনটিকে ‘জীবিত জীবাশ্ম’ বলা হয়

(a) লিমুুলাস

(b) লাল কাঁকড়া

(c) ফিটলার ক্র্যাব

(d) সবকটি ঠিক 

উত্তর :(a) লিমুুলাস

20. সামুদ্রিক কচ্ছপ মেরুদন্ডী প্রাণীর কোন গোষ্ঠীর অন্তর্ভুক্ত? 

(a) উভচর

(b) সরীসৃপ

(c) মৎস

(d) এদের কোনোটিই নয়

 উত্তর :(b) সরীসৃপ

21. নিচের কোনটিকে জু প্লাংকন বলে? 

(a) ইলিশ

(b) জেলিফিশ

(c) লবস্টার

(d) সবকটি ঠিক

 উত্তর :(c) লবস্টার

22. পশ্চিমবঙ্গের কোন জেলায় ‘যৌথ বন পরিচালন ব্যবস্থা’ প্রথম শুরু হয়?

(a) বাঁকুড়া

(b) বীরভূম

(c) বর্ধমান

(d) নদীয়া

 উত্তর :(a) বাঁকুড়া

23. ধোঁয়াশা সৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি 

(a) গ্রীষ্মকালে

(b) বর্ষাকালে

(c) শীতকালে 

(d) সবকটি ঠিক

 উত্তর :(c) শীতকালে 

24. গৃহস্থালী বর্জ্য খেলার জন্য শহরের সন্নিকটে দরকার হয় 

(a) ভরাট করার মতো নিচু জমি

(b) জলাভূমি

(c) পতিত জমি

(d) কৃষি জমি

উত্তর :(a) ভরাট করার মতো নিচু জমি

1. ভারতবর্ষের একটি প্রদেশের নাম কর যেখানে রেইনফরেস্ট দেখতে পাওয়া যায়। 

অথবা, ভারতবর্ষের একটি বনাঞ্চলের নাম করো যেখানে গোল্ডেন লেঙ্গুর দেখতে পাওয়া যায়।

2. ভারতবর্ষের কোন প্রদেশে নাচুনে হরিণের দেখা মেলে।

অথবা, ‘লোটিক জল’ কাকে বলে?

3. একটি পাখির নাম বল যা শুধু ভারতবর্ষের নারকন্দম দ্বীপে দেখতে পাওয়া যায়? অথবা, ভারতবর্ষের একটি জীববৈচিত্র্য হটস্পট এর নাম লেখ

4. E.I.A পুরো কথাটি কি? 

অথবা, U.N.C.E.D এর পুরো কথাটি কি? 

5. I.U.C.N এর মুখ্য কার্যালয় কোন দেশে অবস্থিত? 

অথবা, I.C.A.R পুরো কথাটি কি? 

6. E.M.P পুরো কথাটি কি? 

অথবা, E.I.S পুরো কথাটি কি? 

7. একটি C4 উদ্ভিদের নাম কর। 

অথবা, একটি লেগুম জাতীয় উদ্ভিদের উদাহরণ দাও।

8. ভার্মি কম্পোস্ট কাকে বলে? 

অথবা, জৈব সারের একটি উদাহরণ দাও। 

9. EPA পুরো কথাটি কি 

10. গ্রিন ট্রাইবুনাল কি? 

11. জৈব কীটনাশকের একটি উদাহরণ দাও। 

12. ভৌম জল স্তর নেমে যাওয়ার ফলে কি ধরনের জল দূষণ হতে পারে? 

13 W.W.F পুরো কথাটি কি?

14.C.D.M পুরো কথাটি কি? 

15. সুস্থায়ী উন্নয়নের একটি উদাহরণ দাও। 

16. সমাজ ভিত্তিক বনসৃজন কাকে বলে?

দ্বাদশ শ্রেণীর পরিবেশ বিদ্যা প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর 2024

যে সব ছাত্র ছাত্রী 2015 সালের উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর খুজছ তার এখানেই উচ্চ মাধ্যমিক | pdf, দ্বাদশ শ্রেণীর পরিবেশ বিদ্যা প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর,উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর 2015,উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা সাজেশন 2015,Environmental Science Question Answer – 2025 পেয়ে যাবে । ধারাবাহিক ভাবে অন্যন্য বছরের প্রশ্ন উত্তর উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা সাজেশন 2025 pdf download আপলোড করা হবে । চ্যাপ্টার অনুযায়ী পরিবেশ বিদ্যা প্রশ্ন ও উত্তর pdf class 12 আলোচনা করা হবে। তাই আমাদের সাথে থেকো। অনেক গুরুত্ত পূর্ণ প্রশ্ন উত্তর পরিবেশ বিদ্যা mcq pdf দেওয়া হবে। পরিবেশ বিদ্যা বড় প্রশ্ন ও উত্তর pdf class 12 এর জন্য তোমরা Bigyansiksha.com ওয়েবসাইট টি ফলো করতে পারো।

Leave a Comment