
পঞ্চম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর : পঞ্চম শ্রেণীর বিজ্ঞান – পঞ্চম শ্রেণী পঞ্চম অধ্যায়:পরিবেশ ও উৎপাদন ( কৃষি ও মৎস্য উৎপাদন) West Bengal Class 5 Science : পঞ্চম শ্রেণীর বিজ্ঞান – পঞ্চম শ্রেণীর বিজ্ঞান –পঞ্চম অধ্যায়:পরিবেশ ও উৎপাদন ( কৃষি ও মৎস্য উৎপাদন) | West Bengal Class 5 Science নিচে দেওয়া হলো।
এই পঞ্চম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – WBBSE Class 5 Science Question and Answer, Suggestion, Notes – পঞ্চম শ্রেণী পঞ্চম অধ্যায়:পরিবেশ ও উৎপাদন ( কৃষি ও মৎস্য উৎপাদন) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 5 th Science Examination – পশ্চিমবঙ্গ পঞ্চম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট
পঞ্চম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর: পঞ্চম অধ্যায়:পরিবেশ ও উৎপাদন ( কৃষি ও মৎস্য উৎপাদন)
পঞ্চম শ্রেণী পঞ্চম অধ্যায়:পরিবেশ ও উৎপাদন ( কৃষি ও মৎস্য উৎপাদন)
সঠিক উত্তরটি নির্বাচন করো | পঞ্চম শ্রেণী পঞ্চম অধ্যায়:পরিবেশ ও উৎপাদন ( কৃষি ও মৎস্য উৎপাদন), প্রশ্ন ও উত্তর | West Bengal Class 5 Science
1. হারভেস্টার হল
(a) শস্য ঝাড়া ও কাটার যন্ত্র
(b) জমি সমান করার যন্ত্র
(c) বীজ বোনার যন্ত্র
(d) সার ছাড়ানোর যন্ত্র
উত্তর: শস্য ঝাড়া ও কাটার যন্ত্র।
2. রাসায়নিক সার বেশি ব্যবহার করলে ভবিষ্যতে
(a) বেশি ফসল পাওয়া যাবে
(b) ফসল উৎপাদন কমে যাবে
(c) জমি উর্বর হবে
(d) মাটির গুনাগুন বজায় থাকবে
উত্তর: ফসল উৎপাদন কমে যাবে
3. বাড়িতে শস্য রাখার জন্য তৈরি করা হয়
(a) গর্ত
(b) ঘর
(c) চালা
(d) গোলা
উত্তর: গোলা
4. পশ্চিমবঙ্গের কোন জেলা কমলালেবুর জন্য বিখ্যাত?
(a) হুগলি
(b) দার্জিলিং
(c) কোচবিহার
(d) বাঁকুড়া
উত্তর: দার্জিলিং
5. পাহাড়ি এলাকার একটি বিখ্যাত সবজি হল
(a) পটল
(b) বেগুন
(c) পেঁপে
(d) স্কোয়াশ
উত্তর: স্কোয়াস
6. কোন জেলা আম চাষের জন্য বিখ্যাত?
(a) মালদহ জেলা
(b) দার্জিলিং জেলা
(c) মুর্শিদাবাদ
(d) নদীয়া
উত্তর: মালদহ জেলা
7. ভেড়িতে চাষ করা হয়
(a) মাছ
(b) গম
(c) মুরগি
(d) ধান
উত্তর: মাছ
8. সমুদ্রের কাছে নোনা মাটি চাষের পক্ষে
(a) খুব ভালো
(b) ভালো নয়
(c) মাঝারি
(d) কোনোটিই নয়
উত্তর: ভালো নয়
9. একটি লুপ্তপ্রায় মাছ হল
(a) কাতলা
(b) চিংড়ি
(c) ইলিশ
(d) সরপুটি
উত্তর: সরপুটি
10. ভারতের সবুজ বিপ্লব হয়েছিল
(a) পঞ্চাশের দশকে
(b) ষাটের দশকে
(c) নব্বই এর দশকে
(d) আশির দশকে
উত্তর: ষাটের দশকে
আমাদের পরিবেশ পঞ্চম শ্রেণী: পঞ্চম অধ্যায়:পরিবেশ ও উৎপাদন ( কৃষি ও মৎস্য উৎপাদন) | দু একটি শব্দে উত্তর দাও| West Bengal Class 5 Science
1. জমি চষার যন্ত্রের নাম কি ?
উত্তর: পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করা হয়।
2. ধান কাটা ও ঝাড়ার যন্ত্রের নাম কি?
উত্তর: ধান কাটা ও ঝাড়ার যন্ত্রের নাম হল হারভেস্টার
3. কোন পশু লাঙ্গল টানার কাজে ব্যবহার করা হতো?
উত্তর: গরু ও মহিষ লাঙ্গল টানার কাজে ব্যবহার করা হতো
4. আগে চাষের জমিতে কোন সার ব্যবহার করা হতো?
উত্তর: আগে চাষের জমিতে গোবর সার ব্যবহার করা হতো
5. একটি রাসায়নিক সারের নাম করো।
উত্তর: একটি রাসায়নিক সার হল ইউরিয়া।
6. কত সালে চালের দাম চার গুণ হয়েছিল?
উত্তর: ১৯৬৬ সালে চালের দাম চারগুণ হয়েছিল।।
7. সবুজ বিপ্লব কি?
উত্তর: ১৯৬০ এর দশকে ভারতীয় কৃষিতে যে উৎপাদন বৃদ্ধি হয় তাকেই সবুজ বিপ্লব বলে।
8. আমাদের দেশের বর্ষাকালে কোন ফসলের চাষ হয়?
উত্তর: বর্ষাকালে মূলত ধান চাষ হয়।
9. আউশ ধান কোন সময় চাষ করা হয়?
উত্তর: আউশ ধান এপ্রিল মে মাসে চাষ করা হয়
10. আমন ধান কোন সময় চাষ করা হয়?
উত্তর: আমন ধান জুন জুলাই মাসে চাষ করা হয়।
11. পাহাড়ে ধান চাষের পদ্ধতি কে কি বলে?
উত্তর: ধাপ চাষ
12. পশ্চিমবঙ্গের একটি পাহাড়ি নদীর নাম কর।
উত্তর: পশ্চিমবঙ্গের একটি পাহাড়ি নদী হল তিস্তা।
13. পশ্চিমবঙ্গের কোথায় রেশম কিট পালন করা হয়?
উত্তর: মালদা জেলায় রেশম চাষ করা হয়।
14. দার্জিলিংয়ের চা স্বাদও গন্ধে আলাদা কেন?
উত্তর: প্রাকৃতিক পরিবেশের জন্য দার্জিলিংয়ের চা স্বাদ ও গন্ধে আলাদা হয়।
15. পশ্চিমবঙ্গের কোন জেলার মাটি ধান চাষের পক্ষে খুব উপযুক্ত?
উত্তর: পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার মাটি ধান চাষের পক্ষে খুব উপযুক্ত।
16. ডিভিসি পুরো কথাটি কি?
উত্তর: DVC পুরো কথাটি হলো দামোদর ভ্যালি কর্পোরেশন।
17. কোন নদীর উপর ডিভিসি বাঁধ রয়েছে?
উত্তর: দামোদর নদীর উপর ডিভিসি বাঁধ রয়েছে
18. কোন মাটিতে তরমুজ ভালো হয়?
উত্তর: পলি মাটিতে তরমুজ ভালো হয়।
19. কোন ফসল চাষে জল কম লাগে?
উত্তর: ডাল জাতীয় শস্য যেমন মটর মসুর বিউলি বরবটি সিম ইত্যাদি চাষে জল কম লাগে
20. পশ্চিমের পাহাড়ি অঞ্চলে কি ধরনের মাটি দেখা যায়?
উত্তর: পশ্চিমের পাহাড়ি অঞ্চলে কাকুরে লাল মাটি দেখা যায়।
21. পশ্চিমবঙ্গের দক্ষিনে নোনা জমিতে কি কি ফসল চাষ হয়?
উত্তর: পশ্চিমবঙ্গের দক্ষিনে নোনা জমিতে তরমুজ পান লঙ্কা সূর্যমুখী ভুট্টা ইত্যাদির চাষ হয়।
22. পশ্চিমবঙ্গের কোথাকার পেয়ারা বিখ্যাত?
উত্তর: পশ্চিমবঙ্গের বারুইপুরের পেয়ারা বিখ্যাত
23. পশ্চিমবঙ্গের কোথায় কাজুবাদাম চাষ হয়?
উত্তর: পশ্চিমবঙ্গের দীঘায় কাজুবাদাম চাষ হয়।
24. সমুদ্র থেকে কি কি মাছ পাওয়া যায়?
উত্তর: সমুদ্র থেকে ইলিশ ভোলা পমফ্রেট লোটে ইত্যাদি মাছ পাওয়া যায়।
25. ভেরিতে কি কি মাছের চাষ হয়?
উত্তর: ভেড়িতে পারসে, টেংরা ভেটকি বাগদা চিংড়ি গলদা চিংড়ি রুই মৃগেল কাতলা ইত্যাদি মাছের চাষ হয়।
26. সাধারণভাবে মাছ কোথায় চাষ করা হয়?
উত্তর: পুকুরে নদীতে খালে বিলে ঝিলে, ভেড়িতে মাছ চাষ হয়
27. ধান ক্ষেতে কোন কোন মাছ পাওয়া যেত?
উত্তর: আগে ধান ক্ষেতে মৌরলা পুঁটি শিঙি মাগুর কই ইত্যাদি মাছ পাওয়া যেত।
28. জিওল মাছ কাকে বলে?
উত্তর: যেসব মাছ জল ছাড়াও ডাঙ্গায় বেশ কিছুক্ষণ বেঁচে থাকতে পারে তাদের জিওল মাছ বলে। যেমন, মাগুর হল একটি জিওল মাছ
29. কয়েকটি মিষ্টি জলের মাছের নাম লেখ
উত্তর: কয়েকটি মিষ্টি জলের মাছ হল রুই, কাতলা, মৃগেল, পুটি ইত্যাদি
30. কয়েকটি নোনা জলের মাছের নাম লেখ।
উত্তর: কয়েকটি নোনা জলের মাছ হল বাগদা চিংড়ি, পমফ্রেট, ভেটকি
31. আঁশ বিহীন দুটি মাছের নাম করো।
উত্তর: আঁশবিহীন দুটি মাছ হল মাগুর, সিঙ্গি
32. মাছ ধরার বিভিন্ন রকম ফাঁদের নাম কর।
উত্তর: ঘুনি, পোলো, ফাঁদি ইত্যাদি হলো মাছ ধরার বিভিন্ন উপকরণ
READ MORE: আমাদের পরিবেশ |পঞ্চম শ্রেণী প্রথম অধ্যায়: মানবদেহ প্রশ্ন ও উত্তর | West Bengal Class 5 Science
অতি সংক্ষেপে উত্তর দাও| Amader Paribes Class Five Krishi Utpadon |পঞ্চম অধ্যায়:পরিবেশ ও উৎপাদন ( কৃষি ও মৎস্য উৎপাদন)
1.পাওয়ার টিলার কাকে বলে?
উত্তর: পরে দেওয়া হচ্ছে
সংক্ষেপে উত্তর দাও| West Bengal Class 5 Science |পঞ্চম অধ্যায়:পরিবেশ ও উৎপাদন ( কৃষি ও মৎস্য উৎপাদন)
1. প্রশ্ন : পরে দেওয়া হচ্ছে
উত্তর: পরে দেওয়া হচ্ছে
রচনাধর্মী প্রশ্ন।উত্তর দাও| West Bengal Class 5 Science |পঞ্চম অধ্যায়:পরিবেশ ও উৎপাদন ( কৃষি ও মৎস্য উৎপাদন) | West Bengal Class 5 Science Suggestion
1. প্রশ্ন : পরে দেওয়া হচ্ছে
উত্তর: পরে দেওয়া হচ্ছে
পঞ্চম শ্রেণী বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পঞ্চম শ্রেণী পঞ্চম অধ্যায়:পরিবেশ ও উৎপাদন ( কৃষি ও মৎস্য উৎপাদন) | West Bengal Class 5 Science Question and Answer, Suggestion
পঞ্চম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পঞ্চম শ্রেণী পঞ্চম অধ্যায়:পরিবেশ ও উৎপাদন ( কৃষি ও মৎস্য উৎপাদন) | পঞ্চম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পঞ্চম শ্রেণী পঞ্চম অধ্যায়:পরিবেশ ও উৎপাদন ( কৃষি ও মৎস্য উৎপাদন) | পশ্চিমবঙ্গ পঞ্চম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পঞ্চম শ্রেণী পঞ্চম অধ্যায়:পরিবেশ ও উৎপাদন ( কৃষি ও মৎস্য উৎপাদন) প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণীর বিজ্ঞান সহায়ক – পঞ্চম শ্রেণী পঞ্চম অধ্যায়:পরিবেশ ও উৎপাদন ( কৃষি ও মৎস্য উৎপাদন) – প্রশ্ন ও উত্তর । Class 5 Science Question and Answer, Suggestion | West Bengal Class 5 Science Suggestion | Class 5 Science Question and Answer Notes | West Bengal Class 5th Science Question and Answer Suggestion.
READ MORE: আমাদের পরিবেশ |পঞ্চম শ্রেণী দ্বিতীয় অধ্যায়: ভৌত পরিবেশ (মাটি,জল,জীববৈচিত্র) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 5 Science
পঞ্চম অধ্যায়:পরিবেশ ও উৎপাদন ( কৃষি ও মৎস্য উৎপাদন)
পঞ্চম অধ্যায়:পরিবেশ ও উৎপাদন ( কৃষি ও মৎস্য উৎপাদন) – প্রশ্ন ও উত্তর | পঞ্চমপঞ্চম অধ্যায়:পরিবেশ ও উৎপাদন ( কৃষি ও মৎস্য উৎপাদন) শ্রেণী চতুর্থ অধ্যায়:পরিবেশ ও সম্পদ Class 5 Science Question and Answer Suggestion পঞ্চম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পঞ্চম অধ্যায়:পরিবেশ ও উৎপাদন ( কৃষি ও মৎস্য উৎপাদন) আলোচনা করা হল।
পঞ্চম শ্রেণি পঞ্চম অধ্যায়:পরিবেশ ও উৎপাদন ( কৃষি ও মৎস্য উৎপাদন) । ক্লাস 5 MCQ প্রশ্ন উত্তর | Class 5 Science Question Answer
পঞ্চম শ্রেণীর বিজ্ঞান (Class 5 Science) – পঞ্চম শ্রেণী পঞ্চম অধ্যায়:পরিবেশ ও উৎপাদন ( কৃষি ও মৎস্য উৎপাদন) – প্রশ্ন ও উত্তর | পঞ্চম অধ্যায়:পরিবেশ ও উৎপাদন ( কৃষি ও মৎস্য উৎপাদন) | Class 5 Science Suggestion পঞ্চম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পঞ্চম অধ্যায়:পরিবেশ ও উৎপাদন ( কৃষি ও মৎস্য উৎপাদন) সব প্রশ্ন দেওয়া হয়েছে । এগুলো ভালো করে প্র্যাক্টিস করলে 1 st টার্ম পরীক্ষায় ভালো রেজাল্ট হবেই।
পঞ্চম শ্রেণীর বিজ্ঞান – পঞ্চম শ্রেণী পঞ্চম অধ্যায়:পরিবেশ ও উৎপাদন ( কৃষি ও মৎস্য উৎপাদন) | West Bengal Class 5 Science Question Answers
অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “পঞ্চম অধ্যায়:পরিবেশ ও উৎপাদন ( কৃষি ও মৎস্য উৎপাদন) | West Bengal Class 5 Science “পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই Bigyansiksha ওয়েবসাইটের পাশে থাকুন। যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করুন , ধন্যবাদ।
- 5.1 ভারত: অবস্থান ও প্রশাসনিক বিভাগ | Class 10 Geography Short Question and Answer 2025
5.1 ভারত: অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th Madhyamik Geography Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট তোমরা যারা মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য 5.1 ভারত: অবস্থান ও প্রশাসনিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন ও … - চক্রপাণি দত্ত: কিংবদন্তী চিকিৎসক ও পণ্ডিত
চক্রপাণি দত্ত ছিলেন বিখ্যাত একজন আদর্শ চিকিৎসক এবং শারীরতত্ত্ববিদ। বহু দূর থেকে রোগীরা তাঁর কাছে চিকিৎসার জন্য আসতেন। তিনি রোগীদের চিকিৎসা করতেন আনন্দ সহকারে এবং অবসর সময়ে বই লিখতেন। তাঁর রচিত গ্রন্থগুলির মধ্যে ‘চিকিৎসা সংগ্রহ‘, ‘দ্রব্য গুণ‘ এবং ‘সর্বসার সংগ্রহ‘ উল্লেখযোগ্য। ‘চক্রদত্ত‘ নামক গ্রন্থে তিনি চিকিৎসা সংক্রান্ত বিষয় লিপিবদ্ধ করেছেন। টীকাকার ও উপাধি চক্রপাণি দত্ত … - পশ্চিমবঙ্গ সরকারের EWS সার্টিফিকেট পাওয়ার পদ্ধতি | EWS Certificate West Bengal Criteria | EWS সার্টিফিকেট কি এবং কেন এটি গুরুত্বপূর্ণ?
EWS সম্পূর্ণ কথাটি হল ইকনোমিক্যালি উই কার সেকশন (Economically Weaker Section) বা সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণি। EWS সার্টিফিকেটের মূল উদ্দেশ্য হলো সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অংশকে নির্দিষ্ট কিছু সরকারি সুযোগ সুবিধা দেওয়া।এই সার্টিফিকেট এর মাধ্যমে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি চাকরিতে 10% সংরক্ষণ পাওয়া যেতে পারে। শুধুমাত্র জেনারেল কাস্ট যারা অন্য কোন সংরক্ষণের অন্তর্ভুক্ত … - ধাতুবিদ্যা দশম শ্রেণী – প্রশ্ন উত্তর | WBBSE Class 10th Physical Science Suggestion ভৌত বিজ্ঞান দশম শ্রেণী
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান সাজেশন – WBBSE Class 10th Physical Science Suggestion – ধাতুবিদ্যা দশম শ্রেণী Chapter 8.5 – প্রশ্ন উত্তর নিচে দেওয়া হল । এই WBBSE Class 10th (X) Madhyamik Physical Science Suggestion – মাধ্যমিক দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান সাজেশন – ধাতুবিদ্যা দশম শ্রেণী – প্রশ্ন উত্তর গুলি আগামী 2026 সালের পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভৌত বিজ্ঞান … - তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া – প্রশ্ন উত্তর | WBBSE Class 10th Physical Science Suggestion ভৌত বিজ্ঞান দশম শ্রেণী
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান সাজেশন – WBBSE Class 10th Physical Science Suggestion – তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া Chapter 8.3 – প্রশ্ন উত্তর নিচে দেওয়া হল । এই WBBSE Class 10th (X) Madhyamik Physical Science Suggestion – মাধ্যমিক দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান সাজেশন – তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া – প্রশ্ন উত্তর গুলি আগামী সালের পশ্চিমবঙ্গ … - মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবনের প্রবাহমানতা (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science Question and Answer
মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর : জীবনের প্রবাহমানতা (দ্বিতীয় অধ্যায়) Madhyamik Life Science Question and Answer : মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবনের প্রবাহমানতা (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science Question and Answer, দশম শ্রেণীর জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় এর প্রশ্ন উত্তর pdf নিচে দেওয়া হলো MCQ প্রশ্নোত্তর | মাধ্যমিক জীবন বিজ্ঞান – …