
জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়)
জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর
Class 9 Life Science: Jibon O Tar Boichitra Chapter 1 Question and Answer
West Bengal WBBSE Class 9th Life Science Jibon O Tar Boichitra Question and Answer, Suggestion, Notes | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 9th Nine IX Life Science Examination – পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।
নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষার Class 9 Life Science Suggestion,এইগুলি সাজেশন বা কোশ্চেন জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর খুব ভাল করে পড়তে হবে।
MCQ | জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | WB Class 9 Life Science Jibon O Tar Boichitra MCQ Question and Answer :
1. কোয়াসারভেট মডেলের আবিষ্কারক হলেন
(a) হ্যালডেন
(b) ওপারিন
(c) ফক্স
(d) মিলার
উত্তর: (b) ওপারিন
2. নিচের কোনটি কনড্রিকথিক্স শ্রেণীর বৈশিষ্ট্য নয়?
(a) পটকা
(b) প্লেকয়েড আঁশ
(c) হেটারো সারকাল
(d) অন্তরকঙ্কাল তরুণাস্থিময়
উত্তর: (a) পটকা
3. কাকে বিন্যাসবিধির জনক বলা হয়?
(a) হিপোক্রেটিস
(b) ক্যারোলাস লিনিয়াস
(c) প্লিনি দা এডলার
(d) থিও ফ্রাস্টাস
উত্তর: (b) ক্যারোলাস লিনিয়াস
4. জীবের পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন
(a) হুইটেকার
(b) অগাস্টিন পি দা ক্যান্দোল
(c) এডলার
(d) ক্যারোলাস লিনিয়াস
উত্তর: (a) হুইটেকার
5. নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠীর ফল গঠিত হয়?
(a) শৈবাল
(b) মস
(c) ব্যক্তবীজী
(d) গুপ্তবীজী
উত্তর: (d) গুপ্তবীজী
6. ভ্রুণ অবস্থায় নটোকর্ড থাকলেও পরে সেটি তরুনাস্থিময় বা অস্থিময় মেরুদন্ড গঠন করে
(a) শেফালোকর্ডাটা
(b) হেমি কর্ডাটা
(c) ভার্টিব্রাটা
(d) ইউরোকর্ডাটা
উত্তর: (c ) ভার্টিব্রাটা
7. মনেরার বাস্তুতান্ত্রিক ভূমিকা হল
(a) বিয়োজক
(b) খাদক
(c) রূপান্তরক
(d) উৎপাদক
উত্তর: (a) বিয়োজক
8. রেণুধর উদ্ভিদ লিঙ্গধর উদ্ভিদের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল, কোন উদ্ভিদ গোষ্ঠীর বৈশিষ্ট্য?
(a) শৈবাল
(b) ছত্রাক
(c) ব্রায়োফাইটা
(d) টেরিডোফাইটা
উত্তর: (c ) ব্রায়োফাইটা
9. প্রধান উদ্ভিদ দেহ লিঙ্গধর প্রকৃত মূল থাকে না, কোন উদ্ভিদ গোষ্ঠীর বৈশিষ্ট্য?
(a) ব্রায়োফাইটা
(b) ছত্রাক
(c) টেরিডোফাইটা
(d) শৈবাল
উত্তর: (a) ব্রায়োফাইটা
10. উদ্ভিদ জগতের প্রথম সংবহন কলা দেখা যায় কোন উদ্ভিদ গোষ্ঠীতে?
(a) শৈবাল
(b) ছত্রাক
(c) টেরিডোফাইটা
(d) ব্রায়োফাইটা
উত্তর: (c ) টেরিডোফাইটা
11. নিষেকের পূর্বে শস্য গঠিত হয় কোন উদ্ভিদ গোষ্ঠীতে?
(a) ব্রায়োফাইটা
(b) টেরিডোফাইটা
(c) ব্যক্তবীজী
(d) গুপ্তবীজী
উত্তর: (c ) ব্যক্তবীজী
12. নিডোব্লাস্ট ও কোলোব্লাস্ট এর মধ্যে সাদৃশ্য কি?
(a) উভয়ই জননে সাহায্য করে
(b) উভয়ই গমনে সাহায্য করে
(c) উভয়ই দংশক কোষ রূপে কাজ করে
(d) উভয়ে রেচনে সাহায্য করে
উত্তর: (c ) উভয়ই দংশক কোষ রূপে কাজ করে
13. রিকশিয়া ও মার্ক্যানশিয়া উদ্ভিদ কোন গোষ্ঠী ভুক্ত উদ্ভিদ?
(a) শৈবাল
(b) ছত্রাক
(c) ব্রায়োফাইটা
(d) টেরিডোফাইটা
উত্তর: ( c) ব্রায়োফাইটা
14. ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীব কোন রাজ্যে ভুক্ত?
(a) প্লানটি
(b) ফাঞ্জি
(c) প্রটিষ্টা
(d) কোনোটিই নয়
উত্তর: ( c) প্রোটিস্তা
15. হুইটেকার এর পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসে বহুকোষী জীব গোষ্ঠীর সংখ্যা কত?
(a) 1
(b) 2
(c) 3
(d) 4
উত্তর: (c ) 3
16. রাজ্য অ্যানিমেলিয়া এর প্রধান পুষ্টি পদ্ধতি হলো
(a) অটোট্রফিক
(b) হলোজয়িক
(c) সাপ্রোফাইটিক
(d) সিম্বায়োটিক
উত্তর: (b ) হলোজোইক
জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) শূন্যস্থান পূরণ
শূন্যস্থান পূরণ কর | জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | WB Class 9 Life Science Jibon O Tar Boichitra MCQ Question and Answer :
1. ব্যাকটেরিয়ার রাজ্য হল……….
উত্তর: মনেরা
2. স্পাইরোগাইরা…….. রাজ্যের অন্তর্ভুক্ত
উত্তর: প্ল্যানটি
3……….. উপনিবেশ গঠনকারী শৈবাল
উত্তর: ভল ভক্স
4. হাঙ্গর……….. শ্রেণীর অন্তর্ভুক্ত
উত্তর: কনড্রিকথিস
5. চিংড়ি………. পর্বের অন্তর্গত
উত্তর: আর্থোপডা
6. দেহরোম দ্বারা আচ্ছাদিত…….. শ্রেণীর প্রাণী
উত্তর: স্তন্যপায়ী
7. এক স্থানে স্থির থেকে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে ………বলে
উত্তর: চলন
8………….. হল প্রথম কোষীয় জীব
উত্তর: সায়নো ব্যাকটেরিয়া
9……….. হল উচ্চ ফলনশীল ধান
উত্তর: জয়া
10. শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক হল……
উত্তর: ট্যাক্সা
জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) এক কথায় উত্তর
এক কথায় উত্তর দাও | জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | WB Class 9 Life Science Jibon O Tar Boichitra MCQ Question and Answer :
1. ট্যাক্সোনমি শব্দটি কে প্রথম ব্যবহার করেন?
উত্তর: ট্যাক্সোনমি শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী A.P.Candolle
2. মানুষের দ্বিপদ নাম কি?
উত্তর: মানুষের দ্বিপদ নাম হলো হোমো সাপিয়েন্স
3. লিনিয়াসের হায়ার কি তে কটি ধাপ ছিল?
উত্তর: সাত টি
4. রাজ্য ফানজির একটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর: এরা ক্লোরোফিল বিহীন,এককোষী বা বহুকোষী।
5. কেঁচো কোন পর্বের প্রাণী?
উত্তর: কেঁচো অ্যানিলিডা পর্বের প্রাণী
6. বাদুর কোন শ্রেণীর প্রাণী?
উত্তর: বাদুড় স্তন্যপায়ী প্রাণী
7. জীবেদের পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস কে প্রবর্তন করেন?
উত্তর: বিজ্ঞানী হুইটেকার পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন।
8. কন্টকত্বকী পর্বের একটি প্রাণীর উদাহরণ দাও।
উত্তর: তারামাছ কন্টকত্বকী পর্বের একটি প্রাণী
9. একটি অপচিতি বিপাকের নাম লেখ।
উত্তর: রেচন একটি অপচিতি বিপাক।
10. কোন বিজ্ঞানে জীবাণু সম্পর্কে আলোচনা করা হয়?
উত্তর: মাইক্রোবায়োলজি তে জীবাণু সম্পর্কে আলোচনা করা হয়।।
11. প্রটিসটার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য উল্লেখ কর।
উত্তর: প্রটিষ্ঠা এককোষী এবং ইউক্যারেটিক প্রকৃতির আর কিছু
12. স্পাইরোগাইরা কোন রাজ্যের অন্তর্গত
উত্তর: স্পাইরোগাইরা প্ল্যানটি রাজ্যের অন্তর্গত
13. একটি এককোষী শৈবালের উদাহরণ দাও।
উত্তর: একটি এককোষী শৈবাল হল ক্ল্যামাইডোমোনাস, ভলবক্স
14. বীজগুলি নগ্ন প্রকৃতির কোন উদ্ভিদের?
উত্তর: ব্যক্তবীজী উদ্ভিদের বীজগুলি নগ্ন প্রকৃতির
15. রেনুর সাহায্যে বংশবিস্তার করে দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত কোন উদ্ভিদ দের?
উত্তর: টেরিডোফাইট
16. একটি পত্রযুক্ত মসের উদাহরণ দাও
উত্তর: একটি পত্র যুক্ত মসের নাম পোগোনেটাম
17. নিটাম কোন জাতীয় উদ্ভিদ?
উত্তর: নিটাম হল এক প্রকার ব্যক্তবীজী উদ্ভিদ
18. যেসব প্রাণীদের নটোকর্ড উপস্থিত তাদের কি বলে?
উত্তর: কর্ডাটা প্রাণীদের নটোকর্ড উপস্থিত থাকে
19. কোন পর্বভুক্ত প্রাণীদের দেহ অসংখ্য আংটির মতো খন্ডক নিয়ে গঠিত?
উত্তর: অ্যানিলিডা পর্বভুক্ত প্রাণীদের দেহ অসংখ্য আংটির মতো খন্ড নিয়ে গঠিত
20. ছিদ্রাল প্রাণী কাদের বলে?
উত্তর: পরিফেরা পর্বভুক্ত প্রাণীদের ছিদ্রাল প্রাণী বলে।
জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) সংক্ষিপ্ত উত্তর ধর্মী
সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন | জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | WB Class 9 Life Science Jibon O Tar Boichitra MCQ Question and Answer :
1. কর্ডাটা পর্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
উত্তর:
- 1. ভ্রুণ অবস্থায় বা সারা জীবন ধরে নোটোকর্ড উপস্থিত
- 2. পৃষ্ঠদেশে ফাঁপা নার্ভকর্ড থাকে
2. তারা মাছ কোন পর্বভুক্ত এবং সাপ কোন শ্রেণিভুক্ত প্রাণী?
উত্তর: তারা মাছ এক একাইনোডারমাটা পর্বভুক্ত এবং সাপ সরীসৃপ শ্রেণীভুক্ত প্রাণী
3. নালিকা তন্ত্র ও জল সংবহনতন্ত্র কোন পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য?
উত্তর: নালিকা তন্ত্র পরিফেরা এবং জল সংবহন তন্ত্র একাইনোডার্মাটা পর্বের বৈশিষ্ট্য
4. দ্বিবীজপত্রী উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
উত্তর:
- 1. দ্বিবীজপত্রী উদ্ভিদের বীজে দুটি বীজপত্র থাকে।
- 2. দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতা জালিকাকার শিরা-বিন্যাসযুক্ত, বিষমপৃষ্ঠ প্রকৃতির
5. ব্যক্তবীজী উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
উত্তর:
- 1. ব্যক্তবীজী উদ্ভিদের ফল গঠিত হয় না।ব্যক্তবীজী উদ্ভিদের বীজ নগ্ন প্রকৃতির হয়
- 2. গর্ভধানের পূর্বে শস্য গঠিত হয়
6. জীবের বিপাক বলতে কী বোঝো?
উত্তর: জীবের প্রাণ ধারনের জন্য সজীব কোষের প্রোটোপ্লাজমে অবিরাম এসব সংশ্লেষ মূলক ও ভাঙ্গনমূলক রাসায়নিক পরিবর্তন গুলি ঘটে চলেছে, তাদের সমষ্টিগতভাবে বিপাক বলে।
7. ব্রায়োফাইটার দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
উত্তর:
- 1. বেশিরভাগ উদ্ভিদ ভিজে সাথে জায়গায় জন্মায় কিন্তু নিষেকের সময় এদের জলের প্রয়োজন হয় তাই এদের উভচর উদ্ভিদ বলে।
- 2. এদের দেহ কাণ্ডসদৃশ্য কলিড, পত্র সদৃশ্য ফাইলিড থাকে। মুলের পরিবর্তে রাইজয়েড থাকে
8. জোক কোন পর্বভুক্ত? এই পর্বের দুটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর: জোঁক অ্যানিলিডা পর্বভুক্ত
অ্যানিলিডা পর্বের দুটি বৈশিষ্ট্য হলো
- 1. এদের দেহ অসংখ্য আংটির মতো খন্ড দিয়ে তৈরি
- 2. দেহে প্রকৃত শিলোম উপস্থিত।
9. বৃদ্ধি কাকে বলে?
উত্তর: যে জৈবনিক প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ, ও খাদ্যের আত্তীকরণ এর মাধ্যমে প্রোটোপ্লাজম সংশ্লেষিত হয়, জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাকেই বৃদ্ধি বলে।
10. মহাকাশযানে এককোষী শৈবাল ক্লোরেল্লা রাখার কারণ কি?
উত্তর: শৈবাল ক্লোরেল্লা মহাকাশযান থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে তার পরিবর্তে অক্সিজেন যোগান দেয়।
11. শৈবালের দুটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর: শৈবালীর দুটি বৈশিষ্ট্য হলো
- 1. এদের দেহ মূল, কাণ্ড, পাতায় বিভেদিত নয় অর্থাৎ এরা সমাঙ্গদেহি
- 2. এরা সাধারণত জলজ প্রকৃতির
12. একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের দুটি পার্থক্য লেখ।
| একবীজপত্রী উদ্ভিদ | দ্বিবীজপত্রী উদ্ভিদ |
| 1. একবীজপত্রী উদ্ভিদের একটি মাত্র বীজ পত্র থাকে | 1. দ্বিবীজপত্রী উদ্ভিদের বীজের দুটি বীজপত্র থাকে |
| 2. একবীজপত্রী উদ্ভিদের পাতা সমান্তরাল শিরাবিন্যাসযুক্ত সমাঙ্কপৃষ্ঠ প্রকৃতির | 2. দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতা জালিকাকার শিরা বিন্যাস যুক্ত বিষমপৃষ্ঠ প্রকৃতির |
13. কর্ডাটা পর্বের অন্তর্গত উপপর্ব গুলি কি কি?
উত্তর: কথাটা পর্বের অন্তর্গত পর্ব গুলি হল ..
1. ইউরোকর্ডাটা 2. শেফালোকর্ডাটা 3. ভাটিব্রাটা
14. হাইড্রা এবং বেরো কোন পর্বের অন্তর্ভুক্ত?
উত্তর: হাইড্রা নিডারিয়া পর্বভুক্ত এবং বেরো টিনোফোরা পর্বভুক্ত
15. একাইনোডার্মাটা পর্বের দুটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর: একাইনোডার্মাটা পর্বের দুটি বৈশিষ্ট্য হল
- 1. দেহ চুন নির্মিত কন্টকময় ত্বক দিয়ে আবৃত
- 2. দেহে জল সংবহন তন্ত্র উপস্থিত
জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) রচনা ধর্মী
দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন | জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | WB Class 9 Life Science Jibon O Tar Boichitra MCQ Question and Answer :
1. কৃষি কাজে জীববিদ্যার প্রয়োগ গুলি উল্লেখ কর।
উত্তর: কৃষি কাজে জীববিদ্যার প্রয়োগ গুলি হল..
- 1. সংকরায়ন পদ্ধতির সাহায্যে উচ্চ ফলনশীল ধান গম পাট তুলো উৎপন্ন করা হয়। কয়েকটি উচ্চ ফলনশীল ধান হল আই. আর 8, জয়া ইত্যাদি। উচ্চ ফলনশীল একটি গম হল সোনালিকা, কল্যাণ সোনা
- 2. সু প্রজনন বিদ্যার সাহায্যে ও কৃত্রিম হরমোন প্রয়োগের ফলে বীজবিহীন ফল উৎপাদন করা হচ্ছে।
- 3. জৈব প্রযুক্তির মাধ্যমে দীর্ঘজীবী টমেটো ভাইরাস প্রতিরোধে শস্য পেস্ট প্রতিরোধী শিম্বোগোত্রীয় উদ্ভিদ ইত্যাদি উৎপাদন করা সম্ভব হয়েছে।
2. দ্বিপদ নামকরণ কাকে বলে? এর দুটি নিয়ম উল্লেখ করো।
উত্তর: আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী প্রথমে গন পরে প্রজাতি পদ যুক্ত করে জীবের নামকরণের পদ্ধতিকে বলা হয় দ্বিপদ নামকরণ।
দ্বিপদ নামকরণ এর নিয়ম..
- 1. প্রতিটি প্রজাতির একটিমাত্র বিজ্ঞানসম্মত বিপদ নামকরণ প্রচলিত হবে। বৈজ্ঞানিক নামটি সর্বদা ল্যাটিন ভাষায় লিখতে হবে
- 2. গনের নামকরণে একটি মাত্র পদ ব্যবহৃত হবে এবং প্রথম অক্ষরটি বড় হরফে লিখতে হবে।
3. প্রোটিস্টার তিনটি বৈশিষ্ট্য লেখ ও দুটি উদাহরণ দাও।
উত্তর: প্রোটিষ্টার তিনটি বৈশিষ্ট্য হলো..
- 1. প্রোটিষ্টা এককোষী এবং প্রোকেরিওটিক
- 2. এর কোষ প্রাচীর পেপটাইডোগ্লাইক্যান নির্মিত।
- 3. এর মধ্যে পর্দা বিশিষ্ট কোনো কোষ অঙ্গাণু থাকে না
প্রোটিষ্টার দুটি উদাহরণ ব্যাক্টেরিয়া ও সায়নো ব্যাকটেরিয়া
4. একাইনোডার্মাটা পর্বের তিনটি বৈশিষ্ট্য লেখ ও দুটি উদাহরণ দাও।
উত্তর: একাইনোডার্মাটা পর্বের তিনটি বৈশিষ্ট্য হল..
- 1. দেহ চুন নির্মিত কন্টকময় ত্বক দিয়ে আবৃত
- 2. দেহে জল সংবহন তন্ত্র উপস্থিত
- 3. এদের গমন অঙ্গ নালিপদ আর
একাইনোডার্মাটা পর্বের দুটি উদাহরণ হল..
তারামাছ ও সমুদ্রশশা
5. রেপ্টিলিয়ার বা সরীসৃপের তিনটি বৈশিষ্ট্য লেখ এবং উদাহরণ দাও।
উত্তর: সরীসৃপের তিনটি বৈশিষ্ট্য হলো
- 1. দেহত্বক শুষ্ক এবং এপিডার্মাল আজ দ্বারা আচ্ছাদিত
- 2. প্রতিটি পদে নখরযুক্ত পাঁচটি করে আঙ্গুল থাকে।
- 3. হৃদপিণ্ড দুটি অলিন্দ এবং একটি অর্ধ্ব বিভক্ত নিলয় দিয়ে গঠিত।
সরীসৃপ শ্রেণীর দুটি উদাহরণ হল সাপ ও টিকটিকি।
6. জীবের প্রধান ধর্ম গুলি উল্লেখ কর।
উত্তর: পরে দেওয়া হবে
7. উদ্ভিদের প্রধান গোষ্ঠীগুলির বৈশিষ্ট্য সংক্ষেপে বর্ণনা কর।
উত্তর: পরে দেওয়া হবে
8. ব্যক্তবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য লেখ এবং উদাহরণ দাও।
উত্তর: ব্যক্তবীজির বৈশিষ্ট গুলি হল ..
- 1. এদের দেহ রেনুধর। মূল, কাণ্ড, পাতায় বিভেদিত।
- 2. এদের ফল গঠিত হয় না। বীজ নগ্ন প্রকৃতির।
- 3. সংবহন কলা উপস্থিত।
- 4. গর্ভাধানের পূর্বে সস্য গঠিত হয়।
এই গোষ্ঠীর দুটি উদাহরণ হল পাইনাস আর সাইকাস।
9. পরিফেরা বা ছিদ্রাল প্রাণীদের সনাক্তকারী বৈশিষ্ট্য লেখ। দুটি ছিদ্রাল প্রাণীর নাম ও বিজ্ঞানসম্মত নাম লেখ।
উত্তর: পরিফেরার বৈশিষ্ট গুলি হল ..
- 1. দেহ প্রাচীরে অসংখ্য ছিদ্র বর্তমান যার মাধ্যমে দেহের মধ্যে জল প্রবেশ করে।
- 2. দেহে নালিকা তন্ত্র থাকে
- 3. দেহে কোয়ানোসাইট কোষ দেখা যায়।
পরিফেরা বা ছিদ্রাল প্রাণীর উদাহরণ হল সাইকন এর বিজ্ঞানসম্মত নাম সাইকন সিলিয়েটাম
আরেকটি উদাহরণ হল বাথ স্পঞ্জ বিজ্ঞানসম্মত নাম হল ইউস্পঞ্জিয়া অফিসিনালিস
10. শৈবাল, মস ও ফার্ন এর পার্থক্য লেখ।
উত্তর:
1. শৈবালের দেহ, মূল কাণ্ড পাতায় বিভেদিত নয়
মসের দেহ কান্ড সদৃশ্য কলিড পত্র সদৃশ্য ফাইলিড থাকে, মূল এর পরিবর্তে রাইজোয়েড থাকে
ফার্নের এর দেহ মূল কাণ্ড পাতায় বিভেদিত
2. শৈবাল সাধারণত জলজ প্রকৃতির
মস গোষ্ঠীর বেশিরভাগ উদ্ভিদ সিক্ত স্থানে জন্মায় কিন্তু নিষেকের সময় জলের প্রয়োজন হয়।
ফার্ন উদ্ভিদ স্থলজ প্রকৃতির
3. শৈবালের সংবহন কলা অনুপস্থিত
মসের ক্ষেত্রে উন্নত সংবহন করা থাকে না কিন্তু তার পরিবর্তে সরল প্যারেনকাইমা কলা থাকে।
ফার্নের জাইলেম,ফ্লোয়েম কলা দ্বারা গঠিত উন্নত সংবহন কলা থাকে
4. শৈবালের উদাহরণ ভলভক্স
মসের উদাহরণ রিকশিয়া
ফার্নির উদাহরণ লাইকোপোডিয়াম
11. টিনোফোরা পর্বের প্রাণীদের সনাক্তকরণ বৈশিষ্ট্য গুলি লেখ। দুটি প্রাণীর নাম ও তাদের বিজ্ঞানসম্মত নাম লেখ।
উত্তর: টিনোফোরা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য..
- 1. দেহ ত্বকে কোলোব্লাস্ট কোষ থাকে
- 2. দেহে সমুদ্র তে অবস্থিত আটটা চিরুনির মতো কম্বপ্লেট থাকে।
- 3. সাধারণত দুটো কর্ষিকা বিপরীত মুখে অবস্থান করে
টিনোফোরা পর্বের প্রাণীর উদাহরণ হল বোরো, হর্মিফোরা
12. জীবের পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস কোন বিজ্ঞানী করেছিলেন? প্রতিটি রাজ্যের বৈশিষ্ট্যসহ নাম লেখ।
উত্তর: হুইটেকার 1769 খ্রিস্টাব্দে জীবের পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস করেছিলেন।
প্রতিটি রাজ্যের বৈশিষ্ট্যসহ নাম : বিজ্ঞানী হুইটেকার পাঁচ রাজ্য ও তাদের উদাহরণগুলির নিচে আলোচনা করা হল –
(1) মনেরা : এর দুটি প্রধান বৈশিষ্ট্য হল –
- এরা এককোশী ও প্রোক্যারিওটিক, কোশ আনুবীক্ষণিক, কোশপ্রাচীরে পেপটাইডোগ্লাইক্যান থাকে।
- এদের পুষ্টি প্রক্রিয়া স্বভোজী বা পরভোজী। পরভোজী পুষ্টি মৃতজীবী, পরজীবী ও মিথোজীবী প্রকারের হয়।
উদাহরণ : ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, নীলাভ সবুজ শৈবাল।
(2) প্রোটষ্টা :এর দুটি প্রধান বৈশিষ্ট্য হল –
- এরা এককোশী এবং উপনিবেশ গঠনকারী ইউক্যারিওটিক প্রকৃতির।
- বেশিরভাগই জলজ ও প্ল্যাংকটন গঠনকারী।
উদাহরণ : ইউগ্লিনা, অ্যামিবা প্যারামিজিয়াম।
(3) ফানজি : এর দুটি প্রধান বৈশিষ্ট্য হল –
- এরা এককোশী, বহুকোশী, অনুসূত্রাকার হয়।
- এদের সঞ্চিত খাদ্য হল গ্লাইকোজেন।
উদাহরণ : ইস্ট, মিউকর পেনিসিলিয়াম
(4) প্লান্টি : এর দুটি প্রধান বৈশিষ্ট্য হল –
- বহুকোশী, ইউক্যারিওটিক প্রকৃতির।
- কোশপ্রাচীর সেলুলোজ নির্মিত।
উদাহরণ : স্পাইরোগাইরা পোগোনেটাম ড্রায়োপটেরিস।
(5) অ্যানিমালিয়া : এর দুটি প্রধান বৈশিষ্ট্য হল –
- বহুকোশী এবং ইউক্যারিওটিক প্রকৃতির।
- কোশে কোশপ্রাচীর থাকে না এবং বড়ো ভ্যাকুওল থাকে না।
উদাহরণ : পরিফেরা, অঙ্গুরীমাল, সন্ধিপদ।
আরোও দেখুন:-
নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 9 Life Science Question and Answer, Suggestion
নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) । Class 9 Life Science Jibon O Tar Boichitra Question and Answer Suggestion.
নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান – পরিমাপ (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | WB Class 9 Physical Science
জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর – নবম শ্রেণি জীবন বিজ্ঞান | Class 9 Life Science Jibon O Tar Boichitra
নবম শ্রেণি জীবন বিজ্ঞান (Class 9 Life Science Jibon O Tar Boichitra) – জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) | Class 9 Life Science Jibon O Tar Boichitra Suggestion নবম শ্রেণি জীবন বিজ্ঞান – জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) প্রশ্ন উত্তর।
Class 9 Life Science Jibon O Tar Boichitra Question and Answer Suggestions | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর
WBBSE Class 9 Life Science Jibon O Tar Boichitra Suggestion জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) | Class 9 Life Science Jibon O Tar Boichitra Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।
অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science Jibon O Tar Boichitra Question and Answer ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই Bigyan Shiksha ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।
- 5.1 ভারত: অবস্থান ও প্রশাসনিক বিভাগ | Class 10 Geography Short Question and Answer 2025
5.1 ভারত: অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th Madhyamik Geography Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট তোমরা যারা মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য 5.1 ভারত: অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন ও … - চক্রপাণি দত্ত: কিংবদন্তী চিকিৎসক ও পণ্ডিত
চক্রপাণি দত্ত ছিলেন বিখ্যাত একজন আদর্শ চিকিৎসক এবং শারীরতত্ত্ববিদ। বহু দূর থেকে রোগীরা তাঁর কাছে চিকিৎসার জন্য আসতেন। তিনি রোগীদের চিকিৎসা করতেন আনন্দ সহকারে এবং অবসর সময়ে বই লিখতেন। তাঁর রচিত গ্রন্থগুলির মধ্যে ‘চিকিৎসা সংগ্রহ‘, ‘দ্রব্য গুণ‘ এবং ‘সর্বসার সংগ্রহ‘ উল্লেখযোগ্য। ‘চক্রদত্ত‘ নামক গ্রন্থে তিনি চিকিৎসা সংক্রান্ত বিষয় লিপিবদ্ধ করেছেন। টীকাকার ও উপাধি চক্রপাণি দত্ত … - পশ্চিমবঙ্গ সরকারের EWS সার্টিফিকেট পাওয়ার পদ্ধতি | EWS Certificate West Bengal Criteria | EWS সার্টিফিকেট কি এবং কেন এটি গুরুত্বপূর্ণ?
EWS সম্পূর্ণ কথাটি হল ইকনোমিক্যালি উই কার সেকশন (Economically Weaker Section) বা সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণি। EWS সার্টিফিকেটের মূল উদ্দেশ্য হলো সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অংশকে নির্দিষ্ট কিছু সরকারি সুযোগ সুবিধা দেওয়া।এই সার্টিফিকেট এর মাধ্যমে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি চাকরিতে 10% সংরক্ষণ পাওয়া যেতে পারে। শুধুমাত্র জেনারেল কাস্ট যারা অন্য কোন সংরক্ষণের অন্তর্ভুক্ত … - ধাতুবিদ্যা দশম শ্রেণী – প্রশ্ন উত্তর | WBBSE Class 10th Physical Science Suggestion ভৌত বিজ্ঞান দশম শ্রেণী
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান সাজেশন – WBBSE Class 10th Physical Science Suggestion – ধাতুবিদ্যা দশম শ্রেণী Chapter 8.5 – প্রশ্ন উত্তর নিচে দেওয়া হল । এই WBBSE Class 10th (X) Madhyamik Physical Science Suggestion – মাধ্যমিক দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান সাজেশন – ধাতুবিদ্যা দশম শ্রেণী – প্রশ্ন উত্তর গুলি আগামী 2026 সালের পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভৌত বিজ্ঞান … - তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া – প্রশ্ন উত্তর | WBBSE Class 10th Physical Science Suggestion ভৌত বিজ্ঞান দশম শ্রেণী
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান সাজেশন – WBBSE Class 10th Physical Science Suggestion – তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া Chapter 8.3 – প্রশ্ন উত্তর নিচে দেওয়া হল । এই WBBSE Class 10th (X) Madhyamik Physical Science Suggestion – মাধ্যমিক দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান সাজেশন – তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া – প্রশ্ন উত্তর গুলি আগামী সালের পশ্চিমবঙ্গ … - মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবনের প্রবাহমানতা (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science Question and Answer
মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর : জীবনের প্রবাহমানতা (দ্বিতীয় অধ্যায়) Madhyamik Life Science Question and Answer : মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবনের প্রবাহমানতা (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science Question and Answer, দশম শ্রেণীর জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় এর প্রশ্ন উত্তর pdf নিচে দেওয়া হলো MCQ প্রশ্নোত্তর | মাধ্যমিক জীবন বিজ্ঞান – …