ষষ্ট অধ্যায়: পরিবেশ ও বনভূমি প্রশ্ন ও উত্তর | আমাদের পরিবেশ |পঞ্চম শ্রেণী | West Bengal Class 5 Science

Class 5 Amader Poribes poribes o banobhumi
Class 5 Amader Poribes poribes o banobhumi

পঞ্চম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর : পঞ্চম শ্রেণীর বিজ্ঞান – পঞ্চম শ্রেণী ষষ্ট অধ্যায়: পরিবেশ ও বনভূমি West Bengal Class 5 Science : পঞ্চম শ্রেণীর বিজ্ঞান – পঞ্চম শ্রেণীর বিজ্ঞান –ষষ্ট অধ্যায়: পরিবেশ ও বনভূমি | West Bengal Class 5 Science নিচে দেওয়া হলো।

এই পঞ্চম শ্রেণীর  বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – WBBSE Class 5 Science Question and Answer, Suggestion, Notes – পঞ্চম শ্রেণী ষষ্ট অধ্যায়: পরিবেশ ও বনভূমি থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short,  Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 5 th Science Examination – পশ্চিমবঙ্গ পঞ্চম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট

Table of Contents

পঞ্চম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর: ষষ্ট অধ্যায়: পরিবেশ ও বনভূমি

পঞ্চম শ্রেণী পঞ্চম অধ্যায়:ষষ্ট অধ্যায়: পরিবেশ ও বনভূমি

সঠিক উত্তরটি নির্বাচন করো | পঞ্চম শ্রেণী ষষ্ট অধ্যায়: পরিবেশ ও বনভূমি, প্রশ্ন ও উত্তর | West Bengal Class 5 Science

1. কোন প্রাণীটি সুন্দরবন এ দেখা যায় না 

(a) বাঘ

(b) হরিণ

(c) হাতি

(d) ভাল্লুক

উত্তর: ভাল্লুক 

2. কোন গাছের ছাল দিয়ে ভালো দড়ি তৈরি হয় 

(a) কলা

(b) আম

(c) পাট

(d) সেগুন

উত্তর: পাট 

3. চাষ করতে শেখার আগে মানুষ গাছ 

(a) কাটতো না

(b) কাটতো

(c) নতুন গাছ বসাত

(d) কোনোটিই নয়

উত্তর: কাটতো না 

4. বিশালক্ষীর আমবাগানের গাছগুলি 

(a) ৩০০-৪০০ বছরের পুরনো

(b) ২০০ বছরের পুরনো

(c) ১০০ বছরে পুরনো

(d) কোনোটিই নয়

উত্তর: ৩০০-৪০০ বছরের পুরনো 

5. জমিদাররা বাঘ মেরে দেওয়ালে টাঙিয়ে রাখত 

(a) চামড়া

(b) মাথা

(c) লেজ 

(d) দাঁত 

উত্তর: চামড়া

6. বর্তমানে দেশে বাঘের সংখ্যা 

(a) ১০০০ এর কম

(b) তিন হাজারের কম

(c) দু হাজারের কম

(d) ৫০০০ এর কম

উত্তর: দু হাজারের কম 

7. বনের মধ্যে কোন ফলের বাগান রয়েছে 

(a) কলা

(b) জাম

(c) আম

(d) পেয়ারা

উত্তর: আম 

8. চাষের জমি বাড়াতে গিয়ে কমতে থাকে 

(a) ঘরবাড়ি

(b) বন জঙ্গল

(c) জলাশয়

(d) সবগুলি

উত্তর: বন জঙ্গল 

9. একটি লতানো গাছ হল 

(a) আম

(b) অপরাজিতা

(c) বকুল

(d) জবা

উত্তর: অপরাজিতা 

10. নিচের কোন প্রাণীটি জলস্থল উভয় পরিবেশে বাস করতে পারে 

(a) কুকুর

(b) বিড়াল

(c) কুমির

(d) ভাল্লুক

উত্তর: ভাল্লুক

আমাদের পরিবেশ পঞ্চম শ্রেণী: ষষ্ট অধ্যায়: পরিবেশ ও বনভূমি | দু একটি শব্দে উত্তর দাও| West Bengal Class 5 Science

1. দুটি বন্যপ্রাণীর নাম লেখ।

উত্তর: দুটি বন্যপ্রাণী হলো বাঘ,সিংহ।

2. বনে মৌমাছিদের বাসা থেকে কি পাওয়া যায়? 

উত্তর: বনে মৌমাছিদের বাসা থেকে পাওয়া যায় মধু ও মোম

3. সুন্দরবন অঞ্চলের দুটি গাছের নাম কর।

উত্তর: সুন্দরবন অঞ্চলের দুটি গাছ হল সুন্দরী, গরান

4. রয়েল বেঙ্গল টাইগার কোথায় থাকে? 

উত্তর: সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার থাকে।

5. গাছের ছাল থেকে কি কি জিনিস পাওয়া যায়? 

উত্তর: গাছের ছাল থেকে মসলা, ওষুধ, দড়ি ইত্যাদি তৈরি করা যায় 

6. কোন গাছের পাতা দিয়ে থালা বাটি তৈরি করা হয়? 

উত্তর: শাল গাছের পাতা দিয়ে থালা বাটি তৈরি করা হয়। 

7. দুটি নরম কাণ্ডের গাছের নাম লেখ। 

উত্তর: দুটি নরম কাণ্ডের গাছ হল কলা, পেঁপে 

8. কোন গাছের ছাল থেকে ওষুধ পাওয়া যায়? 

উত্তর: সিঙ্কোনা গাছের ছাল থেকে ওষুধ পাওয়া যায়। 

9. চিরহরিৎ গাছ কাদের বলে? 

উত্তর: যেসব গাছে সারা বছরই পাতা থাকে তাদের চিরহরিৎ কাজ বলে। যেমন আম 

10. পর্ণমোচী গাছ কাদের বলে? 

উত্তর: যেসব গাছের পাতা বছরের একটি নির্দিষ্ট সময় ঝরে যায় তাদের পর্ণমোচী গাছ বলে। যেমন, বট 

11. বর্তমানে চাষের জমিতে কি কি ফল গাছ লাগানো যায়? 

উত্তর: চাষের জমিতে পেয়ারা, কলা, আম ইত্যাদি গাছ লাগানো যায়।

12. সমাজভিত্তিক বন কাকে বলে?

উত্তর: জনবসতির মাঝে এসব ছোট ছোট বন তৈরি করা হয়, তাদের সমাজ ভিত্তিক বন বলে। 

13. বনের মধ্যে যে পুকুরটি আছে তার নাম কি?

উত্তর: বনের মধ্যে যে পুকুরটি আছে তার নাম বিশালক্ষ্মীর পুকুর।

14. দৌলত মাজারের বনে কি কি গাছ আছে? 

উত্তর: দৌলত মাজারের বনে সাল,শিশু, গামার ইত্যাদি গাছ আছে। 

15. কোন বাঘের সংখ্যা সবচেয়ে বেশি? 

উত্তর: ডোরাকাটা বাঘের সংখ্যা সবচেয়ে বেশি 

16. সুন্দরবনের কোন প্রাণী পৃথিবী বিখ্যাত? 

উত্তর:সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার পৃথিবী বিখ্যাত

17. কিসের জন্য মানুষ গন্ডার মারে 

উত্তর: খড়্গের জন্য মানুষ গন্ডার মারে।

18. দুটি অবলুপ্ত পাখির নাম লেখ 

উত্তর: দুটি অবলুপ্ত পাখি হল ডোডো পাখি, হুইয়া পাখি 

READ MORE: আমাদের পরিবেশ |পঞ্চম শ্রেণী প্রথম অধ্যায়: মানবদেহ প্রশ্ন ও উত্তর | West Bengal Class 5 Science

অতি সংক্ষেপে উত্তর দাও| Amader Paribes Class Five Krishi Utpadon |ষষ্ট অধ্যায়: পরিবেশ ও বনভূমি

1. প্রশ্ন : পরে দেওয়া হচ্ছে

উত্তর: পরে দেওয়া হচ্ছে

সংক্ষেপে উত্তর দাও| West Bengal Class 5 Science |ষষ্ট অধ্যায়: পরিবেশ ও বনভূমি

1. প্রশ্ন : পরে দেওয়া হচ্ছে

উত্তর: পরে দেওয়া হচ্ছে

রচনাধর্মী প্রশ্ন।উত্তর দাও| West Bengal Class 5 Science |ষষ্ট অধ্যায়: পরিবেশ ও বনভূমি | West Bengal Class 5 Science Suggestion

1. প্রশ্ন : পরে দেওয়া হচ্ছে

উত্তর: পরে দেওয়া হচ্ছে

পঞ্চম শ্রেণী বিজ্ঞান প্রশ্ন ও উত্তর  | পঞ্চম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর  – পঞ্চম শ্রেণী ষষ্ট অধ্যায়: পরিবেশ ও বনভূমি | West Bengal Class 5 Science Question and Answer, Suggestion 

পঞ্চম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পঞ্চম শ্রেণী ষষ্ট অধ্যায়: পরিবেশ ও বনভূমি| পঞ্চম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পঞ্চম শ্রেণী ষষ্ট অধ্যায়: পরিবেশ ও বনভূমি| পশ্চিমবঙ্গ পঞ্চম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পঞ্চম শ্রেণী ষষ্ট অধ্যায়: পরিবেশ ও বনভূমি প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণীর বিজ্ঞান সহায়ক – পঞ্চম শ্রেণী ষষ্ট অধ্যায়: পরিবেশ ও বনভূমি – প্রশ্ন ও উত্তর । Class 5 Science Question and Answer, Suggestion | West Bengal Class 5 Science Suggestion  | Class 5 Science Question and Answer Notes  | West Bengal Class 5th Science Question and Answer Suggestion.

READ MORE: আমাদের পরিবেশ |পঞ্চম শ্রেণী দ্বিতীয় অধ্যায়: ভৌত পরিবেশ (মাটি,জল,জীববৈচিত্র) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 5 Science

ষষ্ট অধ্যায়: পরিবেশ ও বনভূমি

পঞ্চম অধ্যায়:ষষ্ট অধ্যায়: পরিবেশ ও বনভূমি – প্রশ্ন ও উত্তর | ষষ্ট অধ্যায়: পরিবেশ ও বনভূমি Class 5 Science Question and Answer Suggestion  পঞ্চম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর  – ষষ্ট অধ্যায়: পরিবেশ ও বনভূমি আলোচনা করা হল।

পঞ্চম শ্রেণি ষষ্ট অধ্যায়: পরিবেশ ও বনভূমি ক্লাস 5 MCQ প্রশ্ন উত্তর | Class 5 Science Question Answer

পঞ্চম শ্রেণীর বিজ্ঞান (Class 5 Science) – পঞ্চম শ্রেণী ষষ্ট অধ্যায়: পরিবেশ ও বনভূমি – প্রশ্ন ও উত্তর | ষষ্ট অধ্যায়: পরিবেশ ও বনভূমি | Class 5 Science Suggestion  পঞ্চম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর  – ষষ্ট অধ্যায়: পরিবেশ ও বনভূমি সব প্রশ্ন দেওয়া হয়েছে । এগুলো ভালো করে প্র্যাক্টিস করলে 1 st টার্ম পরীক্ষায় ভালো রেজাল্ট হবেই।

পঞ্চম শ্রেণীর বিজ্ঞান – পঞ্চম শ্রেণী ষষ্ট অধ্যায়: পরিবেশ ও বনভূমি | West Bengal Class 5 Science Question Answers

অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই  “ষষ্ট অধ্যায়: পরিবেশ ও বনভূমি | West Bengal Class 5 Science “পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই  Bigyansiksha  ওয়েবসাইটের পাশে থাকুন। যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করুন , ধন্যবাদ।

Leave a Comment