দশম শ্রেণী ভৌত বিজ্ঞান সাজেশন – WBBSE Class 10th Physical Science Suggestion – তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া Chapter 8.3 – প্রশ্ন উত্তর নিচে দেওয়া হল । এই WBBSE Class 10th (X) Madhyamik Physical Science Suggestion – মাধ্যমিক দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান সাজেশন – তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া – প্রশ্ন উত্তর গুলি আগামী সালের পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভৌত বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নিচে তোমরা যারা মাধ্যমিক দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান পরীক্ষার সাজেশন খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারো । Madhyamik Exam এ কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি। পরে Madhyamik Physical Science Suggestion দেওয়া হবে

Madhyamik Physical Science Suggestion
মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন
তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া – প্রশ্ন উত্তর (অধ্যায়-৪) MCQ, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর | Madhyamik Physical Science Suggestion – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন
বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ Question) : (মান –1) তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া 8.3 – প্রশ্ন উত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন | Class 10 Physical Science
1. তড়িৎ বিশ্লেষণ যে পাত্রে করা হয় তাকে বলে
(a) ভোল্ট মিটার
(b) অ্যামমিটার
(c) ব্যারোমিটার
(d) ভোল্টামিটার
উত্তর: ভোল্টামিটার
2. গলিত সোডিয়াম ক্লোরাইড এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন হয়
(a) হাইড্রোজেন
(b) সোডিয়াম
(c) ক্লোরিন
(d) নাইট্রোজেন
উত্তর: সোডিয়াম
3. জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা হয়
(a) প্লাটিনাম পাত
(b) কপার পাত
(c) গ্রাফাইট দন্ড
(d) সিলভার পাত
উত্তর: প্লাটিনাম পাত।
4. নিচের কোনটি তড়িৎ পরিবহনে সক্ষম
(a) গলিত NaCl
(b) তরল HCl
(c) কঠিন NaCl
(d) গ্লুকোজের জলীয় দ্রবন
উত্তর: গলিত NaCl
5. নিচের কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ?
(a) অ্যাসিটিক অ্যাসিড
(b) কস্টিক সোডা
(c) লঘু সালফিউরিক অ্যাসিড
(d) সোডিয়াম ক্লোরাইড
উত্তর: অ্যাসিটিক অ্যাসিড
6. নিচের কোনটির তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক
(a) বিশুদ্ধ জল
(b) চিনির জলীয় দ্রবণ
(c) তরল হাইড্রোজেন ক্লোরাইড
(d) অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবন
উত্তর: অ্যাসিটিক এসিডের জলীয় দ্রবণ
7. ধাতব ও পরিবাহিতা তড়িৎ পরিবহন করে
(a) ক্যাটায়ন
(b) অ্যানায়ন
(c) ক্যাটায়ন ও অ্যানায়ন
(d) ইলেকট্রন
উত্তর: ইলেকশন
8. যে তড়িৎদ্বারটি ব্যাটারির ঋণাত্মক মেরু সাথে যুক্ত থাকে তাকে বলে
(a) ভোল্টামিটার
(b) অ্যানোড
(c) ক্যাথড
(d) ক্যালোরি মিটার
উত্তর: ক্যাথড
9. নিচের কোন অধাতুটি তড়িৎ এর সুপরিবাহী
(a) সালফার
(b) নাইট্রোজেন
(c) গ্রাফাইট
(d) হীরক
উত্তর: গ্রাফাইট
10. অল্প এসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে উৎপন্ন হয়
(a) হাইড্রোজেন
(b) অক্সিজেন
(c) নাইট্রোজেন
(d) জলীয় বাষ্প
উত্তর: অক্সিজেন
11. কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না নিচের কোন পদার্থটি
(a) তামা
(b) লোহা
(c) গ্যাস কার্বন
(d) খাদ্য লবণ
উত্তর: খাদ্য লবণ
12. তড়িৎ বিশ্লেষণ একপ্রকার
(a) জারণ বিজারণ বিক্রিয়া
(b) প্রতিস্থাপন বিক্রিয়া
(c) প্রশমন বিক্রিয়া
(d) যুত বিক্রিয়া
উত্তর: জারণ বিজারণ বিক্রিয়া
13. নিচের কোনটি তড়িৎ বিশ্লেষণ এর ব্যবহারিক প্রয়োগ নয়
(a) তড়িৎ লেপন
(b) তড়িৎ মুদ্রণ
(c) ধাতু নিষ্কাশন
(d) সংকর ধাতু তৈরি
উত্তর: সংকর ধাতু তৈরি
14. তড়িৎ বিশ্লেষণে কোনটি ঘটে
(a) ক্যাথডে বিজারণ অ্যানোডে জারন
(b) ক্যাথোডে জারন অ্যানোডে বিজারণ
(c) উভয় তড়িৎদ্বারে বিজারণ
(d) উপরের কোনোটিই নয়
উত্তর: ক্যাথডে বিজারণ অ্যানোডে জারণ
15. জলের তড়িৎ বিশ্লেষণের সময় জলে সামান্য পরিমাণ কি যোগ করা হয়?
(a) চিনি
(b) গ্লিসারিন
(c) অ্যালকোহল
(d) সালফিউরিক অ্যাসিড
উত্তর: সালফিউরিক এসিড
16. তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িৎ পরিবহন করে
(a) কঠিন অবস্থায়
(b) তরল অবস্থায়
(c) গলিত অবস্থায়
(d) গলিত ও জলে দ্রবীভূত অবস্থায়
উত্তর: গলিত ও জলে দ্রবীভূত অবস্থায়
17.Cu তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 এর জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষণ করলে দ্রবণে Cu++ আয়নের পরিমাণ
(a) বৃদ্ধি পাবে
(b) অপরিবর্তিত থাকবে
(c) কমবে
(d) প্রথমে বৃদ্ধি পাবে পরে হ্রাস পাবে
উত্তর: অপরিবর্তিত থাকবে
18. নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ
(a) অ্যালকোহল
(b) ইউরিয়া
(c) সোডিয়াম হাইড্রোক্সাইড
(d) বেনজিন
উত্তর: সোডিয়াম হাইড্রোক্সাইড
19. নিচের কোনটির মধ্য দিয়ে সহজেই তড়িৎ পরিবাহিত হয়
(a) কাঠ
(b) কাঁচ
(c) জল
(d) রুপা
উত্তর: রুপা
20. গলিত বা জলে দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে
(a) ইলেকট্রন
(b) ক্যাটায়ন
(c) অ্যানায়ন
(d) ক্যাটায়ন, অ্যানায়ন উভয়ই
উত্তর: ক্যাটায়ন, অ্যানায়ন উভয়ই
দু এক কথায় উত্তর দাও।: (মান –1) Madhyamik Physical Science Suggestion – তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া 8.3 প্রশ্ন উত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন | তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া 8.3 – প্রশ্ন উত্তর

1. তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
উত্তর: তড়িৎ বিশ্লেষনে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়।
2. তড়িৎ বিশ্লেষণে কোন তড়িৎ ব্যবহার করা হয়?
উত্তর: তড়িৎ বিশ্লেষণে DC তড়িৎ ব্যবহার করা হয়।
3. মৌলিক পদার্থ তড়িৎ বিশ্লেষ্য হতে পারে কি?
উত্তর: মৌলিক পদার্থ তড়িৎ বিশ্লেষ্য হতে পারে না
4. একটি তড়িৎ অবিশ্লেষ্য যৌগের নাম লেখ।
উত্তর: একটি তড়িৎ অবিশ্লেষ্য যৌগ হলে বেনজিন।
5. লোহার জিনিসের উপর তামার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কোন পদার্থ ব্যবহার করা হবে?
উত্তর: লোহার জিনিসের উপর তামার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কপার সালফেটের জলীয় দমন ব্যবহার করা হয়।
6. A.C তড়িৎ ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণ করা যাবে কি?
উত্তর: ac তড়িৎ ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণ হয় না।
7. তড়িৎ বিশ্লেষণে কোন তড়িৎদ্বারে জারণ, কোন তড়িৎদ্বারে বিজারণ হয়?
উত্তর: ক্যাথোড তড়িৎদ্বারে সর্বদা বিজারণ এবং অ্যানোড তড়িৎদ্বারে জারন বিক্রিয়া সম্পন্ন হয়।
8. ব্লিস্টার কপার কাকে বলে?
উত্তর: রাসায়নিক পদ্ধতির মাধ্যমে প্রাপ্ত অশুদ্ধ তামাকে ব্লিস্টার কপার বলে। ব্লিস্টার কপারের মধ্যে ৯৭-৯৮% কপার থাকে।
9. তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোন কণার মাধ্যমে তড়িৎ পরিবহন করে?
উত্তর: তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আয়নের মাধ্যমে তড়িৎ পরিবহন করে।
10. তড়িৎ বিশ্লেষণের সময় কোন ইলেকট্রড কে ক্যাথড বলা হয়?
উত্তর: ব্যাটারির ঋণাত্মক মেরুর সাথে যুক্ত তড়িৎদ্বার কে ক্যাথোড বলা হয়
11. মৌলিক পদার্থের তড়িৎ বিশ্লেষণ সম্ভব কি?
উত্তর: মৌলিক পদার্থের তড়িৎ বিশ্লেষণ সম্ভব নয় কারণ এরা আয়নে বিভাজিত হয় না
12. পারদ তড়িৎ পরিবহন করে তাহলে পারদ কি তড়িৎ বিশ্লেষ্য?
উত্তর: পারদ তড়িৎ পরিবহন করলেও পারদ তড়িৎ বিশ্লেষ্য নয়।
13. বিশুদ্ধ জল তড়িতের সুপরিবাহী না কুপরিবাহী?
উত্তর: বিশুদ্ধ জলে কোন আয়ন থাকে না তাই বিশুদ্ধ জল তড়িৎ এর সুপরিবাহী নয়
14. দুটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম কর।
উত্তর: দুটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হল
খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড এবং সালফিউরিক অ্যাসিড
15. দুটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম কর।
উত্তর: দুটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, কার্বনিক অ্যাসিড
16. একটি তড়িৎ পরিবাহী অধাতুর নাম কর।
উত্তর: একটি তড়িৎ পরিবাহী অধাতু হলো গ্রাফাইট
17. জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে 10গ্রাম অক্সিজেন জমা হলে ক্যাথডে কি পরিমাণ হাইড্রোজেন জমা হবে?
উত্তর: অ্যানোডে ১০ গ্রাম হাইড্রোজেন জমা হলে ক্যাথডে কুড়ি গ্রাম হাইড্রোজেন জমা হবে
18. একটি যৌগের নাম করো, যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য।
উত্তর: অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য
19. তড়িৎ বিশ্লেষণ এর সময় কি ধরনের তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়?
উত্তর: তড়িৎ বিশ্লেষণের সময় সম প্রবাহ বা DC ব্যবহার করা হয়
অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন: (মান –1) Madhyamik Physical Science Suggestion – তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া প্রশ্ন উত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন |তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া – প্রশ্ন উত্তর
আমাদের প্রয়াস মাধ্যমিক (দশম শ্রেণী) ভৌত বিজ্ঞান পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং সাজেশন (WBBSE Class 10th Physical Science Suggestion / West Bengal Board of Secondary Education – WBBSE Physical Science Suggestion / Madhyamik Class 10th Physical Science Suggestion / Class X Physical Science Suggestion / Madhyamik Pariksha Physical Science Suggestion / WBBSE Class 10th Physical Science Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer. / WBBSE Class 10th Physical Science Suggestion FREE PDF Download) সফল হবে।এখানে এক কথায় প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে।
1. একটি অধাতব পরিবাহীর নাম লেখ যা তড়িৎদ্বার রূপে ব্যবহৃত হয়।
উত্তর: একটি অধাতব পরিবাহী হলো গ্রাফাইট যা তড়িৎদার রূপে ব্যবহৃত হয়।
2. আয়ন কাকে বলে?
উত্তর: তড়িৎগ্রস্ত পরমাণু বা মূলককে আয়ন বলে।
3. আয়ন কয় প্রকার ও কি কি?
উত্তর: আয়ন দুই প্রকার
ক্যাটায়ন ও অ্যানায়ন
4. ক্যাটায়ন কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর: পজিটিভ বা ধনাত্মক তড়িৎগ্রস্ত পরমাণু বা মুলক কে ক্যাটায়ন বলে।
উদাহরণ: ক্যাটায়ন এর উদাহরণ হল H+, Cu2+,Na+
5. অ্যানায়ন কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর: নেগেটিভ বা ঋণাত্মক তড়িৎগ্রস্ত পরমাণু বা মূলককে আনয়ন বলে।
OH–, SO42-, Cl–
6. জলের তড়িৎ বিশ্লেষনে একই সময়ে অ্যানোড ও ক্যাথোডে উৎপন্ন গ্যাস গুলির আয়তন, ওজন অনুপাত কত?
উত্তর: জলের তড়িৎ বিশ্লেষণে প্রাপ্ত হাইড্রোজেন ও অক্সিজেনের আয়তন অনুপাত 2:1
জলের তড়িৎ বিশ্লেষণে হাইড্রোজেন ও অক্সিজেনের ওজন অনুপাত 1:8
7. বিশুদ্ধ জলে অল্প পরিমাণ সালফিউরিক অ্যাসিড যোগ করলে উৎপন্ন দ্রবণের তড়িৎ পরিবাহিতা বিশুদ্ধ জলের থেকে বেশি হয় কেন?
উত্তর: বিশুদ্ধ জলে অল্প পরিমাণ সালফিউরিক অ্যাসিড যোগ করলে প্রচুর সংখ্যক H+, OH– আয়ন উৎপন্ন হয় যা দ্রুত তড়িৎ পরিবহন করে কিন্তু বিশুদ্ধ জলের এরূপ থাকে না তাই তড়িৎ পরিবাহিতা কম
8. কোন তড়িৎ বিশ্লেষের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণে তড়িৎ এর বাহক কারা?
উত্তর: কোন তড়িৎ বিশ্লেষের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ এর বাহক হল আয়ন গুলি অর্থাৎ অ্যানায়ন ও ক্যাটায়ন
9. তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায়?
উত্তর: তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায়
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: (মান – 2/3 ) Madhyamik Physical Science Suggestion – তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া – প্রশ্ন উত্তর (অধ্যায়-৪) – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন Electrolytes and Electrolysis

1. তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে?
উত্তর: যেসব পদার্থ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবহনের ফলে পদার্থ গুলি রাসায়নিক পরিবর্তন ঘটে নতুন পদার্থ তৈরি হয় তাকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে।
যেমন, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, খাদ্য লবণ এরা হলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ
2. তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কাকে বলে?
উত্তর: যেসব পদার্থ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না তাদের তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলে।
উদাহরণ: তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের উদাহরণ হল চিনির দ্রবন, অ্যালকোহল,কেরোসিন ইত্যাদি।
3. তীব্র তড়িৎ বিশ্লেষ্য ও মৃদু তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে?
উত্তর: যেসব তড়িৎ বিশ্লেষ্য গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় অধিক পরিমাণে আয়নে পরিণত হয় তাদের তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলে।
যেমন, কস্টিক সোডা (NaOH), সালফিউরিক অ্যাসিড ( H2SO4) হল তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ
যেসব তড়িৎ বিশ্লেষ্য গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় খুব কম সংখ্যক আইন উৎপন্ন করে তাদের মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলে।
যেমন, অ্যাসিটিক অ্যাসিড (CH3COOH) হল একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য।
◆ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি: বিনামূল্যে নোটস, সাজেশন, PDF ও সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp Group এ Join হয়ে যাও।
4. নিচের পদার্থ গুলি কোনগুলি তড়িৎ বিশ্লেষ্য কোনগুলি তড়িৎ বিশ্লেষ্য সনাক্তকর।
চিনির জলীয় দ্রবণ, গলিত NaCl, তরল HCl, হাইড্রোজেন ক্লোরাইড, পারদ, কেরোসিন তেল, গলিত কস্টিক পটাশ, গ্রাফাইট
উত্তর:
চিনির জলীয় দ্রবণ | তড়িৎ অবিশ্লেষ্য |
গলিত NaCl | তড়িৎ বিশ্লেষ্য |
তরল HCl | তড়িৎ বিশ্লেষ্য |
পারদ | তড়িৎ অবিশ্লেষ্য |
কেরোসিন | তড়িৎ অবিশ্লেষ্য |
হাইড্রোজেন ক্লোরাইড | তড়িৎ অবিশ্লেষ্য |
গলিত কস্টিক পটাস | তড়িৎ বিশ্লেষ্য |
গ্রাফাইট | তড়িৎ অবিশ্লেষ্য |
5. তড়িৎ বিশ্লেষণ কাকে বলে?
উত্তর: যে প্রক্রিয়ায় গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িচ্চালনা করে নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন করা হয় সেই প্রক্রিয়াকে তড়িৎ বিশ্লেষণ বলে।
6. ভোল্টামিটার কি?
উত্তর: গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে যে পাত্রে রেখে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে ভোল্টমিটার বলে।
7. তড়িৎদ্বার কি? ইহা কয় প্রকার ও কি কি?
উত্তর: তড়িৎ বিশ্লেষণের সময় যে দুটি সুপরিবাহী পাত তড়িৎ বিশ্লেষের মধ্যে আংশিক ডুবিয়ে তড়িচ্চালনা করা হয় তাকে তড়িৎদ্বার বলে।
তড়িৎদার দুই প্রকার অ্যানোড ও ক্যাথোড
8. অ্যানোড ও ক্যাথোড কাকে বলে?
উত্তর: ব্যাটারির ধনাত্মক বা পজিটিভ মেরুর সাথে যুক্ত তড়িৎদ্বার কে অ্যানোড বলে।
ব্যাটারির ঋণাত্মক সাথে যুক্ত তড়িৎদ্বার কে ক্যাথোড বলে।
9. তড়িৎ লেপন কাকে বলে?
উত্তর: তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায়, অপেক্ষাকৃত বেশি সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেয়ার পদ্ধতিকে তড়িৎ লেপন বলে।
10. তড়িৎ লেপনের উদ্দেশ্য কি?
উত্তর: তড়িৎ লেপনের উদ্দেশ্য গুলি হল
1. ধাতু গুলিকে জল ও বায়ুর ক্রিয়া থেকে রক্ষা করার জন্য
2. ধাতুগুলির সৌন্দর্য বৃদ্ধি করে তার অর্থনৈতিক গুরুত্ব বৃদ্ধির জন্য
11. তড়িৎ লেপনের মূলনীতি কি?
উত্তর: তড়িৎ লেপন প্রক্রিয়ায় যে ধাতুর প্রলেপ দিতে হবে তাকে অ্যানোডে নেওয়া হয়, যার উপর প্রলেপ দেওয়া হয় তাকে ক্যাথোডে নেওয়া হয়। এবং তড়িৎ বিশ্লেষ্য হিসেবে নেওয়া হয়। যে ধাতুর পড়ে দেওয়া হচ্ছে তারই কোন দ্রব্য লবনকে
12. আয়ন কাকে বলে? ক্যাটায়ন ও অ্যানায়ন বলতে কী বোঝো?
উত্তর: তড়িৎগ্রস্ত পরমাণু বা মূলক কে আয়ন বলে। পরমাণু বা মূলক ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে আয়নে পরিণত হয়।
ক্যাটায়ন : পজিটিভ তড়িৎগ্রস্থ পরমানু বা মূলক কে ক্যাটায়ন বলে।
রচনাধর্মী প্রশ্নোত্তর: (মান – 2/3 ) Madhyamik Physical Science Suggestion – তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া – প্রশ্ন উত্তর (অধ্যায়-৪) – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন Electrolytes and Electrolysis
1. ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পার্থক্য লেখ।
উত্তর: ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পার্থক্য হল…
1. ধাতব ও পরিবাহীতে ইলেকট্রন গুলি তড়িৎ পরিবহন করে।
তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে আয়ন গুলি তড়িৎ পরিবহন করে।
2. তড়িৎ পরিবহনে ফলে ধাতব পরিবাহীর কোন রাসায়নিক পরিবর্তন ঘটে না।
তড়িৎ পরিবহনের ফলে তড়িৎ বিশ্লেষের রাসায়নিক পরিবর্তন ঘটে নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ তৈরি হয়।
3. ধাতব পরিবাহী কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে।
তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে।
2. খাদ্য লবনের তড়িৎ বিশ্লেষণ কিভাবে করা হয়?
উত্তর: খাদ্য লবণ গলিত অবস্থায় নিয়ে তার মধ্য দিয়ে তড়িচ্চালনা করে এর তড়িৎ বিশ্লেষণ করা হয়
NaCl= Na+ + Cl-
তড়িৎ চালনা করলে Na+ আয়ন গুলি অর্থাৎ ক্যাটায়নগুলি ক্যাথোডে যায় এবং একটি ইলেকট্রন গ্রহণ করে নিস্তড়িত সোডিয়াম পরমাণুতে পরিণত হয় ও ক্যাথোডের গায়ে জমা হয়। Cl– আয়ন গুলি অ্যানোডে যায় এবং ইলেকট্রন বর্জন করে ক্লোরিন পরমাণুতে পরিণত হয়। ক্লোরিন পরমাণু গুলি পরস্পর যুক্ত হয়ে ক্লোরিন গ্যাস রূপে অ্যানোডের গা বেয়ে উপরে উঠে আসে।
ক্যাথডে বিক্রিয়া: Na+ + e = Na
অ্যানোডে বিক্রিয়া: Cl– – e = Cl, Cl+Cl= Cl2
3. জলের তড়িৎ বিশ্লেষনে অ্যানোড ও ক্যাথোডে সংঘটিত বিক্রিয়া গুলি লেখ।
উত্তর: বিশুদ্ধ জল তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ অর্থাৎ এর তড়িৎ পরিবহন ক্ষমতা নগণ্য। সামান্য এসিড মিশ্রিত জলে প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে তড়িৎচালনা করলে জল বিশ্লিষ্ট হয় এবং ক্যাথোডে হাইড্রোজেন ও অ্যানোডে অক্সিজেন তৈরি করে।
H2O= H+ OH-
ক্যাথডে বিক্রিয়া: H+ + e =H,
H+H=H2
অ্যানোডে বিক্রিয়া: OH- -e = OH
OH+OH+OH+OH= 4OH
4OH=2H2O +O2
4. কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেট এর তড়িৎ বিশ্লেষণ আলোচনা কর।
উত্তর: কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেট এর তড়িৎ বিশ্লেষণ
কপার সালফেটের (CuSO4) আয়নীয় বিয়োজন হল
Cu++ + SO4 2-, H2O= H+ + OH–
কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ করলে Cu++ ও H+ উভয়েই ক্যাথোডের দিকে যায়, কিন্তু তড়িৎ রাসায়নিক শ্রেণীতে কপার হাইড্রোজেনের নিচে অবস্থিত অর্থাৎ Cu2+ এর ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা H+ এর তুলনায় বেশি, তাই Cu++ ক্যাথোডে যায় এবং দুটি ইলেকট্রন গ্রহণ করে পরমাণু রূপে ক্যাথোটে জমা হয় অর্থাৎ ক্যাথোডের ভর বৃদ্ধি পায়।
অন্যদিকে OH– ও SO42- উভয় অ্যানায়ন অ্যানোডের দিকে গেলেও ধাতব কপারের ইলেকট্রন বর্জন করার প্রবণতা উক্ত অ্যানায়ন দুটির ইলেকট্রন বর্জন করার প্রবণতা থেকে বেশি। তাই অ্যানোড এর কপার পরমানু দুটি ইলেকট্রন বর্জন করে Cu2+ হিসাবে দ্রবণে আসে ফলে অ্যানোড পাতটি ক্ষয়প্রাপ্ত হয়
ক্যাথোডে বিক্রিয়া: Cu 2+ +2e=Cu
অ্যানোডে বিক্রিয়া: Cu -2e =Cu 2+
5. তড়িৎ বিশ্লেষণ এর সাহায্যে কিভাবে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয়?
উত্তর: তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয়, অ্যালুমিনা ( Al2O3) থেকে। অ্যালুমিনার (20%) সঙ্গে ক্রায়োলাইট (60%) এবং ফ্লুওস্পার(20%) মিশিয়ে 900°C তাপমাত্রায় উত্তপ্ত করে মিশ্রণটিকে গলিয়ে নেওয়া হয়। তারপর গ্রাফাইট তড়িৎদ্বারের মাধ্যমে তড়িৎচালনা করলে ক্যাথোডে অ্যালুমিনিয়াম মুক্ত হয়।
Al2O3=2Al3++3O2-
ক্যাথডে বিক্রিয়া: Al3+ +3e=Al
অ্যানোডে বিক্রিয়া: 3O2-– 6e=3O, 3O+3O=3O2
6. তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কিভাবে অশুদ্ধ তামা থেকে বিশুদ্ধ তামা তৈরি করা হয়?
উত্তর: ব্লিস্টার কপারের মধ্যে 97% তামা থাকে। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় এটিকে বিশুদ্ধ তামায় পরিণত করা যায়। তড়িৎ বিশ্লেষ্য হিসেবে নেওয়া হয় H2SO4 মিশ্রিত কপার সালফেট দ্রবণ। অশুদ্ধ তামার পাতকে অ্যানোড এবং বিশুদ্ধ তামার পাতকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়। এক্ষেত্রে একাধিক অ্যানোড ও ক্যাথোড ব্যবহার করা হয়, ঝাঁঝরির আকারে।
CuSO4= Cu2+ + SO42-
ক্যাথোড বিক্রিয়া: Cu2+ + 2e=Cu
অ্যানোড বিক্রিয়া: Cu= Cu2+ + 2e
7. তড়িৎ লেপনের তালিকা:
1. তামার প্রলেপ: অ্যানোডে বিশুদ্ধ তামার পাত, ক্যাথোডে লোহার দ্রব্য, তড়িৎ বিশ্লেষ্য কপার সালফেট এর জলীয় দ্রবণ ( CuSO4)
2. নিকেলের প্রলেপ: অ্যানোডে বিশুদ্ধ নিকেলের দন্ড, ক্যাথডে পিতল বা লোহার দ্রব্য, তড়িৎ বিশ্লেষ্য হিসেবে সামান্য বরিক ক্যাসিড মিশ্রিত নিকেল সালফেট (NiSO4) এর দ্রবণ।
3. সোনার প্রলেপ: অ্যানোডে বিশুদ্ধ শোনার পাত, ক্যাথডে পিতলের দ্রব্য, তড়িৎ বিশ্লেষ্য হিসেবে পটাশিয়াম অরোসায়ানাইডের। K[Au(CN)2] জলীয় দ্রবণ
4. রুপোর প্রলেপ: অ্যানোড হিসেবে বিশুদ্ধ রুপোর পাত, ক্যাথড হিসেবে লোহার বস্তু, তড়িৎ বিশ্লেষ্য হিসেবে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইডK [Ag(CN)2]
WBBSE Class 10th Physical Science Suggestion | দশম শ্রেণী ভৌত বিজ্ঞান – তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া – প্রশ্ন উত্তর
WBBSE Class 10th Physical Science Suggestion (দশম শ্রেণী ভৌত বিজ্ঞান) – তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া – প্রশ্ন উত্তর | দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া – প্রশ্ন উত্তর সাজেশন | WBBSE Class 10th Physical Science Suggestion | দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া – প্রশ্ন উত্তর সাজেশন | WBBSE Class 10th Physical Science Suggestion
স্কুল, কলেজ ও বিভিন্ন ছাত্রছাত্রীদের পড়াশোনার ডিজিটাল মাধ্যম BigyanSiksha.com । এর প্রধান উদ্দেশ্য পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক) মূলত বিজ্ঞান বিষয়কে সহজ বাংলা ভাষায় মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে সহজ করে তোলা। এছাড়াও সাধারণ-জ্ঞান, পরীক্ষা প্রস্তুতি, ভ্রমণ গাইড, আশ্চর্যজনক তথ্য, সফল ব্যাক্তিদের জীবনী, বিখ্যাত ব্যাক্তিদের উক্তি, প্রাণী জ্ঞান, কম্পিউটার, বিজ্ঞান ও বিবিধ প্রবন্ধের মাধ্যমে ছাত্রছাত্রীদের মননকে বিকশিত করে তোলা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া – প্রশ্ন উত্তর সাজেশন | WBBSE Class 10th Physical Science Suggestion) পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই Bigyan Siksha ওয়েবসাইটের পাশে থাকুন। বিভিন্ন বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তুলুন। ধন্যবাদ।
Madhyamik Suggestion 2026 | মাধ্যমিক সাজেশন ২০২৬
আরো দেখুন:
Class 10 Physical Science Test Question Answer 2024
আরো দেখুন:
Physical Science Suggestion Madhyamik- পরমাণুর নিউক্লিয়াস (অধ্যায়-৭) প্রশ্নউত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান
আরো দেখুন:
Physical Science Suggestion Madhyamik- গ্যাসের আচরণ (অধ্যায়-২) প্রশ্নউত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান
আরো দেখুন:
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন – প্রশ্ন উত্তর সাজেশন | WBBSE Class 10th Physical Science Suggestion
- 5.1 ভারত: অবস্থান ও প্রশাসনিক বিভাগ | Class 10 Geography Short Question and Answer 20255.1 ভারত: অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th Madhyamik Geography Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট তোমরা যারা মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য 5.1 ভারত: অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন ও …
- চক্রপাণি দত্ত: কিংবদন্তী চিকিৎসক ও পণ্ডিতচক্রপাণি দত্ত ছিলেন বিখ্যাত একজন আদর্শ চিকিৎসক এবং শারীরতত্ত্ববিদ। বহু দূর থেকে রোগীরা তাঁর কাছে চিকিৎসার জন্য আসতেন। তিনি রোগীদের চিকিৎসা করতেন আনন্দ সহকারে এবং অবসর সময়ে বই লিখতেন। তাঁর রচিত গ্রন্থগুলির মধ্যে ‘চিকিৎসা সংগ্রহ‘, ‘দ্রব্য গুণ‘ এবং ‘সর্বসার সংগ্রহ‘ উল্লেখযোগ্য। ‘চক্রদত্ত‘ নামক গ্রন্থে তিনি চিকিৎসা সংক্রান্ত বিষয় লিপিবদ্ধ করেছেন। টীকাকার ও উপাধি চক্রপাণি দত্ত …
- পশ্চিমবঙ্গ সরকারের EWS সার্টিফিকেট পাওয়ার পদ্ধতি | EWS Certificate West Bengal Criteria | EWS সার্টিফিকেট কি এবং কেন এটি গুরুত্বপূর্ণ?EWS সম্পূর্ণ কথাটি হল ইকনোমিক্যালি উই কার সেকশন (Economically Weaker Section) বা সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণি। EWS সার্টিফিকেটের মূল উদ্দেশ্য হলো সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অংশকে নির্দিষ্ট কিছু সরকারি সুযোগ সুবিধা দেওয়া।এই সার্টিফিকেট এর মাধ্যমে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি চাকরিতে 10% সংরক্ষণ পাওয়া যেতে পারে। শুধুমাত্র জেনারেল কাস্ট যারা অন্য কোন সংরক্ষণের অন্তর্ভুক্ত …
- ধাতুবিদ্যা দশম শ্রেণী – প্রশ্ন উত্তর | WBBSE Class 10th Physical Science Suggestion ভৌত বিজ্ঞান দশম শ্রেণীদশম শ্রেণী ভৌত বিজ্ঞান সাজেশন – WBBSE Class 10th Physical Science Suggestion – ধাতুবিদ্যা দশম শ্রেণী Chapter 8.5 – প্রশ্ন উত্তর নিচে দেওয়া হল । এই WBBSE Class 10th (X) Madhyamik Physical Science Suggestion – মাধ্যমিক দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান সাজেশন – ধাতুবিদ্যা দশম শ্রেণী – প্রশ্ন উত্তর গুলি আগামী 2026 সালের পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভৌত বিজ্ঞান …
- তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া – প্রশ্ন উত্তর | WBBSE Class 10th Physical Science Suggestion ভৌত বিজ্ঞান দশম শ্রেণীদশম শ্রেণী ভৌত বিজ্ঞান সাজেশন – WBBSE Class 10th Physical Science Suggestion – তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া Chapter 8.3 – প্রশ্ন উত্তর নিচে দেওয়া হল । এই WBBSE Class 10th (X) Madhyamik Physical Science Suggestion – মাধ্যমিক দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান সাজেশন – তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া – প্রশ্ন উত্তর গুলি আগামী সালের পশ্চিমবঙ্গ …
- মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবনের প্রবাহমানতা (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science Question and Answerমাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর : জীবনের প্রবাহমানতা (দ্বিতীয় অধ্যায়) Madhyamik Life Science Question and Answer : মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবনের প্রবাহমানতা (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science Question and Answer, দশম শ্রেণীর জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় এর প্রশ্ন উত্তর pdf নিচে দেওয়া হলো MCQ প্রশ্নোত্তর | মাধ্যমিক জীবন বিজ্ঞান – …