5.1 ভারত: অবস্থান ও প্রশাসনিক বিভাগ | Class 10 Geography Short Question and Answer 2025

5.1 ভারত: অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th Madhyamik Geography Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট

Class 10 Geography Short Question
Class 10 Geography Short Question

তোমরা যারা মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য 5.1 ভারত: অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়)  MCQ প্রশ্ন ও উত্তর | Class 10 Geography Bharat Abasthan Prashasnik Vibhag MCQ Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো।

Table of Contents

5.1 ভারত: অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়)  MCQ প্রশ্ন ও উত্তর

5.1 ভারত: অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন MCQ প্রশ্ন ও উত্তর | Class 10 Geography Bharat Abasthan Prashasnik Vibhag MCQ

1. অন্ধ্রপ্রদেশের পূর্ব দিকে অবস্থিত 

(a) কর্ণাটক

(b) আরব সাগর

(c) তামিলনাড়ু

(d) বঙ্গোপসাগর

উত্তর: বঙ্গোপসাগর 

2. ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে সবথেকে ছোট টি হল 

(a) শ্রীলংকা

(b) মালদ্বীপ

(c) নেপাল

(d) বাংলাদেশ

উত্তর: মালদ্বীপ 

3. ভারতের রাজ্য পুনর্গঠন এর মূল ভিত্তি হলো 

(a) ভাষা

(b) ধর্ম

(c) জাতি

(d) সমাজ

উত্তর: ভাষা 

4. কোন রাজ্যটি ২০১৪ সালে গঠিত হয় 

(a) ছত্রিশগড়

(b) গোয়া

(c) তেলেঙ্গানা

(d) বিহার

উত্তর: তেলেঙ্গানা 

5. ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? 

(a) ছত্রিশগড়

(b) ঝাড়খন্ড

(c) গোয়া

(d) সিকিম

উত্তর: গোয়া 

6. ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো 

(a) লাক্ষাদ্বীপ

(b) চন্ডিগড়

(c) পন্ডিচেরি

(d) দমন ও দিউ

উত্তর: লাক্ষাদ্বীপ 

7. বর্তমানে ভারতের মোট অঙ্গরাজ্যের সংখ্যা 

(a) 26 টি 

(b) 27 টি 

(c) 28 টি 

(d) 29 টি 

উত্তর: 29 টি

8. ভারতের বৃহত্তম শহর হল 

(a) কলকাতা

(b) দিল্লী

(c) মুম্বাই

(d) চেন্নাই

উত্তর: মুম্বাই 

9. আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান 

(a) প্রথম

(b) দ্বিতীয়

(c) সপ্তম

(d) ষষ্ঠ

উত্তর: সপ্তম 

10. ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যের নাম 

(a) রাজস্থান

(b) বিহার

(c) মধ্যপ্রদেশ

(d) পশ্চিমবঙ্গ

উত্তর: রাজস্থান 

11. কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয় 

(a) মধ্যপ্রদেশ

(b) বিহার

(c) ঝাড়খন্ড

(d) অন্ধ্রপ্রদেশ

উত্তর: অন্ধ্রপ্রদেশ 

12. ভাষার ভিত্তিতে তৈরি ভারতের প্রথম রাজ্য কোনটি?

(a) পশ্চিমবঙ্গ

(b) মেঘালয়

(c) ত্রিপুরা

(d) অন্ধ্রপ্রদেশ

উত্তর: অন্ধ্রপ্রদেশ

5.1 ভারত: অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) দু এক কথায় উত্তর দাও। Q প্রশ্ন ও উত্তর | Class 10 Geography Bharat Abasthan Prashasnik Vibhag

1. ভারত ও চীনের সীমানা নির্ধারণ করে কোন রেখা? 

উত্তর: ভারত ও চীনের সীমানা নির্ধারণ করে ম্যাকমোহন লাইন 

2. ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোনটি?

উত্তর: ভারতের দক্ষিণতম স্থল বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট 

3. ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কটি? 

উত্তর: ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা নটি 

4. কোন প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সীমারেখার দৈর্ঘ্য সর্বাধিক? 

উত্তর: বাংলাদেশের সঙ্গে ভারতের সীমারেখার দৈর্ঘ্য সর্বাধিক। 

5. ইন্দিরা পয়েন্ট কোন দ্বীপের অন্তর্গত? 

উত্তর: ইন্দিরা পয়েন্ট নিকোবর দ্বীপপুঞ্জের অন্তর্গত 

6. ভারতের আয়তন কত? 

উত্তর: ভারতের আয়তন হল ৩২ লক্ষ ৮৭ হাজার ৭৮২ বর্গ কিলোমিটার

7.LOC পুরো কথাটি কি? 

উত্তর: LOC পুরো কথাটি হল Line of Control

8. ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি? 

উত্তর: ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো কন্যাকুমারিকা 

9. ভারতের সংবিধান স্বীকৃত ভাষা কয়টি? 

উত্তর: ভারতের সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা 22টি

10. ভারতের নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? 

উত্তর: ভারতের নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাদাখ 

11. কর্নাটকের পূর্ব নাম কি ছিল? 

উত্তর: কর্ণাটকের পূর্ব নাম ছিল মহীশূর 

12. মুম্বাইয়ের পূর্ব নাম কি ছিল? 

উত্তর: মুম্বাই এর পূর্ব নাম ছিল বোম্বাই 

13. তামিলনাড়ুর পূর্ব নাম কি ছিল? 

উত্তর: তামিলনাড়ুর পূর্ব নাম ছিল মাদ্রাজ

5.1 ভারত: অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) শূন্যস্থান পূরণ কর: প্রশ্ন ও উত্তর | Class 10 Geography Bharat Abasthan Prashasnik Vibhag

Class 10 Geography
Class 10 Geography

1. জনসংখ্যার বিচারে পৃথিবীতে ভারতের স্থান………

উত্তর: দ্বিতীয় 

2. ভারতের শেষ রাজ্য গঠিত হয়…….. সালে 

উত্তর: 2014

3. ভারতের প্রবেশদ্বার বলা হয়…….কে

উত্তর: মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার বলা হয় 

4………সালে ভারত সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় 

উত্তর: 1950 সালে

5. ভারতের জাতীয় রাজধানী হল……

উত্তর: দিল্লী 

6. ভারতের দক্ষিণে অবস্থিত…….. মহাসাগর 

উত্তর: ভারত মহাসাগর

5.1 ভারত: অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) সংক্ষিপ্ত প্রশ্নোত্তর 
| Class 10 Geography Bharat Abasthan Prashasnik Vibhag

1. উপদ্বীপ কাকে বলে? 

উত্তর: তিন দিক জল দ্বারা বেষ্টিত স্থলভাগ্যে উপদ্বীপ বলে। ভারত হলো পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ 

2. কর্কটক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে? 

উত্তর: কর্কটক্রান্তি রেখা ভারতের গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম ইত্যাদি রাজ্যের উপর দিয়ে গেছে। 

3. পশ্চিমবঙ্গ ছাড়া কোন কোন রাজ্যের সীমানা বাংলাদেশকে স্পর্শ করেছে? 

উত্তর: পশ্চিমবঙ্গ ছাড়া আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম বাংলাদেশকে স্পর্শ করে আছে। 

4. উত্তর দক্ষিণ অপূর্ব পশ্চিমে ভারতের বিস্তৃতি লেখো। 

উত্তর: উত্তরে লাদাখের ইন্দিরা কল থেকে দক্ষিনে কন্যাকুমারিকা পর্যন্ত 3214 কিমি। পশ্চিমে গুজরাটের গুহার মোটার থেকে পূর্বে অরুণাচল প্রদেশের কিবিথু পর্যন্ত 2933 কিমি বিস্তৃত। 

5.1 ভারত: অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) ব্যাখ্যা মূলক প্রশ্নোত্তর | Class 10 Geography Bharat Abasthan Prashasnik Vibhag

1. তিন বিঘা করিডর কি? 

উত্তর: দুটি প্রতিবেশী দেশ যখন পারস্পরিক আলোচনার ভিত্তিতে একটি দেশের অভ্যন্তরে থাকা অন্য দেশের এলাকার সাথে যোগাযোগ রক্ষার জন্য অন্য দেশকে নির্দিষ্ট কিছু শর্তে ওই স্থান ব্যবহারের অনুমতি দেয় তখন সেই স্থানকে করিডর বলে। 

পশ্চিমবঙ্গের কোচবিহারে অবস্থিত মেখলিগঞ্জে কুচলীবাড়ী অঞ্চলে 178 মিটার দীর্ঘ এবং 85 মিটার প্রশস্তস্থান ১৯৯২ সালে ২৬ শে জুন ভারত বাংলাদেশকে ব্যবহারের জন্য অনুমতি দেয়।। এই নির্দিষ্ট স্থানটি তিন বিঘা করিডর নামে পরিচিত।

2. ভারতের ভৌগোলিক অবস্থান বর্ণনা কর 

উত্তর: পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ ভারত, এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে অবস্থিত।

উত্তর গোলার্ধে এবং পূর্ব গোলার্ধে ভারত অবস্থিত। 

ভারতের মূল ভূখণ্ডটি দক্ষিণে 8°4’ উত্তর অক্ষরেখা থেকে উত্তরে 37°6’ উত্তর অক্ষরেখার মধ্যে অবস্থিত। 

পশ্চিমে 68°7’ পূর্ব দ্রাঘিমা থেকে পূর্বে 97°25’ পূর্ব দ্রাঘিমার মধ্যে ভারত অবস্থিত।

WBBSE Class 10th Geography Bharat Abasthan Prashasnik Vibhag SAQ Suggestion | 5.1 ভারত: অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) SAQ প্রশ্ন ও উত্তর

5.1 ভারত: অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) SAQ প্রশ্ন ও উত্তর  

5.1 ভারত: অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) SAQ প্রশ্ন ও উত্তর | 5.1 ভারত: অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) Class 10 Geography Bharat Abasthan Prashasnik Vibhag Short Question and Answer Suggestion  দশম শ্রেণীর 5.1 ভারত: অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) SAQ প্রশ্ন ও উত্তর।

অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” 5.1 ভারত: অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়)  MCQ প্রশ্ন ও উত্তর | Class 10 Geography Bharat Abasthan Prashasnik Vibhag MCQ  ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই বিজ্ঞান শিক্ষা ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।

আরো দেখুন:

Class 10 Physical Science Test Question Answer 2024

আরো দেখুন:

Physical Science Suggestion Madhyamik- পরমাণুর নিউক্লিয়াস (অধ্যায়-৭) প্রশ্নউত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান

আরো দেখুন:

Physical Science Suggestion Madhyamik- গ্যাসের আচরণ (অধ্যায়-২) প্রশ্নউত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান

আরো দেখুন:

দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন – প্রশ্ন উত্তর সাজেশন | WBBSE Class 10th Physical Science Suggestion

  • 5.1 ভারত: অবস্থান ও প্রশাসনিক বিভাগ | Class 10 Geography Short Question and Answer 2025
    5.1 ভারত: অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th Madhyamik Geography Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট তোমরা যারা মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য 5.1 ভারত: অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়)  MCQ প্রশ্ন ও …

    Read more

  • চক্রপাণি দত্ত: কিংবদন্তী চিকিৎসক ও পণ্ডিত
    চক্রপাণি দত্ত ছিলেন বিখ্যাত একজন আদর্শ চিকিৎসক এবং শারীরতত্ত্ববিদ। বহু দূর থেকে রোগীরা তাঁর কাছে চিকিৎসার জন্য আসতেন। তিনি রোগীদের চিকিৎসা করতেন আনন্দ সহকারে এবং অবসর সময়ে বই লিখতেন। তাঁর রচিত গ্রন্থগুলির মধ্যে ‘চিকিৎসা সংগ্রহ‘, ‘দ্রব্য গুণ‘ এবং ‘সর্বসার সংগ্রহ‘ উল্লেখযোগ্য। ‘চক্রদত্ত‘ নামক গ্রন্থে তিনি চিকিৎসা সংক্রান্ত বিষয় লিপিবদ্ধ করেছেন। টীকাকার ও উপাধি চক্রপাণি দত্ত …

    Read more

  • পশ্চিমবঙ্গ সরকারের EWS সার্টিফিকেট পাওয়ার পদ্ধতি | EWS Certificate West Bengal Criteria | EWS সার্টিফিকেট কি এবং কেন এটি গুরুত্বপূর্ণ?
    EWS সম্পূর্ণ কথাটি হল ইকনোমিক্যালি উই কার সেকশন (Economically Weaker Section) বা সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণি। EWS সার্টিফিকেটের মূল উদ্দেশ্য হলো সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অংশকে নির্দিষ্ট কিছু সরকারি সুযোগ সুবিধা দেওয়া।এই সার্টিফিকেট এর মাধ্যমে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি চাকরিতে 10% সংরক্ষণ পাওয়া যেতে পারে। শুধুমাত্র জেনারেল কাস্ট যারা অন্য কোন সংরক্ষণের অন্তর্ভুক্ত …

    Read more

  • ধাতুবিদ্যা দশম শ্রেণী – প্রশ্ন উত্তর | WBBSE Class 10th Physical Science Suggestion ভৌত বিজ্ঞান দশম শ্রেণী
    দশম শ্রেণী ভৌত বিজ্ঞান সাজেশন – WBBSE Class 10th Physical Science Suggestion – ধাতুবিদ্যা দশম শ্রেণী Chapter 8.5 – প্রশ্ন উত্তর নিচে দেওয়া হল । এই WBBSE Class 10th (X) Madhyamik Physical Science Suggestion – মাধ্যমিক দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান সাজেশন – ধাতুবিদ্যা দশম শ্রেণী – প্রশ্ন উত্তর  গুলি আগামী 2026 সালের পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভৌত বিজ্ঞান …

    Read more

  • তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া – প্রশ্ন উত্তর | WBBSE Class 10th Physical Science Suggestion ভৌত বিজ্ঞান দশম শ্রেণী
    দশম শ্রেণী ভৌত বিজ্ঞান সাজেশন – WBBSE Class 10th Physical Science Suggestion – তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া Chapter 8.3 – প্রশ্ন উত্তর নিচে দেওয়া হল । এই WBBSE Class 10th (X) Madhyamik Physical Science Suggestion – মাধ্যমিক দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান সাজেশন – তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া – প্রশ্ন উত্তর  গুলি আগামী সালের পশ্চিমবঙ্গ …

    Read more

  • মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবনের প্রবাহমানতা (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science Question and Answer 
    মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর : জীবনের প্রবাহমানতা (দ্বিতীয় অধ্যায়) Madhyamik Life Science Question and Answer : মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবনের প্রবাহমানতা (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science Question and Answer, দশম শ্রেণীর জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় এর প্রশ্ন উত্তর pdf  নিচে দেওয়া হলো MCQ প্রশ্নোত্তর | মাধ্যমিক জীবন বিজ্ঞান – …

    Read more


Leave a Comment